নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ভোটের ফলাফল চলে এসেছে :D

৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৬



গতকাল ভোট দিতে বলেছিলাম । আজকে সকাল নয়টা পর্যন্ত পোস্টটা ছিল সামুর পাতায় । সবাই ভোট দিয়েছে । ভোটের ফলাফলও চলে এসেছে আমাদের হাতে । ভোটার ভোট দিয়েছেন নির্ভয়ে । কেউ তাদের ভোট দিতে বাঁধাগ্রস্ত করতে পারে নি । আমাদের বাঁধাগ্রস্তের আধুনিক রূপ কেউ তাদের ভোট দিতে সহায়তাও করতে পারে নি । নিজের মত করে ভোট দিয়ে গেছেন সবাই । এখানে বলে রাখি যে কয়েকজন অবশ্য একাধিক ভোট দেওয়ার চেষ্টা করেছেন তবে একজন ভাল নির্বাচন কমিশনার হিসাবে আমি সেই সব ভোট গুলোকে বাতিল বলে ঘোষণা করেছি । একটি আইপি থেকে একটি ভোটই গ্রহন করা হয়েছে । তবে কেউ যদি টর ব্যবহার করে থাকে সেই হিসাবে আলাদা । যাই হোক আমাদের হাতে ভোটের ফলাফল চলে এসেছে ।



ভোট দেওয়ার টাইম লাইন দেখুন


পাই চার্ট দেখুন



তাহলে সামনের নির্বাচনে কাকে ভোট দিবেন ঠিক করে ফেলেছেন তো ! ;)


এখানে বলে রাখি রাজশাহী থেকে বিএনপির নামে ছয়টি জাল দেওয়া হয়েছিলো । সেগুলো বাদ দেওয়া হয়েছে । একই ভাবে অপু তানভীরের নামে চারটি জাল ভোট দেওয়া হয়েছিল । যদিও ইচ্ছে করছিলো না তবুও সেগুলো বাদ দেওয়া হয়েছে । বাদ বাকি অন্য সবাই একটি আইপি থেকে একটি ভোটই দিয়েছেন ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮

শেরজা তপন বলেছেন: আমি যে ভোট দিলাম না :(

৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: কী করলেন জীবনে ! বাস্তবের ভোট তো মিস করেনই, এই ভোটও মিস করলেন !!

অবশ্য আমি জানি আপনি আমাকেই ভোট দিতেন । তাই আপনার ভোট আমি মনে মনে কাউন্ট করে নিলাম ।

২| ৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: হা হা হা !! দেখেছেন বি এন পি জাল ভোট দেয় । হা হা হা !!

৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: এই জন্য চাই শক্তিশালী নির্বাচন কমিশন । জাল ভোটেও কাজ হবে না ।

৩| ৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আমি আপনার নামে পাচটা দিসিলাম, জাল না, ভালোবাসিয়া; বাতিল করিয়া দিলেন!!!

৩১ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: বুঝবার পারছি । তবে বেশি ভালুবাসা ভালু নয় । দেখেন দেশে বেশি ভালুবেসে ভোট দেওয়ার ফলে কী হচ্ছে !

৪| ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০৯

মেঠোপথ২৩ বলেছেন: ইহা কি দেখিলাম? =p~ =p~ ব্লগেতো এখন ভুমিকম্প শুরু হইবে =p~

৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:২৪

অপু তানভীর বলেছেন: হে হে :D

৫| ৩১ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হায় হায় আমি তো ভোট ই দিলাম না

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:০৪

অপু তানভীর বলেছেন: আমাদের দেশে এ আর নতুন কী বলেন !

৬| ৩১ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৭

নিওন  বলেছেন: তফসিল ঘোষনার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে মনে হচ্ছে :P
আমরা (ইয়ে... মানে আমার মত নন রেগুলার ইউজার আর কি!) ভুটাভুটিতে অংশগ্রহণ করতে পারি নাই; তাই এই ভুটাভুটি নিরপেক্ষ হয় নাই। নতুন করে ভুট লওয়া হউক :#)

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:০৪

অপু তানভীর বলেছেন: অবশ্য ঠিকই বলেছেন । যেহেতু আওয়ামীলীগ জিতে নাই সেহেতু ভোট নিরপেক্ষ নয় । উন্নয়ের বিপক্ষে গেছে ভোট !

৭| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফলাফলে আওয়ামী লীগকে পরাজিত দেখানো হয়েছে। আমরা এ ফলাফল মানি না। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করলাম।

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:০৫

অপু তানভীর বলেছেন: আপনার সাথে সহমত পেষণ করছি । আমিও এই ফলাফল প্রত্যাখ্যান করলাম । :D

৮| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অপু তানভীর জয়ী হয়েও ফলাফল প্রত্যাখ্যান করলেন। এটা এক নজির বিহীন ঘটনা। তাঁর মহানুভবতায় আমার চোখে পানি এসেগেল।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: আসাই উচিৎ । তবে টিস্যু নিন চোখের পানি মুছে ফেলুন ! সামনে আরো পানি আসবে !

৯| ০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৫

আরোগ্য বলেছেন: কখন হলো এই ভোটাভুটি? আমি তো দিতে পারলাম না। যাই হোক নতুন বিজয়ী দেখে খুশি হলাম। এবার দেশের পরিবর্তন হবে। :)

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪২

অপু তানভীর বলেছেন: এটা তো আসলে আমাদের দেশে নতুন না । ভোট দিতে গিয়ে অনেকেই দেখেন যে তাদের ভোট দেওয়া হয়ে গেছে । সুতরাং এসব হয়ে যেতে পারে । কোন টেনশন নাই । নির্বাচন হয়েছে ফলও চলে এসেছে । এটাই বড় কথা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.