নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই সামুকে ভালোবাসি। সামু ছাড়া যেন আমাদের দিন কাটে না । তবে অনেকেই অবশ্য সামুকে একটু বেশিই ভালোবাসে। কেউ কেউ আবার সামুর প্রতি একটু বেশি আসক্ত। আসুন দেখা যাক আপনি সামুর প্রতি কতখানি আসক্ত । নিচের প্রশ্নগুলোর উত্তরে মাত্রা অনুযায়ী নম্বর যোগ করুন । যেটা খুব বেশি সত্য তাতে সর্বোচ্চ নম্বর নিন, যেটা সত্য না সেটাতে শূন্য দিন। মোটামুটি হলে ১/২ দিন মাত্রা অনুযায়ী। তারপর সব নম্বর যোগ করে দেখুন।
১. প্রতিদিন সকালে উঠে আপনার প্রথম কাজই হচ্ছে সামুতে ঢুকে কে কী পোস্ট, কে কী মন্তব্য করেছে সেটা চেক করা।
০-১-২-৩
২. নতুন পোস্ট আসার সাথে সাথেই আপনার সেটা পড়া চাই ই চাই।
০-১-২-৩
৩. পোস্ট পড়লে আপনার মন্তব্য করতে মনটা আকুপাকু করে।
০-১-২-৩
৪. পিসিতে ব্রাউজার অন করলে প্রথম ট্যাবটাই হয় সামুর ট্যাব।
০-১-২-৩
৫. সামুতে পোস্ট না করতে পারলে আপনার পেটের ভাত হজম হয় না।
০-১-২-৩
৬. আপনার পোস্টে কেউ মন্তব্য করলে আপনার মন আনন্দে ভরে ওঠে।
০-১-২-৩
৭. ঘরের বাইরে পথে ঘাটে আপনি মোবাইল বের করে ঠিকই সামুর পোস্ট করেন।
০-১-২-৩
৮. সামু বন্ধ থাকলে আপনার অন্য কোন কাজে মন বসে না। আপনি বারবার কেবল সামুর ইউআরএল ব্রাউজারে দিয়ে চেক করে দেখেন যে সামু ঠিক হয়েছে কিনা !
০-১-২-৩
৯. অফিস বা কাজের ফাকে ফাকে আপনি ঠিকই সামুতে আসেন বারবার।
০-১-২-৩
১০. যতই অভিমান করেন না কেন আপনি ঠিকই সামুতে আবার ফিরে আসেন ।
০-১-২-৩
আপনার নম্বর ২৫-৩০ হয় তাহলে আপনি অতি আসক্ত । ২০-২৪ হলে মোটামুটি আসক্ত। আপনার নম্বর যদ ১৬-১৯ এর ভেতরে হয় তাহলে আপনার আসক্তির মাত্রা নিয়ন্ত্রিত। যদি ১১-১৫ হয় তাহলে আপনাকে আসক্ত বলা যাবে না। তবে আপনি সামুকে ভালবাসেন । আপনার নম্বর যদি ৬-১০ হয় তাহলে আপনি সামুকে একটা সাধারণ ব্লগ হিসাবেই দেখেন। যদি আপনার নম্বর ০-৫ হয় তাহলে সামুর প্রতি আপনার কোন অনুভূতি নেই।
এমন একটা পোস্ট আমি অনেক আগে একবার দিয়েছিলাম । আরো অনেকেই সম্ভবত দিয়েছে। সেবার একটা ফান ম্যাগাজিন থেকে এই আইডিয়াটা পেয়েছিলাম।
pic source
২| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০১
আজব লিংকন বলেছেন: নো কমেন্ট। বিষয়টা কনফিডেন্সিয়াল। বাসায় জানলে রিহ্যাবে দিতে পারে।
৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮
জ্যাক স্মিথ বলেছেন: আমি আগে সামুতে আসক্ত ছিলাম তবে এখনও আসক্ত আছি তা বলা যায় না। প্রায় ২০ দিন পর সামুতে লগইন করলাম। এর মাঝে হয় হয়তো ৪/৫ দিন সামু ভিজিট করেছি।
৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,
আপনার এই পোস্টখানি দেখে অনেক দিন পরে সামুতে লগইন করতে হলো।
শুরুতে সামুর প্রতি চরমভাবে আসক্ত ছিলুম। আপনার প্রশ্ন মতো বর্তমানে আমার আসক্তির মাত্রা নিয়ন্ত্রিত।
অফ-টপিকঃ সব ব্লগাররা ভালো আছেন নিশ্চয়ই!!!!!!!!
৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫
ডার্ক ম্যান বলেছেন: আমি বেকার মানুষ এখন। বলতে পারেন অনেকটা গৃহবন্দী। তাই সামু সহ বিভিন্ন পত্রিকার অনলাইনে প্রায়শ ঢু মারি।
কয়েকজন ছাড়া বিশেষ করে যারা আমার কমেন্ট এভয়েড করেন তাদের ছাড়া বেশিরভাগ পোস্টে কমেন্ট করার চেষ্টা করি। যদি সেটা কমেন্ট করার মত হয়।
৬| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৪
কামাল১৮ বলেছেন: আমার নাম্বার ১১ থেকে ১৫!
৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৯
আমি সাজিদ বলেছেন: ১৬-১৯
৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমারতো ২০
৯| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: ২০
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৮
হাসান মাহবুব বলেছেন: আমার স্কোর ৭। তবে ক্যাটাগরি অনুযায়ী আমি ১১-১৫তে পড়ি।