নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
দ্যা এ টিম এই মুভিটি আমরা অনেকেই দেখেছি । এ মুভিতে এক দল লোক যারা দূর্ধষ আর সাহসী । যারা মন্দের বিরুব্ধে লড়াই করে । যদিও তারা প্রিজন ব্রেকারদের তালিকায় নাম থাকে । এই মুভিটি ২০১০ সালের সবচেয়ে আলোচিত মুভি ছিল ।
এই মুভিতে হয়ত তারা শুধু অভিনয় করেছে । কিন্তু ১৯৭১ সালের একটি টিম ছিল যারা এই মুভির টিমের চেয়েও দূর্ধষ । যারা নিজের জীবন বাজি রেখে ঝাপিয়ে পরে ছিল যুব্ধে । দেশ স্বাধীন করাই ছিল তাদের মূল লক্ষ্য । যারা ছিল চিতার চেয়ে দ্রুত ,শিলায়ের চেয়ে চালাক আর সিংহের চেয়ে হিংস্র । তাদের অপারেশন গুলো ১০০% সফলতা এনে দিয়েছে ।
১৯৭১ এই লোক গুলো তাদের জীবন বাজি রেখে করেছে দূর্ধষ সব অপারেশন । তাদের প্রথম অপারেশন ছিল " অপারেশন ইন্টার কন্টিনেন্টাল " । এই অপারেশনের পর খালেদ মোশাররফ যিনি এই দলটির তৈরিতে অগ্রনী ভূমিকা পালন করেন । তিনিই হোটেল ইন্টার কন্টিনেন্টাল এ তাদের অপারেশন বলেন " দি ইজ অল আর ক্র্যাক পিপল ! বললাম ঢাকার আশে পাশে বিস্ফোরন ঘটাতে আর ওরা হোটেল ইন্টার কন্টিনেন্টালেই বিস্ফোরন ঘটিয়েছে । " তিনি প্রথম এই গেরিলাদের নাম দেন ক্র্যাক । পরে তাদের প্লাটুনের নাম হয়ে যায় ক্র্যাক প্লাটুন ।
এই গেরিলা দলটিতে যারা ছিলেন তাদের
মধ্যে অন্যতম কয়েকজন হলেন:
১. আবুল বারক আলভী
২. শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল , বীর
বিক্রম
৩. আজম খান
৪. আমিনুল ইসলাম নসু
৫. আলী আহমেদ জিয়াউদ্দিন, বীর প্রতীক
৬. ইশতিয়াক আজিজ উলফাত
৭. কাজী কামালউদ্দিন, বীর বিক্রম
৮. কামরুল হক স্বপন, বীর বিক্রম
৯. গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক
১০. চুল্লু
১১. জহির উদ্দিন জালাল
১২. জহিরুল ইসলাম
১৩. নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
১৪. নীলু
১৫. পুলু
১৬. ফতেহ চৌধুরী
১৭. শহীদ বদিউজ্জামান
১৮. বদিউল আলম বদি, বীর বিক্রম
১৯. মতিন - ১
২০. মতিন - ২
২১. শহীদ মাগফার আহমেদ চৌধুরী আজাদ
২২. মাহবুব
২৩. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া , বীর বিক্রম
২৪. মাযহার
২৫. রাইসুল ইসলাম আসাদ
২৬. লিনু বিল্লাহ
২৭. শহীদ শফি ইমাম রুমী
২৮. শহীদুলাহ খান বাদল
২৯. শাহাদত চৌধুরী
৩০. সামাদ
৩১. হাবিবুল আলম , বীর প্রতীক
৩২. হিউবার্ট রোজারিও
৩৩. হ্যারিস
এই সদস্যরা ছিলেন সম্ভব রকমের ক্র্যাক । তাদের দূর্ধষ সব অপারেশন কাপিয়ে দিয়েছিল পাকিদের । তারা তাদের কোন ভাবেই ট্র্যাক পারেনি ।
আজ আমরা মুক্তিযুব্ধের অনেক কাহিনী শুনি । কিন্তু জুয়েল ,রুমি ,বদি ,মায়া ,সামাদ ,আসাদ তাদের মত মানুষ না এসেছে না আসবে ।
আজকের ডুডরা কি জানো এই দেশের জন্য আমাদের কি পরিমান ত্যাগ স্বীকার করতে হয়েছে । স্বাধীনতার কথা সবাই জানে কিন্তু এর ভিতরের কথা কেউ বলে না আর কেউ জানতেও চায় না ।
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১
অপু দ্যা গ্রেট বলেছেন: ধনযবাদ পড়ার জনয ।
২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
এহসান সাবির বলেছেন: জানলাম।
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।