নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

রাফখাতা- অপু তানভীর

আমাকে আপনেরা চিনেন

রাফখাতা- অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আসুন ৪টি মন ভাল করে দেওয়া ছবি দেখি

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৯

আমি যখন রাস্তায় চলাচল করি তখন চারিদিকে তাকিয়ে দেখি । মানুষজনের আচরণ দেখতে আমার ভাল লাগে । কোন কোন সময় মানুষ আচরণ আমাকে কষ্ট দেয় আবার কোন কোন সময় আমাকে তাদের আচরন বড় আনন্দিত করে তোলে । সপ্তাহ খানেক আগের গল্প । কাজের জন্য আমাকে নিয়মিত নিউস্কাটনে যেতে হয় নিয়মিত । ওখানে একজন মামা আছে দারুন চপ বানায় । আমি মূলত হাতে একটু বেশি সময় নিয়ে বের হই কেবল মাত্র তার ওখানে কিছু সময় থেমে ছোলা আর আলুর চপ খাওয়ার জন্য । সেদিনও খাচ্ছিলাম । রাস্তার পাশে একটা ভ্যান । আমিও পাশে দাড়িয়ে খাচ্ছি। তখনই দৃশ্যটা চোখ পড়লো । মহিলাকে আমি আগেও দেখেছি । রাস্তার পাশে ফুটপাতে বসে থাকতে দেখেছি যখন আমি ওখানে খাওয়ার জন্য যাই । মহিলার আচরন ঠিক স্বাভাবিক নয় । সম্ভবত মানসিক ভাবে খানিকটা বিকারগ্রস্থ । দেখলাম একজন মোটামুটি ভাল পোশাক পরা লোক পরম যত্ন নিয়ে মহিলার মাথায় পানি ঢালছে । সম্ভবত তার জ্বর এসেছে । তারপর সেই একটা কাপড় দিয়ে তার মাথাটা মুছিয়ে দিল । দৃশ্যটা এতো ভাল লাগলো । এই ছোট একটা ভাল কাজ দেখলেই মনটা ভাল হয়ে গেল ।
আরেকদিনের গল্প বলি । আমি এখন বর্তমানে বেশির ভাগ সময়েই বাইরেই খাই । নিজে আগে রান্না করে খেতাম কিন্তু এখন অন্য কাজে নিজেকে ব্যস্ত করেছি যে রান্নার পেছনে সময় দিতে আর ভাল লাগে না । যাই হোক একদিন দুপুরে খাচ্ছি, এক মলিন পোশাক পরা লোক দোকানে এসে খাবারের দাম জিজ্ঞেস করতে শুরু করলো । দেখেই বুঝতে পারছিলাম যে লোকটার কাছে টাকার স্বল্পতা রয়েছে । লোকটা টেবিলে খেতে বসলো । তবে তখনও অর্ডার দেয় নি । কী যেন ভাবছিল । আমার মতই আরেকজন ব্যাপারটা খেয়াল করলো দেখলাম । সেই লোকটাকেও আমি চিনি । এলাকার একজন মান্য লোক । সে তার সামনে বসলো । এবং খুব নমনীয় কন্ঠে তার কাছে জিজ্ঞেস করলো যে যদি সে তার খাওয়ার বিলটা দিয়ে দেয় তাহলে সে কিছু মনে করবে কিনা ! এলাকার লোকটা এমন ভাবে ঐ লোকটা কে কথাটা জিজ্ঞেস করলো যেন সে মনে কষ্ট না পায় কিংবা নিজেকের টাকার গরম প্রকাশ না পায় । এতো নমনীয় কন্ঠ ! সত্যিই বলছি এতো ভাল লাগলো আমার দৃশ্যটা দেখে সেটা বলার মত নয়।
ইন্টারেনে এই রকম অনেক ভিডিও দেখা যায় । মানুষ মানুষকে উপকার করছে । কিন্তু সেই সমস্ত ভিডিওর পেছনে একটা উদ্দেশ্য থাকে । সেগুলো লোকজনকে দেখানো, আলপোড করে যত বেশি ভিউ তত বেশি এড এড থেকে টাকা । এগুলো আমাকে নিঃস্বার্থ মনে হয় না কখনই । অনেকেই আছে নিজেদের এমন উপকার করার কথা মানুষকে শুনিয়ে আরাম পায় । সবাইকে দেখানোর একটা চেষ্টা যে দেখ আমি কত মহান !
তবে কিছু ভিডিও থাকে একদম র । যারা সাহায্য করছে তারা কোন ভিউ পাওয়ার উদ্দেশ্য করছে না । অনেকে জানেই না যে তাদের ভিডিও করা হচ্ছে । উপরের দুইজনের কথা বললাম এরা কাজ গুলো মানুষের বাহবার জন্য না । আজকে ফেসবুকে ঠিক এমনই চারটা ছবি দেখলাম । এতো মন ভাল করে দেওয়া ছবি ! মনে হল যে আপনাদের সাথে ছবি গুলো শেয়ার করি । হয়তো আজকে আপনার দিনটা একটু টাফ ছিল । এই ছবি গুলো দেখকে একটু হলেও মনটা নমনীয় হবে । আপনারও ইচ্ছে হবে এমন যে নির্স্বার্থ ভাবে কারো উপকার করি ।










ছেলেটি যেই হোক না কেন নিশ্চয়ই সে অনেক ভাল মনের একজন মানুষ ।

picture source

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৪

উদারত১২৪ বলেছেন: খুব ভালো লাগলো দেখে।

ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব রহঃ

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৬

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ভাল লাগার মতই ছবি গুলো ।

২| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৪২

ইসিয়াক বলেছেন:




আজকাল মানুষ বড় বেশি স্বার্থপর। শুধু নিজের কথা ভাবে। অন্যের জন্য নিঃস্বার্থ ভাবে কিছু করার মধ্যে কি যে আনন্দ!
মানুষ মানুষের জন্য। এই বোধ ছড়িয়ে পড়ুক সর্বত্র। তাহলে বর্তমান পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে।

সুন্দর পোস্ট।
শুভ সকাল

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০২

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২২

আহমেদ জী এস বলেছেন: রাফখাতা- অপু তানভীর,





মন ভালো করে দেয়ার মতোই ছবি আর ছবির গল্প।
না...না... গল্প নয় , এ যেন এক জীবনময় কবিতা!!!!!!!!!

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । এমন গল্প গুলো মানব মনে একটা আলাদা স্থান দখল করে সব সময় । দিন যতই খারাপ যাক কিংবা আপনার সাথে যত খারাপ কিছুই ঘটুক না কেন যখন কাউকে সত্যিকারের নিঃস্বার্থ ভাবে কিছু করতে দেখা যায় তখন নিজের ভেতরেও একটা ইচ্ছে জাগে যেন এমন ভাবে ভাল কিছু করি !

ভাল থাকুন সব সময় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.