![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে এখন প্রায়ই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শেখ হাসিনা কি আবার দেশের প্রধানমন্ত্রীর পদটা গ্রহন করবেন কিংবা করতে পারবেন?
আপনি মানেন কিংবা না মানেন আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে। হয়তো এখনই আসবে না। ইউসুফ সরকার যদি সামনের এই নির্বাচন যথাযত ভাবে করতে পারে তখন বিএনপি ক্ষমতায় আসবে কোন সন্দেহ নেই। এই নির্বাচনে আওয়ামীলীগের কোন চান্স নেই। কিন্তু এরই মধ্যে দেখেছেন আমাদের সোনার বিএনপির লোকজন কী কাজ কর্ম শুরু করেছে। আওয়ামীলীগকে মানুষ আবারও ভোট দিয়েই ক্ষমতায় আনবে এবং এটার জন্য তাদের নিজ থেকে কোন কিছুই করতে হবে না। তারা এভাবে পালিয়েই বেড়াক। মানুষ তাদের আবার ভোট দিবে এবংগ এমনটা হওয়ার জন্য বিএনপির লোকজনই যথেষ্ঠ। বিএনপির লোকজনের কাজ কর্মই এমনটা ঘটাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি আবার সেই প্রধানমন্ত্রীর পদটা গ্রহন করতে পারবেন যে পদ ছেড়ে তাকে এভাবে পালিয়ে যেতে হয়েছে। আমাদের দেশে বোধ করি এমন ভাবে আর কোন দেশ প্রধান অপমানিত হয় নি। এমন কি হমু এরশাদের অবস্থাও এর থেকে ভাল ছিল।
খুব সম্ভবনা আছে যে এই নির্বাচনের পরের নির্বাচনেই আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। যদি নাও হয় তবে তার পরেরটাতে আসবেই আসবে। তখন শেখ হাসিনার বয়স হবে কত? এই ৮৫/৮৭ বছর। তিনি বেঁচে থাকবেন । তিনি কি তখন তখন সত্যিই প্রধানমন্ত্রীর পদ গ্রহন করবেন? করতে পারবেন?
ক্ষমতা কি এতোই তার কাছে কাঙ্খিত তার কাছে যে এতো অপমানিত হওয়ার পরেও তিনি তা গ্রহন করবেন? শপথ নেওয়ার সময় তখন তার মনে কী আসবে?
ঢাবিতে থাকা মেট্রোরেলের সেই পিলারটা কি তিনি রাখবেন?
এই বর্তমান সময়ের একটা সমস্যা হচ্ছে কোন কিছুই এখন আর চাইলেই মুছে ফেলা যায় না। ২০ বছর আগেও চাইলে ইতিহাস যত বদলে ফেলা যেত । কিন্তু সব কিছু সবার সামনে জ্বলজ্বল করবে সব সময়। এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছু রয়ে যাবে চোখের সামনে।
যাই হোক, দেখা যাক কী হয়? যদি আচকা মরেটরে না যাই তাহলে কয়েক বছরে হয়তো এই ব্যাপারটা নিজের চোখেই দেখতে পাব। তখন আমার জানার আগ্রহ যে তিনি কী করেন !
আপনাদের কী মনে হয়?
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০১
অপু তানভীর বলেছেন: এটাও সত্য । শেখ হাসিনাকে বলা যায় শেষ জন যে কিনা দলকে ধরে রাখতে পেরেছেন। জয় কিংবা পুতুল কেউ এই কাজ পারবে না। তাদের সেই যোগ্যতা নেই।
২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৮
কামাল১৮ বলেছেন: আমেরিকা ভারত তাঁকেই ক্ষমতায় দেখতে চায়।দেশের বিরাট অংশ আওয়ামী লীগের সমর্থক।এই সরকারের অযোগ্যতা আওয়ামী লীগকে জনপ্রিয় করে তুলছে।
প্রমান হয়ে গেছে এই সরকার জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে।যেটা দেশের মানুষের পছন্দ না।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫
অপু তানভীর বলেছেন: তাই? প্রমান হয়ে গেছে?
কদিন আগে আপনিই কইলেন আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাইল আজকে আবার কইতেছেন যে আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায়? বেশি বয়সে এতো গাজা খাওয়া ঠিক না।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩১
মেহেদি হাসান শান্ত বলেছেন: আওয়ামীলীগ ফিরে আসলেও নিজেদের সংশোধন করে ফিরে আসবে বলে মনে হয়না। ফিরে আসলেও আসবে তীব্র প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে। আমার ধারণা আওয়ামীলীগ ফিরে আসবে আমাদের দেশের সংস্কৃতি অঙ্গনের প্রগতিশীলদের এবং দেশে বিদ্যমান বাঙ্গু বামদের হাত ধরে। সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের টেম্পু স্ট্যান্ড এর নেতাদের কারণে নিজেদের কাছে জনসমর্থন হারাবে, আর পরে থাকবে আওয়ামীলীগ এবং জামাত। তবে জামাতকে দেশের বড় একটা রাজনৈতিক অংশ শত্রু ভাবে। শেষ পর্যন্ত আওয়ামীলীগ ই ফিরে আসার চান্স বেশি। তবে ফিরে আসলে ক্ষমতায় বসতে পারে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি। আমার ব্যক্তিগত ধারণা।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৬
অপু তানভীর বলেছেন: আওয়ামীলীগ আবার ফিরে যে আসবে সেই ব্যাপারে কোন সন্দেহ নেই। ৫ বছর পরেই আসবে খুব বেশি দশ। এরপরে তারা আবার ক্ষমতায় বসবেই। আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি দেশের প্রধানমন্ত্রী হবেন?
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনার রেস্টের প্রয়োজন বেশী।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
অপু তানভীর বলেছেন: তিনি কি তা নিবেন ?
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ প্যাঃ খুঃ গেঃ
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
অপু তানভীর বলেছেন: হাসাহাসির কিছু নেই।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি কি তা নিবেন ? তাঁকে রেস্টে রাখা এখন জাতীয় দায়িত্ব। কৃতজ্ঞতাবোধ বলে কথা।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৫
অপু তানভীর বলেছেন: সে রেস্টে নিলে কী হবে কে জানে। দেখা যাক সামনে কী হয়
৭| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনা আর কখনও প্রধানমন্ত্রী হতে পারবে না। আওয়ামীলীগের অস্তিত্ব টিকবে কি না বলা মুশকিল।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৯
অপু তানভীর বলেছেন: শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন কিনা সেটা নিয়ে আমার দ্বিধা দ্বন্দ্ব আছে তবে আওয়ামীলীগ আবার আসবে ফিরবে এটা নিশ্চিত।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
কামাল১৮ বলেছেন: অবস্থার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত।অবস্থার সাথে নিজের চিন্তাকে পরিবর্তন করতে হয়।বিশ্বাসীরা একটা বিশ্বাসেই দৃঢ় থাকে।
সর্বশেষ আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংঙ্করের আলোচনার ফলোআপ দেখলে এই বিষয়টা পরিস্কার হবে।ভারত আমেরিকা কি চায়।
তারা চায় তত্ত্বাবদয়ক সরকারের আধীনে সুষ্ঠু নির্বাচন যেটা বর্তমান সংবিধান অনুমোদন করে।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২
অপু তানভীর বলেছেন: আপনি আগের মন্তব্য বললেন আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায়। জ্যাক সুলিভানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংঙ্করের আলোচনার ফলোআপ দেখে আপনার তাই মনে হয়েছে?
কয়েকদিন আগে আবার বলেছিলাম আরাকাম বাহিনী নাকি বাংলাদেশ আক্রমন করেছে !! দেশের তামাম মানুষ জানল না আর আপনি হাজার মাইল দুরে হামলা দেখে ফেললেন?
এই জন্যই বলি বুড়ো বয়সে গাজা কম খান ।
সবাই লক্ষ্য এখন সুষ্ঠ নির্বাচন ।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০১
ক্লোন রাফা বলেছেন: আমি যদি , কিন্তু, এবং-এ বিশ্বাসী নই। কিন্তু শেখ হাসিনার সরকার গঠন করা এগুলোর উপরই নির্ভর করে। পাঁচ বছর পরের নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়ী হয় !তাহলে তিনি আত্মপক্ষ প্রমাণের জন্য, প্রতিকী হোলেও প্রধানমন্ত্রী হবেন । যদি তা না ঘটে দশ বছর পরে তিনি নিজেই আর আসতে চাইবেন না বলে আমার বিশ্বাস ।
ধন্যবাদ, অ.তানভীর আপনার প্রশ্নমুলক পোষ্টের জন্য ।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৪
অপু তানভীর বলেছেন: এখন আসলে যদি কিন্তু আসবেই আলোচনায়। অস্থির সময়ে কোন কিছুই নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। দেখা যাক সামনে কী হয়!
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৩
এইচ এন নার্গিস বলেছেন: শেখ হাসিনাকেই দেখতে চাই ।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৪
অপু তানভীর বলেছেন: দেশের মানুষ যাকে ভোট দিবে সেই হবে দেশের নেতা
১১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাইনাস টু ফরমুলা শেষ পর্যন্ত কার্যকর হয়ে গেল।
ঠিকই তাঁকে দেশ থেকে ঠিকই বের করে দেয়া হলো
এখন চাইলেও কি দেশে ফিরতে পারবেন নাকি লন্ডনেই উনাকে থাকতে হবে জীবনের বাকি দিনগুলো।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭
অপু তানভীর বলেছেন: কোন পোস্টে কী মন্তব্য করতে হয় এখনও শিখলেন না? পোস্ট প্রাসাঙ্গিক মন্তব্য করেন। এটা আপনার ওয়াস্তাদের পোস্ট নয়।
১২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনার কথা চিন্তা না করে বর্তমানে যে আছে ওনার চিন্তা করেন।
আপনার ইউনুস সাহেব তো তিন মাসে ফ্যাডাপ হইয়ে গেল।
রিসেন্ট তিনটি সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন। উনি আর থাকতে চান না। তাকে তার কর্মক্ষেত্র থেকে ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছে। জোর করে আনা হয়েছে।
ইত্যাদি বলছেন। উনার অরিজিনাল কর্মক্ষেত্রে ফিরে যেতে চান। এটাও স্পষ্টভাবে বলেছেন।
কথিত সংস্কারের নামে যে সর্বত্র জামাতিকরণ হচ্ছে, এটাও তার অজান্তেই। তিনি সরকার প্রধান হলেও অনেক কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে।
তিনি বলছেন অনেক কিছু তিনি দেখতে পাচ্ছেন না, চোখ অতটা স্বচ্ছ নয়।
দেশের ভবিষ্যৎ নিয়ে উনিও কি করবেন সেটাও অস্পষ্ট।
এই ছেড়ে দিছি আর কি, লাগলে লাগলো না লাগলে যা হওয়ার তাই হবে। মানে দেশ জাহান্নামের দিকে যাবে এটাও উনি ভাবছেন
মাত্র তিন মাসেই এই অবস্থা। পাঁচটি বছর কেমনে যে কাটাবেন সেটাই ভাবছি।
০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১
অপু তানভীর বলেছেন: আপনাদের স্বপ্নদোষ দেখি এখনও কাটে নি।
ডা. ইউনুস তো এমন কথাই বলবেন। এটাই তো স্বাভাবিক। উনার ক্ষেত্র তো এটা না। আর উনি স্বৈরশাসকও না যে বছরের পর বছর অবৈধ ভাবে বিনাভোটে পুলিশি ক্ষমতায় খুন গুম করে ক্ষমতায় থাকবেন। সময় তো তিনি বেঁধেই দিয়েছেন। এই বছরের শেষের দিকে নির্বাচন নিজের কাজে চলে যাবেন ।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬
এইচ এন নার্গিস বলেছেন: সামনে কি অপেক্ষা করছে ,দেখতে হবে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৯
অপু তানভীর বলেছেন: দিন দিন সেই দেখার আগ্রহ হারিয়ে যাচ্ছে
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৩০
ক্লোন রাফা বলেছেন: অ.তানভীর ছয় মাসেই হতাশ হয়ে দেখার আগ্রহ হারিয়েছেন ‼️আর একটু অপেক্ষা করুন ! শুধু বিএনপি/ জামাতের কৃতকর্মের জন্য নয়। সমন্বয়ক আর এনজিওগ্রাম সরকারের টুকুর জন্য ॥ দিনে দিনে রেকর্ড গড়ছে তারা / কার টাকায় দল⁉️ আর কার টাকায় বাপ , দাদা , ভাই বোন আর আত্মিয়দের শনৈ শনৈ উন্নতি।
আপনার পোষ্ট কেমন করে জানি আবার আমার সামনে চলে এলো । তাই ২য় মন্তব্য।
ধন্যবাদ॥
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩
অপু তানভীর বলেছেন: আপনার কেন মনে হল আমি হতাশ?
আগ্রহ হাসিয়েছি শেখ হাসিনাকে নিয়ে। আমি এক সময় তাকে দূরদর্শী মনে করতাম কিন্তু এখন আমার সেই ভুল ধারণ ভেঙ্গেছে। তাই সে আসলে আসবে কি আসবে না সেটা নিয়ে আগ্রহ নেই।
আর দয়া আপনার মূখে এসব মানায় না। গত ১৫ বছরে আওয়ামীলীগ যা অপকর্ম করেছে সেটাকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। জামাপ বিএনপি কেউ না।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
পবন সরকার বলেছেন: শেখ হাসিনা বেঁচে না থাকলে দল থাকবে না। জয় রাজনীতিতে অতটা দক্ষ নয় যে কারণে দলে ভাঙন ধরে যাবে।