নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইভান ভাই অত্থ্যাৎ ব্লগার কান্ডারি অথর্বের সাথে পরিচয় যখন ব্লগ লেখা শুরু করি তখন থেকে। আমার আর তার ব্লগের নিক খোলার সময় প্রায় কাছাকাছি। সেই সময় থেকে ২০১৬ সাল পর্যন্ত নিয়মিত ব্লগিং করে গেছেন। সেই সময়ে হঠাৎ করে কিছু ব্লগারদের মধ্যে খুব ভাল সম্পর্ক তৈরি হয়। তার ভেতরে ইভান ভাই একজন। ব্লগের ভেতরে ছাড়াও ব্লগের বাইরেও অনেকের সাথে আলাদা ভাবে সম্পর্ক তৈরি হয়। ইভান ভাইয়ের সাথে প্রথম দেখা হয় পলাশিতে। সে সময় ব্লগডের একটা অনুষ্ঠান হয়েছিল পলাশি । নিজেদের উদ্যোগে।। আমি ঐ এক ব্লগডেতেই গিয়েছিলাম। সেই ব্লগ ডের প্রধান হোস্টই ছিলেন ইভান ভাই। সেদিন ভরপুর আড্ডার পরে উনি আমাদের সবাইকে শর্মা খাইয়েছিলেন। তারপর আরও কয়েকবার দেখা হয়েছিল । শেষবার সম্ভবত গোলাপ ভাইয়ের বাড়িতে ।
সেই দিন গুলোর কথা মনে হলে, মনে হয় যেন এ তো সেদিনের কথা । অথচ আজ থেকে দশ বারো বছর আগের ঘটনা সেগুলো। তারপর রাজনৈতিক কারণে ইভান ভাইয়ের উপরে বেশ ঝড় ঝাপ্টা এসে হাজির হয়। উনি আস্তে আস্তে ব্লগ সহ অনেক কিছু থেকেই একটু দূরে সরে যান।
আজকে সামুর ব্লগের একজন জানালো ইভান ভাই ব্রেইন ষ্ট্রোক করেছেন । অপারেশন হয়েছে তবে এখনও কিছু বলা যাচ্ছে না। পরিচিত মানুষগুলোর এমন খবর শুনলে মন কেমন যেন হয়ে যায় । পুরানো কত কিছু মনে পড়ে। মনে হয় সেই দিন গুলোতে যদি আবার ফিরে যাওয়া যেত !
বর্তমান ব্লগের অনেকেই হয়তো তাকে চিনবে না। তবে পুরানো অনেকেই মনে রেখেছেন। বিশেষ করে যারা সৃজনশীল লেখা পছন্দ করতেন তারা ব্লগার কান্ডারি অথর্বের লেখাকে মনে রাখবেন।
উনি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। আশা করি সুস্থ হয়ে আবারও এক সময়ে ব্লগে ফিরে আসবেন।
ব্লগার কান্ডারি অথর্বের ব্লগ লিংক।
২| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২১
আমি সাজিদ বলেছেন: উনার আপডেট দিয়েন। আইসিইউতে নাকি? আল্লাহ উনার বিপদ কাটিয়ে দিন।
৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০
জ্যাকেল বলেছেন: উনার জন্য অন্তরের অন্থস্থল থেকে দোয়া করি, উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন।
৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৯
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,
খুব কষ্টকর একটি খবর দিলেন।
কান্ডারি অথর্ব আসলেই ভালো মানের ও সৃজনশীল একজন লেখক।
প্রার্থনা, সৃষ্টিকর্তা তাকে যেন যথাশীঘ্রি সুস্থ আর নিরাময় করো তোলেন।
৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪১
আজব লিংকন বলেছেন: ফি আমানিল্লাহ
৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: কান্ডারী ভাইয়ার কথা মনে পড়ে মাঝে মাঝেই। তখন যে সময়টার কথা বললে তখন কান্ডারীভাইয়াসহ গোলাপভাইয়া মানে আমিনুরভাইয়া আরও অনেকেই হঠাৎ সক্রিয় হয়ে উঠেছিলো।
তারপর সব একে একে হারিয়ে গেলো।
৭| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। সুস্থ হয়ে ফিরে আসুক সবার মাঝে এই কামনা করছি।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: সুস্থ হয়ে ফিরে আসুক সবার মাঝে!