নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে ১৯ বছর আগে সামুর জন্ম হয়েছিল। আজকে সামুর ১৯তম জন্মদিন। আমার মাঝে মাঝে মনে হয় যদি সামুর জন্মই না হত । ধরা যাক জানা আপা ঠিক যেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলা ভাষাভাষীদের জন্য একটা ব্লগ খুলবেন সেদিন অন্য রকম কোন ঘটনা যদি ঘটতো, সেদিন যদি ব্লগ খোলার কথা তার মনেই না আসতো তাহলে কী হত? এমনটা অবশ্য ভাবা ঠিক হবে না যে বাংলা ব্লগই চালু হত না। চালু হত । হয়তো সেই বছর কিংবা কয়েক বছর পরে ঠিকই কোন না কোন ব্লগ চালু হয়ে যেত। আমি বলতে চাইছি এই সামুটা যদি নাই আসতো তাহলে কী হত?
অন্যের ক্ষেত্রে কী হত সেটা অবশ্য বলা মুশকিল । আমি অবশ্য আমার কথা বলি।
আমার সামুতে ব্লগ খোলার কথা আমি আগে একবার বলেছিলাম। আমি প্রথম সামমুর খোজ পাই মূলত গুগলে সার্চ দিয়ে। একজনের কাছে শুনেছিলাম যে ব্লগিং করে টাকা আয় করা যায়, সেই উদ্দেশ্যেই ব্লগ লিখে সার্চ দিয়েছিলাম। যদি সামুর জন্ম না হত তাহলে সেই গুগল সার্চে নিশ্চয়ই অন্য কোন ব্লগের খোজ আসতো । আর আমি হয়তো সেই ব্লগে একাউন্ট খুলে ফেলতাম।
মুক্তিযুদ্ধের প্রতি শিক্ষিত সমাজের একটা বিশেষ অনুরাগ তৈরির ক্ষেত্রে এই সামু ব্লগের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এই ব্লগটা যদি না তৈরি হত, তাহলে সেটাও মনে হয় সম্ভব হত না। অন্যের ব্যাপারে জানি না তবে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের একেবারে শুরুর সময়ে এই ব্লগে এসেছিলাম । তার আগে দেশ সমাজ নিয়ে আমার খুব একটা চিন্তা ছিল না। এই ব্লগে আসার পরেই আমি মানুষকে দেখেছি দেশের প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি এক বিশেষ অনুরাগ। এটাও আমার মনে সে একই মনভাব জন্ম দিয়েছিল। যদি এই ব্লগে আমি না আসতাম তাহলে নিশ্চিত নই যে সেই অনুভূতির জন্ম হত। হয়তো হত আবার নাও হতে পারত।
এই ব্লগে এসে কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে । অন্য ব্লগে একাউন্ট খুললেও হয়তো পরিচয় হত কিন্তু এমন ভাবে মানুষ গুলোর সাথে পরিচয় হত কিনা আমার সন্দেহ । এতো লম্বা সময় ধরে মানুষগুলোর সাথে আমার পরিচয় থাকতো কিনা আমার সন্দেহ! আমার ফেসবুকের অর্ধেক মানুষ এই ব্লগের । এবং তাদের প্রায়ই কেউই এখন আর সামুতে আসে না । কিন্তু আমার সাথে তাদের একটা সম্পর্ক রয়ে গেছে। শায়মা আপুর কথাই যদি ধরি, তার সাথে আমার এক যুগের বেশি ধরে পরিচয় । ব্যাপারটা ভাবতেও অবাক লাগে ।
সামু যদি সৃষ্টি না হত তাহলে আমার একটা প্রেমিকা পাওয়া হত না। সত্যিই সামুর একজনের সাথে আমার বেশ কিছু দিন প্রেম চলেছিল !
অবশ্য কিছু বিরক্তির কারনও সৃষ্টি হত না যদি সামুর জন্ম না হত ! সে কথা আজকে বরং না বলি ।
আমি আমার জীবনের একটা লম্বা সময় সামুর সাথে জড়িত । প্রায় নিয়মিত ভাবেই আমি সামুতে এসেছি। এখনও আসি । মাঝে মাঝে কিছু সময় হয়তো কাজের কারণে আসা হয় না কিন্তু অবসর পেলেই সবার আগে সামুর হোমপেইজই খোলা হয় । এটা অন্য কোন ব্লগের বেলাতে কি হত? আমার অনেক ব্লগেই একাউন্ট ছিল, এখনও আছে । তবে সামুর মত আর কেউ ছিল না। তখন কি তৈরি হত ? কে জানে !
আজকে সামুর জন্মদিন । শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ ।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: নাহ সে সময় সামু পার করে এসেছে। এখন আর সেটা সম্ভব না।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫০
শায়মা বলেছেন: হা হা যাই বলো আর তাই বলো ভাইয়ু সামুতে তুমি জন্ম নিয়েই যে সব গল্প লিখতে সেই সব গল্প পড়ে পড়ে সব থেকে বেশি আমি কমেন্ট করতাম মনে হয়। তবে আজ আমার বিয়ে এই রকম একটা গল্প লিখলে যেদিন সেদিন সবাই তোমাকে বিয়ের অভিনন্দন জানাতে জানাতে তোমাকে বেশি বেশি চিনে ফেললো....... হা হা হা এই কথা মনে পড়লে আমার আজও হাসি পায়। অনেকেই তোমাকে আমার কোনো এক রকম ছোট ভাই মনে করতো। মানে সত্যিকারের ....... হা হা
আমাদের এই চেনা এই জানা। বিশেষ করে তোমার মত ঠোঁটকাটা ব্লগারের কাছে আমার সাত খুন মাফ এর কারণ কেউ হয়ত বুঝবে না। কারণ সে সময়গুলোতে আমরা অনেক অনেক কথা বলেছি, মজা করেছি। নিজেদের সম্পর্কে অনেকটাই জেনেছিলাম। এভাবেই কিছুটা হলেও আমরা কে কেমন একটু হলেও জেনেছি বুঝেছি। এই ভাবেই যুগ যুগ চেনা হয়ে গেলো চর্মচক্ষুতে অদেখা মানুষ হয়েও।
আমাকে প্রতিফলন এনেছিলো ব্লগে। সে অনেকটাই হারিয়ে গেলো। মানে তার লেখা থেমে গেলো। কিন্তু আমি রয়ে গেলাম।
আর তোমার বিড়ালপ্রেমী প্রেমিকাকেও কিন্তু মনে পড়ে গেলো। অনেক লক্ষী আর ভালো একটা মেয়ে ছিলো সে। নিশ্চয় তোমার সাথে আজও যোগাযোগ আছে।
তবে গল্পের প্রেমিাকারা, টিয়া, নিশি, মুনতাহা বোরখাওয়ালী, মাছ কিনতে যাওয়া ক্রেতা কত কত প্রেমিকাই না ছিলো তোমার ........ হা হা
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৬
অপু তানভীর বলেছেন: আরে তুমি দেখি আমার বিড়ালপ্রেমি প্রেমিকার কথা মনে রেখেছো!!
হ্যা সেই গল্পের কথা আর বলতে ! কতজন ভেবেছিল যে আমার সেদিনই বিয়ে অথচ দেখো এখনও আমি আগের মতই।
কত ব্লগার চলে গেছে !
অথবা বলতে গেলে সবাই চলে গেছে। কেবল আমাদের মত অল্প কিছু মানুষ, যাদের সামু অভ্যাস তারা রয়ে গেছে। যদিও আমার নিজেরও আশংঙ্কাজনক ভাবে সামুর পেছনে সময় দেওয়া কমে গেছে।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: তবে হ্যাঁ সামুর জন্ম না হলে আমরা আমাদেরকে চিনতাম না।
জানতাম না লিখে লিখেও কাউকে অনেকটাই চিনে ফেলা যায়
জানতাম না অনেক অনেক প্রিয় মানুষেরাও কি করে এই কিছু লেখালিখি দিয়ে প্রিয় হয়ে যায় আবার শত্রুও হয়ে যায়।
জানতাম না এই মানুষগুলো অদেখা অচেনা এই বাস্তবে কিন্তু এই পরাবস্তবে তারা আমাদের জীবনের কতখানি অংশ জুড়ে আছে।
এইখানে আমাদের হাসাহাসি সত্যিকারের আমাদের জীবনকে আনন্দ দেয় আবার এইখানে মনোমালিন্য হলেও সেটা একটু হলেও বাস্তব জীবনে বিঘ্নিত করে।
কত মানুষ ভুল বুঝে আবার কত মানুষ ঠিক ঠিক চিনে নেয়।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৭
অপু তানভীর বলেছেন: সামু না হলে সত্যিই তোমার সাথে আমার কোন দিন দেখা হত না। আরও কত মানুষের সাথে দেখা হত না।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৩
কামাল১৮ বলেছেন: আমি ব্লগে আসি মহামারির কারনে।সময় কাটছিলো না ঘরে বসে বসে।তাই ব্লগে আসা।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৮
অপু তানভীর বলেছেন: আপনি তো সামুতে আসেন ধর্মের পেছনে আঙ্গুল দিতে আর ভারতের দালালী করতে। এছাড়া আর কিছু করেছেন কখনো ব্লগে?
পোস্টও ঠিক মত পুরোটা পড়েন না।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন: সত্যিই তো সামুর জন্য না হলে অপু তানভীরের কলা গাছের সাথে প্রেম হয়ে যাবার গল্পটা কে লিখতো !
সিরিয়াসলি ! আমার কিন্তু মনে আছে অপু তানভীরের সেই প্রেমিকার কথা , আমার ফেসবুকে এড ছিলো। কয়েকদিন পাল্টাপাল্টি স্ট্যাটাস দেবার পর ওয়ান ফাইন মর্নিং সে ফেসবুক স্ট্যাটাসে লিখলো “ আমিই অপুর হৈম”
এরপর কবে যে লিষ্ট থেকে হারিয়ে গেলো , মনেই করতে পারছি না।
যাইহোক সামু’র জন্ম না হলে আর কার কী হতো জানি না , আমাদের মত কিছু পাঠকের শুধু পাঠক হয়েই জীবন কাটাতে হতো এটুকু শিউর। তাই শখের লিখিয়ের পক্ষ থেকে শুভ জন্মদিন সামু , উত্তরোত্তর সামুর শ্রী বৃদ্ধি হোক। আর অনেক অনেক দিন আমাদের পছন্দের ও প্রিয় হয়েই বেঁচে থাকো।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
অপু তানভীর বলেছেন: ব্লগটা যদি না হত তাহলে কত কিছু যে দেখতে পেতাম না, তার কোন ঠিক ঠিকানা নেই। জানা আপুকে এই কারণে ধন্যবাদ ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৯
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম, ১৯ বছর অনেকটা সময়। সামুতে আমারও অনেক দিন হয়ে গেল। সামু তৈরী হওয়ার আগেও বাংলায় লিখেছি। এক সময় ইয়াহু ফ্রীতে "জিওসিটিস" সাব-ডোমেইন ব্যবহার করতে দিত, সেখানে লিখতাম। তবে সেখানের সরাসরি বাংলায় লিখা সম্ভব ছিলো না, পিডিএফ দিয়ে লিখা আপলোড করতে হতো। ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
অপু তানভীর বলেছেন: আপনিও আরও লম্বা সময় ধরে ব্লগে আছেন। ১৯ বছর অনেক অনেক লম্বা একটা সময়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ মহান বিজয় দিবস,
যার বয়স ৫৩ বৎসর , আর সামুর ১৯ বৎসর ।
..........................................................................
তাহলে আজ সন্তান তার পিতার জন্য নিজ জন্মদিনের জন্য
কি কি করছে ???
সামু তো বুড়ো হয়ে যায়নি ???
এতদিন জানতাম তথ্যর অবাধ স্রোত বাধা গ্রস্হ,
এখন তো পূর্ণ স্বাধীনতা উপভোগ করছি আমরা !!!
.............................................................................
সত্য কথন ও বাস্তব অনুভূতি প্রকাশের জন্য সাধুবাদ জানাই ।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
অপু তানভীর বলেছেন: ১৪ সালে যখন আওয়ামীলীগ ভোট বিহীন ক্ষমতা দখল করলো তখন থেকেই দেশ তাদের হাতে পরাধীন। আবার ২৪ এ এসে স্বৈরশাসকের হাত থেকে মুক্তি হয়েছে দেশ। দেখা যাক সামনে আর কী আছে এই দেশের কপালে।
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: শুভ জন্মদিন সামু! ভবিষ্যৎ বাংলাদেশে চিন্তাশীল ব্যক্তিদের মিলন মেলা হবে সে দুয়া করি।