নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পরে ব্লগের গোলাপ ভাইয়ের সাথে দেখা

১৬ ই জুন, ২০২২ রাত ১২:০৩



অনেক দিন পরে আজকে গোলাপ ভাইয়ের সাথে দেখা । ব্লগে আমরা তাকে গোলাপ ভাই বলেই ডাকতাম । অবশ্য তার এই গোলাপ ভাই নাম কিভাবে হল সেটা আমার জানা হয় নি এখনও । স্বপ্নবাজ অভির পোস্টে সর্ব প্রথম তার নাম শুনতে পাই যে গোলাপ ভাই । সম্ভবত সেদিন গোলাপ ভাইয়ের জন্মদিনই ছিল ।

গোলাপ ভাইয়ের গ্রুপে আমি কিভাবে যুক্ত হয়ে গিয়েছিলাম সেটা আমি নিজেও জানি না । এটার পেছনে কারণ ছিল সম্ভবত ব্লগার বটবৃক্ষ । তার সুবাদেই এই দলের মানুষের কাছে আমি প্রিয় হয়ে উঠেছিলাম । ব্লগের বাইরেও টুকটাক দেখা সাক্ষাতে আমি থাকতে শুরু করেছিলাম । তবে একটা জিনিস খানিকটা অবাক হয়েই আবিস্কার করলাম যে গোলাপ ভাই আমাকে স্নেহ করছেন । ভেজালবিহীন ভালোবাসা । বটবৃক্ষ সব সময় গোলাপ ভাইয়ের গুনগান গাইতো আমার কাছে । পুটো গ্রুপটা বটের বেশ পছন্দের ছিল । সে তো আর হাজির হতে পারতো না । আমাকে পাঠাতো ।

একবার অভির কাছে হঠাৎ শুনি যে গোলাপ ভাইয়ের শরীর খারাপ । সম্ভত ছোট খাটো স্ট্রোক টাইপের কিছু করেছিলেন ! আমাকে নিয়ে অভি হাজির হল গোলাপ ভাইয়ের বাসায় । পথের মধ্যে বট অন্তত ১০ বার ফোন দিয়ে ফেলেছে । গোলাপ ভাইয়ের অবস্থা জানার জন্য । তার বাসায় গিয়ে দেখি সে দিব্য বসে আছে । আড্ডা দিচ্ছে । বিড়ি টানছে । অভি তার হাত থেকে বিড়িটা কেড়ে নিলো । এই দৃশ্যটা আমার এখনও চোখে লেগে আছে ! তখন সেখানে ব্লগার কুনোব্যাঙ হাজির ছিল, ইভান ভাই ছিল, জেরিফও সম্ভবত ছিল । এছাড়া কাভা ভাইও ছিল সেখানে । সেদিন সারা রাত আমরা সবাই সেখানই ছিলাম । কত রকম আড্ডা কত কথা ! একেবারে সকালে এসেছিলাম !

সেদিন গুলো কেমন চমৎকার ছিল । ঢাকা এসে আমার ক্লাসের সার্কেল তখনও গড়ে ওঠে নি । তার আগেই ব্লগারদের এই গোলাপ ভাইদের সাথেই গড়ে ওঠেছিলো সখ্যতা ! শাহবাগ আন্দোলনের সময়েও আমরা মোটামুটি এক সাথেই ছিলাম ।

তারপর আস্তে আস্তে সবার ব্যস্ততা বেড়ে গেলে । সবাই মোটামুটি ব্লগ ছেড়ে দিলো । তবে ব্লগ ছেড়ে দিলেও ফেসবুকে সবার সাথেই যোগাযোগটা এখনও টিকে আছে । কয়েকজনের সাথে আগের সেই আন্তরিকতাও টিকে আছে আগের মত । জেরিফের সাথে মাঝে মাঝে দেখা হয় । ব্লগার কুনোব্যাঙের সাথে দেখা হয়েছিল করোনার ভেতরে ।

গোপাল ভাইয়ের সাথে দেখা হয় নি অনেক দিন । তিনি ঢাকা ছেড়েছেন অনেক দিন আগে । করোনার আগে । কয়েকদিন আগে ঢাকায় এসেছেন কাজে । আমাকে নক দিয়ে বললেন যে যে আমার সময় কখন হবে ! আজকে দুপুরে নিজেই হাজির হলেন । মানুষটা একেবারে ঠিক আগের মতই আছে । ১০ বছর আগে মতই দেখতে একদম । চুলে একটু পাক ধরেছে অবশ্য । এছাড়া আর কোন পরিবর্তন নেই । সেই একই রকম এনার্জি ভর্তি। অনেকটা সময় গল্প হল, কথা হল । সেই আগের মত । এই যে এতো গুলো বছর পরে দেখা হল অথচ মনেই হল না সেই কথা । মনে হল যেন প্রায়ই আমাদের দেখা হয় গল্প হয় । ব্যক্তিজীবনের আলাপ শেষ করে এবার ব্লগ নিয়ে গল্প শুরু হল । জানা আপা থেকে শুরু করে একেবারে সবার সম্পর্কে। সে জানালো যে সে আসলে ব্লগ ছাড়ে নি । প্রায়ই সে ব্লগে আসে ব্লগ পড়ে তবে লগিন করা হয় না !

আমার মাঝে এখন আড্ডা এড়িয়ে যাওয়ার মানসিকতা সৃষ্টি হয়েছে । কেউ আড্ডার কথা বললে সব সময় এড়িয়ে যাওয়ার ছুঁতো খুজি তবে কিছু কিছু মানুষের ব্যাপারই সব সময় আলাদা । গোলাপ ভাই তাদের একজন ! অনেক দিন পরে তাঁর সাথে দেখা হয়ে ভাল লাগছে ।

এতো সময় যারা গোলাপ ভাই সম্পর্কে শুনলেন তাদের কাছে প্রশ্ন যে বলুন তো গোলাপ ভাইয়ের নিক কোন টি?
পুরানো ব্লগাররা হয়তো চিনে ফেলবে তবে নতুন কেউ চিনবে বলে মনে হয় না !


pic source

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিনুল ভাইয়ের কথা বলছেন?

১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: আপনি তো পুরাতন লোক । আপনার চেনার কথা তো ! :)

২| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি চিনি না।
তবে আজকে আমারও গোলাপ ভাইয়ের সাথে দেখা হয়েছে।
তবে দুই গোলাপ ভাই নিশ্চয়ই আলাদা আলাদা ব্যক্তি।

১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৯

অপু তানভীর বলেছেন: আপনি তো অনেক পুরান লোক । আপনি কেন চিনবেন না ? এটা তো মেনে নেওয়া যায় না ।

৩| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গোলাপ ভাই! ভুল হচ্ছে কোথাও?

১৬ ই জুন, ২০২২ রাত ১:৩৩

অপু তানভীর বলেছেন: উপরে আসলে সরাসরি বলতে চাচ্ছিলাম না । অন্য ব্লগাররা চিনে কিনা সেটার জন্য ।

৪| ১৬ ই জুন, ২০২২ রাত ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুছে দিন জলদি।

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:১৯

অপু তানভীর বলেছেন: থাকুক সমস্যা নেই । যাদের চেনার তারা চিনবে আর যাদের না চেনার কথা তারা চিনবে না !

৫| ১৬ ই জুন, ২০২২ সকাল ৭:০৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর স্মৃতিচারণ! + +
আপনার এ পোস্টের মাধ্যমে পুরনো বেশ কয়েকজন ব্লগার সম্পর্কে কিছু কথা জানতে পারলাম।
"সে তো আর হাজির হতে পারতো না, আমাকে পাঠাতো" - সে যেতে পারতো না কেন?

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২১

অপু তানভীর বলেছেন: ব্লগের সেই সময়টা সত্যিই অন্য রকম ছিল । সেই সময়ের স্মৃতি গুলো যতবার মনে আসে কিংবা পুরানো মানুষ গুলোর সাথে যতবার দেখা হয় কথা হয়, ততবার মনে হয় কত চমৎকার সময়ই না কাটিয়েছি আমরা ! তখন অনেক বিষয় নিয়েই আমাদের মাঝে মতপার্থক্য ছিল কিন্তু সেটা কেবল পোস্টের ভেতরেই সীমাবদ্ধ থাকতো । বাইরে বের হয়ে আসতো না !

তার হাজির না হতে পারার কারণ ছিল যে সে মেয়ে ছিল! তার পক্ষে আসলে রাতের বেলা সেখানে যাওয়ার উপা্য ছিল না !

৬| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক পুরানো ব্লগার এখন আর নেই। সেই সময় ব্লগটা জমজমাট ছিল।

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২২

অপু তানভীর বলেছেন: সেই সময়টা ব্লগের সব থেকে চমৎকার একটা সময় ছিল যা এখন আমরা কল্পনাও করতে পারি না !

৭| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: দেশের বাইরে যখন ছিলাম, মনে হত কত না মিস করি ব্লগারদের আড্ডা। এখন দেখি সব ভ্রম।
ভাললাগে এমন আড্ডা বাজির গল্প।

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: এখন সবই ভ্রমই মনে হবে ! আমারও এখন মাঝে মাঝে ভ্রমই মনে হয় । এমন সময় যে কাটিয়েছি সেটা মাঝে মাঝে অবিশ্বাষ্য মনে হয় !
একদিন আপনার সাথে আড্ডা হবে আশা করি । যদিও আমি আড্ডাবাজিতে খুব পটু নই !

৮| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: স্মৃতিচারণ ভালো লেগেছে।

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৫

অপু তানভীর বলেছেন: আড্ডার মাঝে আপনার কথাও এসেছিলো অনেক কয়বার ! একদিন আপনার সাথে আড্ডা হবে আশা করি !

৯| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গোলাপ ভাই, কখনও পরিবর্তন হতে পারেন না। তিনি আজীবন এমনই থাকবেন। একজন মানুষ তার ভেতরে এখনও একটি বড় শিশুকে লালন করছে, এটা তাঁকে না দেখলে বিশ্বাস করা যায় না।

আমার সাথে তার সম্পর্ক এর গভীরতা ব্লগে বলে বুঝাবার মত না। শুধু এইটুকু বলা যায়, রাগ, অভিমান, স্নেহ, ভালোবাসা, পাগলামি সব ধরনের মানবিক আবেগের সম্পর্ক তার সাথে আমার আছে।

তিনি দীর্ঘজীবি হোক! যে খানে থাকুক ভালো থাকুক।

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: গোলাপ ভাই সত্যিই কোন দিন পরিবর্তন হবে না । আজীবন সে একই রকম থাকবে । সত্যিই বলতে কি যতজন ব্লগারের সাথে আমার ব্যক্তিগত ভাবে পরিচয় হয়েছে, এই কয় বছরে দেখেছি সবার মাঝেই কোন কোন পরিবর্তন এসেছে । কেবল এই একটা মানুষের ভেতরে কোন পরিবর্তন নেই । তাকে সেই ২০১২তে যেমন দেখেছি, এই গতকাল ২০২২ সালেও ঠিক একই রকম দেখলাম !

সে দীর্ঘজীবি হোক এটাই সব থেকে বড় আশা ।

১০| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: গোলাপ ভাইকে চিনি না। তার কথা শুনে ভালো লাগলো । ফেবুর লিংক দিয়েন। ভালোদের সাথে যুক্ত থাকতে চাই

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৮

অপু তানভীর বলেছেন: এতো লম্বা সময়ে ব্লগে থেকেও তাকে দেখেন নি একবারও ? চিনেন সম্ভবত । ৩ নং মন্তব্যে তার নাম আছে ! সম্ভবত আপনার সাথে ফেসবুকেও এড আছেন উনি !

১১| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সারারাত ব্লগে ক্যাচাল করে ভোরে গিয়ে শাহবাগে নাস্তা !!

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৯

অপু তানভীর বলেছেন: এটা একটা চমৎকার ব্যাপার ছিল তখন । এখন সেসব নেই !

১২| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বপ্নবাজ অভি কোথায় ? উনার একটা নাম ছিল ' গেলু'

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৪০

অপু তানভীর বলেছেন: অভি ফ্রেন্ড লিস্টে আছে । এখন সে পুরোদস্ত ফ্যামিলি ম্যান হয়ে গেছে । বউ বাচ্চা চাকরি ফ্যামিলি নিয়ে তার জীবন !

১৩| ১৭ ই জুন, ২০২২ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গোলাপ ভাইয়ের জন্য শুভেচ্ছা রইল। তিনি দীর্ঘজীবী হোন।

গোলাপ ভাইকে চিনতে পারি নি, নিকের আড়ালে বোধ হয় আরেকটা নিক বা রিয়াল নেইম। জেশন ভাই হতে পারেন, তার বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে।

ভালো লাগলো।

একদিন তো আমিও পুরোনো, এবং অতি অবশ্যই বিগতও হয়ে যাব। ইন ফ্যাক্ট আমরা সবাই। শুভ কামনা সেই আগামী দিনের 'বিগত' সবার জন্য।

১৭ ই জুন, ২০২২ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: জেসন ভাইই আসলে । তাকেই আমরা সবাই গোলাপ ভাই হিসাবে পরিচিত

আপনিও তো অনেক দিন আছেন ব্লগে । অনেক দিন ধরে আমরা এক সাথে রয়েছি ব্লগে । আরও অনেক দিন থাকার ইচ্ছেও আছে ।

আমরা সবাই আসলে একদিন বিগত হয়ে যাবো । এটাই সত্য কথা !

১৪| ১৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন: অনেকগুলো প্রিয় মানুষের মুখ ভেসে উঠছে, অনেককেই দেখি না অনেকদিন। আর একজন তো হারিয়েই গেছে, কোনদিন যদি সে এই পোষ্ট আর কমেন্ট দেখে ভুলক্রমে হলেও সেজন্যিই বলছি, তোকে ভীষন মিস করি।

১৭ ই জুন, ২০২২ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: সেই সময়ের সেই মানুষ গুলো আর এখন নেই । এখন সব নতুন !

আর ভুল ক্রমে যার কথা বলছেন সে হয়তো ভুলেও আসবে না । তাকে মিস করবেন কেবল । আমিও করি মাঝে মাঝে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.