নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

রাফখাতা- অপু তানভীর

আমাকে আপনেরা চিনেন

রাফখাতা- অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

খুচরো ব্লগিং ০৩

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৮



আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি । একদিন স্যার আমাদের কো রিলেশন পড়াচ্ছেন । একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের সম্পর্ক । আরও সহজ করে বললে, কোন একটা রাশি, বস্তু, ফ্যাক্টের সাথে অন্য একটা রাশি, বস্তুর সম্পর্ক বের করা । একটার পরিবর্তনের ফলে আরেকটার কি পরিবর্তন হবে সেটা বের করা । পড়াতে পড়াতেই স্যার হেসে ফেলল হঠাৎ । তারপর একটা গল্প বলল আমাদের । এলাকার নামটা ঠিক মনে নেই এখন তবে সেটা ইন্ডিয়ার কোন একটা জায়গা ! সেই এলাকার লোকজন একদিন আবিস্কার করলো যে এই যে প্রতি বছর মানুষ মারা যাচ্ছে, এই মানুষ মারা যাওয়ার সম্পর্কের সাথে মানুষ হাসপাতালে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে । অর্থ্যাৎ মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এই দুইয়ের ভেতরে একটা সম্পর্ক আছে । যারাই হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে তাদের ভেতরে কিছু সংখ্যক মানুষ মারা যাচ্ছে । এই সম্পর্ক বের করেই তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হাসপাতালই আসলে মানুষের মৃত্যুর কারণ । হাসপাতাল না থাকলে মানুষ আর মারা যাবে না । পরে অবশ্য কি হয়েছিলো, হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিলো কিনা সেটা অবশ্য আমার মনে নেই । স্যার হাসতে হাসতে বলেছিলো সম্ভবত । এখন মনে পড়ছে না ।

এই গল্পটা বলার কারণ হচ্ছে গতকাল সন্ধ্যা বেলা হোটেলে নাস্তা করতে করতে দুইজনের কথা কানে এল । কথাটা করোনা আর লকডাউনের কো রিলেশন নিয়ে । একজন বলছে এই আগে লকডাউণ ছিল তখন করোনাতে প্রতিদিন দুইশ আড়াইশ মানুষ মারা যাচ্ছিলো । এই যে এখন কোন লকডাউন নেই এতো মানুষের মরাও নাই । আবার লক ডাউন দিলেই আবারও এতো মানুষ মরা শুরু করবে ! অর্থ্যাৎ তারা এটা বের করে ফেলেছে যে এই বেশি বেশি মানুষ করোনাতে মরছে এর সাথে অন্য কিছুর সম্পর্ক নেই । সম্পর্ক আছে লকডাউনের । লক ডাউন না দিলে আসলে এতো এতো মানুষ মরবে না !

ঠিক এই রকম আরও অনেক সম্পর্কই আমরা বের করতে দেখি । যেমন এই যে আমাদের উপর এতো প্রাকৃতিক বিপদ আপদ আসছে এর সাথে ছেলে মেয়েদের মেলামেশা দায়ী । মেয়েদের পোশাক পরা দায়ী ! ভাববেন না আমি নিজের মনে মনে বানিয়ে বলছি । সত্যিই এমন ভাবনার মানুষ আপনার আমার আশেপাশেই রয়েছে ।

আপনার জীবনে কি এমন কোন ঘটনা আছে ?
কিংবা আপনি নিজে কি কোন দিন এমন ভাবে কোন কিছুর সাথে কো রিলেশন আবিস্কার করেছেন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা রাফ খাতা লিখার কথা ছিলো নাকি?

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই ব্লগ কেবলই রাফ লেখার জন্য খুলেছিলাম অনেক দিন আগে । ঐ নিকে কেবল গল্প লিখবো আর এই ব্লগে হাবিজাবি লিখবো এই ছিল উদ্দেশ্য !

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু বানান তো ভুল। ঠিক করে নিতে পারেন। রাখখাতা দেখা যাচ্ছে

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

রাফখাতা- অপু তানভীর বলেছেন: নিকের বানান তো ঠিক করার উপায় নেই । মেইল দিয়েছিলাম একবার । কাজ হয় নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.