![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় এবং অপ্রিয় ব্লগার মন্ডলী, আশা করি ভাল আছেন। আবারও হাজির হলাম এই মাসের ব্লগার'স ইন্টারভিউ নিয়ে। আজকে আমাদের মাঝে হাজির আছে ব্লগের পরিচিত মুখ ব্লগার নতুন। সামু ব্লগে যে কয়জন ব্লগার একেবারে শুরু থেকে এখনও নিয়মিত ব্লগিং করছেন তাদের ভেতরে ব্লগার নতুন অন্যতম। আজকে আমার ইন্টারভিউয়ের জালে তিনি ধরা দিয়েছেন। তাহলে চলুন দেরি না করে আজকের ইন্টারভিউ শুরু করা যাক।
অপুঃ কেমন আছেন?
নতুনঃ ভালো আছি ভাই, সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। ২০২০ এর পর থেকে সময়ের গতি মনে হচ্ছে বেড়ে গেছে।
অপুঃ এটা অবশ্য একেবারে সত্য বলেছেন। ২০২০ সালের পরে সময় যে কী পরিমান দ্রুত যাচ্ছে তার ঠিক নেই। যাই হোক, নিজের সম্পর্কে কিছু বলুন। কোথায় থাকেন, কী করেন, পরিবার এইসব। তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এটা পাবলিক ডোমেইনে যাবে, তাই সেই ভাবেই উত্তর দিবেন যাতে পরে এই তথ্যের কারণে আপনার কোনো সমস্যা না হয়।
নতুনঃ ব্যক্তি জীবনে আমি চাকরি করছি, হসপিটালিটি প্রফেশনাল। দুবাইতে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কাজের ক্ষেত্রে বিশ্বের ১৩৫ দেশের মানুষের সাথে কাজ করছি, এবং বিশ্বের সব দেশের মানুষই বেড়াতে আসে, তাদের সাথে কথা হয়। তাই মানুষ নিয়েই কারবার প্রতিদিন।
বাবা এবং মা দুজনকেই হারিয়েছি কয়েক বছর হলো। বর্তমানে দেশে ভাই বোন আছে, আর দুবাইতে শারমিন আর ডানাকে নিয়ে সুখী পরিবার আমাদের।
অপুঃ বাবা মাকে হারিয়েছেন শুনে দুঃখ লাগল। আসলে এই জগতে যারা বাবা মা চলে যায় কেবল সেই এই কষ্টটা অনুভব করতে পারে। একই সাথে যে পরিবারের সাথে থাকেন এটাও আনন্দের ব্যাপার। শুরু থেকেই ভাবী আপনার সাথেই দুবাইতে নাকি পরে এসেছে?
নতুনঃ হুমায়ুন আহমেদের বইতে পড়েছিলাম যে মায়ের সাথে জন্মের পরেই নাড়ী কাটা হলেও অদৃশ্য একটা নাড়ী বাধা থাকে মায়ের সাথে। আসল নাড়ী কাটা পরে মায়ের মৃত্যুর পরে। মা মারা যাবার পরে সেটা বুঝতে পেরেছিলাম।
মালোয়েশিয়া থেকে চাকুরী নিয়ে দুবাই পাড়ি জমাই ২০০৮ এ। শারমিনের সাথে বিয়ে হয় ২০১০ এ। তারপরে ২০১১ এ দুবাই বেড়ানে নিয়ে আসি। তার পরে ২০১৫ থেকে দুবাই স্থায়ী ভাবেই আছি এক সাথে। দেখতে দেখতে ১৪ বছর পার হয়ে গেছে।
অপুঃ ব্লগ সম্পর্কে ধারণাটা কিভাবে এল বা কোথা থেকে এই ব্লগ সম্পর্কে জানলেন?
নতুনঃ ব্লগ কী, এই ধারণা আসে ২০০৫-এ ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সময়। তখন বিভিন্ন ফোরামে অনেক মুভি নামাতাম, আড্ডা দিতাম।
অপুঃ বাংলা ব্লগিংয়ের শুরুটা কিভাবে হল? ব্লগের কথা, বিশেষ করে সামহোয়্যারইন ব্লগের কথা কিভাবে জানলেন?
নতুনঃ ২০০৬-এ মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাবার পরে ওই ফোরামে অনেক সময় কাটাতাম। সেখান থেকেই সামহোয়্যারইন ব্লগের খোঁজ পাই। একে তো বিদেশে, তারপরে বাংলাদেশিদের সাথে বাংলায় ব্লগে বিভিন্ন বিষয়ে আলোচনা, অনেক গল্প, কবিতা, তথ্য, প্যাঁচাল, ক্যাঁচাল... কত কিছু! ওই সময়টাতে ব্লগের সাথে থাকাতে দেশ থেকে দূরে থাকার কষ্ট কমাতে অনেক সাহায্য করেছে।
অপুঃ আচ্ছা তার মানে আপনি মালেশিয়াতে পড়াশোনা করেছেন! তা কোন বিষয়ে পড়াশোনা যদি সমস্যা না থাকে বলুন প্লিজ?
নতুনঃ ইচ্ছা ছিলো পাইলট হব তাই বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছি দেশে। পরে জিডি পাইলটের আইএ্সএসবি শেষে লাল কার্ড ধরিয়ে দিলো যে ইংরেজীতে উন্নতি করতে হবে। তাই ভর্তি হলাম ইংরেজী সাহিত্য শিখতে। দেশের পড়াশুনা শেষ করে ইচ্ছা ছিলো ব্যবসা করবো। কিন্তু বাবার সাথে মতের মিল হবে না বলে বিদেশে পড়তে গেলাম। তখন হোটেল ম্যানেজমেন্টের চল ছিলো। তাই এই ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন স্থানে যাওয়া যাবে তাই হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্টে ডিপ্লোমা করতে মালোয়েশিয়ার সানওয়ে কলেজে ভর্তি হয়েছিলাম।
অপুঃ যখন ব্লগে নিক খুলেছিলেন, তখন কী মনে করে নিজের আসল নামে না খুলে ছদ্মনামে নিক খুললেন?
নতুনঃ ইন্টারনেটে তখন নতুন। বিভিন্ন ফোরামে তখন সবাই ছদ্মনামেই রাখত।
অপুঃ এতো নাম রেখে ‘নতুন’ কেন? এই নিক নেওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল?
নতুনঃ ইন্টারনেটে তখন নতুন। আর আমি ম্যাট্রিক্সের নায়ক নিও’র ভক্ত। ইংরেজি ব্লগে আমার নিক রাখতাম Neo। আমার ইমেইলও তাই। তাই বাংলায় কী দেবো তখন? নিও অর্থ নতুন, তাই নতুন নামই রেখেছিলাম। পরে দেখলাম আমার নাম কখনোই পুরোনো হবে না।
অপুঃ হ্যা আপনার নিক কখনই পুরানো হবে না। আমি এই ব্যাপারটা নিয়ে প্রায়ই ভাবী যে ব্লগের সব চেয়ে পুরানো নিকের নাম ‘নতুন’। সেই শুরুর দিকে কোন ধরনের লেখা পড়তে আসতেন বেশি? অন্যভাবে বললে, কোন লেখাগুলো পড়ে ব্লগের প্রতি আকর্ষণ তৈরি হল?
নতুনঃ ২০০৬-এ দেশের বাইরে গেছি। কলেজের পরে বাসায় যতটুকু সময় কাটত, তার বেশিরভাগই ব্লগে কাটত। তখন ব্লগে নানা রকমের লেখা আসত। বিজ্ঞানের উপর, কম্পিউটার, গল্প, ভ্রমণ, ছবি ব্লগ, সমসাময়িক ঘটনার আপডেট—পত্রিকার আগে ব্লগে পেতাম।
অপুঃ সেই সময়ের ব্লগিং কেমন ছিল? সেই সময়ে দিনে গড়ে কত সময় কাটত ব্লগে?
নতুনঃ বিদেশের একাকিত্ব কাটাতে ব্লগে অনেক সময় দিতাম। আমি লেখক হতে পারিনি। কিন্তু কমেন্ট করতাম আর ক্যাঁচাল দেখতাম।
অপুঃ পুরানো প্রায় সবাই ব্লগ ছেড়েছে। তাদের এই ব্লগ ছেড়ে যাওয়ার পেছনে কারণ কী আছে বলে আপনার মনে হয়? সব তো আপনার চোখের সামনেই ঘটেছে।
নতুনঃ সময় আর মানুষের কাজ আমাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করে। আমার কাজের ক্ষেত্রে পার্সোনাল কম্পিউটার আছে। আমি অফিসে কাজের ফাঁকে ব্যবহার করতে পারি। কোম্পানির তরফ থেকেও ব্যক্তিগত কাজে মডারেট ব্যবহারের অনুমতি আছে। আর এখন পদাধিকারে আমি কী করি তা যেহেতু কেউ নাক গলায় না, তাই চলে যাচ্ছে।
আমার মনে হয় দেশের মানুষও সময় এবং কাজের পরিবেশের জন্যই ব্লগ থেকে দূরে চলে গেছে। অনেকেই মোবাইলে ফেসবুকে ব্যস্ত। অনেকে আবার ক্যাঁচালের কারণেও সরে গেছে।
অপুঃ এখনকার ব্লগিং কেমন লাগছে?
নতুনঃ এখন ব্লগে আগের মতো জমজমাট টপিক নিয়ে কেউই আর লেখে না, যেটাতে চিন্তার খোরাক থাকে। তবে আমার ব্লগে আসাটা এখন অভ্যাসের মতো। কম্পিউটার ওপেন করার পরে সামু ট্যাব ওপেন করে দেখি নতুন কী লেখা আসলো।
অপুঃ লেখার কোয়ালিটির বিবেচনায় আগের সময়ের সাথে বর্তমান সময়ের একটা তুলনা করতে পারবেন কি?
নতুনঃ আগের অনেক ব্লগারই সময় নিয়ে গবেষণা করে একটা বিষয়ে লিখতেন। অনেক লেখা কয়েক পর্বে থাকত। আর এখন বেশিরভাগই কপি-পেস্ট করা। অথবা অন্য লেখা থেকে নিজের মতো করে লেখা। আগে ধর্ম নিয়ে আরো জটিল বিতর্ক হতো, রেফারেন্স নির্ভর আলোচনা হতো।
অপুঃ রেফারেন্স নির্ভর আলোচনা হতো! এই ব্যাপারটা আমি এখন খুব মিস করি। আগে লেখা প্রতিটা পোস্টের প্রতিটা লাইনের রেফারেন্স থাকত। আর এখন যে কেউ যা ইচ্ছে মন গড়া ব্লগে লিখে ছেড়ে দিচ্ছে যার পেছনে ন্যূনতম রেফারেন্স নেই। ধর্ম রাজনীতি সব ক্ষেত্রেই এই একই। এই ব্যাপারটাতে আপনার বিরক্ত লাগে না?
নতুনঃ আগে লিখতে গেলে অনেক পড়েই লিখতেন, সেটা আগের লেখাগুলি পড়লে বোঝা যায়। এখন বেশিরভাগই কোথাও থেকে কপি করে তাই জবাব দিতে গেলে পাল্টা যুক্তির পেছনে রেফারেন্স থাকে না।
অপুঃ ব্লগ আর আগের মত জমজমাট নেই কেন বলে আপনার মনে হয়? কোয়ালিটি লেখা কেন আসছে না কিংবা কেন বর্তমান ব্লগাররা তেমন লেখা লিখতে আগ্রহ পাচ্ছেন না?
নতুনঃ আগে ব্লগই ছিলো পত্রিকার চেয়ে ভালো, ইন্টারএকটিভ, এখন অনেক সোসাল মিডিয়া আছে, তথ্য পাওয়া সহজ, অনেক ক্ষেত্রে তথ্যের ওভারফ্লো হচ্ছে এখন। আগে আমি একটা নতুন বিষয় খুজে পেলে ব্লগে লিখতাম, সবাই আলোচনা করতো, এখন বেশিরভাগ জিনিসই বেশিরভাগ মানুষ জানে।
অপুঃ বর্তমান ব্লগের এই অবস্থার জন্য ঠিক কোন কোন কারণগুলো দায়ী বলে আপনি মনে করেন?
নতুনঃ সময়ের সাথে তালমেলাতে না পারা। সমাজের ব্লগাররা নাস্তিক এব সরকারের অসহযোগিতা। এই সব কারনে ব্লগের প্রচারণা কমে গেছে, স্কুল কলেজের ছেলে মেয়েরা সম্ভবত জানেই না এমন চমৎকার একটা প্লাটফর্ম আছে।
অপুঃ ব্লগের বর্তমান অবস্থার জন্য ব্লগ টিম বা মডারেটর প্যানেলকে কি কোন ভাবে দায়ী করবেন?
নতুনঃ ব্লগ টিমকে ধন্যবাদ দিতে হবে যে টাকাপয়সা ছাড়া এমন একটা ব্লগ এখনো চালিয়ে যাচ্ছেন।
অপুঃ এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না। হেহে! যাক, সামু টিমকে আপনার কতখানি নিরপেক্ষ মনে হয়? টিমের কি নিরপেক্ষা থাকার সুযোগ আছে কিংবা চাইলেও কি থাকতে পারে ? এবং সামু টিম কি সবার প্রতি সমান নিরপেক্ষ আচরণ করে বলে আপনার মনে হয়?
নতুনঃ নিরপেক্ষতা আপেক্ষিক বিষয়, যারে দেখতে নাড়ি তার চলন বাঁকা। তাই অনেকের সাথে নেওয়া সিদ্ধান্ত গুলি বায়াস্ড বলে অনেকে ধারনা করে। তবে আমি ব্যক্তিগত ভাবে জাদিদ ভাইকে চিনি তাই তার সিদ্ধান্তে আমার আস্থা আছে। উনি ব্যক্তিস্বার্থে কোন অন্যায় করার মতন মানুষ না।
অপুঃ সত্যি কথা বলতে জাদীদ ভাইয়ের ব্যাপারে আমার নিজের মনভাবও এমনই। মাঝে মাঝে তার আচরণে আমি খুশি না হলেও ব্যক্তিগত ভাবে তাকে আমি যতখানি চিনি তাতে এই বিশ্বাস আমারও আছে যে উনি ব্যক্তিস্বার্থে কোন অন্যায় করার মতন মানুষ না। আচ্ছা এবার অন্য দিকে যাই। বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার মনভাব কী?
নতুনঃ আমি পজিটিভ ভাবনার মানুষ। কিন্তু দেশের রাজনীতি নিয়ে আমি ভালো কিছু আশা করিনা। আমরা জাতিগত ভাবেই অন্য ভালো জাতি থেকে অনেক আলাদা। ভন্ডামী ভাইরাস আমাদের রক্তে এমন ভাবে আক্রান্ত করেছে তার ভ্যাকসিন এখনো আবিস্কার হয় নাই।
অপুঃ এই কথার সাথে দ্বি-মতের কোন সুযোগ নেই। আমরা ভ্যাজালের জাতি। তাই আমাদের রাজনৈতিক দলগুলোও যে তেমনই হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তা আওয়ামীলীগ সরকার যে এভাবে পালাবে কোন দিন ভেবেছিলেন?
নতুনঃ শেখ হাসিনা চাইলে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতেন, তেমন পথই আয়ামীলীগ তৈরি করে ফেলেছিলো। শুধুই ঢাবিতে ছাত্রলীগের হামলা করে সাধারন ছাত্রছাত্রীদের পেটানো ঠিক হয় নাই।
অপুঃ প্রেম করেছেন কতগুলো জীবনে?
নতুনঃ আমি কাঠখট্টা মানুষ, আবেগ কম যুক্তিদিয়ে ভাবি বেশি। ছাত্রজীবনে বুঝতে পেরেছি যদি এখন প্রেম করি তবে বিয়ে করা হবেনা তাই প্রেম করিনাই। তবে মেয়েদের মাঝে ভালো বন্ধু ছিলো স্কুলে, কলেজে। তবে কলেজে করিডোরে এক বন্ধুকে দৌড়ানি দেবার সময় পিছলে পড়ে এক মেয়ে আমার কোলে এসে পড়েছিলো। , বাংলা সিনেমার সুত্র অনুযায়ী প্রেম হবার কথা ছিলো তবে আমি তারপরে ১ বছর ঐ ভবনে আর ঢুকিনাই।
অপুঃ ভাবীর সাথে কী প্রেমে বিয়ে নাকি এরেঞ্জ?
নতুনঃ এরেন্জ ম্যারেজ। ২০০৬ এ দেশের বাইরে, প্রেম করার সময় পাইলাম না জীবনে। ২০০৯ এ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ২০১০ এ বিয়ে। এখন অবশ্য দুজনে খুবই ভালো আছি। আমার মতে বিয়ের আগের প্রেমের চেয়ে বিয়ের পরের এই ভালোবাসা বেশি ভালো।
অপুঃ ব্লগে কি কখনও কারো প্রেমে পড়েছেন? বা কোন ব্লগারের লেখা অসম্ভব ভাল লেগেছে কী ?
নতুনঃ ব্লগে কারুর প্রেমে পড়িনাই। তবে বেশ কয়েকজনের লেখা ভালো লাগতো।
অপুঃ কার আর লেখা ভাল লাগল? বর্তমানে কোন কোন ব্লগারের লেখা আপনার পছন্দ?
নতুনঃআমার প্রিয় ব্লগের লিস্ট অনেক বড়। ব্লগে আগে সবাই নতুন কিছু লেখার চেস্টা করতো। নতুন বিষয় সবার আগে আলোচনার একটা চেস্টা থাকতো। অনেক প্রিয় ব্লগার আছেন তবে যাদের মান এখন মনে পড়ছে তাদের কয়জনকে সবাই চেনে । কান্ডারি অথর্ব, ,, উদাসী স্বপ্ন , , সোহেলী , , ইমন জুবায়ের , শের শায়রী, , রাগ ইমন হোরাস্, মানবী …..
বর্তমানে সৈয়দ কুতুব ভালো লিখছেন, উনার ভাবনা পরিধি বড়। শাম্মী নূর-এ-আলম রাজু ভালো লিখছেন, টপিকগুলি সমসাময়িক তবে উনি সম্ভবত এআই ব্যবহার করেন আর উনার জবাবে বক্তব্যকারীর সাথে ইন্টারেকসনের চেস্টা করেন না।
অপুঃ আপনাকে যদি ব্লগের মডু বানিয়ে দেওয়া হয় তাহলে ব্লগকে আগের জায়গায় নিতে কী কী করবেন?
নতুনঃ ব্লগকে জীবিত রাখাই সামনের চ্যালেন্জ। আগে আয়ের ব্যবস্থা করতে হবে। কম হলেও মাসে ২-৫ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা না হলে ব্লগ এক সময় বন্ধ করার ঘোষনা চলে আসবে। আমি মনে করি বর্তমানের পরিস্থিতিতে ই-কমাস ব্যবসা ব্লগের সাথে চলতে পারে। আয়ের ব্যবস্থা হলে তারপরে আসবে নতুন প্রজন্মকে ব্লগে টানার জন্য মার্কেটিং প্রচারণা। সেটা স্কুল, কলেজ পর্যায়ে শুরু করতে হবে।
অপুঃ আর কোন ব্লগারকে ঘাড় ধরে বের করে দিবেন?
নতুনঃ কয়েকটা অসুখী মানুষ কিছু বাজে নিক নিয়ে ব্যক্তিআক্রমনের উদ্দেশে কিছু মাল্টি ব্যবহার করে সেগুলি বের করে দিতে হবে।
অপুঃ ধর্ম নিয়ে যদি এইপ্রশ্ন আমি কাউকে করি না তবে আপনাকে করলাম। ধর্ম সম্পর্কে আপনার মনভাব কী? ?
নতুনঃ আমার মনে হয় বর্তমানের প্রচলিত ধর্ম গুলি মানুষের সৃষ্টি। যদিও সৃষ্টিকর্তা আছে বা নেই সেটার প্রমান মানুষের সামনে নেই। প্রচলিত প্রতিটা ধর্মের নিয়ম, কাহিনি, নিয়ে ভাবলে বোঝা যায় কোথাও বড় একটা ঘাপলা আছে। তাই আমি নিজে ধর্ম পালন করিনা। কিন্তু অন্যের পালনে সমস্যা সৃস্টি করিনা। আমি জানি না সৃষ্টিকর্তা আছেন কিনা। থাকার সম্ভবনা ৫০%-৫০% কিন্তু আপনি যে আমারই মতন একজন মানুষ সেটা তো ১০০% সত্যি। তাই আরেকজন মানুষের যেন কোন ক্ষতি না হয়, কষ্ট না দেই সেটার চেষ্টা করি।
পৃথিবিতে প্রায় ৪০০০ এর মতন ধর্ম আছে। মানুষকে নিয়ন্ত্রনের জন্য কিছু জ্ঞানী মানুষ তাদের ফিলোসফি দিয়েছে। সেই ফিলোসফাররা হয়তো বিশ্বাস করতো যে ডিভাইন কিছু একটা ক্ষমতার সাথে তাদের কথা হয়। তাদের সেই কথা গুলি অনুসারীরা ছড়িয়ে দিয়েছে। একসময় রাজরাজারা সাধারন মানুষের নিয়ন্ত্রয়নের জন্য ধর্মের প্রচার করেছে। এখন ধর্মের হাল বাটপারদের হাতে। ধর্মের নামে কিছু মানুষ করে কেটে খাচ্ছে। যদিও দেশে পীর ফকির মাজারে দান কমেছে। বর্তমানেই বেশির ভাগ মানুষ ধর্ম সামাজিক অনুস্ঠানের মতন পালন করে। যদি বাংলাদেশে সত্যিকারের ধর্ম পালন করতো তবে দূনিতি, ধান্দাবাজীতে আমাদের দেশ এতো উপরে থাকতো না।
তাই বেশিরভাগ মানুষ ভয় পায় যে যদি আসলেই ধর্ম সত্যি হয় তবে মৃত্যুর পরে বিপদে পরে যাবে তাই তারা ধার্মিক সাজে। আমি হয়তো ভন্ডামী করিনা তাই সরাসরি বলি যে আমি প্রার্থনা করিনা।
অপুঃ যাক আপনার মনভাব বুঝতে পারলাম। এখন ব্লগারদের উদ্দেশ্য করে কিছু বলতে চান? যে কোন কথা।
নতুনঃ ব্লগারদের উদ্দেশে জ্ঞান দেবার মতন অবস্থানে আমি যেতে পারিনাই। ব্লগে অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক জ্ঞানী মানুষেরা চলে গেছেন। অনেক কিছুই শিখতে পেরেছি ব্লগ থেকে। অনেক নতুন বিষয়ে প্রথম জেনেছি ব্লগে। তবে কিছু ব্লগারদের উদ্দেশে বলতে চাই যে মতের অমিল হলে কখনোই একজন ব্যক্তিকে গালী দেওয়া বা মনে কষ্ট পায় এমন কিছু বলা উচিত না। সবার উপরে মানবতা তারপরে দল, ধর্ম বা অন্য কিছু।
অপুঃ আমাদের আজকের ইন্টারভিউ এখানেই শেষ। আপনার এই ইন্টারভিউ পড়ে যদি পাঠকদের মনে আরও কিছু জানার থাকে তাহলে আপনাকে প্রশ্ন করবেন। আশা করি সময় করে উত্তর দিবেন।
নতুনঃ সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকুক ।
আশা করি ব্লগার নতুন সম্পর্কে ব্লগাররা একটা ধারণা পেয়েছেন। এছাড়াও আপনাদের মনে যদি আলাদা কোন প্রশ্ন থাকে তাহলে সেটাও আপনি ব্লগার নতুনকে করতে পারেন। আশা করি উনি সময় সুযোগ মত আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন।
আজকের মত এখানেই ইতি টানছি।
হ্যাপি ব্লগিং।
আগের পর্বগুলো
হাসান মাহবুব
মনিরা সুলতানা
শেরজা তপন
জুল ভার্ন
সাড়ে চুয়াত্তর
কাল্পনিক_ভালোবাসা
ভুয়া মফিজ
শায়মা
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: আপনার সাথে আমি এক মত এই ব্যাপারে। এই ব্লগে যে কয়জন সজ্জন ব্লগার আছেন তার ভেতরে নতুন একজন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৩
সৈয়দ কুতুব বলেছেন: মি নতুন একজন নিরপেক্ষ ব্লগার। আরেকজন আছেন আঁধারের যুবরাজ!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: তার মত সজ্জন ব্লগার ব্লগে কমই আছেম।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুন্দর আলোচনা। নতুন ভাই সম্পর্কে জানা হলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: এর বাইরে কিছু জানার থাকলে তাকে প্রশ্ন করতে পারেন। আশা করি সে সময় মত উত্তর দিবে।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৩
নতুন নকিব বলেছেন:
অনেক কিছুতে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে মতের অমিল থাকলেও তার সাথে হৃদ্যতার অভাব বোধ করিনি কখনও। তা ছাড়া, তিনি নতুন, আমিও তো নতুন নকিব। এই যে তার সাথে আমার নিকের মিল, আমার তো মনে হয়, এটাও হৃদ্যতারই একটি উপকরণ।
তার যুক্তিপূর্ণ বুদ্ধিদ্বীপ্ত মন্তব্যগুলো সবসময় উপভোগ করি। অনেক সময় তার মন্তব্য আমার কাছে হাসির উদ্রেক করে। তবে আমার ধারণা, তার মত একজন জ্ঞানী মানুষ অন্ধকারেই থেকে যাবেন - এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তার অনুসন্ধানী মন অচিরেই তাকে মহাসত্যের সন্ধান পেতে সাহায্য করবে।
মহান স্রষ্টার বিষয়ে তার যে আবছা আবছা অস্পষ্ট ধারণা, সে অস্পষ্টতা ইনশাআল্লাহ কেটে যাবে এবং অতি সত্ত্বর তিনি বিশ্ব জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামীনের সত্যিকারের পরিচয় লাভ করতে সক্ষম হবেন। আমি তার সর্বাঙ্গীন কল্যান কামনা করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১০
অপু তানভীর বলেছেন: এ কথা বলার অপেক্ষা রাখে না যে ব্লগের যে কয়জন সজ্জন ব্লগার আছেন তাদের ভেতরে ব্লগার নতুন অন্যতম। বিশেষ করে মতে অমিল থাকা সত্ত্বেও যে কারো পোস্ট ভাল ভাবে মন্তব্য করা যায় সেটা ব্লগার নতুন প্রতিনিয়ত আমাদের দেখিয়ে দিয়েছেন।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৫
বাকপ্রবাস বলেছেন: অপিষে কাজ ব্যাস্ততার মাঝেও পুরোটা পড়লাম, অনেক ভাল লেগেছে। প্রাণবন্ত আলোচনা। প্রতিটা কথা ও যুক্তির সাথে সহমত। ইন্টারভিও নেয়ার প্রকৃয়াটাও অসাধারণ ছিল, কথা শেষ ধরে শুরু করা এটা দারুণ ব্যাপার।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৬
অপু তানভীর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । দেখা যাবে কোন দিন আপনার কাছেই একটা মেইল চলে যাবে এই ইন্টারভিউয়ের জন্য । আশা করি সেদিন সময় দিবেন।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পছন্দের একজন ব্লগার নতুন ভাইয়া।
নতুন নকিব ভাইয়ার মতই আমার ধারণা। ধর্মীয় বিষয় ছাড়া। তিনি কখনো অন্যায়কে ন্যায় বলেননি। সত্যকে মিথ্যায় রূপান্তরিত করেন না। মন্তব্যগুলো অসাধারণ হয়।
আল্লাহ যেন তাকে তাঁর পথে ফিরিয়ে আনেন।
অপু ভাইয়া অনেক ভালো লাগলো আপনার ইন্টারভিউ পর্ব।
নতুন ভাইয়া ব্লগে ছবি পোস্ট দিচ্ছেন না কেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫১
অপু তানভীর বলেছেন: তিনি কারো সাথেই খারাপ ব্যবহার করেছেন বলে মনে পড়ে না। এমনই তো হওয়া উচিৎ আমাদের।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৭
শ্রাবণধারা বলেছেন: ব্লগার সম্পর্কে নতুন কিছু জানা হলো। ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫১
অপু তানভীর বলেছেন: আশা করি কোন না কোন দিন ব্লগাররা আপনার সম্পর্কেও জানতে পারবে।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৪
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: নতুন ভাই, আমার লেখাগুলি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। একই সাথে, আমি দুঃখিত যদি আমার কোনো প্রতিক্রিয়ায় আপনাকে কষ্ট দিয়ে থাকি। আপনার রিপিটেড মন্তব্যে আমি বিরক্তি প্রকাশ করেছিলাম, যা ইচ্ছাকৃত ছিল না। আশা করি, আপনি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন!
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক সব মিলিয়ে চমৎকার ইনটারভিউ হয়েছে। ব্লগার নতুন এর জন্য শুভকামনা সবমসয়।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০০
অপু তানভীর বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই! আশা করি একদিন আপনার কাছে গিয়ে হাজির হব ইন্টারভিউয়ের জন্য।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার দুজনের জন্য শুভকামনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৬
নতুন বলেছেন: ধন্যবাদ অপু ভাই,
আমাকে জীবনে প্রথম ইন্টারভিউ দিলাম, অপনি সিএনএন এর সাংবাদিকের মতন প্রশ্ন জিগাইছেন।
পুরাই ড: ইউনুসের মতন লাগতেছে
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১০
অপু তানভীর বলেছেন: যাক আমিই যে আপনার জীবনের প্রথম ইন্টারভিউটা নিতে পারছি সেটা জেনে খুশি হলাম ।
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৪
নতুন বলেছেন: নতুন নকিব বলেছেন: অনেক কিছুতে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে মতের অমিল থাকলেও তার সাথে হৃদ্যতার অভাব বোধ করিনি কখনও। তা ছাড়া, তিনি নতুন, আমিও তো নতুন নকিব। এই যে তার সাথে আমার নিকের মিল, আমার তো মনে হয়, এটাও হৃদ্যতারই একটি উপকরণ।
তার যুক্তিপূর্ণ বুদ্ধিদ্বীপ্ত মন্তব্যগুলো সবসময় উপভোগ করি। অনেক সময় তার মন্তব্য আমার কাছে হাসির উদ্রেক করে। তবে আমার ধারণা, তার মত একজন জ্ঞানী মানুষ অন্ধকারেই থেকে যাবেন - এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তার অনুসন্ধানী মন অচিরেই তাকে মহাসত্যের সন্ধান পেতে সাহায্য করবে।
মহান স্রষ্টার বিষয়ে তার যে আবছা আবছা অস্পষ্ট ধারণা, সে অস্পষ্টতা ইনশাআল্লাহ কেটে যাবে এবং অতি সত্ত্বর তিনি বিশ্ব জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামীনের সত্যিকারের পরিচয় লাভ করতে সক্ষম হবেন। আমি তার সর্বাঙ্গীন কল্যান কামনা করি।
নতুন নকিব ভাই আপনার সাথে আলোচনায় মজা আছে, আপনি জ্ঞানী মানুষ অনেকের মতন অন্ধ ভক্ত না।
ধর্মের ব্যাপারে ভবিষ্যতে কি হবে জানিনা। তবে বিভিন্ন ধর্মীয় বই থেকে যতটুকু জেনেছি তাতে পুরু জিনিসটাইতে গোজামিল দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে বলেই মনে হচ্ছে। আর ধর্মের পুরোটাই বিশ্বাসের উপরে ভিক্তি করে। ৫০-৫০ সম্ভবনা।
এতো বছর পরেও কিন্তু ৫১-৪৯ হয়নাই। মানে ধর্মীয় দাবী গুলির কোন প্রমান নাই।
আবার বিশ্বের মানুষের মাঝে ধর্মীয় বিশ্বাসের পতন শূরু হয়েছে। বাংলাদেশেও ৫% সহী ধার্মিক নাই, বাকিরা (৯৫%) ভন্ড না হলে আমাদের জাতির এতো দূনিতি, হানাহানি, করতো না।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩২
নতুন বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পছন্দের একজন ব্লগার নতুন ভাইয়া।
ধন্যবাদ আপু।
নতুন নকিব ভাইয়ার মতই আমার ধারণা। ধর্মীয় বিষয় ছাড়া। তিনি কখনো অন্যায়কে ন্যায় বলেননি। সত্যকে মিথ্যায় রূপান্তরিত করেন না। মন্তব্যগুলো অসাধারণ হয়।
স্বজ্ঞানে কখনো মিথ্যার আশ্রয় নেই না। যদি ভুল কিছুর পক্ষ নিয়ে থাকি তবে কেউ ধরিয়ে দিলে অবশ্যই সুধরে নিতে চেস্টা করি।
অপু ভাইয়া অনেক ভালো লাগলো আপনার ইন্টারভিউ পর্ব।
অপু ভাই অনেক কস্ট করেছেন। বেশ কয়েকবার ইমেইল করেছেন তিনি। কাজের চাপে জবাব দিতে সময় লেগেছে।
নতুন ভাইয়া ব্লগে ছবি পোস্ট দিচ্ছেন না কেন?
আগে যেখানে সেখানে ছবি তুলতাম । এখন কোথাও বেড়াতে গেলে দুচোখ দিয়ে সোন্দর্য উপভোগ করার চেস্টা করি। মনে হয় ছবি তুলে ড্রাইভে রেখে দিয়ে কি লাভ। তবে চেস্টা করবো ছবি ব্লগ দেবার।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩
নতুন বলেছেন: শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: নতুন ভাই, আমার লেখাগুলি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। একই সাথে, আমি দুঃখিত যদি আমার কোনো প্রতিক্রিয়ায় আপনাকে কষ্ট দিয়ে থাকি। আপনার রিপিটেড মন্তব্যে আমি বিরক্তি প্রকাশ করেছিলাম, যা ইচ্ছাকৃত ছিল না। আশা করি, আপনি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন!
রাজু ভাই আপনি আপনার প্রতি আপসেট না।
আপনি ভালো টপিক নিয়ে লেখেন, লেখার মান ভালো। কিন্তু আলোচনায় আরেকটু আন্তরিক হলে সবাই আপনার ব্লগে আরো বেশি আলোচনা করতে মজা পাবে।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মতাদর্শে মিল না থাকলেও ব্লগার নতুন কখনো ক্যাচালে জড়ান না। ব্যাপারটা তিনি দারুনভাবে হ্যান্ডেল করে এসেছেন এতদিন। 'নতুনের মত চকচকে' একজন ব্লগার। শুভকামনা সবসময়। মেয়ে আর পরিবার নিয়ে ভালো থাকুন উনি।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
শেরজা তপন বলেছেন: ব্লগের অন্যতম পুরনো ও সরব এবং পরিচ্ছন্ন ব্লগারের ইন্টারভিউ নেবার জন্য ধন্যবাদ অপু তানভীর।
মতপার্থক্যের ভিন্নতা থাকলেও কত সুন্দরভাবে কাউকে তেমন আঘাত না দিয়ে সমালোচনা ও মন্তব্য করা যায় তার অন্যতম উদাহরণ ব্লগার নতুন।
একজন ব্যাবসায়ীর ছেলের চাকুরী করা বেশ কঠিন; আপনার বাবার সাথে সেই মতদ্বৈততা কি দূর হয়েছিল?
ক্যাম্পাসে উড়ে এসে কোলে পড়া সেই মেয়েটা কি ক্যাডার টাইপের ছিল?
ডানার আর কোন ভাই-বোন আনার চিন্তা ভাবনা কি নাই?
ডানার আম্মা কি আপনার ব্লগের লেখালেখির সাথে পরিচিত?
ঈশ্বরভিত্তিক ও তথাকথিত ধর্মীয় মতবাদে অবিশ্বাস-এর কারণে কি কখনো হুমকির সম্মুখীন হয়েছেন? (রিয়েল লাইফ ও ভার্চুয়াল লাইফে)
দুবাই শহরটা আমার বিশেষ পছন্দের নয়( আমি ব্যাবসায়ীক কারণে সেখানে ৪/৫ মাস ছিলাম)। এমন শুষ্ক প্রাণহীন প্রকৃতিতে বাস করা আমার জন্য বেশ দুরূহ! আপনি এখন ওই পরিবেশ প্রকৃতিতে মানিয়ে নিয়েছেন কিন্তু প্রথমে সমস্যা হয়নি?
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতুন একজন নিরপেক্ষ ব্লগার।[/sb
.................................................
মানতে পালাম না,
নিরপক্ষ বলে কিছু নাই ।
তাছাড়া তিনি ধর্ম বিশ্বাস করেন না !!!
বিয়ে করলেন কেন ?
এটাও তো একটি ধর্মীয় ব্যাপার ।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: এর বাইরে কিছু জানার থাকলে তাকে প্রশ্ন করতে পারেন। আশা করি সে সময় মত উত্তর দিবে।
==========
ধন্যবাদ। নিচের প্রশ্নগুলো করতে চাই-
১) দেশের শিক্ষার্থিদের নতুন দল সম্পর্কে আপনার মতামত কি?
২) দেশে ব্যবসা করার কোন সম্ভাবনা আছে কি?
৩) অবসর সময়ে কি করেন?
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৪) আপনাকে দেশের সরকারের প্রধান উপদেষ্টা / উপদেষ্টা করা হলে, কোন ৫টি কাজ আগে করতেন?
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫
নতুন বলেছেন: শেরজা তপন বলেছেন: ব্লগের অন্যতম পুরনো ও সরব এবং পরিচ্ছন্ন ব্লগারের ইন্টারভিউ নেবার জন্য ধন্যবাদ অপু তানভীর।
মতপার্থক্যের ভিন্নতা থাকলেও কত সুন্দরভাবে কাউকে তেমন আঘাত না দিয়ে সমালোচনা ও মন্তব্য করা যায় তার অন্যতম উদাহরণ ব্লগার নতুন।
একজন ব্যাবসায়ীর ছেলের চাকুরী করা বেশ কঠিন; আপনার বাবার সাথে সেই মতদ্বৈততা কি দূর হয়েছিল?
বাবা শেষ বয়সে ডিমেন্সিয়া আক্রন্ত হয়েছিলেন। হয়তো মস্তিস্কের সমস্যা গুলি আরো আগেই তার শুরু হয়ে ছিলো তাই হয়তো বিভিন্ন সিদ্ধান্তে তার মতন করতে চাইতেন। যুক্তি সুনতেন না। তার মতন সিদ্ধান্ত দিতেন।
ক্যাম্পাসে উড়ে এসে কোলে পড়া সেই মেয়েটা কি ক্যাডার টাইপের ছিল?
কি টাইপের ছিলো সেটাই তো জানতে পারিনাই। বাংলা ছবির থিউরি কাজে লাগাতে পারিনাই। আমি ঐ ভবনে ১ বছর যাইনাই।
ডানার আর কোন ভাই-বোন আনার চিন্তা ভাবনা কি নাই?
ভাই দুবাইতে পোলাপাইনের স্কুলে পড়াইতে যে খরচ সেটা হিসাব করলে অংক মেলাতে সাহস পাইনা।
ডানার আম্মা কি আপনার ব্লগের লেখালেখির সাথে পরিচিত?
শারমিনের জানে ব্লগ লিখি, আগে বাসায় ব্লগে বসলেই ঝামেলা করতো। এখন আর করেনা। তবে লেখা পড়ে না। কিন্তু ব্লগারদের উপরে আক্রমনের সময় আমাকে সাবধান থাকতে বলতো।
ঈশ্বরভিত্তিক ও তথাকথিত ধর্মীয় মতবাদে অবিশ্বাস-এর কারণে কি কখনো হুমকির সম্মুখীন হয়েছেন? (রিয়েল লাইফ ও ভার্চুয়াল লাইফে)
আমি ধর্ম বিদ্ষেী না। আর আমি কারুর সাথে ধর্ম বিষয়ে আলোচনা করলে রেফারেন্সের সাথেই কথা বলি, বেশির ভাগ মানুষই ধর্ম বিষয়ে নিজেরা পড়াশুনা করেনা। তাই বাস্তবে কারুর সাথে এখনো সেই রকমের সিরিয়াস আলোচনা হয় নাই।
দুবাই শহরটা আমার বিশেষ পছন্দের নয়( আমি ব্যাবসায়ীক কারণে সেখানে ৪/৫ মাস ছিলাম)। এমন শুষ্ক প্রাণহীন প্রকৃতিতে বাস করা আমার জন্য বেশ দুরূহ! আপনি এখন ওই পরিবেশ প্রকৃতিতে মানিয়ে নিয়েছেন কিন্তু প্রথমে সমস্যা হয়নি?
আমি হোটেল ইন্ড্রাস্টিতে চাকুরী করি তাই ভালো ব্যবস্থায় থাকি, কাজ করি। তাই দুবাইয়ের পাবলিক ট্রান্সপোটেসনে তেমন যেতে হয় নাই। তবে দুবাই গরমের সময়ে বাইরে যেতে হয়, এখন অভ্যাস হয়ে গেছে।
দুবাইয়ে নিরাপত্তা, অফিস আদালত, বাজার ঘাট, সব সুবিধা হিসাব করলে দুবাই থাকার জন্য খুবই ভালো শহর।
তবে পরিবার নিয়ে থাকতে হলে আপনার মাঝে ৫/৬ লক্ষ টাকার উপরে আয় থাকতে হবে।
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৫
নতুন বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতুন একজন নিরপেক্ষ ব্লগার।[/sb
.................................................
মানতে পালাম না,
নিরপক্ষ বলে কিছু নাই ।
তাছাড়া তিনি ধর্ম বিশ্বাস করেন না !!!
বিয়ে করলেন কেন ?
এটাও তো একটি ধর্মীয় ব্যাপার ।
"নিরপেক্ষ" শব্দের বাংলা অর্থ হলো নিরপেক্ষ, পক্ষপাতহীন, নির্লিপ্ত বা নিরাসক্ত। এটি সাধারণত এমন কাউকে বোঝায়, যিনি কোনো পক্ষ নেন না বা নির্দিষ্ট মতাদর্শ বা পক্ষপাতিত্ব থেকে দূরে থাকেন।
যদি কেউ যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ চিন্তাভাবনায় সিদ্ধান্ত নেয় তবে তাকে কি নিরপেক্ষ বলা যাবে না?
আমি তো ধর্ম বিদ্ষেী নই। ধর্ম আমি সামাজিকতা হিসেবেই নিয়ে থাকি। সামাজিকতা হিসেবেই আমি বিয়ে করেছি। শারমিন ধর্ম অনুসলন করে, সে ওমরা করতে চেয়েছিলো আমি নিয়ে গেছি। আমরা ফিরে আসার পরে যারা তথ্য চেয়েছে তাদের তথ্য দিয়েছি। কিন্তু তাদের তো আমি নিষেধ করিনাই ওমরা হজ্জে যেতে।
আপনি যদি ধুমপায়ী হন তবে মুরুব্বিদের সামনে দুড়িয়ে সুখ টান অবশ্যই দেবেন না। সেটা আপনি যদি মুরুব্বি দেখে সিগারেট লুকান তবে আপনি ভীত, ভন্ড বলা কি সঠিক?
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৭
নতুন বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন: লেখক বলেছেন: এর বাইরে কিছু জানার থাকলে তাকে প্রশ্ন করতে পারেন। আশা করি সে সময় মত উত্তর দিবে।
==========
ধন্যবাদ। নিচের প্রশ্নগুলো করতে চাই-
১) দেশের শিক্ষার্থিদের নতুন দল সম্পর্কে আপনার মতামত কি?
শিক্ষার্থীদের আসলে রাজনিতিতে যোগ দেওয়া উচিত হবেনা। ক্ষমতা সবারই পছন্দ কিন্তু এই পরিস্থিতিতে নিবার্চন দিয়ে বাড়ী ফিরে যাওয়া উচিত। তবে আমরা বাঙ্গালী তাই ক্ষমতা না থাকলে পরে সবাই ঝামেলা করবে তাই ক্ষমতা থাকতে হবে। যদিও নতুন দল বিএনপি/জাপা বা অন্য দলের চেয়ে কম দূনিতি এবং সন্ত্রাসে যুক্ত হবে বলে আমার মনে হয়।
২) দেশে ব্যবসা করার কোন সম্ভাবনা আছে কি?
এখানেই ব্যবসার চেস্টায় আছি। তবে ব্যাটে বলে হচ্ছে না। বর্তমানে সেয়ার, ইটিএফ, বন্ডে কিছু সন্চয় করছি।
৩) অবসর সময়ে কি করেন
অবসরে টিভিতে টিভি সিরিয়াল, ডকুমেন্টরি দেখা হয়। আগে বই পড়ার অভ্যাস ছিলো বর্তমানে সেটা হয় না। তবে অনলাইনে বিভিন্ন বিষয়ে জানতে চেস্টা করি। চ্যাটজিপিটিও অনেক বই এবং টপিক সম্পর্কে আলোচনা, সমালোচনা, ব্যাক্ষা পাই।
৪) আপনাকে দেশের সরকারের প্রধান উপদেষ্টা / উপদেষ্টা করা হলে, কোন ৫টি কাজ আগে করতেন?
বাঙ্গালীদের ৯০% এখনো জ্ঞানী এবং সভ্য না। সেটা হলে এই আন্দলনের পরে সরকারকে এমন ঝামেলায় পড়তে হতো না। বরং ড: ইউনুস দেশের বাইরে বিনিয়ওগ, চাকুরীর বাজার সৃস্টির জন্য অনেক দেশের সাথে যুক্তি করতে পারতেন।
ড: ইউনুস ভদ্রলোক, উনার হাতে নিয়ন্ত্রন নাই। তার আরএকটু কঠর হয়ে কিছু আন্দলনকারীদের কানের নিচে বন চটকানা দিয়ে থামিয়ে দিলে বর্তমানে দূনিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে দেশ টাইট করতে চেস্টা করতে পারতেন।
এখন কোন রকমের একটা নিবাচন দিয়ে মান সন্মান নিয়ে ফিরে যেতে পারলেই হয়।
২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: ব্লগার নতুন আমার অন্যতম প্রিয় একজন মানুষ। তাঁর সম্পর্কে জেনে ভালো লাগছে। প্রশ্ন এবং উত্তর যথাযথ হয়েছে। শুভ কামনা।
২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১২
মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে বরাবরের মত, অপুর প্রশ্ন করার কৌশল বেশ !! ভবিষ্যৎ যে উনাকে কই নিয়ে যায়
নতুন ভাইয়ের সাথে দুবাই থাকা কালিন একটুর জন্য দেখা হয় নাই, যেদিন আটলান্টিস এ স্টে করেছিলাম রোজার মাস সারাদিনের ধকল ইফতার সেহেরীতে উঠা সব মিলিয়ে খোঁজ নেবার সময় ছিল না । তবে আপনার আমার বাচ্চাদের দেয়া দাওয়াত আমাকে সম্মানিত বোধ করিয়েছে। এ আন্তরিকতা অতুলনীয়। এবং এতেই একজন মানুষের পরিচয় অনেকখানি উঠে আসে।
আমার প্রশ্ন আপনার প্রশ্ন গুলোর উত্তর শ্যাইয়ান কে করা মন্তব্য প্রতিউত্তরে পেয়ে গেছি
আপনি একজন মানবিক এবং সজ্জন বলেই এই দুইটা প্রশ্ন করছি। না হয় ইগ্নোর করতাম।
আর একটা প্রশ্ন আপনার ধর্মের ব্যাপারে ৫০% ৫০% নিয়ে শারমিন ভাবীর রিয়েকশন কি ?
আর ডানা কে এই ব্যাপারগুলি নিয়ে কিভাবে হ্যান্ডেল করছেন?
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫২
নতুন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে বরাবরের মত, অপুর প্রশ্ন করার কৌশল বেশ !! ভবিষ্যৎ যে উনাকে কই নিয়ে যায়
নতুন ভাইয়ের সাথে দুবাই থাকা কালিন একটুর জন্য দেখা হয় নাই, যেদিন আটলান্টিস এ স্টে করেছিলাম রোজার মাস সারাদিনের ধকল ইফতার সেহেরীতে উঠা সব মিলিয়ে খোঁজ নেবার সময় ছিল না । তবে আপনার আমার বাচ্চাদের দেয়া দাওয়াত আমাকে সম্মানিত বোধ করিয়েছে। এ আন্তরিকতা অতুলনীয়। এবং এতেই একজন মানুষের পরিচয় অনেকখানি উঠে আসে।
রোজার মাঝে স্টে করলে তো আমি অবশ্যই ছিলাম কাজে। আমি একুয়াভেন্চারের রেস্টুরেন্টের দায়ীত্বে আছি, ঐখানে গিয়ে থাকলে হয়তো চলতি পথে দেখা হতেও পারে।
সামনের বার পরিকল্পনা করলে আগে জানাবেন।
আমার প্রশ্ন আপনার প্রশ্ন গুলোর উত্তর শ্যাইয়ান কে করা মন্তব্য প্রতিউত্তরে পেয়ে গেছি
আপনি একজন মানবিক এবং সজ্জন বলেই এই দুইটা প্রশ্ন করছি। না হয় ইগ্নোর করতাম।
আর একটা প্রশ্ন আপনার ধর্মের ব্যাপারে ৫০% ৫০% নিয়ে শারমিন ভাবীর রিয়েকশন কি ?
আমি ধর্ম কর্ম করিনা এটাই তার সবচেয়ে বড় আফসোস, সেটা ঠিক করলেই নাকি আমি ১০০% পারফেক্ট আমি কখনোই ওর ধর্ম প্রাকটিসে বাধা দেইনা। ২০২৩ এ ওমরা করতে নিয়ে গেছিলাম।
আর ডানা কে এই ব্যাপারগুলি নিয়ে কিভাবে হ্যান্ডেল করছেন?
ডানা এখন ১০ বছর বয়স। আমি চেস্টা করি বিজ্ঞান, যুক্তি দিয়ে ভাবা, বই পড়া, বিভিন্ন জিনিস শেখার প্রতি আগ্রহ সৃস্টিকরতে চেস্টা করছি। সে নিজের পথ নিজেই খুজে নেবে। স্কুলে আরবি বিষয় আছে, ইসলামী মেডাম মাঝে মাঝে কিছূ জিনিস সেখায় সেটা বাচ্চাদের এই বয়সে সেখানো ঠিক না, তাতে অন্য ধর্মের বিশ্বাসীদের প্রতি একটু অন্য রকমের ধারনা হবে। তবে আমি অন্য ধর্মের সবাইকেই সন্মান করতে শেখাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগে পরিচ্ছন্ন চিন্তা-ভাবনার একজন মানুষ নতুন। তার মন্তব্য এবং বিতর্ক নতুন ব্লগারদের যুক্তি-তর্ক শেখাতে সহায়ক।