নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আবাসিক এলাকায় ওয়াজের সময় মাইক বাজিয়ে শব্দ দূষণ বন্ধ হোক

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২



ওয়াজ ব্যাপারটা আমার এক সময় বেশ পছন্দ ছিল। আশে পাশের গ্রামে যখনই ওয়াজ হত আমি সেটা শুনতে যেতাম বন্ধু বান্ধবসহ। দোজাহানের অশেষ নেকি অর্জনের জন্য। কিন্তু একটা সময়ে খেয়াল করে দেখলাম প্রতিটা ওয়াজেই একটা খুব কমন ব্যাপার দেখা যেত। সেটা হচ্ছে বক্তা অনেকটা ম্যানুপুলেট করে সামনে বসা মানুষদের কাছ থেকে টাকা তুলছে। মাদ্রাসার ছাদটা ঢালাই হবে অনেক বাচ্চারা পড়বে অনেক নেকি পাবেন, মসজিদে সিড়ি তৈরি করতে হবে অনেক নেকি পাবেন অনেক সোয়াব পাবেন … ঢাকার ওয়াজ গুলোতে ঠিক এই ব্যাপারটা দেখা যায়। গ্রামে দুই চার পাঁচ হাজারের বেশি চাওয়া হত না, ঢাকায় আমি লাখ পর্যন্ত ছাড়িয়ে যেতে দেখেছি। তারপর ওয়াজ মফফিলে যাওয়া বাদ দিয়েছি অনেক বছর।

কিন্তু আমি ওয়াজ বাদ দিলেও ওয়াজ আমার পিছু ছাড়ে নি। আমি যে হাউজিংয়ে থাকি সেই হাউজিংয়ের আশে পাশেই বেশ কয়েকটা মাদ্রাসা আছে। নিয়মিত ভাবেই সেখানে ওয়াজ মাহফিল হয়। এছাড়াও দেখা যায় হাউজিংয়ে রাস্তা আটকেও এরা ওয়াজ হয় মাঝে সাজে। এইতো কদিন আগেও এমন একটা হল । এবং আজকেও একটা হচ্ছে। যদিও আজকেরটা রাস্তা আটকে না, সম্ভবত হাউজিংয়ের পাশের কোন মাদ্রাসাতে কিংবা পাশের কোন গলিতে হচ্ছে।

সেটা আসলে হোক। কেউ যদি ওয়াজ মাহফিল করতে চায়, সেটা নিয়ে আমার কোন আপত্তি নেই। এমন কি কেউ যদি এই হুজুরদের কথা শুনে সেখানে টাকা দান করে সেটাতেও আমার কোন আপত্তি নেই। আপত্তি হচ্ছে শব্দ দূষন।

উপরের ছবিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়? মাইকটা চোখে পড়ছে তো? ছবিটা আজকে দুপুরে তোলা। আমি ঠিক জানি না ঠিক কোন জায়গাতে ওয়াজটা হচ্ছে কিন্তু সেটা যেখানেই হোক, এরা করেছে কি হাউজিংয়ের গলিতে এই রকম মাইক সেট করে দিয়েছে। প্রতিবারই এই কাজই করে। ওয়াজ যেখানেই হোক, প্রতি গলিতে গলিতে এরা মাইক সেট করে দিয়ে যায়! এবার আপনি একবার কল্পনা করেন যে ঐ মাইকের সামনের বাসায় আপনার বাসা, ঠিক ঐ নিচের বারান্দার বাসাতেই আনি থাকেন। তাহলে কী ভয়ানক অবস্থার ভেতরে আজকে সারাদিন এরা গিয়েছে, সেটা ভাবুন। একটা মাইক তো একটা দেখা যাচ্ছে, পেছনের দিকে আরও একটা আছে। এই ভাবে প্রতি মাহফিলেই এরা এই কাজ করে। পুরো হাইজিং মাইকে মাইকে ভরে ফেলে। আজকে দুপুর থেকে চিল্লাচিল্লি শুরু হয়েছে। বিশ্বাস করেন আপনি যতই ভাল কথা বলেন না কেন, যতই মধুর কথা বলেন না কেন জানালার সামনে এমন উচ্চস্বরে মাইক বাজালে সেই কথা কারো পছন্দ হবে না। কারো ভাল লাগোবে না। লাগার কথা না।

কদিন আগে যে রাস্তার মাঝে মফহিলটা হল সেটাতে একেকটা হুজুর মশাই যেন গলা ফাটিয়ে ফেলে চিৎকার করছিলো। কান পাতার উপায় ছিল না। বিকেল থেকে শুরু হয়ে চলেছে বারোটা পর্যন্ত । আজকে দুপুর থেকে এই জিনিস শুরু হয়েছে। শুরুর দিকে এরা ইসলামিক গান গাইছিল এক টানা। বিকাল থেকে শুরু হয়েছে ওয়াজ। আজকে কয়টা পর্যন্ত চলবে কে জানে?

আমি বলছি না যে ওয়াজ মাহফিল আপনারা বন্ধ করেন । আপনাদের ইচ্ছে হয়েছে আপনারা ইসলামের বানী ছড়িয়ে দিন। কিন্তু পাব্লিক ন্যুইসেন্স সৃষ্টি করে আপনারা আসলে কিভাবে বানী ছড়ান আমার মাথায় ঢোকে না। এর বিরুদ্ধে কিছু বলতে যদি যান তাহলে আপনি হয়ে যাবে ইসলাম বিরোধী।

ওয়াজ মাহফিল ঠিক যেই স্থান হচ্ছে সেখানে সেই স্থানের মানুষদের শোনার জন্য মাইক বা স্পিকার ব্যবহার করলেই কিন্তু চলে। যাদের ওয়াজ শোনার ইচ্ছে তারা তারা প্যান্ডেলে এসে শুনবে। এভাবে হাউজিং এলাকার সেই দুপুর থেকে একটা চলছে এই অত্যাচার। শব্দ দূষন বন্ধ হোক। নিয়ম হোক, আবাসিক এলাকাতে কোন ওয়াজ কিংবা কোন জনসভা হবে না। যদি করতেই হবে তাহলে কোন ভাবেই প্যান্ডেলের বাইরে মাইক সেট করা যাবে না ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৫

কামাল১৮ বলেছেন: এই কথা কোন মুক্তমনা বললে তেড়ে আসবেন মারতে।সুন্দর বলেছেন।সচেতনতা বাড়লে ওয়াজ সুধু মসজিদেই সীমাবদ্ধ থাকবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: মসজিদের বাইরে হলেও সমস্যা নেই যদি শুধু মাত্র প্যান্ডেল এরিয়াতেই মাইক সেট থাকে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

জুল ভার্ন বলেছেন: ১০০% একমত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: থানা থেকে একবার ব্যবস্থা নিলেই এই কাজ হয়ে যায়।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ওরা ভুলে যায় এলাকায় শিশু-বৃদ্ধ ও অসুস্থ লোকজনও থাকে। তাদের কষ্ট হয়। এসব নিয়ে কিছু বলতে গেলে তেড়ে আসে।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: মাঠে ময়দানে করলে করুক তবে রাতের বেলায় আবাসিকে এই জিনিস বন্ধ হওয়া উচিৎ। তবে এটা কেউ বন্ধ করতে পারে নি।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৯

মেঘনা বলেছেন: ওয়াজ মাহফিল-এ আপনি শব্দ দূষণ পাইলেন। আর আমি পাই বিদ্বেষ। নারী বিদ্বেষ আর বিধর্মী বিদ্বেষ।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: বিদ্বেষ তো কেউ কম ছড়ায় না। এই আপনি ছড়ান ইসলাম বিদ্বেষ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫২

এইচ এন নার্গিস বলেছেন: এতো ইম্পরট্যান্ট কথা বলেছেন যা আমি ভাবতাম কিন্তু বলার সাহস পেতাম না। শুধু তাই নয় একটা মাইক দিয়ে শব্দ যতদূর যায় তার মধ্যে আর মসজিদ গুলো থেকে মাইকে আজান না দেয়াই উত্তম। শব্দে থাকা যায় না। আরবে আমি তাই দেখে এসেছি।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৪০

অপু তানভীর বলেছেন: এই সাবকন্টিনেন্ট ছাড়া আর কোন দেশেই এই অত্যাচার হয় না। এটা আবার হয় ধর্মের নামেই।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০২

রবিন_২০২০ বলেছেন: শিশু , বৃদ্ধ কিংবা অসুস্থ জনসাধারণ এর কথা মাথায় রেখে লোকালয়ে এ ধরনের মাইকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। অনুষ্ঠান স্থলে স্পিকার ব্যবহার করে শব্দকে সীমিত জায়গায় আটকে রাখাই ভালো।
ওয়াজ ব্যাপারটা কেন যেন স্ট্যান্ডআপ কমেডির মতো মনে হয়। আল কোরানের নির্দেশনা মানুষের কাছে ব্যাখ্যা না করে হুজুররা বাখোয়াজ গালগল্পেই মশগুল।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: আল কোরান মানলে তো ওয়াজ মাহফিলই হওয়ার কথা না। ধর্মের কোন জায়গা বলেন ওয়াজ মহফিল এবং সেই ওয়াজ করে টাকা নেওয়ার কথা উল্লেখ আছে?
ইসলামী ধর্মের ইতিহাসের দিকে তাকালে দেখবেন এই ওয়াজের ইতিহাস কিন্তু খুব বেশি আগের নয়। আর এখন মোল্লারা এটাকে আয়ের একটা ভাল উৎস হিসাবে নিয়েছে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০২

রানার ব্লগ বলেছেন: এখন আর সম্ভব না।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: এখন কেন কোন কালেই এটা সম্ভব হয় নি।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাইকের ব্যবহার নিয়ন্ত্রন করা দরকার।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: কিন্তু সে করবে নিয়ন্ত্রণ?

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৮

নতুন বলেছেন: যেই মোল্যারা মানুষের অসুবিধা হচ্ছে কিনা বোঝে না তারা কতটুকু সমাজের উপকার করবে বোঝা যায়। :|

গত সপ্তায় দুবাইতে আমার বাসার পাশের মসজিদে ৪ লেনের রাস্তার উপরে জুম্মার নামাজ আদায় করেছিলো, আমরা ২০ মিনিট রাস্তায় দাড়িয়ে ছিলাম।

রাস্তায় ১ লেন বন্ধ করে গাড়ী পার্ক করে, সেটা অনেক সময় স্কুল টাইমেও করে। কিন্তু নামাজের জন্য পুরু রাস্তা বন্ধ করে নামাজ আদায়!

ধর্ম বিশ্বাসে অনেক সময় মানুষ অযৈক্তিক কাজ করে।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: মানুষের সমস্যা করে কোন ধর্ম পালন জায়েজ হয় সেতা আমিও বুঝি না। এটা কোন ভাবেই ঠিক হতে পারে না।

১০| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: মানুষের সমস্যা করে কোন ধর্ম পালন জায়েজ হয় সেতা আমিও বুঝি না। এটা কোন ভাবেই ঠিক হতে পারে না।

বর্তমানে শুরু হয়েছে হোটেল, রেস্তুরা বন্ধ রাখার জন্য তৌহিদি জনতার জজবা।

বির্ধমী, অসুস্থ, শিশু, বৃদ্ধ, নারী,গর্ভবতী নারী, সন্তান জন্মদেবার পরে, পিরিওডের দিনে, সফরে থাকা ব্যক্তির জন্য রোজা ফরজ না।

তাহলে বর্তমান এই সকল মানুষদের রমজানে ভ্রমন বন্ধ করতে হবে নতুবা না খেয়ে , পানি পান করে থাকতে হবে। :|

দুবাইতেও বর্তমানে রেস্তুরা বন্ধ রাখা হয় না। আগে ঢেকে রাখা হতো, এখন ঢেকেও রাখা হয় না। তবে যারা রোজা থাকেনা তারা রাস্তায় সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবারও খায় না।

১২ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: এই তৌহিদ বলদ আসলে সব সময়ে ছিল। প্রতিবার রমজান এলেই একদল বলদ এসে এই কাজ শুরু করে। শেখ হাসিনার আমলে এই দিকটা ভাল ছিল যে এই বলদগুলো সাহস কম পেত। এখন এদের সেই ভয় নেই। ইউসুফ সরকার এদের কাছে কতটা মাথা নত করছে সেটাই দেখার বিষয়। সামনে বিএনপি সরকার কতটা মাথা নোয়াবে কে জানে !

আমাদের দেশের সব খাবার দোকান ঢেকে রাখা হয় পর্দা দিয়ে। অনন্ত আমার চোখে তো তাই পড়েছে।

১১| ১১ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: একটা প্রাসঙ্গিক সামাজিক নির্যাতন নিয়ে চমৎকার লিখেছেন। আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। ধর্মের সাথে ব্যবসা মিশে গেলে ধর্ম পেছনের আসনে বসতে বাধ্য হয়।
কিছুদিন আগে, সম্ভবতঃ শবে মেরাজের সন্ধ্যায় এক চিকিৎসকের চেম্বারে বসা ছিলাম। নিকটস্থ এক মাহফিলের মাইকের উৎকট আওয়াজের কারণে আমি চিকিৎসকের কোন কথাই ঠিকমত শুনতে পাইনি। চেম্বারটি ছিল একটি ব্যস্ত জনপদের আবাসিক এলাকায়।

১২ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: ওয়াস মাহফিল কিংবা রাজনৈতিক সভা নিয়ে আমার সমস্যা নেই। যেখানে প্যান্ডেল টাঙানো হবে কেবল সেই খানেই স্পিকার সেট করলে তো কারো সমস্যা হয় না। কিন্তু এরা জোর করে মানুষকে তাদের ওয়াজ শোনাবেই। আদি কাল থেকেই এই অকাজ মোল্লারা করে আসছে। মানুষকে এই রকম পীড়া দিয়ে কিভাবে তারা ধর্ম পালন করে কে জানে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.