নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদল ''জয় বাংলা'' বলে না । আবার আরেকদল ''বাংলাদেশ জিন্দাবাদ'' বলে না। আরেকদল আছে যারা না বলে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ । তারা বলে নারায়ে তাকবীর । কিন্তু প্রত্যেকদলই বলে --
একশান একশান
ডাইরেক্ট একশান
আবার সব দলই বলে
জ্বালো জ্বালো
আগুন জালো
জাতীয় স্লোগান আসলে উপরের এই স্লোগান থেকেই নেওয়া উচিৎ । আমার অবশ্য পরেরটা বেশি পছন্দ ।
জ্বালো জ্বালো আগুন জ্বালো ।
আরও আছে
ওমুখের চামড়া
তুলে নিবো আমরা
আবার আছে
ওমুখের দুই গালে
জুতা মারো তালে তালে
যে যেইটা বলতে চায় তাকে সেটাই বলতে দেওয়া হোক। কেউ জয় বাংলা বলুক কেউ বা বাংলাদেশ জিন্দাবাদ বলুক আবার কেউ নারায়ে তাকবির বলুক । যার যেটা ইচ্ছেই বলুক । সামনের বাংলাদেশে এটাই চাওয়া যে ইচ্ছে মত স্লোগান বলতে যেন কাউকে বাধা দেওয়া না হয় একই ভাবে কাউকে যেন জোর করে কোন বলতে বাধ্যও করা না হয় ।
জয় বাংলাদেশ
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
অপু তানভীর বলেছেন: জয় বাংলা
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘জয় বাংলা’ সকল বাঙ্গালীর প্রাণের শ্লোগান। এর অর্থ হলো সকল বাঙ্গালীর ভূমি একত্রিত করে এক রাষ্ট্রে পরিণত করা। এ শ্লোগানে ভারতীয়দের আপত্তি থাকা উচিত। অথচ যে দল এ শ্লোগান বেশী আওড়ায় ভারতীয়রা সে দলকে বেশী ভালোবাসে। আর বাংলাদেশ প্রেমীরা অযথাই এ শ্লোগানের বিরোধীতা করে।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
অপু তানভীর বলেছেন: জয় বাংলা এই দেশের মানুষের অস্তিত্বের স্লোগান । কিন্তু একটু হিসাব করেই দেখেন আওয়ামীলীগ গত ১৫ বছরে কিভাবে এই স্লোগানকে হাইজ্যাক করেছে, ঠিক যেমন ভাবে তারা মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এসেছে।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নারায়ে তাকবীর দিলে ধর্মীয় সেন্সে অনেকেই সমর্থন দেবে।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
অপু তানভীর বলেছেন: কিন্তু বাংলাদেশের সবাই তো মুসলিম না। এটা তো জাতীয় স্লোগান হতে পারে না।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
মায়াস্পর্শ বলেছেন: আমার দেশ তোমার দেশ,
সোনার বাংলাদেশ
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
অপু তানভীর বলেছেন: এটা একটা ভাল স্লোগান ।
আমার দেশ তোমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭
শায়মা বলেছেন: জয় ও জিন্দাবাদ বাংলাদেশ মানে কারো মনে দুস্ক নাই এমন কিছু.....
অথবা এই দুইটার একটাও না
জেন জি বাংলাদেশ......
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
অপু তানভীর বলেছেন: জ্বালো জ্বালো আগুন জ্বালো । এটাই বেস্ট আমার কাছে।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০
মিরোরডডল বলেছেন:
জাতীয় স্লোগান বলে কিছু নেই।
দল ভিত্তিক ভিন্ন স্লোগান আছে, সেটাও মনে হয়না কোন বিগ ডিল।
স্লোগানে কি যায় আসে!
তবে কাউকে কোন স্লোগানে বাঁধা দেয়া বা স্লোগান দিতে বাধ্য করা, দুটোর কোনটাই ঠিক না।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
অপু তানভীর বলেছেন: আসলেই কিন্তু তাই।
স্লোগানে কিছুই যায় আসে না ।
আমার কথাও এটাই। কাউকে যেমন জোর করে কেমন কোন স্লোগার দেওয়ানো উচিৎ না, একই ভাবে কাউকে কোন স্লোগান দিতে বাধ্য করানোও উচিৎ না।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০১
শেরজা তপন বলেছেন: (ছবি ক্রেডিট কিন্তু আমার)
আসলে হওয়া উচিৎ ডান পাশেরটা " ভারতীয় আগ্রাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও'
কিন্তু আমার পছন্দ 'Patria o Muerte ("স্বদেশ অথবা মৃত্যু"
* আগের মন্তব্য মুছে দিয়েন।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
অপু তানভীর বলেছেন: জন্মভূমি অথবা মৃত্যু । এটা ভাল ।
আওয়ামীলীগ ক্ষমতায় আসলে ভারতীয় আগ্রাসন শুরু হয়ে যাবে।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০২
অঞ্জন রায় বলেছেন: ''জয় বাংলা'' অথবা ''জয় বাংলাদেশ'' হওয়া উচিত।
#ব্যক্তিগত_মতামত
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
অপু তানভীর বলেছেন: জয় বাংলা ভাল। আমি জীবনে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেই নি । তবে জয় বাংলা চিল্লায়ে চিল্লায়ে বলেছি।
তবে আওয়ীমীলীগ নিজেদের স্বার্থে যেভাবে জয়বাংলা স্লোগান মুক্তিযু্দ্ধকে ব্যবহার করেছে, তাতে সাধারণ মানুষের বিরক্তি আসা স্বাভাবিক ।
৯| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
তুমি কে আমি কে
- রাজাকার রাজাকার।
বর্তমান জামাত হিজবুত সমর্থিত ইউনুস সরকারের এটাই পারফেক্ট স্লোগান।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
অপু তানভীর বলেছেন: অর্ধেক স্লোগানে কাজ হবে পুরোটা বলেন।
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার
আর কেবল হিজবুত কেন বলছেন আলকায়দা আইএসও যুক্ত করেন !
তবে এটা স্বৈরাচার আওয়ামীলীগ থেকে হাজারগুণ ভাল।
১০| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১৪
রানার ব্লগ বলেছেন: জয় বাংলা নিয়ে সমস্যা কেবল পাকিস্তানি পন্থীদের।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
অপু তানভীর বলেছেন: জয় বাংলা নিয়ে আওয়ামীলীগের ধান্দাবাজী বন্ধ হলে এটা নিয়ে আর কোন সমস্যা থাকবে না।
১১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১১
কাঁউটাল বলেছেন: "জয় বাংলা" স্লোগান এখন জয় বাংলা হয়ে গেছে। বাতিল মাল।
"ইনকিলাব জিন্দাবাদ" - এখন নতুন স্লোগান।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
অপু তানভীর বলেছেন: ইনকিলাব জিন্দাবাদও যুক্ত করা হোক।
১২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো নাম উল্লেখ না করে এটা করলে কেমন হয় ভিনদেশী আগ্রাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
অপু তানভীর বলেছেন: একশান একশান ডাইরেক্ট একশান। আগ্রাসানের বিরুদ্ধে ডাইরেক্ট একশান।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
ভুয়া মফিজ বলেছেন: জাতীয় স্লোগান যাই হোক না কেন, দেশে-বিদেশে ধর্ষণের অভিজ্ঞতাসম্পন্ন ধর্ষক লীগের স্লোগানকে ''জয় বাংলা'' করে দেয়ার জন্য সরকারকে অভিনন্দন!!!
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
অপু তানভীর বলেছেন: অথচ দেখেন হাইকোর্টের রায় হয়েছি ২০২২ সালে। সেই রায়টা কেবল বাদ হয়েছে । স্লোগানটা দিতে তো কেউ মানা করে নাই । আওয়ামীলীগ যে হাইকোর্ট কে পকেটে ভরে রেখেছিল এটা তার একটা নিদর্শন। আওয়ামীলীগ আমলে দেওয়া প্রতিটা মামলার রায় পুনর্বিবেচনা করা উচিৎ ।
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: জয় বাংলার জাত মেরেছে আওয়ামীলীগ।
আমাদের জাতির মানুষদের অপ্রয়োজনীয় আবেগ ত্যাগ করতে হবে। অপ্রয়োজনীয় আবেগ দেশের জন্য ক্ষতিকর। এই আবেগের সুযোগ নিয়েছে আওয়ামীলীগ। চেতনার ব্যবসা ওনাদের ভালো হয়েছে। মুক্তিযুদ্ধের ১০০% ডিলারশিপ তারা নিয়েছে।
সামনে আওয়ামীলীগ আর বিএনপি একত্রে মিলে দেশের জনগণকে সাইজ করার ধান্ধায় আছে। বিএনপি ভয়ানক রকমের দাদাগিরি শুরু করে দিয়েছে। তারেক রহমান যে ধোয়া তুলশি পাতা না এটা আমরা জানি।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
অপু তানভীর বলেছেন: শুধু আওয়ামীলীগ জয়বাংলার নয়, বাংলাদেশের সব গৌরবের বিষয়ের জাত মেরেছে ।
আমি অপেক্ষায় আছি কবে আওয়ামীলীগ জামাতের সাথে মিশবে সেই ৯৬ এর মত । সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরে দেখবেন এটা ঘটতে পারে । বিএনপি যে জামাতের সাথে যাবে এটা নিশ্চিত । আর আওয়ামীলীগ এমন এক দল যে ক্ষমতায় যাওয়ার জন্য যে কালো কোলে চড়তে পারে।
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
মনিরা সুলতানা বলেছেন: যে যেইটা বলতে চায় তাকে সেটাই বলতে দেওয়া হোক। কেউ জয় বাংলা বলুক কেউ বা বাংলাদেশ জিন্দাবাদ বলুক আবার কেউ নারায়ে তাকবির বলুক । যার যেটা ইচ্ছেই বলুক । সামনের বাংলাদেশে এটাই চাওয়া যে ইচ্ছে মত স্লোগান বলতে যেন কাউকে বাধা দেওয়া না হয় একই ভাবে কাউকে যেন জোর করে কোন বলতে বাধ্যও করা না হয় ।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
অপু তানভীর বলেছেন: এটাই হওয়া উচিৎ সব সময় । কিন্তু কে শোনে কার কথা ।
১৬| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৪
অঞ্জন রায় বলেছেন: - How's the Josh?
- High Sir
২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
অপু তানভীর বলেছেন:
১৭| ২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৪
নতুন বলেছেন: জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হওয়া উচিত। ১৯৭১ এ সবাই এই স্লোগানেই ঝাপিয়ে পরেছিলো।
কিন্তু জয় বাংলা স্লোগানকে আয়ামীলীগ এমন ভাবে বিক্রি করেছে যে মানুষের কাছে এর মুল্য হারিয়েছে।
২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
অপু তানভীর বলেছেন: এটাই আসলে সত্য । জয় বাংলা আওয়ামীলীগ এমন ভাবে ব্যবহার করেছে এটা এখন আর বাংলাদেশের জাতীয় স্লোগান নেই। এটাও আওয়ামীলীগের স্লোগান। শেখ মুজিবও তাই। তিনি ২০০৯ সালের আগ পর্যন্তও দেশের সকল মানুষের নেতা ছিলেন । কিন্তু গত ১৫ বছর আওয়ামীলীগ তাদের সকল কুকর্মের সামনে শেখ মুজিবকে এনে বসিয়েছে।
১৮| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে যে যেই স্লোগান দিক না কেন বাকী সবাই সহনশীলতার সাথে মেনে নেই , এটাই জাতীয় চরিত্র হওয়া উচিত।
আর তাই , '' স্লোগান যার যার,সহনশীলতা সবার'' - এটাই হোক সমবেতভাবে সকলের আওয়াজ।
২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
অপু তানভীর বলেছেন: যার ইচ্ছে যে শ্লোগার দেওয়া হোক, কেউ কাউকে বাধ্য না করুক আবার কেউ কাউকে বাঁধাও না দিক ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বাংলা