নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর প্রতি আপনি কতখানি আসক্ত?

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫১



আমরা সবাই সামুকে ভালোবাসি। সামু ছাড়া যেন আমাদের দিন কাটে না । তবে অনেকেই অবশ্য সামুকে একটু বেশিই ভালোবাসে। কেউ কেউ আবার সামুর প্রতি একটু বেশি আসক্ত। আসুন দেখা যাক আপনি সামুর প্রতি কতখানি আসক্ত । নিচের প্রশ্নগুলোর উত্তরে মাত্রা অনুযায়ী নম্বর যোগ করুন । যেটা খুব বেশি সত্য তাতে সর্বোচ্চ নম্বর নিন, যেটা সত্য না সেটাতে শূন্য দিন। মোটামুটি হলে ১/২ দিন মাত্রা অনুযায়ী। তারপর সব নম্বর যোগ করে দেখুন।

১. প্রতিদিন সকালে উঠে আপনার প্রথম কাজই হচ্ছে সামুতে ঢুকে কে কী পোস্ট, কে কী মন্তব্য করেছে সেটা চেক করা।
০-১-২-৩
২. নতুন পোস্ট আসার সাথে সাথেই আপনার সেটা পড়া চাই ই চাই।
০-১-২-৩
৩. পোস্ট পড়লে আপনার মন্তব্য করতে মনটা আকুপাকু করে।
০-১-২-৩
৪. পিসিতে ব্রাউজার অন করলে প্রথম ট্যাবটাই হয় সামুর ট্যাব।
০-১-২-৩
৫. সামুতে পোস্ট না করতে পারলে আপনার পেটের ভাত হজম হয় না।
০-১-২-৩
৬. আপনার পোস্টে কেউ মন্তব্য করলে আপনার মন আনন্দে ভরে ওঠে।
০-১-২-৩
৭. ঘরের বাইরে পথে ঘাটে আপনি মোবাইল বের করে ঠিকই সামুর পোস্ট করেন।
০-১-২-৩
৮. সামু বন্ধ থাকলে আপনার অন্য কোন কাজে মন বসে না। আপনি বারবার কেবল সামুর ইউআরএল ব্রাউজারে দিয়ে চেক করে দেখেন যে সামু ঠিক হয়েছে কিনা !
০-১-২-৩
৯. অফিস বা কাজের ফাকে ফাকে আপনি ঠিকই সামুতে আসেন বারবার।
০-১-২-৩
১০. যতই অভিমান করেন না কেন আপনি ঠিকই সামুতে আবার ফিরে আসেন ।
০-১-২-৩

আপনার নম্বর ২৫-৩০ হয় তাহলে আপনি অতি আসক্ত । ২০-২৪ হলে মোটামুটি আসক্ত। আপনার নম্বর যদ ১৬-১৯ এর ভেতরে হয় তাহলে আপনার আসক্তির মাত্রা নিয়ন্ত্রিত। যদি ১১-১৫ হয় তাহলে আপনাকে আসক্ত বলা যাবে না। তবে আপনি সামুকে ভালবাসেন । আপনার নম্বর যদি ৬-১০ হয় তাহলে আপনি সামুকে একটা সাধারণ ব্লগ হিসাবেই দেখেন। যদি আপনার নম্বর ০-৫ হয় তাহলে সামুর প্রতি আপনার কোন অনুভূতি নেই।




এমন একটা পোস্ট আমি অনেক আগে একবার দিয়েছিলাম । আরো অনেকেই সম্ভবত দিয়েছে। সেবার একটা ফান ম্যাগাজিন থেকে এই আইডিয়াটা পেয়েছিলাম।


pic source

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: আমার স্কোর ৭। তবে ক্যাটাগরি অনুযায়ী আমি ১১-১৫তে পড়ি।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: আগের মত আর কেউ নেই। ১০ বছর আগে হলে কত হত নম্বর?

২| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০১

আজব লিংকন বলেছেন: নো কমেন্ট। বিষয়টা কনফিডেন্সিয়াল। বাসায় জানলে রিহ্যাবে দিতে পারে।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: আরও কয়েকজনেরও একই অবস্থা ! রিহ্যাব !

৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: আমি আগে সামুতে আসক্ত ছিলাম তবে এখনও আসক্ত আছি তা বলা যায় না। প্রায় ২০ দিন পর সামুতে লগইন করলাম। এর মাঝে হয় হয়তো ৪/৫ দিন সামু ভিজিট করেছি।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

অপু তানভীর বলেছেন: আগে একটা সময়ে সামু ছাড়া যেন চলত না । এখন কমে গেছে । সবার বেলাতেই এটা সত্য !

৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,



আপনার এই পোস্টখানি দেখে অনেক দিন পরে সামুতে লগইন করতে হলো।
শুরুতে সামুর প্রতি চরমভাবে আসক্ত ছিলুম। আপনার প্রশ্ন মতো বর্তমানে আমার আসক্তির মাত্রা নিয়ন্ত্রিত।

অফ-টপিকঃ সব ব্লগাররা ভালো আছেন নিশ্চয়ই!!!!!!!!

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬

অপু তানভীর বলেছেন: আপনাকে অনেক দিন পরে সামুতে দেখা গেল । যাক আমার পোস্টের কল্যানেই আবার দেখা গেল দেখে ভাল লাগল !

আপনার মতই সবার অবস্থা ! সবারই এখন নিয়ন্ত্রিত নয়তো একেবারেই নেই ।

আমরা সবাই ভাল আছি । আপনি ভাল আছেন তো ?

৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫

ডার্ক ম্যান বলেছেন: আমি বেকার মানুষ এখন। বলতে পারেন অনেকটা গৃহবন্দী। তাই সামু সহ বিভিন্ন পত্রিকার অনলাইনে প্রায়শ ঢু মারি।

কয়েকজন ছাড়া বিশেষ করে যারা আমার কমেন্ট এভয়েড করেন তাদের ছাড়া বেশিরভাগ পোস্টে কমেন্ট করার চেষ্টা করি। যদি সেটা কমেন্ট করার মত হয়।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: এক সময় সামুতে অনেক কিছু পড়ার ছিল। এখন সেই পরিমানটা কমে গেছে অনেক । আর কাজ কর্ম কম থাকে এদিকে আসি । নয়তো বেশির ভাগ সময়ে চলে যায় অন্য দিকে। তবে দিনে একবার ঢু মারা হয় ।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৪

কামাল১৮ বলেছেন: আমার নাম্বার ১১ থেকে ১৫!

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: আপনার তো আরও বেশি হওয়ার কথা !

৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৯

আমি সাজিদ বলেছেন: ১৬-১৯

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: আপনার সামুতে অবস্থান দেখে মনে হয়েছে আরেকটু কম হবে !!

৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমারতো ২০

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: অনেক নম্বর !

৯| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ২০

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: আপনাকে তো ইদানীং একদমই দেখা যায় না।

১০| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৭

আহরণ বলেছেন: একটু একটু......., তেমন না। এখন তো আরও অনেক মাধ্যম আছে, ভাইয়া?

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: হ্যা এখন অনেক মাধ্যম রয়েছে । সেগুলোর কারণেই সামুর আসক্তি কম অনেকের !

১১| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৮

মিরোরডডল বলেছেন:





একসময় নেশা ছিলো কিন্তু এখন নেই।
এখন আসি মাঝে মাঝে, ভালো লাগে কিন্তু কি যেন নেই নেই।

আমিতো একটু আনন্দের জন্য আসতাম কিন্তু
সেই আন্তরিকতা, বন্ধুসুলভ আচরণ, হাসি আনন্দ সেগুলো আর আগের মতো নেই।

সবাই কেমন যেনো রোবোকপ আর গম্ভীর।
যেনো শোকদিবস চলছে।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪১

অপু তানভীর বলেছেন: একটা সময়ে ছিল পিক । ব্লগের কথা যদি বলেন এখন কেবল সামু না পুরো বিশ্ব ব্লগের অবস্থাই এমন । ফেসবুকের কথাও যদি ধরেন একটা সময় সেটাও তীব্র ছিল কিন্তু দিন দিন সেটা পড়তির দিকে । দেখবেন আগের মত আর ফেসবুকিং করতে ভাল লাগে না । সব কিছুর বেলাতেই এমন । শুরু - তীব্রতা - পড়তি । এরপর সমাপ্তি !

১২| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে সামুতে ঢু না মারলে ভাল লাগেনা।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: এমন অভ্যাস আমাদের সবারই

১৩| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অফিস আছে সামু আছে
অফিস নাই সামু নাই-
তারপরে ঘুমে যাই;
রবি আসে সামু পাই!

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: অনেক ব্লগারই এই কাজ করেন । এই কারণে শুক্রশনি বার সামু অনেকটাই ঝিমিয়ে পড়ে। অথচ আগে ছুটির দিকে হাজার দুই হাজার ব্লগার থাকতো সব সময় ।

১৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ১. প্রতিদিন সকালে উঠে আপনার প্রথম কাজই হচ্ছে সামুতে ঢুকে কে কী পোস্ট, কে কী মন্তব্য করেছে সেটা চেক করা।
=০

২. নতুন পোস্ট আসার সাথে সাথেই আপনার সেটা পড়া চাই ই চাই।
=১ (বড় হলে পড়ি না।, ছোট হলে পড়ি, তবে সব সময় মন্তব্য দেয়া হয় না

৩. পোস্ট পড়লে আপনার মন্তব্য করতে মনটা আকুপাকু করে।
= ৩ ( কিছু পোস্টে উচিত কথার মন্তব্য দিতে মন আকুপাকু করে)

৪. পিসিতে ব্রাউজার অন করলে প্রথম ট্যাবটাই হয় সামুর ট্যাব।
=২ (দ্বিতীয় ট্যাব, প্রথম ট্যাব থাকে ফেসবুকের জন্য)

৫. সামুতে পোস্ট না করতে পারলে আপনার পেটের ভাত হজম হয় না।
= ৩ (আসলেই)

৬. আপনার পোস্টে কেউ মন্তব্য করলে আপনার মন আনন্দে ভরে ওঠে।
=৩ (তাতো বটেই)

৭. ঘরের বাইরে পথে ঘাটে আপনি মোবাইল বের করে ঠিকই সামুর পোস্ট করেন।
= ০ (নেটে ঢুকি না পারতপক্ষে)

৮. সামু বন্ধ থাকলে আপনার অন্য কোন কাজে মন বসে না। আপনি বারবার কেবল সামুর ইউআরএল ব্রাউজারে দিয়ে চেক করে দেখেন যে সামু ঠিক হয়েছে কিনা !
=৩ ( হ রিফ্রেস করি বারবার)

৯. অফিস বা কাজের ফাকে ফাকে আপনি ঠিকই সামুতে আসেন বারবার।
= ৩ (আসি তো)

১০. যতই অভিমান করেন না কেন আপনি ঠিকই সামুতে আবার ফিরে আসেন ।
=৩ (ইয়েস ১০২ বার আসবো)

০+১+৩+২+৩+৩+০+৩+৩+৩=২১

তার মাসে আসক্তি আছে ( থাকুক কিছু আসক্তি)

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: আরে বাহ ! আপনি দেখি একেবারে পাই টু পাই হিসাব দিয়ে দিলেন । আপনার নম্বর সব থেকে বেশি দেখা যাচ্ছে !

১৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: *টাইপু

শেষের লাইনে তার মানে হবে
মাসে হয়ে গেছে

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

অপু তানভীর বলেছেন: নো প্রব্লেম !

১৬| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন কিছুতেই আসক্তি নেই।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

অপু তানভীর বলেছেন: আগে ছিল এখন নেই। বেশির ভাগেরই এমন অবস্থা !

১৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার আসক্তি কিছুটা কমেছে।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫

অপু তানভীর বলেছেন: আমারও অনেকটাই কমেছে।

১৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮

জ্যাকেল বলেছেন: ৭ এর মত হয়।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫

অপু তানভীর বলেছেন: ভাল ব্যাপার ।

১৯| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: আমি নম্বর ছাড়া সামু আসক্ত! আবার মডারেশন প্যানেল (প্যানেল না সিংগেল নিশ্চিত নই) এর সিদ্ধান্তহীনতা দ্বৈত নীতি এবং ধীরগতির এ্যাকশন নিয়ে বিরক্তও বটে। এরা চোর - পুলিশ খেলায় মেতেছেন!

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

অপু তানভীর বলেছেন: আপনার মত আরও কয়েকজন আছে । এই কারণেই সামু এখনও জমজমাট!

২০| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

নতুন বলেছেন: ১২

সামু এখন অভ্যাস।

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

অপু তানভীর বলেছেন: আসক্তি নয় অভ্যাস ভাল !

২১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১:০১

আরইউ বলেছেন:



অপু,

৬ আর ১০ এ নাম্বার পেয়েছি (৩ + ১ = ৪)। বাকীগুলোতে অবস্থা ভয়ংকর, পেয়েছি ০!

সামহোয়ারইনের প্রতি আমার অনুভুতি নেই এমনটা নয়, আমার ভালোবাসা আছে, কৃতজ্ঞতা আছে, তবে হ্যাঁ, কোন আসক্তি নেই সম্ভবত।

আপনার স্কোর কত আসে?

ভালো থাকুন!

সাইড নোটঃ যদি কেউ "সামু আসক্তি স্কেল" বলে একটা টুল ডেভেলপ করতো খারাপ হতোনা। তবে এ ধরণের [লাইকার্ট] স্কেলগুলো থেকে রিলায়েবল এবং ভ্যালিড ডেটা পেতে হলে এর পিছনে অনেক কাজ করতে হয়, পাইলটিং, ফিল্ড টেস্টিং, সাইকোমেট্রিকস ইত্যাদি। কারো মাস্টার্স এর গবেষণার বিষয় হতে পারে!

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

অপু তানভীর বলেছেন: আগে একটা সময়ে তীব্র আকর্ষণ ছিল । বিশেষ করে যখন ছাত্র ছিলাম। এখন এ ব্যাপারটা কমে গেছে। দিনে একবার অন্তত ঢু মারি । রাতের বেলা সাধারণত ঢুকি না একদম । আর রাত বারোটার পরে নো ইন্টারনেট পলিসি গ্রহনের পরে তো সেটা আরও কমে গেছে। আর একই সাথে এখন অনুবাদের কাজে হাত দেওয়ার ফলে এই এদিকে আসা এক দম কমে গেছে।

টুলস কিন্তু খুব সহজে তৈরা করা সম্ভব। এমন অনেক টুলসই কিন্তু অনলাইনে পাবেন । হ্যা তবে একেবারে রিলায়েবল ভাবে তৈরি করতে গেলে কিছু তো গবেষণার দরকার আছে।

ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.