| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের কি এই ছবিটার কথা মনে আছে? এই বছরের শুরুতে চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল। সেই সময়ে সীমান্তে থাকা মানুষজন বিজিবির সাথে প্রতিরোধ করেছিল। তাদের ভেতরে অনেকগুলো ছবির মাঝে এই ছবিটা ছড়িয়ে পড়েছিল। ছবিটার দিকে তাকিয়ে দেখুন। হাতে বড় দা আর মুখে বিড়ি নিয়ে সে বিজিবির সাথে পাহারা দিচ্ছে। এঈ বাবুল আলী হচ্ছে পুরো বাংলাদেশের সাধারণ মানুষের প্রতীক। কোন রাজনৈতিক দলদাস নয়, যারা নিজেদেরকে বাংলাদেশের মানুষ ভাবে তাদের মনভাবে এই বাবুল আলীর মত। তার সেখানে না গেলেও কিন্তু কিছুই হত না। সে সাধারণ কৃষক। কিন্তু সে গেছে। নিজের দেশকে রক্ষা করতে। অন্য দেশের আগ্রাসণ রুখে দিতে। দেশের বেশির ভাগ মানুষই এই বাবুল আলীর মতই। তারা দেশকে ভালোবাসে। দেশের জন্য অন্য কোন চিন্তা বাদ দিয়েই সামনে এগিয়ে আছে। এবং এভাবেই দেশের সাধারণ মানুষ দেশের বিপদে সামনে এগিয়ে আসে।
আরেকটা ছবি দেখাই। সর্ষে ক্ষেতের ছবি তো আপনারা অনেকেই দেখেছেন তবে আমি নিশ্চিত এর থেকে চমৎকার ছবি আর আপনারা দেখেন নি কোন দিন।
এই ছবিটা অনেক দিন আমি আমার নিজের পিসির ওয়ালপেপার হিসাবে রেখে দিয়েছিলাম।
এতোদিন পরে এই খবরটা নিয়ে পোস্ট দেওয়ার কারণ হচ্ছে বিজিবি সেই বাবুল আলীকে সম্মানীত করেছে। ব্যাটলিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে এই সম্মাননা দেওয়া।
কী চমৎকার একটা ব্যাপার! বিজিবির এই ব্যাপারটা আমার খুবই ভাল লেগেছে। এই জন্য বিজিবিকে ধন্যবাদ জানাই।
হয়তো আমাদের দেশের উপরে হামলা হতে পারে, হয়তো শক্তিতে পারব না, হয়তো হেরে যাব কিন্তু বাবুল আলীদের মত মানুষের অভাব নেই এই দেশে। বিনাযুদ্ধে এতো সহজে হার মানব না, এটা নিশ্চিত!
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩০
অপু তানভীর বলেছেন: যাকে জুতার মালা পরান হয়েছে তাকে কি মুক্তিযোদ্ধা করার জন্য জুতার মালা পরানো হয়েছে নাকি অন্য কারণে? আওয়ামীলীগের আমলেও তো সে তার নিজের এলাকাতে যেতে পারে নি। আওয়ামীনেতা তাকে এলাকা ছাড়া করেছে। তাহলে তো এটাও বলা খাটে যে আওয়ামীলীগ মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়া করেছে! সেটা তো বলছেন না?
আর মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামীলীগ বিক্রিই করেছে, এখনও করছে।
২|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
স্বদেশ প্রেম ঈমানের অংশ ।
সকলেই সকল সময়ে দেশের
সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা কর্তব্য।
দেশের স্বাধিনতা অর্জন ও সার্বভোমত্ব
রক্ষায় নিবেদিত প্রাণ, সকলেই সন্মানের পাত্র।
মাঠ ভরা ধানের ক্ষেত ও সর্ষেফুল
আমার কাছে সবসময়ই অতি প্রিয় ।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
অপু তানভীর বলেছেন: দেশের সব মানুষের ভেতরেই এই দেশ প্রেমটা সহজাত ভাবেই আসে। তারা দেশের বিপদে এগিয়ে আছে সব সময়ে। কিন্তু কিছু দলদাস থাকে তারা দেশের আগে দলের দিকে তাকিয়ে থাকে। তাদের মনভাব দল যা বলবে তাই। এটাকে আবার অনেকে দেশ প্রেম বলে চালিয়ে দেয়!
৩|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০২
সৈয়দ কুতুব বলেছেন: কলাবাগান@৭১ টেনে আনলেন কেন ? লেখক সমসাময়িক ঘটনাকে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন । বহিরাগত কেউ এসে আপনার জায়গা , জমিতে দখল করতে চাইলে আপনি কি আংগুল চুষবেন ?
৪|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭
কলাবাগান১ বলেছেন: @সৈয়দ কুতুব
পাক সার জমিন বাদ
১৯৭১ এ পাকিরা বাংলার জমি দখল করতে চেয়েছি তখন এরকম সাধারন বাবুল আলীরা ই রূখে দাড়িয়েছিল
৫|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: দারুন একটা প্রতি-মন্তব্য করছেন!!!! আমার তো এখন ইচ্ছা করতেছে বাবুল আলীর মতো আপনেরেও পুরস্কৃত করতে!!!!! ![]()
০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯
অপু তানভীর বলেছেন: দেশে আসলে একটা নক দিয়েন। আপনার একটা বিএমডাব্লিউ ছাতা পাওয়া রয়েছে আমার কাছে মনে আছে!
৬|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কলাবাগান: ১৬ ডিসেম্বর আগে বাংলাদেশ পাকিদের অংশ ছিল। একই দেশ হলে জমি দখল হলো কেমনে?
আপনে বিজ্ঞান প্রেমী, যুক্তি-প্রমাণ দিয়ে বোঝা মানুষ। আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধর চেতনার ব্যবসা শুরু হলেই কেমন জানি আবেগ তাড়িত হয়ে চায়ের দোকানের মফুদের মতো আচরন করেন? কি কারন কে জানে?
৭|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
গোবিন্দলগোবেচারা বলেছেন: যারা স্বাভাবিকভাবে তাদের ব্রেন ব্যবহার করতে পারেনা, মুক্তভাবে চিন্তা করতে পারেনা, যাদের চিন্তাভাবনা দলীয় চেতনার দ্বারা আবদ্ধ, তারা কিভাবে নিজেদের শিক্ষিত দাবি করে? শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা প্রাপ্ত হওয়া। কিছু কুলাঙ্গার দেশে-বিদেশে শিক্ষা নেওয়ার পরেও আম্মা যা বলেছে এর বাইরে যেতে পারে না । আফসোস।
পিলখানার হত্যাকাণ্ডে সম্ভবত ৫৬ জন অফিসার কে হত্যা করা হয়। এমনকি মহান মুক্তিযুদ্ধে ও এত সংখ্যক অফিসার মারা যায় নাই।
কিছু লোক মরিয়া, যেভাবেই হোক খুনির দলকে ক্ষমতায় আনতে হবে। বুঝতে চায় না, মোদের কোলই মাদার অফ ডেমোক্রেসির শেষ আশ্রয়।
০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩০
অপু তানভীর বলেছেন: দলকানা এবং দলদাসের সুস্থ ভাবে চিন্তা ভাবনা করতে অক্ষম! তাদের কাছে দেশের চেয়ে দল বড়।
৮|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৩
কিরকুট বলেছেন: এমন বাবুলরাই দেশ স্বাধীন করেছিলো । জয় বাংলা ।
০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: জ্বী এমন বাবুলরাই দেশ স্বাধীন করেছিল, এমন বাবুলরাই নব্বইয়ের স্বৈরাচার উৎখাত করেছিল এমন বাবুলরাই চব্বিশের স্বৈরচারকে দেশে তাড়িয়েছে। সামনেও তাড়াবে!
৯|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৮
শ্রাবণধারা বলেছেন: ভালো পোস্ট। বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব, তাদের মাস্তানি এবং আধিপত্য বাংলাদেশের সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়।
৬/৭ বছর আগে সীমান্তে বিএসএফের হত্যা নিয়ে আল-জাজিরার একটি আর্টিকেল পড়েছিলাম। তখনও ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হয়নি। আমার যতদূর মনে পড়ে, সেই আর্টিকেলে বলা ছিল, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ বছরে যত বাংলাদেশিকে হত্যা করে, ইসরায়েলও গাজা সীমান্তে তত মানুষ হত্যা করে না।
আপনার হয়তো মনে আছে, সীমান্তে বিএসএফ মানুষ হত্যা করলে আওয়ামী লীগের গু-খেকো মন্ত্রীরা উল্টো বাংলাদেশিদের দোষ দিয়ে ভারতের প্রশংসা করত!
০৯ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪
অপু তানভীর বলেছেন: আমাদের আওয়ামী মন্ত্রীদের কথা তো কী আর বলব, তারা নিজেদের দেশের মানুষের থেকে ভারতের গু চাটতেই বেশি পছন্দ করত। ফলও অবশ্য পেয়েছে তারা। দেখছেন না যে সবাই গিয়ে ভারতেই আশ্রয় নিয়েছে। কদিন পরে দেখবেন তারা ভারত মাতার উন্নতির জন্য গোমুত্র খাওয়া শুরু করবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৯
কলাবাগান১ বলেছেন: মুক্তিযুদ্ধেও এমন লাখ লাখ বাবুল আলী ছিল কিন্তু এখন রাজাকার রা গলায় জুতার মালা পড়ায়ে হাটায়...কোন উপহার পায় না এখন...। মুক্তিযুদ্ধের চেতনা নাকি আওয়ামী লীগ 'বিক্রি' করত...তা এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ ই রক্ষা করত এই চেতনা