নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবির ভুল ইতিহাস এবং আরো কয়েকটি ছবি....

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৮



উপরের ছবিটা আমাদের প্রায় কাছেই পরিচিত। মুক্তিযু্দ্ধ বিষয়ক অনেক লেখায় আপনারা এই ছবিটা দেখে থাকবেন। এই ছবির বর্ণনাতে যে কথাটা আমরা জানি সেটা হচ্ছে পাকিস্তানি আর্মি যুদ্ধের সময়ে বাঙালীর লুঙ্গির ভেতরে দেখছিল যে এই লোক হিন্দু নাকি মুসলিম। ছবিটা আমাদের মুক্তিযুদ্ধের সময়কার হলেও এটা কিন্তু পাকিস্তানি আর্মির কর্তৃক বাঙালীদের হিন্দু-মুসলিম পরীক্ষার ছবি না। এই ছবিতে যে লোকটাকে দেখা যাচ্ছে সে একজন ইন্ডিয়ান আর্মির সদস্য এবং সে পরীক্ষা করে দেখছে যে লোকটা লুঙ্গির ভেতরে কোন অস্ত্র নিয়ে এসেছে কিনা। অথচ দেখেন কত লেখায় এটাকে পাকিস্তানি আর্মি বলে চালিয়ে দেওয়া হয়েছে। fact-check

এই ছবিটা মূলত ইন্ডিয়ান ফটোগ্রাফার কিশোর পারাকের তোলা ছবি। তিনি ১৯৭২ সালে একটা ফটোবুক প্রকাশ করেন। বইটার নাম Bangladesh A Brutal Birth By Kishor Parekh । এই বইতেই এই ছবিটার বর্ণনা সহ রয়েছে। পুরো ছবিটা ভাল করে দিলাম ।



এই বইয়ের আরো একটা ছবি।


রাইফেলের মাথায় পতাকা।
















লিংকে বইয়ে গেলেও আরো কিছু ছবি আপনারা দেখতে পাবেন আশা করি।

ছবিগুলো সব উক্ত বই থেকে স্ক্রিনশট নেওয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭

এ পথের পথিক বলেছেন: চেতনাব্যবসায়ীরা এসব দেখিয়ে মিথ্যা বলে এতবছর অপরাজনীতি করেছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: আমি নিজেও জানতাম ছবিটা পাকিস্তানি আর্মির অথচ দেখেন আসল তথ্য কোনটা বের হয়ে এল। অনেক লেখায় আপনি পাবেন এটা আসলে পাক আর্মি হিন্দু কিনা মুসলিম সেটা চেক করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.