নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

রাফখাতা- অপু তানভীর

আমাকে আপনেরা চিনেন

রাফখাতা- অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমি এখন সেফ ব্লগার

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৭



সামুতে আমি এই নিকটা খুলেছিলাম প্রায় ৫ বছর আগে । কেন যে খুলেছিলাম সেটা আমি নিজেরই মনে নেই । তবে খুলেই দেখি নামের বানান ভুল । তারপর থেকে এটা আর চালানো হয় নি । এতো দিন সেটা ধরে পড়েই ছিল । ইদানীং এই নিকে ঘোরাফেরা বাড়িয়েছি । তবে ৫ বছর ধরে আমি মোডারেশনের ৩ দিনের ওয়াচে ছিলাম ! হঠাৎ করে কালকে দেখলাম মডারেশন নোটিশ চলে এসেছে । আমার প্রথম পাতার ব্যান তুলে নেওয়া হয়েছে । আগে এই নিকে পোস্ট করতে হলে আমি কিছু চিন্তা করতাম না । পোস্ট করেছি সেগুলো আবার ড্রাফটে নিয়ে নিয়েছি । কারণ সেগুলো প্রথম পাতায় আসতো না । নিজের ভেতরে থাকতো । এখন থেকে এই চিন্তা করতে হবে !

প্রথম পাতায় এখন এমনিতেও পোস্ট আসে কম । তারপর ভেতরে যদি আমার পোস্টই দুই তিনটা থাকে তাহলে সেটা কেমন দেখায় ! আমি সব চেষ্টা করেছি যে একই সাথে আমার দুইটা পোস্ট যাতে কখনই প্রথম পাতায় না আসে । অনেকেই দেখি নিজের পোস্ট গুলো কোন রকম বাছ বিছা ছাড়াই পোস্ট করে । সেখানে দেখা যায় প্রথম পাতায় একই সাথে একই ব্যক্তির একাধিক পোস্ট শোভা পায় । এটা আমার মোটেও পছন্দ না । খুব চেষ্টা থাকবে যে কোন ভাবেই যাতে আমার দুইটা পোস্ট এক সাথে প্রথম পাতায় কখনও না আসে ।

মডারেশন প্যানেলের কাছে দুইবার মেইল পাঠিয়েছি যাতে নামের বানান টা ঠিক করে দেওয়া হয় কিন্তু কোন কাজ হয় নি । দয়া করে নামের বানান টা যেন ঠিক করে দেওয়া হয় এই আবেদন জানিয়ে গেলাম !

ছবিতে বিড়ালের নাচ দেখতে পাচ্ছেন আসুন সেই ভাবে কিছু সময় নাচা যাক সেফ হওয়ার আনন্দে । ছবিটা ইনস্টাগ্রাম থেকে সংগ্রহ করা !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

নীল আকাশ বলেছেন: নামের বানান ভুল ঠিক করার জন্য জাদিদ ভাইকে সরাসরি ইমেইল করুন। ইমেইল ছাড়া উনি এটা করা দিবেন না। আমি নিজেও ঠিক করে নিয়েছি।
আচ্চাহ আমি কি চিনি আপনাকে? নাহ মনে হচ্ছে না ;) ;) ;) ;) ;)

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: একবার নয় দুইবার মেইল পাঠিয়েছি কিন্তু কোন কাজ হয় নি । এবার ভাবছি পোস্টে গিয়ে মন্তব্য করে আসবো তাতে যদি কাজ হয় !

আপনি কি নিশ্চিত আমাকে চিনেন না? ভাল করিয়া আরেকবার মনে করার চেষ্টা করিয়া দেখুন দেখি.... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.