নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

আবার শিশু নির্যাতন !!!

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

আবার শিশু নির্যাতন । এবার ফরিদপুর । খবরে দেখলাম রড দিয়ে পিটিয়ে নাকি মেরে ফেলা হয়েছে । কি নির্মম । আর আমি আর আমরা কিছু স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করি ।

.

আমার প্রশ্ন কোথায় মানবাধিকার কমিশন । তারা কি ঘুমায় নাকি । নাকি চোখ টিনের চশমা দিয়ে রাখছে । খুব তো বিচার বহির্ভুত হত্যা কান্ড নিয়ে বড় বড় কথা বলেন এই যে প্রতিদিন ই যেসব শিশু নির্যাতনের শিকার হচ্ছে মারা যাচ্ছে । কই আপনাদের প্রতিবাদ কোথায় আপনারা । নাকি দুদক এর মত আপনারাও নখ দন্তহীন বাঘ । যে আছে শুধু নামে ।

.

এবার আসি পশু গুলোর কথায় । তোদের কি মায়া দয়া বলতে কি কিছু নাই । নাকি তোমার বেজন্মার জাত । তোদের কি জন্মের ঠিক নাই মনে হয় । নিজের তো জন্মের ঠিক নাই তাই আরেক বাচ্চার উপর নির্যাতন করিস । তোদের লাইনে দাড় কড়িয়ে ব্রাশ ফায়ার করা উচিত ।

.

মনে হচ্ছে বাংলাদেশে নাই । পৃথিবীতেই আছি বলে মনে হচ্ছে না । আমি চাই এই পশু গুলোকে ফাসিতে ঝুলানো হোক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.