নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নেটফ্লিক্স এবং তাদের LGBTQ প্রচারণা

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

আপনারা ব্যাপারটা কেমন ভাবে নেন জানি না তবে আমি এখনও এমিনেশন দেখতে পছন্দ করি এবং নিয়মিত ভাবেই এই এনিমেশন দেখি। যদি মাসের ভেতরে আমি দশটা মুভি সিরিজ দেখি তার ভেতরে অন্তত সাতটাই হবে এনিমেশন। আগে অবশ্য টরেন্ট ব্যবহার করতাম তবে যখন থেকে নেটফ্লিক্স এসেছে তখন থেকেই নেটফ্লিক্সেই মুভি দেখা হয় বেশি। মাঝে মাঝে এমাজান প্রাইমও নেওয়া হয় তবে নেটফ্লিক্সে এতো বেশি কন্টেন্ট যে অন্য কোন স্ট্রিমিং সার্ভিসে যাওয়ার দরকার পরে না ।
এবার আসি আসল কথায়। আগে এই ব্যাপারটাতে আমার খুব বেশি কিছু মনে হত না, মনে হত যে মুভির ভেতরে এটা থাকতেই পারে, তবে ইদানীং ব্যাপার খুব বেশি বেশি চোখে পড়ছে। বড়দের মুভির কথা তো বাদই দিলাম, কিন্তু এখন নেটফ্লিক্সের ব্যানারে নির্মিত প্রতিটা এনিমেশনে একটা না একটা সমকামী চরিত্র থাকবেই থাকবে। আগে এমনটা ছিল না । আগে এমন হত যে ছোট কোন পার্শ্ব চরিত্রে এই সমকামী চরিত্র থাকত কিন্তু গত দুতিন বছরে দেখতে পাচ্ছি যে ব্যাপারটা ওরা একেবারে জোর করে ঢোকাচ্ছে ভেতরে । বিশেষ করে প্রতিটি এনিমেশনের ভেতরেই ।
নেটফ্লিক্সে সাধারন দুই ধরনের মুভি সিরিজ থাকে । একটা হচ্ছে অন্য কোন কোম্পানী তৈরি করে পরে নেটফ্লিক্স সেটা নিজেদের সার্ভারে নিয়ে আসে এবং আরেকটা হচ্ছে নেটফ্লিক্স নিজে সেই মুভি সিরিজ তৈরি করে । আমি এটা হলপ করে বলতে পারি যে গত চার পাঁচ বছরে যতগুলো মুভি সিরিজ নেটফ্লিক্স তৈরি করেছে তার প্রায় সব গুলোতে এই সমকামী চরিত্র তারা ঢুকিয়েছে। এই ব্যাপারটা আমার নিজের পছন্দ না হলেও আমি এটা সহ্য করে নেওয়ার মানসিকতা রাখি। কেউ যত সময় অন্যের উপরে জোর জবর্দস্তি না করছে তত সময়ে আমার আসলে কোন কিছুতেই আপত্তি নেই তা আমার যতই অছন্দের হোক না কেন । আমি নিশ্চুপ ভাবে কেবল আমার অপছন্দের ব্যাপার থেকে দুরে থাকি । কিন্তু নেটফ্লিক্সের এই জোর করে প্রতিটা মুভির ভেতরেই এই এলজিবিটিকিউ ঢুকানোর ব্যাপারটা আমার কাছে মোটেই স্বাভাবিক মনে হয় না ।
আমার মনে হয় এখন থেকে বাবা মায়েদের সাবধান হওয়া উচিৎ। বিশেষ করে যাদের এই এলজিবিটিকিউয়ের ব্যাপারটা নিয়ে সমস্যা আছে, যারা মানতে পারেন না তাদের অবশ্যই নিজেদের সন্তানের প্রতি খেয়াল দেওয়া উচিৎ । তারা যদি নেটফ্লিক্স দেখতে দেখতে বড় হয় তাদের চোখের সামনে এই ব্যাপারটা এতো পরিমান আসবে যে তাদের কাছে এটা স্বাভাবিক মনে হবে । তখন আপনাদের সাথে আপনাদের সুন্তানদের একটা ক্ল্যাস লাগবে । এখন থেকেই সচেতন হোন।

এলজিবিটিকিউ স্বাভাবিক কি অস্বাভাবিক এটা নিয়ে কারো সাথে কোনো তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় এটা স্বাভাবিক, আমার তাতে কোন অসুবিধা নেই একই ভাবে আপনার যদি মনে এটা অস্বাভাবিক তাতেও আমার কোন আপত্তি নেই । যারা এটা পছন্দ করেন না এবং চান না যে আপনার ছেলে মেয়েরা এসব কিছু দেখুক, উৎসাহ পাক তারা নেটফ্লিক্সের ব্যাপারে সচেতন হৌউন । কারন আপনার সন্তান যদি ছোট বেলা থেকেই নেটফ্লিক্সের তৈরি মুভি সিরিজ দেখে তাহলে এটার প্রভাব তাদের মনের উপরে পড়বেই। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একজন কী ভাববে না ভাববে সেটা আমি তার উপরেই ছেড়ে দিলাম । কিন্তু যখন একদম ছোট থেকে কারো মাথার ভেতরে কিছু ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটা আমার কাছে মোটেই স্বাভাবিক মনে হয় না । বিশেষ করে নেটফ্লিক্স এখন যা শুরু করেছে তা মোটেই স্বাভাবিক না।

নিচে একটা ইউটিউব ভিডিও দিলাম । এই রকম আরো অনেক ভিডিও পাবেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: এদের সংগঠন বিলিয়ন ডলার খরচ করে এসব প্রোমোশনে। আমাদের উপদেষ্টা ফারুকী তাদের পাওয়ারে চেয়ারে বসে আছেন।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: নিজেদের সন্তার কী দেখবে কী শিখবে সেটার ব্যাপারে বাবা মায়েদের সজাগ দৃষ্টি রাখা ছাড়া কোন পরিত্রাণ নেই।

২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে সিনেমাতেও সেটা বৃদ্ধি পাচ্ছে। আবার বিপরীতভাবে বলা যেতে পারে যে এগুলিকে শিল্প, সাহিত্য, টিভিতে ইচ্ছেকৃতভাবে বেশী করে দেখানো হচ্ছে যেন দ্রুত প্রচার পায় এবং সমাজ এগুলিকে স্বাভাবিকভাবে মেনে নেয়। উন্নত বিশ্ব টাকার অভাবে সমস্যায় পড়বে না তবে এলজিবিটিকিউ বা এই জাতীয় লাগামহীন স্বাধীনতা, পরিবারিক বন্ধনের শিথিলতা, প্রভৃতি কারণে সমস্যায় জর্জরিত হবে। এখনই সময় লাগাম টেনে ধরার।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: স্বাভাবিক ভাবে বৃদ্ধি পাবে এটা আসলে অনুমেয় । কিন্তু নেটফ্লিক্সের এই ব্যাপারটা বড় বেশি চোখে লাগছে । এটাকে আসলে কোন ভাবেই স্বাভাবিক মনে হয় নি আমার কাছে, মনে হচ্ছে না। ব্যাপারটা ভাবুন অনেকটা আপনি ফেসবুকে একটা পোস্ট লিখলেন সেটা আপনার লিস্টের কিছু বন্ধুদের ওয়ালে গেল । এখন এটা স্বাভাবিক রিচ হল কিন্তু আপনি যখন সেই পোস্টটা বুস্ট করলেন টাকা খরচ করে সেটা তো স্বাভাবিক রিচ হল না। নেটফ্লিক্স এই অস্বাভাবিক কাজটাই করছে । জোর করে প্রতিটা ক্ষেত্রে এটা সামনে নিয়ে আসছে ।

৩| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৭

জ্যাকেল বলেছেন: কানাডা এবং আমেরিকান খ্রিষ্টান মানুষজন ইসলামের এই বিষয়ক স্পষ্ট অবস্থান নিয়ে যারপরনাই মুগ্ধ হয়েছেন। এই এলজিবিটি প্রচারণার আড়ালে আছে স্বয়ং ইবলিস শয়তানের ইলুমিনাতি গং। এটা একটা যুদ্ধ। এই যুদ্ধের একপক্ষে মানুষ, অন্যপক্ষে মানুষরুপী শয়তান।

৪| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০৯

মেঘনা বলেছেন: ধর্ষণ খুন গার্হস্থ্য হিংসা দেখালে অসুবিধা নেই কেবলমাত্র এলজিবিটিকিউ আপত্তি।
কারণটা কি কুরআনের নির্দেশ না অন্য কিছু ?

৫| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩১

আনু মোল্লাহ বলেছেন: জনগরুত্বসম্পন্ন একটা বিষয় নিয়ে লিখেছেন। সচেতন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৬| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১০

দক্ষিণ মেরু বলেছেন: খুবই গুরুত্বপূর্ন বিষয়। অপ্রয়োজনীয় ভাবে জোর করে সবকিছুর ভিতর এই জিনিষ ঢোকাচ্ছে।

৭| ২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৭

অগ্নিবেশ বলেছেন: মুমিন মুসলমানদের ঘরে টিভি থাকবে কেন? এরা হচ্ছে সিনেমা দেখা, গান শোনা মুসলমাল, যত্তসব মুনাফেকি কাজ কারবার।

৮| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫২

শিশির খান ১৪ বলেছেন: গে ও লেসবিয়ানরা এই সব সংন্থার উচ্চপদে চাকরি করে তারা হয়তো পরিকল্পিত ভাবে এই কাজ করছে। ধীরে ধীরে সমাজকে তাদের মতো বানানোর চেষ্টা করছে। এমন জটিল সোমবার সমাধান কি ? হালাল এনিমেশন বানাইলে কি চলবে ?

৯| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০০

অগ্নিবেশ বলেছেন: শিশির ভাই, বাংলাদেশে হালাল মদের ব্যবসা করতে চাই।

১০| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৬

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

১১| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৯

আহরণ বলেছেন: ভাইয়া : সমকামী, বি-সমকামী, গে, লেসবিয়ান, বাই, ক্রস.... এটা কেউ দেখে শিখে না। জন্মগত জিনের কারণে এসব হয়। তারচেয়ে বড় কথা : sexual orientation has no limitation. আপনি বেড রুমের ভিতর কি করেন, কিভাবে করেন, কাকে নিয়ে করেন, ক্যামনে করেন, কিস, মাস্টারবেশন, ওরাল, ফোরপ্লে, ড্রেসআপ, মেকআপ, রির্ভাস, এনাল, স্ট্রেইট, ম্যাসাজ, ডায়োলগ,......... এসব নিশ্চয় কারো জানার কথা না।

সমস্যা কী জানেন? আমাদের বাংলাদেশের অশিক্ষিত, মূর্খ, দরিদ্র, বঞ্চিত, প্রন্তিক, বদ্ধ, বিকৃত, ধর্মান্ধ, হুরপরী আসক্ত অসৎ সমাজের দুর্দশাগ্রস্ত মানুষ সমকামিতা নিয়ে প্রশ্ন তুলে। এরাই আবার সুযোগ পেলে মসজিদের আটচালায় পায়ুকাম করে, শিশু ধর্ষণ করে। ধন্যবাদ ভাইয়া।

১২| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩

পারস্যের রাজপুত্র বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.