নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

হায়রে সিইও, কী করলি জীবনে....

১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

ছবি রয়টার্স

দেশের বিখ্যাত কোম্পানীর সিইও হোটেল থেকে বের হয়েছেন, এমন সময় তাকে একজন ঠান্ডা মাথায় গুলি করে খুন করল। সিসিটিভিতে সেই গুলি করার দৃশ্য স্পষ্ট ধরা পড়ল। এখন মানুষের মন ভাব কোন দিকে যাবে? নিশ্চয়ই যে খুন হয়েছে তার দিকে। কিন্তু আশ্চর্য জনক ভাবে মানুষ ঐ খুনীর পক্ষ নিচ্ছে। ঐ খুন হওয়া সিইওকে নিয়ে মিম বানাচ্ছে হাসাহাসি করছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথকেয়ার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসন হত্যা কাণ্ডের ঘটনা নিয়ে। এই হত্যা কাণ্ডে রাজনীতিবিদ বা বড় কোম্পানীগুলো নিন্দা প্রকাশ করলেও সাধারণ মানুষ খুনীর পক্ষ নিচ্ছে। মারা যাওয়া ব্রায়ান থম্পসনের প্রতি তাদের বিন্দমাত্র সমবেদনা নেই। এই খুনের অভিযোগে লুইজি মাঞ্জিওনি নামে ২৬ বছরের এক যুবককে ধরেছে পুলিশ । এরইর মধ্যে ইন্টারনেটে সে বিখ্যাত হয়ে উঠেছে। একটু আগের খবরে দেখলাম তার জন্য এক তহবিলে ৩১ হাজার ডলারের বেশি অনুদান জমা পরেছে।
আসলে সিইও ব্রায়ানের প্রতি মানুষের এই ক্ষোভের কারণ কী?

এটা বুঝতে যুক্তরাষ্ট্রের চিকিৎসা সেবার দিকে একটু তাকাতে হয়। আমাদের দেশে স্বাস্থ্যের মান খারাপ এটা আমরা জানি কিন্তু সেটা সস্তা । কিন্তু আমেরিকার চিকিৎসা সেবা প্রচন্ড ব্যববহুল । কিন্তু সেটা সহজ করতে তৈরি হয়েছে স্বাস্থ্যবীমা কোম্পানী। এই কোম্পানীতে আপনি বীমা করবেন, এবং প্রতিমাসে প্রিমিয়াম দিবেন এবং যখন আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে তখন এই কোম্পানী সেটার বিল দিবে। আমাদের দেশেও এমন স্বাস্থ্যবীমা আছে। চাইলে আপনিও করতে পারেন । এখন ধরেন আপনি এমন স্বাস্থ্য বীমা করলেন। দিনের পর দিন নিজের আয়ের একটা অংশ আপনি সেই বীমাতে জমা দিলেন। এখন এক পর্যায়ে আপনার শরীর খারাপ হল । কিন্তু যখনই আপনি বীমা চাইতে গেলেন কোম্পানী আপনাকে নগন্য কোন কারণ দেখিয়ে বীমার টাকা দিতে অস্বীকৃতি জানাল। এই যে কোম্পানীর সিইও খুন ঠিক এই কাজটা করত। তাদের বীমা রিজেক্টের পরিমান ৩২%। এটা আমেরিকার সকল স্বাস্থ্যবীমা কোম্পানীর মধ্যে সর্বোচ্চ। এই কোম্পানীর মোট রেভিনিউয়ের পরিমান প্রায় চারশ বিলিয়ন ডলারের কাছাকাছি। শুধু গত বছরই তাদের আয় ছিল ৩২ বিলিয়ন ডলারের বেশি। মানুষের টাকা মানুষকে না দিয়ে দিয়ে এই টাকা তারা আয় করেছে। নিচে মানুষের রিএকশানের একটা ভিডিও দিলাম। এই রকম আরও অনেক ভিডিও পাবেন ইউটিউবে আর টিকটকে।


ব্যাপারটা আরও বিস্তারিত ভাবে বুঝতে নিচের ভিডিওটা দেখতে পারেন।


তবে অনেক্ক দিন পরে আমেরিকার সাধারণ মানুষ আবারও কোন ব্যাপার নিয়ে একেবারে এক ছাদের তলে এসেছে। মানুষ সব সময়ই অন্যায়, আগ্রাসানের বিরুদ্ধে এক জোট হয়। এই খুন থেকে অবশ্যই অন্যান্য সিইওদের শিক্ষা নেওয়া উচিৎ যে মানুষের ক্ষোভের কারণ হওয়া ঠিক না । কারণ মানুষ আপনার মৃত্যুতে ন্যূনতম সহানুভূতিটুকুও দেখাবে না। এই যে এতো টাকা পয়সার মালিক সিইও, কী হল বলেন জীবনে! অকালে তো মরলো সেই সাথে তার মৃত্যুকে মিম বানিয়ে ছাড়ল। সারা জীবন মানুষ তাকে এই রক্তচোষা হিসাবেই মনে রাখবে।

আরো পড়তে পারেন
ইউনাইটেড হেলথের সিইও খুন
নেপথ্যে আততায়ীর পিঠে ব্যথার ইতিহাস?
Facebook source






মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীতে কোন বীমা কোম্পানি লোকসান করে বলে মনে হয় না। আমাদের দেশেও বীমা কোম্পানিগুলি লোকসান করে না কখনও। এদের লাভের প্রায় অর্ধেক সরকার নিয়ে নেয় ট্যাক্স হিসাবে। বীমা না থাকলে উন্নত বিশ্বে স্বাস্থ্য সেবা পাওয়া দুষ্কর। আমাদের দেশেও যেভাবে চিকিৎসার খরচ বাড়ছে সেই ক্ষেত্রে বীমা না থাকলে সমস্যা। বীমা পলিসির শর্তগুলি মানা কঠিন হয়ে যায় অনেক সময়। এতো শর্ত যে আছে সেটা মানুষ আগে জানে না। বীমা দাবি করার পরে বুঝতে পারে। উন্নত বিশ্বে বীমা কোম্পানির পিছনে টাকা খরচ করতে হয় আর আমাদের দেশে হাসপাতালের পিছনে টাকা ঢালতে হয়। উন্নত বিশ্বে পলিসির প্রিমিয়ামের মাধ্যমে ধীরে ধীরে কাটে তাই গায়ে লাগে না। আমাদের দেশে বেশীর ভাগ লোকের পলিসি থাকে না তাই চিকিৎসা করাতে গিয়ে বিপদে পড়ে।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০

অপু তানভীর বলেছেন: আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রে এখনও স্বাস্থ্য বীমা জনপ্রিয়তা পায় নি । তবে আমেরিকাতে এটা ছাড়া চলা মুশকিল । আমেরিকার গড়ে ১৬% স্বাস্থ্য বীমা ক্লেইম রিজেক্ট হয় কিন্তু এই কোম্পানী সবাইকে ছাড়িয়ে । ৩২% রিজেক্ট করে। মানুষের রাগ থাকাটা স্বাভাবিক ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪

ভুয়া মফিজ বলেছেন: কোন হত্যাকেই সমর্থন করা যায় না, তবে যারা সাধারন মানুষের পকেট কাটে কিংবা মোর প্রিসাইসলি বলা যায় মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন নিয়ে ব্যবসা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। স্বাভাবিকভাবেই এরা সরকারের সহযোগিতা পায় বহুবিধ কারনে, কিন্তু এতে সাধারন মানুষের ক্ষোভ চাপা দেয়া যায় না। আর এই ক্ষোভ যখন বের হয়ে আসে, সেটা হয় ভয়ংকর।

আমাদের দেশের প্রাইভেট হাসপাতালেও এই ধরনের পদক্ষেপ নেয়া উচিত। তাতে করে যদি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বেনিয়াদের খানিকটা হুশ হয়!!!

সাড়ে চুয়াত্তর বলেছেন: বীমা না থাকলে উন্নত বিশ্বে স্বাস্থ্য সেবা পাওয়া দুষ্কর। উন্নত বিশ্ব বলতে যদি শুধু আম্রিকাকে বোঝেন তাইলে আপনের কথা ঠিক আছে। আম্রিকা উন্নত বিশ্ব কিন্তু মানবিক বিশ্ব না।

খুব সরলভাবে যদি বলি, যুক্তরাজ্যে দাত বাদে বাকী সব চিকিৎসা ফ্রি। সব বলতে সব। কিছু টাকা হয়তো খরচ হতে পারে, তবে সেটা এতোই কম যে কেউ গায়েও মাখে না। আমার জানামতে পশ্চিম ইওরোপের বেশীরভাগ দেশই এই রকমের। ক্যানাডাতেই চিকিৎসা ফ্রি বলেই জানি। এগুলো ওয়েলফেয়ার কান্ট্রি হিসাবে পরিচিত, যা আম্রিকা নয়!! আরেকটা বিষয় গর্ব করে না বললেই না........এই ''ওয়েলফেয়ার স্টেট'' বা দেশের কনসেপ্টের জনক হলো যুক্তরাজ্য!!!! B-)

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩২

অপু তানভীর বলেছেন: সব দেশেই আসলে বড়লোকেরা সুবিধা পায় গরীবরাই মরে ।

অবশ্যই কোন খুন সমর্থনযোগ্য নয় কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ তো আমার এমনি এমনি আসে না । দেখেন না আমাদের দেশে একটা বিশেষ দলের মানুষ মারা গেলেই মানুষ আলহামদুলিল্লাহ পড়ে । কেন পড়ে? এমনি এমনি তো আর পড়ে না !

ইউকের এই ব্যাপারটা তো জানা ছিল না ।
এমনটাই তো হওয়া উচিৎ । চিকিৎসা মানুষের মৌলিক অধিকার এবং সরকারের এটা ফ্রি প্রোভাইড করা উচিৎ ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৩

রাসেল বলেছেন: কোনো মানুষ মারা গেলে দুঃখ প্রকাশ করাটাই শিষ্টাচার। তবে সাধারণ মানুষের যখন কিছু করার কি থাকে না, তখন সে এই ধরণের নিষ্পাপ (!) ব্যক্তিদের অস্বাভাবিক কিংবা স্বাভাবিক মৃত্যুতে সন্তুষ্টি প্রকাশ করে।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

অপু তানভীর বলেছেন: একমত ।

তবে ঐ যে সাধারণ মানুষের ক্ষোভ তো একদিনে তৈরি হয় না। এমনি এমনিও তৈরি হয় না।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: কসাই কোম্পানি নিপাত যাক।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

অপু তানভীর বলেছেন: নিপাত আর যাচ্ছে কই বলুন ! বহাল তাবিয়েতেই রয়েছে আর থাকবে।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৫

রবিন_২০২০ বলেছেন: সঠিক আনালিসিস। ডাক্তার, রোগী সবাই এখন বীমা কোম্পানির হাতে জিম্মি। অনেক ডাক্তার হতাশ হয়ে পেশা বদলে ফেলছে পর্যন্ত। সাধারণ মানুষ প্রায় সবাই লুইজির পক্ষে।
বাইডেন লুইজি কে সাধারণ ক্ষমা করে দিক এটাই আমার ব্যাক্তিগত চাওয়া।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: যদিও এখনও প্রমান হয় নি যে লুইজিই খুনী তবে বাইডেন তার শেষ কাজটা এটা করতে পারে। একেবারে ক্ষমা না করলেও অন্তত কিছুটা সাজা মওকুফ করতে পারে । সেই সাথে যদি অন্যান্য কোম্পানি গুলোর কিছুটা টনক নড়ে !!!

৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অর্থের লোভ মানুষের প্রয়োজন ও প্রত্যাশা থেকে আগত !
................................................................................
এর থেকে মুক্ত হবার উপায় কি ?
শুভ নববর্ষ

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০

অপু তানভীর বলেছেন: এর থেকে মুক্তির একটাই উপায়। আত্ম সন্তুষ্টি। এটা ছাড়া আর কোন পথ নেই।

আপনাকেও শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.