নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

জীবনে কত অদ্ভুত ঘটনা দেখে ফেললাম !

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৫



শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এমন সব কিছু দেখতে পাচ্ছি যা কোন দিন দেখবো বলে আশাও করি নি। শেখ হাসিনা এভাবে যে পালিয়ে যাবে এটাই যে আমি কোন দিন দেখব সেটাই ভাবতে পারি নাই। তারপর ধরেন জামাতের আমীর আওয়ামীলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে । ব্যাপারটা একবার ভাবেন। জামাতের মত একটা দল, সেই কিনা আওয়ামীলীগকে সাধারণ ক্ষমা করছে। এমন দিনও আমাদের দেখতে হল! আপনি ভেবেছিলেন কোন দিন এমন কিছু দেখতে পাবেন?
তারপর আমাদের র‌্যাব বাহিনী বলল যে তারা নাকি শুরু থেকেই আন্দোলনকারীদের সাথেই ছিল !
এরপর কী দেখলাম পোলাপাইন বৈষম্য বিরোধী পরীক্ষার ফল চাচ্ছে । ফেল করা ছাত্রছাত্রীরা আন্দোলন করছে পাশ করিয়ে দেওয়ার জন্য ! এই জীবনে এমন কিছু দেখবেন বলে ভেবেছিলেন?
এরপর দেখলাম জামাতের হিন্দু শাখার আগমন ! এটা দেখার পরে আমার মনে হয়েছিলো যে জীবনে বুঝি আর কিছুই দেখা নেই । জামাত যখন হিন্দু শাখা খুলতে পেরেছে তখন জগতে সব কিছু সম্ভব !
তারপর আজকে আওয়ামীলীগের পেইজ থেকে এই পোস্ট শেয়ার দেওয়া হয়েছে । ভাবতে পারেন ব্যাপারটা ! আওয়ামীলীগ বলতেছে, বিনা মামলায় বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা মানবাধিকার লঙ্ঘন ! আওয়ামীলীগ এই কথা বলতেছে ! আওয়ামীলীগ !!
আর আমার দেখার কিছু নাই ।

খুদা হাফেজ ! ঘুমাইতে গেলাম !

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৯

ডার্ক ম্যান বলেছেন: ক্ষমতায় না থাকলে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক বেশি মানবতাবাদী হয়ে যায়

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: ক্ষমতায় থাকা অবস্থায় নিজেরকৃত কর্মের হিসাব কারোই মনে থাকে না !

২| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

আরইউ বলেছেন:



অপু,
লীগের পোস্টের স্ক্রিনশট দেখে আজকের তারিখটা আরেকবার চেক করলাম। নাহ, এপ্রিলের ১ তারিখ না!
শুভ রাত্রি।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: এপ্রিলের এক তারিখেও যদি এই পোস্ট যাইতো তাইলেও সেটা হজম করার মত হইতো !
আমি কেবল ভাবছি যে এই পোস্ট লিখছে সে কি ভাবছে ! কিছুতো একটা ভাবছিল ! জানতে পারলে ভাল হত !
যাই হোক, আপনাকেও শুভ রাত্রি ! ভাল থাকুন সব সময় !

৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: জামায়াতের হিন্দু কমিটির শাখা দেখে ভাবছিলাম, "চলিতেছে সার্কাস "। আর খালি উলু দেওয়া বাকি, সামনের পূজাতে বোধহয় সেটা ও দেখবো।
বঙ্গদেশে আর কি কি দেখবো আল্লাহ ভালো জানে।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৯

অপু তানভীর বলেছেন: উলুটাও দিয়ে দিবে সামনে হয়তো । দেখা যাক সামনে কী কী করে তারা!

৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩

শিশির খান ১৪ বলেছেন: ওরা না ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কি হইলো এখন ,কাউয়া টা কোই ওইটারে দেখি না মেলা দিন হইছে খুব না চিল্লাইতো খেলা হবে এখন দেখি মাঠে ছাইড়া ভাগছে। এখন মনে হয় কলকাতার সোনাগাছি সেক্টরে খেলতেছে এরা তো পুরান পাপী ৭১ সালে যুদ্ধ করছে তো সোনাগাছি সেক্টর বসে। দিন বদলায় ভবিষতে বি এন পি ,জামাত যেই আসুক তারা যেনো এখান থেকে শিক্ষা নেয়।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২

অপু তানভীর বলেছেন: কাউয়া যে এমন ভাবে পালাবে সেটা তো আগে ভাবি নাই । তবে আমার কেন জানি মনে হচ্ছে কাউকে গুম করে রাখছে !

এটাই যে আসুক তাদের আওয়ামীলীগের অবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিৎ । স্বৈরশাসকের দশ দিন আর জনগনের এক দিন । এই একদিন আসবেই আসবে । অবৈধ ভাবে কেউ চিরোদিন ক্ষমতা দখল করে রাখতে পারে নি । পারবেও না ।

৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৫

জ্যাকেল বলেছেন: কাউয়া কাদের ছিল লুচ্চা। আরাফাত ছিল আরেকটা বদমাইশ। মুরাদ টাকলার অবস্থা তো সবাই জানে যে কত বড় ডিক নিয়ে সে বসে থাকে। মুটামুটি আওয়ামীলীগে যত বড় পদ ছিল, মন্ত্রী ছিল তার ৯৯% ছিল নারিলোভী, লম্পট ও পৈশাচিক মন মানসিকতার অধিকারি। ঠিক যেমন হাসিনা সাইকোপাথ নেত্রি তেমন উহার সাগরেদ।
অকালে বৃষ্টি হওয়াতে বিএনপি তাল সামলাতে পারতেছে না।
জামাত তলে তলে র+লীগকে খেলে দিয়েছে। ইহা বেশ এখন পরিস্কার। তবে আর যাইহোক, দেশ এক জগদ্দল পাথরের চাপা থেকে বেঁচে গেল। সাইকো হাসিনার খেল খতম হয়ে গেলেও সে নতুনভাবে লর্ড ভুল্ডারমর্ট হয়ে ফেরত আসতে চাইতেছে।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৩

অপু তানভীর বলেছেন: জামাতের খেলা দিয়ে আসলে খুব একটা লাভ নেই । তাদের যা সমর্থন আছে তার বাইরে একটা ভোটও তারা পাবে না ।
বাংলাদেশের মানুষ এখনও আওয়ামীলীগ বিএনপির বলয় থেকে বের হতে পারে নি । সামনে আদৌও কোন দিন পারবে কিনা সন্দেহ আছে !

৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৮

আমি সাজিদ বলেছেন: হায় আল্লাহ

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৪

অপু তানভীর বলেছেন: সামনে দেখেন আরো কত কিছু দেখা বাকি আছে ।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৬

দর্পণের প্রতিবিম্ব বলেছেন: কিছুদিন পর দেখবেন ওরাই বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগ কারো উপর অণু পরিমাণ জুলুম সহ্য করবে না :>

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৪

অপু তানভীর বলেছেন: সেই দিন সম্ভবত আর দুরে নেই । বলবে অবশ্যই বলবে !

৮| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৮

কাঁউটাল বলেছেন: দেখতে দেখতে ১৫ বছর সামনে আরো ৫ বছর,মানুষ বাঁচে কয় বছর: কাউয়া কাদের

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৫

অপু তানভীর বলেছেন: এই দেখেন দেখতে তিন মাস ক্ষমতায় নাই । সামনে দেখা যাক আরো কত বছর না থাকে।

৯| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মনে হইলো আপনে যেন আমার কথাগুলাই কইতেছেন।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬

অপু তানভীর বলেছেন: সামনে আরো কত কিছু যে দেখবো সেটাই দেখার বিষয় । তবে যা দেখেছি আর কিছু দেখার খায়েশ নাই আর।

১০| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২৩

বিডি আইডল বলেছেন:

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬

অপু তানভীর বলেছেন: সামনে এমনও দিনও দেখতে পারি যখন আওয়ামীলীগ আর জামাত জোট করে বিএনপির বিরুদ্ধে মাঠে নামছে । ৯৬ এর মত ।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আহরে মানবতা। আহরে মানবতার নৌকা!

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৭

অপু তানভীর বলেছেন: নৌকার কোন বিকল্প নেই।

১২| ৩০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৪

আজব লিংকন বলেছেন: জামাতের হিন্দু শাখার নাম কি?

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৭

অপু তানভীর বলেছেন: রংপুরে খোলা হইছে । নিউজে খোজ করলেই পাবেন।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী অদ্ভুত আমাদের দেশের মানুষ, একেকজনের মন একেক রকম। দেশের চিন্তা কেউ করে বলে মনে হয় না। কী ধর্মিয় দল আর কী অধর্মীয় দল একই ক্যাটাগরির সব। আমরা যারা রাজনীতিতে নাই তারাই কেবল উপলব্ধি করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। আজব লাগে দেশের মানুষের এমন হযবরল সিদ্ধান্ত দেখে।

আর লীগের কথা আর কী কইবেন.... উকুন বাচতাছে.... যদি হালকা খুঁতও পায় সেটাই শেয়ার করতেছে। এদের মত হিংস্র দল আর বাংলাদেশে নাই।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১২

অপু তানভীর বলেছেন: দেশের এখন কোন কিছুই ঠিক নেই । কবে ঠিক হবে সেটা বলা যাচ্ছে না । তবে দলীয় সরকার না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ! তারপর দেখা যাক কী হয় !

১৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৫

রাসেল বলেছেন: রাজনীতির ইংরেজি শব্দ হলো Politics। বাংলাদেশে প্রচলিত প্রাকটিস অনুসারে রাজনীতিকে "স্বার্থ উদ্ধারের জন্য সকল ধরণের বৈধ অবৈধ নীতি বাস্তবায়ন করা" মর্মে ব্যাখ্যা করা যেতে পারে। সেই অর্থে বাংলাদেশে Politics শব্দের সার্থক প্রয়োগ হয়েছে। বাংলায় "রাজনীতি" শব্দটা পরিবর্তন করা উচিত ।

৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৭

অপু তানভীর বলেছেন: ক্ষমতার জন্য রাজনীতির নামে এই দেশে সব সম্ভব।

১৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:







৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: তা আর বলতে !

১৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগকে সবসময় দৌড়ের উপর রাখতে হবে যাতে আর কোন দিন ক্ষমতায় আসার স্বপ্নও না দেখে।

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: তারা আছে দৌড়ের উপরে..

১৭| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০১

নিলঞ্জনা বলেছেন: দেশে এখন একটা নির্বাচন দেয়া প্রয়োজন।

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: নির্বাচিত সরকারটা জরুরী ! নির্বাচনের কোন বিকল্প নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.