নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
আমরা যারা ঢাকা শহরে থাকি তারা এই শহরটা কে খুব ভালবাসি । শত দু:খ কষ্টেও এর মায়া ছাড়তে পারি না । এক অদৃশ্য বাধনে বেধে ফেলেছে ।
যাই হোক এই শহরের এক পরিচিত মুখ হল ট্রাফিক জ্যাম । ট্রাফিক জ্যামের কথা যত ই বলি না কেন শেষ হবে না । ৫ মিনিটের রাস্তা লাগে ৫০ মিনিট । সব চেয়ে জ্যাম হয় বনানী মহাখালী তে । শুরু হলে কখন ছাড়বে তার ঠিক নাই । ভেবেছিলাম ফ্লাই ওভার জ্যাম কমাবে তা তো হয়নি উল্টো জ্যাম বেড়েছে । ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে থাকতে মানুষের অবস্থা খারাপ ।
আবার যদি ভিআইপি কেউ রাস্তায় বের হয় তাহলেই হল । সব বন্ধ । তারা মঙ্গল গ্রহের প্রানী আর আমরা ম্যানহোলে বসবাস কারী । এম্বুলেন্স ও জ্যামে পরে বসে থাকে । কিন্তু প্রোটকল মানতে হবে । রোগ মরলেও সমস্যা নাই । কিন্তু রাস্তা খোলা যাবে না ।
ভিআইপি দের সময়ের দাম আছে । আমাদের সময় এর তো নাই নাকি । আমাদের সময় খুব সস্তা । আমরা সময়ের সাথে সন্ধি করছি আরকি । আমার যদি হাতে সময় নিয়ে বের হতে পারি । জ্যাম এ বসে থাকতে পারি আপনারা কেন পারবেন না ।
এখন অনেকেই বলবেন তারা দেশের জন্য অনেক ভাবেন । অনেক কিছু পরিকল্পনা করেন । কোথায় কি হচ্ছে দেখেন । কোথায় কি প্রয়োজন । কোন জায়গায় সমস্যা আছে । সমস্যা সমাধান কিভাবে হবে । এইসব আরকি ।
কিন্তু ভাই চোখের সামনের সমস্যা গুলো কি আগে সমাধান করা উচিত । তাই নয় কি । ঢাকার নব নির্বাচিত মেয়র যারা আছেন তার আশা করি এই বিষয় টির দিকে নজর দিবেন ।
©somewhere in net ltd.