![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের সম্প্রতি হামলা নিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি একটি আবেগঘন বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন "শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে। যদিআ তাদের একটুও সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় আক্রমণ করত।"
তার কথা মনে হল তাই তো রাতের আধারে কেবল চোর আর কাপুরুষরাই আক্রমন করে। তবে যে কোন বক্তব্য দেওয়ার আগে নিজেদের পেছনটা ভাল করে খেয়াল করে দেখা উচিৎ। মানুষ প্রায়ই নিজেদের ইতিহাস ভুলে যায়। রাতের আধারে আক্রমন কেবল ভারত করে নি, ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসের কাপুরোচিত হামলা করেছিল এই পাকিস্তানই । আজকে তারাই দেখি অন্যদের কাপুরুষ বলতেছে। নিজেদের ইতিহাস কি এদের মনে নেই?
আর অদ্ভুত কিছু মাঙ্গির পুতকে দেখতেছি এই কাপুরুষদের জন্য জান প্রাণ পুড়ে যাচ্ছে। ভারত বিরোধীতা করেন, করবেন, প্রতিটি বাংলাদেশ প্রেমী মানুষের মনে ভারত প্রতি ঘৃণা থাকাটা স্বাভাবিক কিন্তু সেই ঘৃণা প্রকাশ করতে গিয়ে কি পাকিস্তানের কোলে উঠতে হবে? এই দুই শুয়েরের বাচ্চাদের পাছায় ভেতরে বাঁশ ঢুকিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে ফেলে আসা উচিৎ।
আমাদের নিজেদের সমস্যার শেষ নেই আর দুই শুয়োরের বাচ্চারা আছে যুদ্ধের ফ্যান্টাসী নিয়ে।
০৮ ই মে, ২০২৫ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: অদ্ভুত ভাবে, ভাদা আর পাকি প্রেমীতে চার পাশ ভরে গেছে।
২| ০৯ ই মে, ২০২৫ রাত ১২:০৮
ভুয়া মফিজ বলেছেন: পাকিস্তান আর ভারত কোনটাই আমাদের বন্ধু না। তবে পাকিস্তান যা ক্ষতি করেছে, মুক্তিযুদ্ধ পর্যন্ত করেছে। অপরদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারত ক্রমাগত আমাদের ক্ষতি করে চলেছে। সেই বাস্তবতায় ভারত আমাদের বড় শত্রু। শত্রুর শত্রু বন্ধু হয়............এটা বহুল চর্চিত একটা আন্তর্জাতিক পররাষ্ট্র নীতির ফিলোসফি।
আমাদের দেশে বাংলাদেশপন্থী মানুষ কম। তবে পাকিস্তানের এখন ক্ষমতা নাই আমাদের ক্ষতি করার। কাজেই ভারত বিরোধীতাই আমাদের দেশের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রায়োরিটি। ভারত যতো দূর্বল হবে, আমাদের লাভ ততো বেশী!!! কাজেই তারা পাকিস্তানের সাথে যুদ্ধ জারী রাখুক, আর মিলিয়ন মিলিয়ন ডলারের রাফায়েলসহ অন্যান্য যুদ্ধবিমান হারাক!!! বলেন, জয় হিন্দ!!!!!
০৯ ই মে, ২০২৫ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন: যুদ্ধ খুবই খারাপ জিনিস। যদি সত্যি ভারত পাকিস্তান ভয়াভয় যুদ্ধ বেধে যায় বাংলাদেশের উপরে এর আঁচ পড়বে সব থেকে বেশি। আমাদের মত মানুষদের যুদ্ধের ফ্যান্টাসি করা মানায় না। কোন ভাবেই না। অন্ততই এই অস্থির সময়ে তো নয়ই।
৩| ০৯ ই মে, ২০২৫ রাত ১২:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আপনারে সব সময়েই বলি, যখন চিন্তা করবেন.........আবেগতাড়িত না হয়ে বিষয়বস্তুর গভীরে যাবেন।
প্রথম কথা হইলো, ভারত-পাকিস্তানের মধ্যে অল-আউট যুদ্ধ লাগবে না। কোন পক্ষই সেই পথে হাটার হিম্মত দেখাবে না।
দ্বিতীয় কথা হইলো, এই দুই দেশের সীমিত আকারের যুদ্ধে বাংলাদেশের তেমন কোন ক্ষতি নাই। যেটুকু আছে, সেইটা বৃহত্তর স্বার্থে ইগনোর করা যায়।
আপনে বরং একটা বিশ্লেষণমূলক পোষ্ট দেন.........বাংলাদেশের কি কি ক্ষতি হইতে পারে। আপনের বিশ্লেষণ দেখে আরো বিস্তারিত আলোচনা করা যাবে!!! আমাদের মত মানুষদের যুদ্ধের ফ্যান্টাসি করা মানায় না। যুদ্ধ তো আমরা করছি না, তারা শখ করে করছে, করুক না; আপনে বাধা দেন কেন?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৫ রাত ১১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: প্রিয়তে যুক্ত করলাম। সুন্দর লিখেছেন ! দুইটাই শু......