নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
নারী...
সে কখন ও মা, হ্যা মা । পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ । যে শব্দের না কোন ব্যাখ্যা হবে না কোন ব্যাখ্যার দরকার আছে । এই এক শব্দে পুরো পৃথিবী চলে আসে । যে সন্তানের জন্য নিজের জীবন কেও তুচ্ছ মনে করে । দশ মাস দশ দিন গর্ভে ধারন করেছে ।
সেই মা যিনি নারী তাকে সালাম ।
.
নারী...
সে কখন ও বোন । বোন হচ্ছে পৃথিবী মধ্যে সবচেয়ে কাছের মানুষ । যার তুলনা অপরিসিম । যার সাথে ভাগ করে নেয়া যায় সব কিছু । সেই মানুষ যার সাথে ঝগড়া আর মারামারি । তবুও যেন কখন ও নেই দূরত্ব । নেই রাগ আর অভিমান ।
সেই বোন যিনি নারী তাকে সালাম ।
.
নারী...
সে কখন ও স্ত্রী । স্ত্রী সেই মানুষ যার সাথে কাটে জীবনের প্রায় তিন ভাগ সময় । সেই মানুষ যে আমাদের সুখ দুঃখ, ভাল মন্দ সকল সময়ে পাশে থাকে । ভাগ করে নেয় । সারা জীবন বিলিয়ে দেয় নিজেকে ।
সেই স্ত্রী যিনি নারী তাকে সালাম ।
.
নারী...
সে কখন ও মেয়ে । মেয়ে হচ্ছে নারীর অন্যতম সুন্দর রূপ । মেয়েরা পরিবার কে আগলে রাখে । ছাড় দিতে দিতে বড় হয় সে । জীবনের অনেক কিছু থেকেই নিজেকে সরিয়ে নেয় । তবুও হাসি মুখেই থাকে।
সেই মেয়ে যিনি নারী তাকে সালাম ।
.
আসলে নারী সে তো খোদার অপূর্ব সৃষ্টি । সে প্রয়োজনে যেকোন রূপেই থাকতে পারে ।
আজ বিশ্ব নারী দিবসে সেই সব নারীদের সালাম ।
২| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: নারী বাঁচুক তার নিশ্চিত সম্মান নিয়ে....
নারী অধিকার নিয়ে আমার পোস্টটা পড়ে দেখবেন...
পোস্ট লিংক.