নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় এবং অপ্রিয় ব্লগারগন, আশা করি ভাল আছেন। প্রতি মাসের মত এই মাসেও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগার'স ইন্টারভিউ নিয়ে। আজকে আমাদের সাথে হাজির আছেন ব্লগার মনিরা সুলতানা আপু । সময় নিয়ে মনিরা আপু আমার প্রশ্নের জবাব দিয়েছেন এই জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানাই। আসুন তাহলে আর কথা বাড়িয়ে পুরো ইন্টারভিউটা শুরু করা যাক।
অপুঃ কেমন আছেন?
মনিরা সুলতানাঃ আস সালামু আলাইকুম ! ধন্যবাদ অপু । আমি আলহামদুল্লাহ ভালো আছি । এটা তো সাধারণত সবাই বলে। আমি কেমন কেমন আছি, আপনি বলুন আপনি কেমন আশা করছেন! বেইসড অন আপনি আমার ফেসবুকে আছেন, সেখানে আমার কার্যক্রম, ব্লগে আমার পদচারণা সেসব মিলিয়ে আপনার কী মনে হয়, কেমন আছি আমি ?
ও হ্যাঁ ব্লগার শেরজা তপন আপনি চিন্তা করবেন না মোটেও - বরাবরের মত এবারও ব্লগের নারী কল্যাণ সম্পাদক আপনিই থাকছেন। অপু তানভীর কে আপনার সহ সম্পাদক করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে।
অপুঃ নিজের সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নটা সবাইকে করার পরে এই কথাটাও বলি যে অনলাইনে নিজের সম্পর্কে যতটুকু বলা নিরাপদ ততটুকুই বলুন।
মনিরা সুলতানাঃ সত্যি বলতে আমার অনলাইন জীবন অনেকটাই খোলাবই। ব্যক্তিগত জীবন থেকে অনলাইন জীবনের আকাশ পাতাল তেমন পার্থক্য নেই। তবে বলতে পারি এটুকু-
সমস্ত জীবন আমি ভালো মানুষ হবার সাধনা করে গেছি- পঞ্চাশ বছর পেরিয়ে আমি জানলাম আমি আসলে একজন বোকা মানুষ।
অপুঃ ছোট বেলা থেকে বই পড়া বা লেখালাখির অভ্যাস ছিল?
মনিরা সুলতানাঃ একজন আবেশিত পাঠক হিসেবে বই পড়ার অভ্যাস শৈশব থেকেই ছিলো। বছরের শুরুতেই বড় ভাই বোনদের সহ নিজের বাংলা বইয়ের সব গল্প পড়া শেষ করতাম। শুধু কবিতা একটু কম বুঝতাম। ইত্তেফাক পত্রিকায় শিশুপাতা, টারজান এর ধারাবাহিক। এমন কি মায়ের বেগম পত্রিকাও বাদ যেত না।মজার ব্যাপার হচ্ছে হরলাল রায়ের একটা ভীষন পেটমোটা বাংলা ব্যাকারন বই ছিলো, কিছু না পেয়ে সেখানকার নৌকা ভ্রমন, ‘আমার জীবনের লক্ষ’ এসব রচনা প্যারাগ্রাফ সব পড়ে শেষ করতাম। আর একটা ছিলো অসমাপ্ত গল্পের সমাপ্তি করণ।
তবে লেখালিখ’র অভ্যাস একটু বড় হবার পর। “বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া স্কুল কর্মসূচীতে’’ বই এর সাথে ওদের আসন্ন শিরোনামে একটা পত্রিকা বের হত সেখানে মাঝে মাঝে কুইজ এর উত্তর অথবা ছোট করে কিছু লেখা পাঠাতাম। ছাপাও হত।
অপুঃ ব্লগিংয়ের শুরুটা কিভাবে হল? ব্লগের কথা, বিশেষ করে সামহোয়্যারইন ব্লগের কথা কিভাবে জানলেন?
মনিরা সুলতানাঃ ব্লগিংয়ের শুরুটা ছিলো - ফেসবুকে একটা পোস্ট থেকে- আমার বন্ধু তালিকায় তখন অনেক নামিদামী ব্লগাররা ছিলেন। যারা ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ ।
“এই মুহূর্তে আমি সামু’র লক্ষাধিক ব্লগারের সাহায্য প্রার্থনা করছি শিরোনামে” যতটুকু মনে আছে ইভটিজিং বা এমন কিছু নিয়ে।
এরপর ধীরেধীরে ব্লগিং শুরু। আর ব্লগের কথা জেনেছি - ২০০৭ এ অনলাইন পত্রিকায় একটা আর্টিকেল পড়ে। লেখকের লেখার প্রশংসা করে একটা মেইল করেছিলাম। উত্তরে লেখক ভদ্রলোক উনার লেখার আরও কিছু লেখা সহ ব্লগের আইডি লিংক শেয়ার করেছিলেন। সেই তখন থেকে ব্লগে পাঠক। কিছু মন্তব্য করতে গেলে কিছু লিখতে হবে এই ভয়ে রেজিস্ট্রেশন করা হয় নি। তখন ভ্রমন পোস্ট আর আড্ডা পোস্ট বেশি দেখতাম।
অপুঃ হ্যা সেই পোস্টের কথা আমারও মনে আছে । যাইহোক, সামুতে যে সময় ব্লগিং শুরু করেছিলেন সেই সময়টা কেমন ছিল?
মনিরা সুলতানাঃ আমি যখন লেখালিখি আর মন্তব্য শুরু করি সে সময়টা আমার পাঠক সময়ের চাইতে একটু আলাদা ছিলো। তখন অনেকেই নিজেদের ব্যক্তিগত লেখালিখি নিয়ে পেশাগত জীবনে ব্যস্ত । মাত্রই সামু তখন ছোট পরিবার হতে চলছে। নাগরিক সাংবাদিকতা, তুমুল আড্ডা, কবিতা রম্য খুব চলছে। এ্যানিনোমাস ব্লগাররাও ততদিনে পরিচিত মুখ। ভীষন মজার সময় কাটিয়েছি। এরপর তো এলো শাহাবাগ । রাজনৈতিক ক্যাচাল বা অন্য যে কোন ক্যাচাল আমাকে বিব্রত করে, আমি এসব থেকে সরে থাকতেই অনেক সময় লম্বা বিরতি নেই।
ব্লগ তখন ছিলো আমার খোলা জানালা। ভারতে থাকি বাংলাদেশি কোন টিভি চ্যানেল নেই, পেপার পত্রিকা নেই। পডুয়া আমি’র হাতে বাংলা বই ও নেই। অনেকদিন পাঠক থাকর পর একদিন বাংলিশে একটা লেখা পোস্ট করেই ফেললাম। “আমার ফেসবুক নামা”
ভেবেছিলাম হয়তো কোন পাঠকই পাবো না , কিন্তু অবাক হয়ে দেখলাম কেউ একজন মন্তব্য করেছে- এবং বাংলাতে লেখার চেষ্টা করতে বলেছেন। এরপর সেই শুরুর পোস্ট মুছে দিয়ে বাংলা হরফে লিখে ফেললাম আমার বাংলায় প্রথম পোস্ট।
অপুঃ তখন ব্লগিং করতে কেমন লাগত আর এখন কেমন লাগে?
মনিরা সুলতানাঃ ব্লগিং সবসময় আমার হৃদয়ের খুব কাছের। এবং শুরু থেকেই আমি একজন আগোছালো অনিয়মিত ব্লগার। তখন ও ভালো লাগত এখনও অগ্রহ নিয়েই ব্লগিং করি।
অপুঃ ইদানীং ব্লগে সময় দেন অনেক কম? কারণটা শুনি।
মনিরা সুলতানাঃ কারনটা আমার ব্যক্তিগত জীবনের ব্যস্ততা। বেশ লম্বা একটা সময় ধরে অনলাইনের সবকটি প্লার্টফর্ম এ রাজনৈতিক এক্টিভিজম করে, জুলাই বিপ্লবে সরাসরি মাঠে অংশগ্রহনের পর। ফেসবুক ব্লগে যে পরিমান অপপ্রচার চলছে তাতে আমি সত্যি বিপর্যস্ত। সে জন্য অনলাইন থেকে লম্বা ছুটি নিয়েছিলাম। পুরুদুইমাস আমি কেড্রামা আর মুভি নিয়ে আছি। এছাড়া আমাকে প্রতি সপ্তাহে ঢাকার বাইরে যাতায়াত করতে হয়। সব সময় ল্যাপটপ থাকে না। ল্যাপটপ ছাড়া লেখালিখি করে আরাম পাই না। স্ক্রিন টাইম কমে গেছে।
অপুঃ আপনার মত অবস্থা আমারও। যদিও ব্লগারদের ভেতরে নারী-পুরুষ ভেদ করা ঠিক না তারপরেও জানতে চাই যে নারী ব্লগার হিসাবে সামুতে ব্লগিংয়ের ক্ষেত্রে অন্য পুরুষ ব্লগার থেকে কোন সুবিধা বা অসুবিধা অনুভব করেছে কিনা?
মনিরা সুলতানাঃ সেটাই দেখছি, অপু তানভীর আজকাল প্রেমের গল্প লেখা প্রায় ছেড়ে দিয়েছে। ব্লগে সুবিধা পেয়েছি কিনা জানি না তবে অসুবিধা ! না এমন টা কখনোই অনুভবে আসে নাই। সামু সবসময় আমি একজন শুধুই ব্লগার, কোন ধরনের ট্যাগিং ব্যতিত এই কমফোর্টটুকু দিয়েছে।
আমার মনে আছে - শুরুর দিকে একজন রম্য লেখক ব্লগার আমার নাম ব্যবহার করে একটা রম্য লিখেছিলো। সে পোস্ট আমি নিজেও দেখি নাই কিন্তু সামু সেই লেখা সরিয়ে নিয়েছিলো। এই ঘটনা আমি অনেক পরে জানতে পারি।
অপুঃ আপনার বই পড়ে আপনার বিশ্ববিদ্যালয় জীবনের কথা কিছু জেনেছি। আরো কিছু যদি বলতেন আমাদের।
মনিরা সুলতানাঃ বিশ্ববিদ্যালয় জীবন ছিলো আমার জীবনের রোলার কোস্টার রাইড। প্রচন্ড গতিময়, আনন্দময়। বিএনসিসি, বিতর্ক, ডাকসু সাংস্কৃতিক দল, প্রেম রাজনীতি পার্টটাইম চাকুরী সব করেছি।
এইযে বর্তমান ছাত্র সমন্বয়কদের উপদেষ্টা পদ নিয়ে এত সমালোচনা হচ্ছে। আমি তো মনে করে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র যদি বিসিএস বা বিশ্ববিদ্যালয় শিক্ষক হবার জন্য শুধু মাত্র একাডেমিক পড়া না পড়ে সাথে সহ শিক্ষা কার্যক্রমে সমানভাবে সময় দেয় তাহলে তার অভিজ্ঞতাই তাকে অনেক গুরুত্বপূর্ন পদের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
আরও কিছু নির্দিষ্ট করে কিছু জানতে চাইলে, প্রশ্ন করতে হবে।
অপুঃ আরে বাহ আপনি বিতর্ক করতেন। এই সম্পর্ক কিছু বলুন শুনি ? সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কেমন ছিল? এখনকার সময়ের মতই কি ছিল?
মনিরা সুলতানাঃ আমাদের সময়ে ডিবেটরা ছিলেন জাতীয় স্টার। কতটা যে আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম একেকটা পর্বের জন্য। তুমুল জনপ্রিয়তা বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের। সেই সময় গুলোতে শুরুটা স্কুল কলেজ থেকে, বিটিভিতে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা দেখতাম। সেসময় সার্ক বিতর্ক আয়োজন করলো বাংলাদেশ, ইংলিশে ছিল সব বুঝতে না পারলে ও দেখেছিলাম সবগুলো পর্ব। বিশ্ববিদ্যালয়ে এসে সব সিনিয়র বিতার্কিক কে পেলাম মোটামুটি। বাংলাদেশ ডিবেট ফেডারেশন গঠিত হলো - জাতীয় বিতর্ক উৎসব করলাম। বিভিন্ন জেলায় বিতর্ক কর্মশালার আয়োজন হত, দল বেঁধে প্রীতি বিতর্ক করতাম। বাংলাদেশের বিতর্ক চর্চার শুরু দিকে সনাতনী ধারায় চলত বিতর্ক। এরপর এলো সংসদীয় ধারায় বিতর্ক, আঞ্চলিক ভাষায় বিতর্ক। আমরা নাট্য বিতর্ক ও করেছি , রম্য ধারা এমন বেশ কয়েকটা ধারায় চলত। ভীষণ জনপ্রিয় ছিলো , একদম সাধারণ খেটে খাওয়া দর্শক ও আমাদের নাট্য, আঞ্চলিক এবং রম্য ধারা বিতর্কে রিলেট করতে পারতেন। টেলিভিশনে ও বিভিন্ন উৎসব অংশ গ্রহণ করতাম। বিশাল এক মেধাবী জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা ছিল আমার তার্কিক হবার কারনে।
আমার ক্যাম্পাস তো স্বৈরাচার পরবর্তী রাজনৈতিক পরিবেশ। আক্ষরিক অর্থেই মেধবিরা ছাত্র রাজনীতি করতেন। রাজনৈতিক সদ্ভাব, বোঝাপড়া ও চমৎকার ছিল।
অপুঃ পার্ট টাইম চাকরি করেছেন কোথায় করেছেন?
মনিরা সুলতানাঃ খন্ডকালীন চাকুরী হিসেবে, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, তখনকার শেরাটন হোটেল, কুয়েত এয়ারওয়েজ এমন বেশ কয়েকটা প্রতিষ্ঠানে। এছাড়া বিএনসিসি র একজন ক্যাডেট হিসেবে জাতীয় বিভিন্ন খেলা বা উৎসবে ও কাজ করলেও আমাদের বেশ ভাল পরিমাণ সন্মানী দিত। সবচাইতে মজা পেতাম যেদিন ক্রিকেট খেলোয়াড়দের ভিআইপি গেটে দায়িত্ব পেতাম।
অপুঃ জীবনে কয়টা প্রেম করেছেন? বিয়ে কি প্রেম করে নাকি এরেঞ্জ?
মনিরা সুলতানাঃ জীবনে সফল প্রেম তো একটাই করেছি। সেই সুবাদে বিয়েও সিরিয়াস প্রেম করেই করেছি তবে, এরেন্জ করিয়ে।
অপুঃ ব্লগে কয় জনের উপরে ক্রাশ খেয়েছেন? অথবা কারো লেখার প্রেমে কি পড়েছেন?
মনিরা সুলতানাঃ ব্লগে তো আসলে ক্রাশ বা প্রেম লেখার সাথেই হয়। লেখার ক্রাশ ও প্রেম আইডির লেখার উপর। যেহেতু আমি মোটামুটি মোহগ্রস্ত পাঠক ধুপ করেই পড়েছিলাম এবং মুগ্বতার রেশ রয়েই গেছে।
অপুঃ এমন কয়েকটা নিকের নাম বলে ফেলুন দেখি যাদের উপর, অর্থ্যাৎ যাদের লেখার উপরে ক্রাশ খেয়েছিলেন?
মনিরা সুলতানাঃ কয়েকটা কিভাবে বলবো ? মাত্র তো দুইজন, নাম বলে দিলে ব্লগের বাকি লেখকদের সাথে অন্যয় হবে । সর্বভুক পাঠক হিসেবে অনেক পছন্দের কিছু ব্লগার রয়েছেন ।
অপুঃ ব্লগটা আর আগের মত নেই কেন বলে আপনার মনে হয়?
মনিরা সুলতানাঃ কী বলছেন ব্লগ আগের মত নেই !!!
ব্লগ এক্সাটলি আগের মতোই আছে। ২০০৫ এর পর সাইবার জগত ভার্চুয়াল লাইফ কতকিছু পাল্টে গেছে। কিন্তু সামু এ্যাপস তোমনই আছে!
মজা করলাম যাই হোক -
সত্যি বলতে কী কোন কিছুই আগের মত থাকে না, আমি নিজেও আগের মত নেই। অনান্য ব্লগারাও নিজেরা আগের মত নেই সে জন্য ব্লগটাও আগের মত নেই। ব্লগারদের নিয়েই তো ব্লগ তাই না !
অপুঃ এটা অবশ্য ঠিকই বলেছেন। কোন কিছুই আগের মত থাকে না। আচ্ছা ব্লগে যদি আপনাকে ধরে জোর করে মডু বানিয়ে দেওয়া হয় কোন ব্লগারকে সবার আগে ব্যান করবেন?
মনিরা সুলতানাঃ এই মুহূর্তে তেমন কেউ নেই তো, ব্লগ তো আমাদের সমাজের মত, এখানে বিভিন্ন ধরনের পেশার মানুষ থাকবে।সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। তবে আই উইশ আমি বাংলাদেশিদের নিয়ে রম্যলেখা গেছো বজ্জ্বাত এর কলম বন্ধ করতে পারতাম !!!!
অপুঃ এই প্রশ্নটা যতজনকে করেছি সবাই এড়িয়েই গেছে । আপনি অন্তত একটা নাম বললেন। এবার অন্য প্রশ্ন, ভালোবাসার স্কেলে সামুতে ১০এ কত দিবেন?
মনিরা সুলতানাঃ হ্যাঁ সেজন্যই বলেছিলাম” মাপা হাসি চাঁপা কান্না টাইপ উত্তর পড়তে ভালো লাগবে না। আসলে জীবনের প্রথম প্রেমের মত প্রথম ব্লগ সামু দশে দশ ই পাবে। সামুর পর ই আমি অন্য সব ব্লগের খবর পেয়েছি, কয়েকটাতে নিক ও খুলেছিলাম কিন্তু ধাতে সয়নি।
অপুঃ আচ্ছা নিক তাহলে অন্য ব্লগে খুলেছিলেন। এখন বলেন দেখি মাল্টি নিক কয়টা আপনার? মাল্টি নিক দিয়ে কখনও কার পেছনে লেগেছেন কি?
মনিরা সুলতানাঃ হ্যাঁ তা তো খুলেছিলাম। সচলায়তন আর একটা কী ব্লগ যে নাম মনে করতে পারছি না। একজন চরম লেভেলের অশিষ্ট; অভদ্র; রুঢ়; ব্লগার। তার কর্মকান্ডে সহ্যের সীমা ছাড়ানোর পর, ঠিক পিছনে লাগতে না। তাকে তিতাসত্য কিছু বলতে এবং রাজনৈতিক পোস্ট দিতে মাল্টি একটা নিয়েছি এবং আছে সেটা। আর যে দুইটা নিক আছে সেগুলো শুরুর দিকে মনিরা সুলতানা নিকে লগ ইন করতে না পেরেই খুলেছিলাম।
অপুঃ সেই ব্লগারের নাম বলা যাবে কী?
মনিরা সুলতানাঃ বলে দিতেই পারি। তাতে সেই ব্লগারকে জাতে তোলা হবে। সে নিজেকে সেলিব্রেটি ভাবতে শুরু করবে।
অপুঃ এমন কোন ব্লগার কি আছে যাকে আপনি আপনার নিকের পাসওয়ার্ড দিয়ে দিবেন? এমন বিশ্বাসী কেউ আছে?
মনিরা সুলতানাঃ এখনও তো কেউ আমার কাছে নিকের পাসওয়ার্ড চাইলো না, কাউকে দেয়া হইলো না। তবে নিয়মিত ব্লগিং করছেন যারা- তাদের মাঝে আছে তো বেশ অনেক জনই - শায়মাকে দিবো ও আমার নিকে দারুন সব সাজুগুজু পোষ্ট দিবে। অপু তানভীরকে দিবো দূর্দান্ত গল্প লিখবে মনিরা সুলতানার নামে। কাজী ফাতেমাকে দিবো দারুন সব ছবি পোস্ট করবে আমার ব্লগে। শেরজাকে দিবো রাশিয়ান সেই গল্পগুলো এখানে থেকে পোস্ট করবে যা সামুতে লিখেন নাই, গুগুলে রয়ে গেছে। জুন আপুকে দিবো এবারের ভ্রমন কাহিনী আমার নিক থেকে লিখবেন। করুনা আপুকে দিয়ে বলবো আপু আন্না করেনিনা অনুবাদ করো আমার নিকে। মিরোডডল কে দিয়ে বলবো আমার হয়ে এপিটাফ লিখতে। সাচু যদি সেন্টমার্টিন নিয়ে ভ্রমন ব্লগ লিখে এক্ষুনি দিয়ে দেবো। কাভাকে দিবো আমার ব্লগের পুরানো লেখাগুলো ফিরিয়ে দিতে। ডঃ এম এ আলী ভাইকে দিবো আমার নিকে সিলভিয়া প্লাথ জেন অস্টেন টলস্টয় ভার্জিনিয়া উলফ উনাদের লেখা নিয়ে দারুন প্রবন্ধ লিখে দেবেন। খায়রুল আহসান ভাইয়া কে ভীষন সহজ করে স্নিগ্ধ একটা কবিতা লিখবেন বলে। জুলভার্ন ভাইকে দিবো আমার হয়ে রাজনৈতিক বিশ্লেষন লিখে দেবেন। ব্লগার রাকু হাসানকে দিবো আমার পছন্দের ভ্রমন এলকা নিয়ে লিখবে। এমন অনেকেই দিবো পুরানো সহব্লগার যত। আর আমার ব্লগার ক্রাশ যার লেখার মায়ায আমি বারংবার মোহগ্রস্থ হই - তাকে দিবো আমার সবচাইতে প্রিয় সময় শরৎ সকাল নিয়ে লিখতে, আমার প্রিয় কিছু সাহিত্যকর্ম নিয়ে লিখতে।
অপুঃ সমাজ পরিবর্তনে সামু ব্লগারের এখন কি কোন ভূমিকা আছে? থাকলে কেমন?
মনিরা সুলতানাঃ আমি বলি কী ব্লগাররা সবসময়েই ক্রিম অব সোসাইটি, সময়ের সবচাইতে স্মার্ট জনতা। আর এই তকমাটা পেয়েছে বলেই যদুমধু সবাই উৎসাহিত হয়ে ব্লগিং এ আসে তা আসুক সবাইকে নিয়েই সমাজ। সবসময় যে ব্লগে প্রতিবাদী লেখা বা বক্তব্য দিতে হবে তেমন নয়। ভীষন লুতুপুত ব্লগিং করা একজন ও ব্যক্তি জীবনে সমাজ সংস্কারক হতে পারেন। সব সময় তো ব্লগিং ব্যক্তিজীবনের প্রতিফলন হতে পারে না। বাংলাদেশের সমাজ পরিবর্তনে সামু ব্লগারদের ভূমিকা ব্লগের শুরু থেকে ছিলো এখনও আছেই, থাকবে। কারন এখন ও যারা সমাজ পরিবর্তন করছেন তাদের অধিকাংশই সামু “র ব্লগার হয়ত কেউ নিয়মিত অথবা বর্তমানে নিয়মিত নন।
অপুঃ আজকের ইন্টারবিউ আপাতত এখানেই শেষ। শেষ করার আগে ব্লগাদের উদ্দেশ্য কিছু বলতে চান?
মনিরা সুলতানাঃ অপু তানভীরকে ধন্যবাদ আমাকে ব্লগের জনপ্রিয় এই ইন্টারভিউ সেশনে আসবার সুযোগ করে দেবার জন্য। আমাকে স্টাডি করে প্রশ্নপত্র সাজানোর জন্য। আর সমস্ত ব্লগারদের বলতে চাই- আপনাদের মূল্যবান সময় থেকে বেশ খানিকটা সময় অপচয় করবার জন্য ক্ষমা চেয়ে নিলাম। কারন যে পরিমান বকবক করেছি মিনিংলেস ভাবে তাতে করে পড়া শেষ হলেই যারযার ডিভাইসের সামনে উচ্চারণ করবেন।
হুরর হুদাই টাইম লস !
তবে ব্লগিং এর শুরু থেকে সহব্লগারদের যে হৃদ্যতা আর সহযোগিতা পেয়েছি - সেটুকু আজকের লেখক মনিরা সুলতানা! তাই ব্লগ আর ব্লগাররা সমসময় আমার কাছের মানুষ প্রিয় ব্যক্তিত্ব ! ব্লগ সংশ্লিষ্ট সবাইকে এবং সকল ব্লগারদের জন্য শুভ কামনা। আমাদের ব্লগের প্রতিষ্ঠাতা জানা আপার জন্য ভালোবাসা।
আমার নেওয়া আজকের ইন্টারভিউটা এখানে শেষ তবে আপনারা চাইলে ব্লগার মনিরা আপুকে আরও প্রশ্ন করতে পারেন । উনি সময় করে আশা করি জবাব দিবেন ।
পুরো ইন্টারভিউটা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আগের পর্বগুলো
শেরজা তপন
জুল ভার্ন
সাড়ে চুয়াত্তর
কাল্পনিক_ভালোবাসা
ভুয়া মফিজ
শায়মা
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪২
অপু তানভীর বলেছেন: আমার দেখা অন্যতম ঠান্ডা মাথার ব্লগার হচ্ছে মনিরা আপু !
আমি অবশ্য একটা মাল্টির কথা জানি তবে তুমি কোনটার কথা বলতেছো বল দেখি ? '
২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনিরা আপা তো সেই চির তরুন! জুলাই আন্দোলনে সময় শহীদ মিনার এলাকায় আছি। হঠাৎ দেখি পেছন থেকে একজন বলল, কি হে কাভা!!! এখানে কি!! আমি তো দেখি পেছনে মনিরা আপা, দুলাভাই সহ দল বল নিয়ে দাঁড়িয়ে আছেন।
@মনিরা আপাঃ আপনি ঠিক বলেছেন আপা, অপু এখন আর রোমান্টিক গল্প লিখে না। এই বিষয়ে একটা তদন্ত হওয়া উচিত।
আমার একটা প্রশ্ন আছে।
১। আপনার পছন্দের ব্লগিং জেনার কোনটি?
২। ব্লগে রম্য লেখার একাল সেকাল নিয়ে কিছুটা যদি বলতেন। প্লাস রম্য লিখত বা লিখে এমন কয়েকজন পছন্দের ব্লগারের নাম যদি বলতেন।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৭
অপু তানভীর বলেছেন: আরে কি যে বলেন আমি রোমান্টিক গল্প লিখি না ! আমি খুব নিয়মিতই গল্প লিখি। তবে সামুতে এখন আর পোস্ট করা হয় না । ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করা হয় এখন সেগুলো । এক গল্প দুই স্থানে প্রকাশ করা হয় না । কপি কন্টেন্ট হয়ে যাবে এই কারণে ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: আহা আমি বলবো কেনো????
মালটি খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়.......
আমারটা হলে খেলা শেষে অবশেষে বলে দিতাম। অন্যেরটা বলি না......
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
অপু তানভীর বলেছেন: আমি তো একটা বুঝে নিয়েছি কিন্তু তুমি আবার কোনটার কথা বলছো সেটাই তো বুঝতে পারতেছি না।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৪
শেরজা তপন বলেছেন: ও হ্যাঁ ব্লগার শেরজা তপন আপনি চিন্তা করবেন না মোটেও - বরাবরের মত এবারও ব্লগের নারী কল্যাণ সম্পাদক আপনিই থাকছেন।
প্রথম ছয় লাইন পড়েই আমি টাসকি খেলাম- এ্যাঁ এ কেমন কথা গো দিদি!!!
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
আমিও অবশ্য টাসকিই খাইছিলাম । ভাবছিলাম লাইনগুলো একটু হাইলাইট করে দিব যাতে সবার চোখে ভাল করে পড়ে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
মনিরা সুলতানা বলেছেন: হা হা হা পুরো পোস্ট পড়ে সেই রাগের চোটে ভিমরী ছুটে মনিরা আপুনির সেই মালটি নিকের কথাটা মনে পড়ে গেলো!!!!!!!! কসম আমি আকাশ থেকে ঠাস করে পড়েছিলাম সেই নিকের কথা জেনে!!!!!!!!!!!!!! হা হা হা হা হা হা হা হা হা
এই ব্যাপারে আমি শুধু বলতে চাই - ওরা আমাকে ভালো থাকতে দিলো না
যাইহোক আপুনি তুমি যে কত ঠান্ডা মাথার মানুষ তাহা তোমার পোস্টের উত্তর দেখেই বুঝা যাচ্ছে.......
এইটা কী কমপ্লিমেন্ট ?
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: এটা অবশ্যই কমপপ্লিমেন্ট ।
আমিও শায়মা আপুর সাথে একমত।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১১
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ সেই একটা ছদ্ম নারী নিকে এমন ঝাড়ি খেয়েছিলাম, তার জ্বলুনি এখনো আছে কিন্তু
সত্যি বলতে আমার অনলাইন জীবন অনেকটাই খোলাবই। ব্যক্তিগত জীবন থেকে অনলাইন জীবনের আকাশ পাতাল তেমন পার্থক্য নেই।~ এইবার খোলা মনে হাসতেই হয়- কি কথা শুনাইলেন!!
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন: আমিও এই কথা শুনে একটু হেসে নিলাম কেবল ।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনিরা আপা তো সেই চির তরুন! জুলাই আন্দোলনে সময় শহীদ মিনার এলাকায় আছি। হঠাৎ দেখি পেছন থেকে একজন বলল, কি হে কাভা!!! এখানে কি!! আমি তো দেখি পেছনে মনিরা আপা, দুলাভাই সহ দল বল নিয়ে দাঁড়িয়ে আছেন।
ঠিক ঠিক দেখা হয়েছিলো, তবে কা_ভা কার কার সাথে ছিল সেইটা কিন্তু আমি জানি না।
@মনিরা আপাঃ আপনি ঠিক বলেছেন আপা, অপু এখন আর রোমান্টিক গল্প লিখে না। এই বিষয়ে একটা তদন্ত হওয়া উচিত।
নির্ঘাত তদন্ত হবে, হতেই হবে। কয়েক সদস্য বিশিষ্ট।
আমার একটা প্রশ্ন আছে।
ধন্যবাদ কা_ভা চমৎকার কিছু প্রশ্নের জন্য।
১। আপনার পছন্দের ব্লগিং জেনার কোনটি?
মনে হয় ভ্রমণ।
২। ব্লগে রম্য লেখার একাল সেকাল নিয়ে কিছুটা যদি বলতেন। প্লাস রম্য লিখত বা লিখে এমন কয়েকজন পছন্দের ব্লগারের নাম যদি বলতেন।
এই উত্তর টা একটু সময় নিয়ে দিতে হবে, আমি এই প্রশ্নে ফিরবো একটু সময় নিয়ে।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: আমি কেন এখানে আর লিখি না এটার একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আশা করি আর তদন্তের দরকার হবে না।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৮
মনিরা সুলতানা বলেছেন: শেরজা তপন বলেছেন: ও হ্যাঁ ব্লগার শেরজা তপন আপনি চিন্তা করবেন না মোটেও - বরাবরের মত এবারও ব্লগের নারী কল্যাণ সম্পাদক আপনিই থাকছেন।
প্রথম ছয় লাইন পড়েই আমি টাসকি খেলাম- এ্যাঁ এ কেমন কথা গো দিদি!!!
আসলে আপনি ব্লগে নারী ব্লগারদের কল্যাণে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেটুকু তো আমারা জানি , এবং সে জন্যই এই বছর ও যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন সেটার অগ্রিম বার্তা।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: @অপুতানভীর
@শায়মা
তোমরা তোমরা মিলে আমাকে একটু বল তো , তোমরা কোন মাল্টিটাকে আমার মাল্টি বলে ভেবেছ ?
আরে কি যে বলেন আমি রোমান্টিক গল্প লিখি না ! আমি খুব নিয়মিতই গল্প লিখি। তবে সামুতে এখন আর পোস্ট করা হয় না । ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করা হয় এখন সেগুলো । এক গল্প দুই স্থানে প্রকাশ করা হয় না । কপি কন্টেন্ট হয়ে যাবে এই কারণে ।
সেটা হবে না , ব্লগে ও পোষ্ট করতে হবে। সব সময় আপনার ব্যক্তিগত সাইটে যাওয়া হয় না।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
অপু তানভীর বলেছেন: আরে এই কথা কি এখানে পরিস্কার ভাবে বলা যায় নাকি? আমার টা তো বুঝে নেন । মনে নেই সেই কথা !!
শায়মা আপু অবশ্য কোনটার কথা বলছে কে জানে!
১০| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৮
মনিরা সুলতানা বলেছেন: শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ সেই একটা ছদ্ম নারী নিকে এমন ঝাড়ি খেয়েছিলাম, তার জ্বলুনি এখনো আছে কিন্তু
হাহাহাহা আজকে প্রকাশ্যে সেই ঝাড়ির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি , আসলে সেই নিকের সিকুইরিটির জন্য সেটুকু জরুরী ছিল। না হয় শায়মা ধরে ফেলত।
সত্যি বলতে আমার অনলাইন জীবন অনেকটাই খোলাবই। ব্যক্তিগত জীবন থেকে অনলাইন জীবনের আকাশ পাতাল তেমন পার্থক্য নেই।~ এইবার খোলা মনে হাসতেই হয়- কি কথা শুনাইলেন!!
জনাব শুধু আমার যে মাল্টি নিক আছে সেটুকুই কেউ জানত না , আজ তো সেইটাও প্রকাশ করে দিলাম.
১১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৩
শেরজা তপন বলেছেন: প্রশ্নঃ মনিরা আপু, আপনাকে কি উপদেষ্টা পদে অফার করা হয়েছিল?
একজন চরম লেভেলের অশিষ্ট; অভদ্র; রুঢ়; ব্লগার। তার কর্মকান্ডে সহ্যের সীমা ছাড়ানোর পর, ঠিক পিছনে লাগতে না। তাকে তিতাসত্য কিছু বলতে এবং রাজনৈতিক পোস্ট দিতে মাল্টি একটা নিয়েছি এবং আছে সেটা।
~ এত্তো চেষ্টা-চরিত করে আপনি নীতিভ্রষ্ট হয়ে তারে কি লাইনে আনতে পেরেছেন?
১২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: হা হা ভালো থাকতে দিলো না!!!!!!!!!!!!!!!!! হা হা হা হা হা
যাইহোক তোমার ঐ ঐ যে মাকালফলের জন্য মালটিটা !!!!!!!!!!!! হা হা
অপু ভাইয়ু আন্দাজে বান্দাজে বলছে। কিচ্ছু জানেনা। যে তোমার অভিনয় প্রতিভা কারো কি বুঝার সাধ্য আছে!!!!!!!!!!
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: আমি তোমারটা জানি না । তেমনি মনে হয় তুমিও জানো না আমি কোনটার কথা বলতেছি
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: ১১. ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৩০
শেরজা তপন বলেছেন: প্রশ্নঃ মনিরা আপু, আপনাকে কি উপদেষ্টা পদে অফার করা হয়েছিল?
একজন চরম লেভেলের অশিষ্ট; অভদ্র; রুঢ়; ব্লগার। তার কর্মকান্ডে সহ্যের সীমা ছাড়ানোর পর, ঠিক পিছনে লাগতে না। তাকে তিতাসত্য কিছু বলতে এবং রাজনৈতিক পোস্ট দিতে মাল্টি একটা নিয়েছি এবং আছে সেটা।
~ এত্তো চেষ্টা-চরিত করে আপনি নীতিভ্রষ্ট হয়ে তারে কি লাইনে আনতে পেরেছেন?
হা হা হা তারে কিছুটা মানে অনেকটাই মানে বলতে গেলে পুরাটাই লাইনে এনেছিলেন স্বয়ং মহারাজ এক ভাইয়া নিক!!!!!!!!! বেটা তো ছেড়ে দে মা কেন্দে বাঁচি অবস্থা!!!!!!!
ভাইয়া নিক মানে সাইয়ার বীপরিতে ভাইয়া!!!!!!!!!!!!! বুঝে নাও বুঝে নাও !!!!!!!!!!!!!!!
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪১
শায়মা বলেছেন: শেরজা ভাইয়ু........
শুধু কি তোমরাই ফাইটিং পারো!!!!!!!!!!!!! রাজিয়া সুলতানা, চাঁদ সুলতানারাও নেকাবের আড়ালে কত যুদ্ধ জিতে গেলো!!!!!!!!!
১৫| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @মনিরা আপাঃ
কি সর্বনাশের কথা! আমাকে আবার কার সাথে দেখবেন? আমি আমার সাথেই ছিলাম। এই সব অলুক্ষনে কথা দ্বিতীয়বার বলবেন না, ইদানিং বাসার লোক সম্ভবত ব্লগেও ঘোরা ফেরা করে অবসর সময়ে। তাহলে আমার আম ছালা সবই যাবে।
১৬| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৮
রাকু হাসান বলেছেন:
দারুণ একটি পর্ব শুরু করেছেন । আজকেই প্রথম পড়লাম । উপভোগ্য । বাকিদের গুলো পড়ার অপেক্ষায়।
বরাবরের মত এবারও ব্লগের নারী কল্যাণ সম্পাদক আপনিই থাকছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
অপু তানভীর বলেছেন: না না এটা আমি না, এটা আমাদের শেরজা তপন ভাই ।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগে যার পোস্ট বেশি পড়েছি সে হবেন অপু ভাই। আমিও অপু ভাইয়ের গল্প মিস করি।
মনিরাপুতো আমার একজন গুনি ব্লগার, যাকে কোন ক্যাচালে দেখিনি কখনো।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫
অপু তানভীর বলেছেন: আমার গল্প মিস করার কোন কারণই নেই । আমি কোনদিনই গল্প লেখা থামাই নি । আপনি আমার গল্প এই নিচের লিংক থেকে পড়তে পারেন । https://oputanvir.com
১৮| ১০ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০৬
মিরোরডডল বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাহলে আমার আম ছালা সবই যাবে।
কাভার কাছে প্রশ্ন, মনিপু যার সাথে শহীদ মিনারে দেখেছিলো, সেইটা কোনটা?
আম, না ছালা?
১৯| ১০ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৯
মিরোরডডল বলেছেন:
মনিপু হচ্ছে একজন সুইটহার্ট।
শুধু ভালো মনের মানুষ বললে এনাফ না, নৈতিক এবং নান্দনিক মূল্যবোধ সম্পন্ন একজন সেনসিবল মানুষ।
দুষ্ট, আবার একই সাথে ওয়েল ম্যানার্ড।
আর আমার ব্লগার ক্রাশ যার লেখার মায়ায আমি বারংবার মোহগ্রস্থ হই - তাকে দিবো আমার সবচাইতে প্রিয় সময় শরৎ সকাল নিয়ে লিখতে, আমার প্রিয় কিছু সাহিত্যকর্ম নিয়ে লিখতে।
প্রিয় ব্লগারের কাছে প্রশ্ন, ক্রাশ খাওয়া ব্লগার কি সেইজন, যার লেখা পড়তে হলে মনিপুর লেখার মতো বাংলা ডিকশনারি নিয়ে বসতে হয়?
অনেক সময় পড়তে গেলে দাঁত খুলে পড়ে?
যদিও মনিপু এবং সেই ব্লগার দুজনেই নিঃসন্দেহে খুব ভালো লেখে।
উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সেই ব্লগারকে চিনতে পেরেছি
২০| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১২
স্প্যানকড বলেছেন:
পড়ে অনেক কিছু জানলাম এবং ভীষণ ভালো লাগলো। আর এটূকু ধারণা হলো আপু বেশ সরল এবং ভালো মনের মানুষ। ভালো থাকবেন আপু এবং অপু ভাই।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭
অপু তানভীর বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
২১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার'স ইন্টারভিউ-এ আজকের অতিথি ব্লগার মনিরা সুলতানা ইন্টারভিউ দারুণ হয়েছে সেই সংগে ব্লগারদের মন্তব্য ও প্রতিমন্তব্য খুবই মজার হয়েছে।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । একদিন আপনার কাছেও হাজির হয়ে যাব প্রশ্নের লিস্ট নিয়ে ।
২২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮
কামাল১৮ বলেছেন: আপনার নিকের ছবিটা দেখে কবিতার একটা লাইন মনে পড়ে যায়,”কবে তার হাতে শোভা পাবে রাইফেল একখানি”।সিরাজ শিকদার
২৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার প্রিয় আপু। অবশ্য আমরা এয়ারমেট কিংবা ব্যাচমেন্ট কিংবা ক্লাসমেট অথবা আমরা বন্ধু। আমরা ৯০ প্রজন্ম
সাধারণ রুচিশীল, সুন্দর সাবলীল যত সু মন্তব্য আছে সব মনিরা আপুর জন্য। উনার কবিতা আমার মন কাড়ে। কী করে মানুষ এত সুন্দর সাবলীল মনের মাধুরী মিশিয়ে মানুষ কবিতা লিখে। উনার মত লিখতে পারলে নিজের জীবন স্বার্থক ভাবতাম। আমার উনার মত মেধা জ্ঞান নাই। উনার কথাই যেন একেকটি কবিতা।
আপুর দীর্ঘায়ূ কামনা করি আর আল্লাহ নেক হায়াতে স্বপরিবারে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন এই দোয়া করি।
২৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন: ব্যক্তিবিদ্বেষ ছাড়া ভালো লেখায় অনেকটা নিষ্প্রাণ ব্লগে ইদানীং কালের অন্যতম আকর্ষন- ব্লগার্স ইন্টারভিউ! মনখোলা সহজসরল প্রশ্ন, নির্মোহ সাবলীল উত্তর- কোনো কিছুতেই বাগড়ম্ব্রতা নেই- এটাই বেশী আকর্ষণীয়।
বরাবরের মতো এবারও চমৎকার ইন্টারভিউ হয়েছে।
শুভ কামনা প্রিয় কমরেড মনিরা আপু, স্নেহের অপু তানভীর এবং সকল ব্লগার বন্ধুদের।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
অপু তানভীর বলেছেন: এখন আসলে ব্লগের থেকে মানুষ অন্য মাধ্যমগুলোতে সময় বেশি দেয়। লম্বা লেখা পড়ার থেকে মানুষ এখন ১৫ মিনিটের এক্তা ভিডিও দেখতে বেশি পছন্দ করে। এই পরিবর্তন অনেক দিন ধরে চলছে। এটা আমাদের মেনে নিতেই হবে।
২৫| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
রবিন.হুড বলেছেন: প্রাণবন্ত একটা সাক্ষাৎকার দেখে মুগ্ধ হলাম।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৬| ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫০
ভুয়া মফিজ বলেছেন: পঞ্চাশ বছর পেরিয়ে আমি জানলাম আমি আসলে একজন বোকা মানুষ। নিজের সম্পর্কে চমৎকার উপলব্ধি। ''Know thyself'' এর গুরুত্ব অপরিসীম!!!!
শুধু কবিতা একটু কম বুঝতাম। কম বোঝাতেই যেই অবস্থা, বেশী বুঝলে আমাদের উপর দিয়া না জানি কি বয়ে যেতো!!!
আমার একটাই প্রশ্নঃ আপনে কি কুট্টিকালে পড়ালেখার কারনে টিচার বা গুরুজনদের দ্বারা বেশী বেশী নির্যাতিত হইছিলেন? ইয়ে......... আপনের লেখায় যেইসকল কঠিন কঠিন শব্দ প্রয়োগ কইরা আমাদের মতোন নাদান বান্দাদেরকে অত্যাচার করেন, সেইটা দেইখা মনে হইলো। কারন সুযোগ পাইলে সবাই অতীতের ঝাল বর্তমানের উপর ঝাড়ে!!!!
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
অপু তানভীর বলেছেন: আমি অবশ্য অনেক আগেই জানি যে আমি বোকা মানুষ । কেবল আমিই না সবাই বোকা। কেবল একজন জ্ঞানী !
২৭| ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আপু আমার প্রিয় ব্লগারদের একজন।আপুর জন্য অনেক শুভকামনা।
২৮| ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন আয়োজন তো।
আজই লগিন দিয়েই পেলাম মনিরাপুর ইন্টারভিউ। আগের গুলো মিস হয়ে গেছে। সময় করে একে একে পাঠ করতে হবে।
ভাল লাগলো মনিরাপুর হরেক রকম অনুভব গুলো জেনে।
+++++
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
অপু তানভীর বলেছেন: আরে আপনি মাত্র এলেন । আরও আগে চলে আসা দরকার ছিল । এখন আস্তে ধীরে ধীরে একে একে সব গুলো পড়ে ফেলেন । এক সময় আপনার কাছেই মেইল যাবে আশা করি।
২৯| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭
করুণাধারা বলেছেন: খুবই ক্লাসি ইন্টারভিউ! পড়ে মনটা আনন্দে ভরে গেল! থ্যাংকস অপু তানভীর!
কোন পোস্টে পড়েছিলাম মনে করতে পারছিনা, মনিরা উত্তরাতে আন্দোলনকারীদের সাথে ছিল! এখন দেখছি, শহীদ মিনারের সেই বিশাল জন মহাসমুদ্রেও ছিল! এই প্রথম আমি একজন ব্লগার পেলাম জুলাই বিপ্লবে যার সরাসরি অংশগ্রহণ ছিল, আমার মতো ঘরের জানালা দিয়ে বিপ্লব দেখা মানুষ না! অভিনন্দন মনিরা! এবং শুভকামনা আগামীর জন্য।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
অপু তানভীর বলেছেন: আপনার ইন্টারভিউ কবে নিব বলেন দেখি। আপনি অতি দ্রুত আপনার মেইল আইডি আমাকে পাঠান ।
আমাদের ব্লগারদের মাঝে আরও অনেককেই পাবেন যারা আন্দোলনে সরাসরি যুক্ত ছিল।
৩০| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
সামিয়া বলেছেন: খুব সুন্দর পোস্ট। প্রিয় মনিরা আপু সম্পর্কে জেনে ভালো লাগলো। হার লাইফ ইজ জাস্ট রক্স আই থিঙ্ক।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
অপু তানভীর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আপুর একটা বই আছে। বইটা পড়ে দেখতে পারেন । আরও অনেক কিছু জানতে পারবেন আশা করি।
৩১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: মনিরা আপুর লেখালেখি থেকে যতটুকু বুঝেছি উনি অত্যধিক ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। আমি ওনার ব্লগ ডে'র ছবি দেখেছি। সম্ভবত উনি আর আমি একই এলাকায় থাকি। এই সাক্ষাতকারে আরও জানলাম তিনি একজন বিতার্কিক ছিলেন। এছাড়া বিএনসিসির সদস্য ছিলেন। ওনার ব্যক্তিত্বের মধ্যে বেশ ভারসাম্য আছে। ধারণা করছি উনি সদালাপী। ওনার মধ্যে রসবোধ ভালোই আছে সেটা অনেক সময় মন্তব্য থেকে বোঝা যায়। উনি প্রচুর বই পড়েন। সম্ভবত বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি একজন গুণী কবিও বটে। আমি অবশ্য কবিতা কম বুঝি। তারপরও যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে ওনার কবিতার গভীরতা আছে। উনি সম্ভবত অনেক সময় নিয়ে কবিতা লেখেন। ওনার শব্দের ভাণ্ডার এতো সমৃদ্ধ যে অনেক শব্দ আমাদের মত নাদানরা বুঝতে পারি না (সম্ভবত ভুয়া মফিজ ভাইও আমার সাথে এই দলে থাকবেন)। উনি যে সামাজিক দায়িত্বের ব্যাপারে অনেক সচেতন সেটা বুঝলাম যখন জানলাম যে উনি এবং আমাদের ভাই যখন একসাথে ছাত্র আন্দোলনে শরিক হয়েছিলেন। উনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক পড়াশুনা করেন মনে হয়। উনি মিতভাষী। ব্লগে অনেকে শুধু বকবক করে। উনি করেন না।
উনি আমার কাছ থেকে সেইন্ট মারটিন ভ্রমণের উপরে পোস্ট আশা করেছেন। লিখতে পারলে ভালোই হত। কিন্তু ওখানে না গিয়ে এই বিষয়ে পোস্ট লেখা সম্ভব না।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
অপু তানভীর বলেছেন: এক কথায় আপু চমৎকার মানুষ । ব্লগের বাইরেও যে কয়েকজনের সাথে আমার পরিচয় তাদের ভেতরে উনি একজন ।
মনিরা আপুর একটা বই আছে । বইটা পড়ে দেখতে পারেন । আরু অনেক কিছু জানার আছে ।
৩২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: শেরজা তপন বলেছেন: প্রশ্নঃ মনিরা আপু, আপনাকে কি উপদেষ্টা পদে অফার করা হয়েছিল?
আমাকে আবার উপদেষ্টা পদে অফার ক্যান করা হবে ? আমি তো উপদেষ্টাই অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম এ নানা উপদেশ দিয়ে থাকি
একজন চরম লেভেলের অশিষ্ট; অভদ্র; রুঢ়; ব্লগার। তার কর্মকান্ডে সহ্যের সীমা ছাড়ানোর পর, ঠিক পিছনে লাগতে না। তাকে তিতাসত্য কিছু বলতে এবং রাজনৈতিক পোস্ট দিতে মাল্টি একটা নিয়েছি এবং আছে সেটা।
~ এত্তো চেষ্টা-চরিত করে আপনি নীতিভ্রষ্ট হয়ে তারে কি লাইনে আনতে পেরেছেন?
তাকে লাইনে আনার ঠিকাদারি তো নেই নাই , তাকে কিছু প্রশ্ন সরাসরি করতে চেয়েছিলাম । এ নিকে সেটা সম্ভব ছিল না। আর পালাতক প্রধান মন্ত্রীর এই চ্যালা ও পালাইছে।
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫
মনিরা সুলতানা বলেছেন: শায়মা বলেছেন: হা হা ভালো থাকতে দিলো না!!!!!!!!!!!!!!!!! হা হা হা হা হা
যাইহোক তোমার ঐ ঐ যে মাকালফলের জন্য মালটিটা !!!!!!!!!!!! হা হা
অপু ভাইয়ু আন্দাজে বান্দাজে বলছে। কিচ্ছু জানেনা। যে তোমার অভিনয় প্রতিভা কারো কি বুঝার সাধ্য আছে!!!!!!!!!!
আসলেই মাকাল ফল একটা।
অপু র আন্দাজ টা একটু আন্দাজ করতে পারলে বুঝতাম আমার অভিনয় প্রতিভা কেমন। তবে আজ একটা মজার কথা বলেই দেই - বেশ কয়েকজন আমার সেই মাল্টি কে ব্লগার জটিলের মাল্টি ভেবেছে এবং আমার সেই মাল্টির মেইল আইডি তে বকাঝকা করে মেইল করেছিলো
৩৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৪
শায়মা বলেছেন: হা হা হা মানিরা আপুনি!!! যত দোষ জটিল ঘোষ। মানে মাকাল ফলগুলা কিছু হলেই জটিলভাইয়ুকে সন্দেহ করে। হা হা হা কি পোড়াকপাল নিয়ে এসেছিলো জটিল ভাইয়ু!!!!
আরেকটা কথা মনে পড়লো! একবার আমি আমার হাসব্যান্ড সেজে একজনকে মেইল দিয়েছিলাম। হা হা হা প্রথমে বেটা ভড়কে গেছিলো আর আমার নামে আমি মানে আমার হাসব্যান্ডকে বদনাম করছিলো। তারপর কেমনে যেন বুঝে গেলো সেটা আমিই ...... আর কি সে বকা!!!!!!!!! হা হা হা হা আমার এত সুন্দর অভিনয় প্রতিভা অবিনয় হয়ে গেলো!!!! মানে আমিও হাসব্যান্ড সেজে উল্টা বকা!!!!!!!!!! হা হা হা সেই কথা মনে হলে এত্ত হাসি পায়।
আরেকবার আরেকজন হদ্দ ব্লগার ভাইয়ু আমার এক ফেসবুক মালটিকেই আমি না ভেবে কত্ত যড়যন্ত্র আমার বিরুদ্ধেই!!!!!!!! হা হা হা
আহারে ভাইয়ুমনিগুলা!!!!!!!
৩৫| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: রাকু হাসান বলেছেন:
দারুণ একটি পর্ব শুরু করেছেন । আজকেই প্রথম পড়লাম । উপভোগ্য । বাকিদের গুলো পড়ার অপেক্ষায়।
বরাবরের মত এবারও ব্লগের নারী কল্যাণ সম্পাদক আপনিই থাকছেন।
ধন্যবাদ রাকু হাসান! ভাগ্যিস এই পর্বই আপনার পড়া প্রথম পর্ব , সে জন্যই উপভোগ্য মনে হয়েছে। অন্যদের গুলো আগে পড়ে আসলে এই কমপ্লিমেন্ট পেতাম না
৩৬| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৭
মনিরা সুলতানা বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগে যার পোস্ট বেশি পড়েছি সে হবেন অপু ভাই। আমিও অপু ভাইয়ের গল্প মিস করি।
মনিরাপুতো আমার একজন গুনি ব্লগার, যাকে কোন ক্যাচালে দেখিনি কখনো।
সুজন নিজেই একজন পরিছন্ন ব্লগার, সবসময় নিবেদিত পাঠক।
হ্যাঁ ব্লগে আসলেই আমরা অপুর গল্প মিস করি, আমাদের কথা বিবেচনা করে মাঝে মাঝে সামুতেও কিছু গল্প পোষ্ট করতে পারেন অপু।
অনেক ধন্যবাদ সুজন।
৩৭| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: মিরোরডডল বলেছেন
মনিপু হচ্ছে একজন সুইটহার্ট।
শুধু ভালো মনের মানুষ বললে এনাফ না, নৈতিক এবং নান্দনিক মূল্যবোধ সম্পন্ন একজন সেনসিবল মানুষ।
দুষ্ট, আবার একই সাথে ওয়েল ম্যানার্ড।
ডল নিজেও একটা সুইটহার্ট ! তোমরা আশেপাশে থাকো বলেই ব্লগিং আনন্দময়।
আর আমার ব্লগার ক্রাশ যার লেখার মায়ায আমি বারংবার মোহগ্রস্থ হই - তাকে দিবো আমার সবচাইতে প্রিয় সময় শরৎ সকাল নিয়ে লিখতে, আমার প্রিয় কিছু সাহিত্যকর্ম নিয়ে লিখতে।
প্রিয় ব্লগারের কাছে প্রশ্ন, ক্রাশ খাওয়া ব্লগার কি সেইজন, যার লেখা পড়তে হলে মনিপুর লেখার মতো বাংলা ডিকশনারি নিয়ে বসতে হয়?
অনেক সময় পড়তে গেলে দাঁত খুলে পড়ে?
যদিও মনিপু এবং সেই ব্লগার দুজনেই নিঃসন্দেহে খুব ভালো লেখে।
উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সেই ব্লগারকে চিনতে পেরেছি
উত্তর হচ্ছে না। সেই ব্লগার বেশ অনিয়মিত এবং লম্বা সময় পর লিখেন, এবং ভীষণ সাহজ সাদামাটা বর্ণনায় ডাইরির মত করে জীবনের গল্প বলেন। পড়ুয়া এই ব্লগার মাঝে মাঝে নিজের প্রিয় বই এর কথা ও লিখেন।
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
মনিরা সুলতানা বলেছেন: স্প্যানকড বলেছেন:
পড়ে অনেক কিছু জানলাম এবং ভীষণ ভালো লাগলো। আর এটূকু ধারণা হলো আপু বেশ সরল এবং ভালো মনের মানুষ। ভালো থাকবেন আপু এবং অপু ভাই।
হাহাহা সরল তো অবশ্যই ভালো কিনা বুঝতে পারছি না ধন্যবাদ আপনাকেও পাঠে এবং মন্তব্যে।
৩৯| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১
মনিরা সুলতানা বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার'স ইন্টারভিউ-এ আজকের অতিথি ব্লগার মনিরা সুলতানা ইন্টারভিউ দারুণ হয়েছে সেই সংগে ব্লগারদের মন্তব্য ও প্রতিমন্তব্য খুবই মজার হয়েছে।
@মশিউর রহমান ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোলাগা প্রকাশের জন্য।
৪০| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৬
মনিরা সুলতানা বলেছেন: কামাল১৮ বলেছেন: আপনার নিকের ছবিটা দেখে কবিতার একটা লাইন মনে পড়ে যায়,”কবে তার হাতে শোভা পাবে রাইফেল একখানি”।সিরাজ শিকদার
সিরাজ শিকদার এর কবিতার মত রাইফেল না থাকলেও ৫ তারিখ হাতে লাঠি ছিলো।
৪১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩
মনিরা সুলতানা বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার প্রিয় আপু। অবশ্য আমরা এয়ারমেট কিংবা ব্যাচমেন্ট কিংবা ক্লাসমেট অথবা আমরা বন্ধু। আমরা ৯০ প্রজন্ম
ঠিকঠিক আমরা ব্যাচমেট। আমরা সহ ব্লগার।
সাধারণ রুচিশীল, সুন্দর সাবলীল যত সু মন্তব্য আছে সব মনিরা আপুর জন্য। উনার কবিতা আমার মন কাড়ে। কী করে মানুষ এত সুন্দর সাবলীল মনের মাধুরী মিশিয়ে মানুষ কবিতা লিখে। উনার মত লিখতে পারলে নিজের জীবন স্বার্থক ভাবতাম। আমার উনার মত মেধা জ্ঞান নাই। উনার কথাই যেন একেকটি কবিতা।
আমার তো কাজী ফাতেমার মত অত অত কবিতা লেখার মেধা নাই , অত সুন্দর ছবি তোলার ও মেধা নাই তাহলে কি আমার জীবন সার্থক না ? সত্যি হচ্ছে সবাই তার নিজের মত মেধাবী । আলদা আলাদা গুনে গুণান্বিত।
আপুর দীর্ঘায়ূ কামনা করি আর আল্লাহ নেক হায়াতে স্বপরিবারে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন এই দোয়া করি।
জাজাক আল্লাহ খায়রান ছবি আপু।
৪২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: জুল ভার্ন বলেছেন: ব্যক্তিবিদ্বেষ ছাড়া ভালো লেখায় অনেকটা নিষ্প্রাণ ব্লগে ইদানীং কালের অন্যতম আকর্ষন- ব্লগার্স ইন্টারভিউ! মনখোলা সহজসরল প্রশ্ন, নির্মোহ সাবলীল উত্তর- কোনো কিছুতেই বাগড়ম্ব্রতা নেই- এটাই বেশী আকর্ষণীয়।
বরাবরের মতো এবারও চমৎকার ইন্টারভিউ হয়েছে।
শুভ কামনা প্রিয় কমরেড মনিরা আপু, স্নেহের অপু তানভীর এবং সকল ব্লগার বন্ধুদের।
হ্যাঁ ব্লগের এই সিরিজটা বেশ নজর কাড়ছে শুরু থেকেই। বর্তমান সময়ের অন্যতম সেরা আকর্ষণ। অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য ও শুভ কামনার জন্য।
৪৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৮
মনিরা সুলতানা বলেছেন: রবিন.হুড বলেছেন: প্রাণবন্ত একটা সাক্ষাৎকার দেখে মুগ্ধ হলাম।
ধন্যবাদ ! শুভেচ্ছা রইলো।
৪৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: পঞ্চাশ বছর পেরিয়ে আমি জানলাম আমি আসলে একজন বোকা মানুষ। নিজের সম্পর্কে চমৎকার উপলব্ধি। ''Know thyself'' এর গুরুত্ব অপরিসীম!!!!
শুধু কবিতা একটু কম বুঝতাম। কম বোঝাতেই যেই অবস্থা, বেশী বুঝলে আমাদের উপর দিয়া না জানি কি বয়ে যেতো!!! B:-)
আমার একটাই প্রশ্নঃ আপনে কি কুট্টিকালে পড়ালেখার কারনে টিচার বা গুরুজনদের দ্বারা বেশী বেশী নির্যাতিত হইছিলেন? ইয়ে......... আপনের লেখায় যেইসকল কঠিন কঠিন শব্দ প্রয়োগ কইরা আমাদের মতোন নাদান বান্দাদেরকে অত্যাচার করেন, সেইটা দেইখা মনে হইলো। কারন সুযোগ পাইলে সবাই অতীতের ঝাল বর্তমানের উপর ঝাড়ে!!!!
আপনি একদম সঠিক আন্দাজ করেছেন রে ভাই, ছোট্ট বেলার সেই নির্যাতনের কারনে কঠিন কে আর কঠিন মনে হয় না। হায় আপনাদের মুরুব্বী আর শিক্ষকেররা আমার মত আপনাদের কেও নির্যাতন করত তাহলে কবিতা লেইক্ষা আনন্দ পাইতাম।
৪৫| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৫
মনিরা সুলতানা বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: আপু আমার প্রিয় ব্লগারদের একজন।আপুর জন্য অনেক শুভকামনা।
ধন্যবাদ আপনাকে মোস্তাফা সোহেল।
৪৬| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৭
মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন আয়োজন তো।
আজই লগিন দিয়েই পেলাম মনিরাপুর ইন্টারভিউ। আগের গুলো মিস হয়ে গেছে। সময় করে একে একে পাঠ করতে হবে।
ভাল লাগলো মনিরাপুর হরেক রকম অনুভব গুলো জেনে।
ধন্যবাদ বিদ্রোহী ! আপনিও একদিন অপু কে সময় দেন, আমরা আপনার বৈচিত্র্যও ময় জীবনের গল্প উপভোগ করি।
৪৭| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: করুণাধারা বলেছেন: খুবই ক্লাসি ইন্টারভিউ! পড়ে মনটা আনন্দে ভরে গেল! থ্যাংকস অপু তানভীর!
কোন পোস্টে পড়েছিলাম মনে করতে পারছিনা, মনিরা উত্তরাতে আন্দোলনকারীদের সাথে ছিল! এখন দেখছি, শহীদ মিনারের সেই বিশাল জন মহাসমুদ্রেও ছিল! এই প্রথম আমি একজন ব্লগার পেলাম জুলাই বিপ্লবে যার সরাসরি অংশগ্রহণ ছিল, আমার মতো ঘরের জানালা দিয়ে বিপ্লব দেখা মানুষ না! অভিনন্দন মনিরা! এবং শুভকামনা আগামীর জন্য।
ধন্যবাদ আপু ! আপনাদের সবার অপ্নুপ্রেরনা ই ছিল জুলাই বিপ্লবের সবচাইতে বড় শক্তি।
৪৮| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: সামিয়া বলেছেন: খুব সুন্দর পোস্ট। প্রিয় মনিরা আপু সম্পর্কে জেনে ভালো লাগলো। হার লাইফ ইজ জাস্ট রক্স আই থিঙ্ক।
সো সুইট অফ উ সামিয়া
৪৯| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৯
মনিরা সুলতানা বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: মনিরা আপুর লেখালেখি থেকে যতটুকু বুঝেছি উনি অত্যধিক ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। আমি ওনার ব্লগ ডে'র ছবি দেখেছি। সম্ভবত উনি আর আমি একই এলাকায় থাকি। এই সাক্ষাতকারে আরও জানলাম তিনি একজন বিতার্কিক ছিলেন। এছাড়া বিএনসিসির সদস্য ছিলেন। ওনার ব্যক্তিত্বের মধ্যে বেশ ভারসাম্য আছে। ধারণা করছি উনি সদালাপী। ওনার মধ্যে রসবোধ ভালোই আছে সেটা অনেক সময় মন্তব্য থেকে বোঝা যায়। উনি প্রচুর বই পড়েন। সম্ভবত বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি একজন গুণী কবিও বটে। আমি অবশ্য কবিতা কম বুঝি। তারপরও যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে ওনার কবিতার গভীরতা আছে। উনি সম্ভবত অনেক সময় নিয়ে কবিতা লেখেন। ওনার শব্দের ভাণ্ডার এতো সমৃদ্ধ যে অনেক শব্দ আমাদের মত নাদানরা বুঝতে পারি না (সম্ভবত ভুয়া মফিজ ভাইও আমার সাথে এই দলে থাকবেন)। উনি যে সামাজিক দায়িত্বের ব্যাপারে অনেক সচেতন সেটা বুঝলাম যখন জানলাম যে উনি এবং আমাদের ভাই যখন একসাথে ছাত্র আন্দোলনে শরিক হয়েছিলেন। উনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক পড়াশুনা করেন মনে হয়। উনি মিতভাষী। ব্লগে অনেকে শুধু বকবক করে। উনি করেন না।
সাচু ভাই আত্মার মাগফিরাত কামনা করা ছাড়াও যে এত চমৎকার প্রশংসা পাওয়া যায় আপনার এই মন্তব্য না দেখলে আমি সেটা মিস করতাম। অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
উনি আমার কাছ থেকে সেইন্ট মারটিন ভ্রমণের উপরে পোস্ট আশা করেছেন। লিখতে পারলে ভালোই হত। কিন্তু ওখানে না গিয়ে এই বিষয়ে পোস্ট লেখা সম্ভব না।
অপেক্ষায় থাকলাম আপনার ভ্রমণ শেষে চমৎকার পোষ্টের জন্য।
৫০| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: মনিরা আপুর একটা বই আছে । বইটা পড়ে দেখতে পারেন । আরু অনেক কিছু জানার আছে ।
মনিপুর একাধিক বই আছে। তানভী কোন বইয়ের কথা বলছে।
কোন বিশেষ বই হলে নামটা দিবে।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
অপু তানভীর বলেছেন: নাম তো ভুলে গেছি। বছর দুয়েক আগে এক সাথে দুইটা বই বের হয়েছিল । একটা কবিতার অন্যটা জীবনীগ্রন্থ। আমি রিভিউ লিখেছিলাম এখানে। সেতার কথা বলছি।
৫১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০২
জটিল ভাই বলেছেন:
নতুন এক মনিরাপি আবিষ্কৃত হলো। অপু তানভীর সার্থক!
৫২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ছবি দেখে ভাবতাম,
নারী মুক্তযোদ্ধা মনিরাপু
এখন আবার দেখছি জুলাই আন্দোলনে ও আছেন
..................................................................................
তাহলে আমাদের জীবনে প্রত্যক্ষ্ করা এই দুইটি ঘটনাক্রম সর্ম্পকে
আপুর মতামত জানতে আগ্রহী ।
অপু তানভীরকে ধন্যবাদ এই ইন্টারভিউ ব্যবস্হা করার জন্য ।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
অপু তানভীর বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
আপু আপনার প্রশ্নের জবাব দিয়েছে।
৫৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: কা_ভা একটা প্রশ্ন করেছিলেন সেদিন আমি সুপার বিজি ছিলাম , আমার বোন সেদিন ইউ এস ব্যাক করছিলেন। বাসা ভর্তি আমারা সবাই, চিন্তা করে উত্তর দেবার সময় ছিল না বলে দুঃখিত।
আমার একটা প্রশ্ন আছে।
১। আপনার পছন্দের ব্লগিং জেনার কোনটি?
২। ব্লগে রম্য লেখার একাল সেকাল নিয়ে কিছুটা যদি বলতেন। প্লাস রম্য লিখত বা লিখে এমন কয়েকজন পছন্দের ব্লগারের নাম যদি বলতেন।
@কা_ভা
আমি যেহেতু একজন সর্বভুক পাঠক মোটামুটি সব ধরনের লেখা আমি আগ্রহ নিয়ে পড়ি। তবে ভ্রমণ আর যাপিত জীবনের গল্প হলে সেই লেখা মিস করি না। লেখা লিখির বেলায় ও তাই।
ব্লগে রম্য লেখার সেকাল বলতে যে ফটাফট কিছু নিকের নাম বলে দিবো তেমন ডেডিকেটেড রম্যের পাঠক আমি ছিলাম না। অবধারিত ভাবেই পূর্বের বিটিভির মত ব্লগই যেহেতু সবচাইতে জনপ্রিয় মাধ্যম ছিল লেখার সেহেতু বলায় যায় - ব্লগ রম্যের ক্লাসিক যুগ পার করেছে। দুর্যোধনের লাল টিপ, জাদিদের সেই মেস জীবনের বর্ণনা আবার আরিফের আলপিনের পাশাপাশি ব্লগে লেখা প্রতিটাই মাষ্টার পিস। আর একটা কথা উল্লেখ না করলেই না, পূর্বের ব্লগার গন প্রায়শই বিভিন্ন লেখায় যে সকল মন্তব্য করতেন সেসব দু চারটা পরপর সাজিয়ে গুছিয়ে পোষ্ট করলেও দুর্দান্ত এক একটা রম্য পোষ্ট বলে বিবেচিত হত।
আর একালে যা হয় অকেক্ষেত্রেই ভাঁড়ামি রসিকতা আর অশ্লীলতার পার্থক্য জানা জরুরী। তারপর ও আমাদের অনেকেই আছেন যাদের লেখায় নির্মল আনন্দ পাই। প্যাপিলন নামে একজন ব্লগার ছিলেন বেশ মজা করে লিখতেন, ব্লগার বাংলাদেশি দালাল, আমাদের আখেনাটেন , মাঝে মইধ্যে ভুয়া মফিজ ভাই গিয়াস উদ্দিন লিটন ভাই এরপর রয়েছেন আমাদের প্রামাণিক ভাই ও মজার ছড়া লিখেন। তবে সবাচাইতে বেশি মিস করি জাদিদ আর মা হাসান ভাই এর লেখা !! মা হাসান ভাই এর রসিকতা বোধ দুর্দান্ত !
৫৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: মনিরা আপুর একটা বই আছে । বইটা পড়ে দেখতে পারেন । আরু অনেক কিছু জানার আছে ।
মনিপুর একাধিক বই আছে। তানভী কোন বইয়ের কথা বলছে।
কোন বিশেষ বই হলে নামটা দিবে।
@ডল
অপু মনে হয় " বাসি বকুলের ঘ্রাণ " এই বইয়ের কথা বলছে।
৫৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
মনিরা সুলতানা বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ছবি দেখে ভাবতাম,
নারী মুক্তযোদ্ধা মনিরাপু
এখন আবার দেখছি জুলাই আন্দোলনে ও আছেন
..................................................................................
তাহলে আমাদের জীবনে প্রত্যক্ষ্ করা এই দুইটি ঘটনাক্রম সর্ম্পকে
আপুর মতামত জানতে আগ্রহী ।
অপু তানভীরকে ধন্যবাদ এই ইন্টারভিউ ব্যবস্হা করার জন্য ।
ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল!
মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হওয়াতে, মুক্তিযুদ্ধ নিয়ে তো আলদা করে কিছু বলতে পারবো না আমিও ও বই পড়ে আর মুরুব্বিদের কাছে গল্প শুনেই জেনেছি।
আর জুলাই বিপ্লবের পূর্ববর্তী আন্দোলন থেকে শুরু করে ৩৬শে জুলাই সবকিছুর সাথে আমি অনলাইনে মাঠে সক্রিয় ভাবে জড়িত। আমি যেমন আন্তর্জাতিক মাধ্যমে আমাদের অবস্থান তুলে ধরতে চেয়েছি , বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করেছি আবার আমি দেখেছি সমস্ত বাংলাদেশ কে এক পতাকার নিচে সমবেত হতে, দেখেছি মিছিলে মিছিলে ছাত্র জনতা সহ সাধারণ খেতে খাওয়া মানুষ আর গৃহবধূদের প্রজ্বলিত দৃষ্টি। আমি নিজে যতটা উজ্জীবিত ছিলাম আমি দেখেছি আমাকে উজ্জীবিত করার মত ডেডিকেট অনেকেই। কয়েক লেন তো আসলে লিখে সেটা বুঝানো সম্ভব নয় । আমি লেখার চেষ্টা করবো কখনো।
শুভ কামনা।
৫৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
করুণাধারা বলেছেন: আপনার ইন্টারভিউ কবে নিব বলেন দেখি। আপনি অতি দ্রুত আপনার মেইল আইডি আমাকে পাঠান ।
ইন্টারভিউ পোস্টগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি, এছাড়া ব্লগে আমি তেমন এক্টিভ না, মানে পোস্ট বা পড়া কোনটাই তেমন করা হয়ে ওঠে না। তাই আর কিছুদিন যাক, তারপর নাহয় ইন্টারভিউ দেবার কথা ভাববো!!
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
অপু তানভীর বলেছেন: ওকে, আপনি বরং আপনার ইমেল আইডি আমাকে দিতে পারেন । ইন্টারভিউ না হয় পড়েই দিলেন ।
৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪২
মিরোরডডল বলেছেন:
@ডল
অপু মনে হয় " বাসি বকুলের ঘ্রাণ " এই বইয়ের কথা বলছে।
থ্যাংকস মনিপু, সময় করে ওটাও পড়বো।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৯
শায়মা বলেছেন: হা হা হা পুরো পোস্ট পড়ে সেই রাগের চোটে ভিমরী ছুটে মনিরা আপুনির সেই মালটি নিকের কথাটা মনে পড়ে গেলো!!!!!!!! কসম আমি আকাশ থেকে ঠাস করে পড়েছিলাম সেই নিকের কথা জেনে!!!!!!!!!!!!!! হা হা হা হা হা হা হা হা হা
যাইহোক আপুনি তুমি যে কত ঠান্ডা মাথার মানুষ তাহা তোমার পোস্টের উত্তর দেখেই বুঝা যাচ্ছে.......