নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

চাই মানসিকতার বদল!!! কিন্তু শুধু কি ছেলেদের???

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩

কিভাবে শুরু করব ভাবছি । কি দিয়ে শুরু করব । লেখা টা কে কিভাবে নেবে । সেটা একটা বিষয় । এই লেখার পর অনেক ই আমাকে অপছন্দ করবেন । আমাকে গালিও দিবেন । কিন্তু সত্য সেটা আজও সত্য কাল ও সত্য ।
.
রেপ মানে ধর্ষন । এটা আমরা সবাই জানি । আজকাল বাচ্চা ছেলেমেয়েরাও বলতে পারে রেপ কি । কারন আমরা অতি আধুনিক হয়ে গেছি । এতটাই যে নিজেদের ভুল গুলোকেও সঠিক ধরে নেই। সে কথা বাদ । আমি রেপ কেন হয় সে বিষয়ে যাচ্ছি না । শুধু নিজের কিছু চিন্তা ধারা আর ভাবনা আর প্রশ্ন আছে ।
.
রেপ হলেই সবার টনক নড়ে । হই চই শুরু হয়, নিউজ কাভার করা হয় । অনেক চিল্লা চিল্লি হয় । কিন্তু কাজের কাজ কতটুকু হয় । যাই হোক । রেপ হওয়ার পর রেপিস্ট কে ধর পাকড়াও করার ব্যবস্থা করা হয় । রেপ হওয়ার পর ছেলেটার দোষ ই আমাদের কাছে চোখে পরে বেশি । তা তো হবে কারন আমরা নারীর স্বাধীনতা নিয়ে অনেক ভাবি । তাদের নিরাপত্তা নিয়ে অনেক সচেতন ।
.
আপনারা বলেন ছেলেদের সব দোষ মানে রেপিস্ট এর দোষ আরকি । আমিও বলি রেপিস্ট এর দোষ । আচ্ছা আপনারা বলেন ছেলেদের নজর সংযত করতে । আমিও আপনাদের বললাম ছেলেরা নিজেদের নজর সংযত করে নিবে । তারপর কি বিকিনি পরে বের হবেন । তারপর কি আপনার মা বোন কে জিন্স, টপস এগুলো পরে বের হতে দিবেন?? কারন ছেলেরা তো নিজেদের সামলে নিয়েছে । তখন তো আপনি নিরাপদ । ঘর থেকে বের হতে কোন সমস্যা ই হবে না । আমি পোশাক এর দোষ দিচ্ছি না । কিন্তু চলে আসে তাই বলা । রাস্তায় দুটি মেয়ে দাঁড়িয়ে একজন শালীন পোশাকে আর একজন জিন্স টপস পরা কাকে দেখে কমেন্ট আসবে?? কিছু দিন আগে নেটে একটা ছবি পেয়েছিলাম । সেটা এক মেয়ে তার উপরে কিছু নেই নিচে একটা শর্টস পরা । নিচে কি লেখা ছিল মনে নেই । তবে তাকে কেউ রেপ করতে যায়নি এবং সে নিরাপদ সেটা বলা ছিল । তাহলে আমরা কেন পিছয়ে থাকব তাই না । আপনারা ও শুরু করে দিন । পারবেন??
আচ্ছা নিজেকে একটু ঢেকে রাখতে বলছি না বোরখা পরতে হবে না । নিজের শালীনতার দিকে খেয়াল রাখতে হবে ।
.
আচ্ছা যারা রেপ হওয়ার পর চিল্লান তাদের বলছি কোন দিন কি মেয়েটাকে দেখতে গেছেন?? কোন দিন কি মেয়েটাকে বিয়ের কথা ভেবেছেন?? বা পরিবারের কারো সাথে বিয়ে দেয়ার কথা?? ভাবেননি জানি । আরে আমি নিজেই ভাবিনি । ভাবনাটা কিছু দিন হল এসেছে ।
আপনারা বলেন মানসিকতার বদলানোর তাই সেটাই চেষ্টা করছি । কিন্তু শুধু কি ছেলেদের একার মানসিকতা বদলাবেন আর আপু আপনারা???

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

সুরাইয়া বীথি বলেছেন: আমি মনে করি এক হাতে কখনো তালি বাজে নাহ ! তাই আমাদের এই সমাজকে সভ্য আর শালীন করতে ছেলে মেয়ে সবারই সহযোগিতা একান্তই কাম্য ! মেয়েদের ও যেমন সব দিক দিয়ে শালীন থাকতে হবে ঠিক তেমনি ছেলেরাও নিজেদেরকে সংযত করবে অপকর্মের হাত থেকে তাহলে হয়ত একদিন আমাদের সমাজ এই সব জঘন্য অশ্লীলতার হাত থেকে রেহাই পাবে ! আল্লাহ তা'আলা সবাইকে হেদায়েত করুন !!

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন: হ্যা । আমাদের সকলের উচিত এক সাথে কাজ করা । সবার ই নিজেদের সমাজ, সামাজিকতা, ধর্ম এসব কিছুর প্রতি খেয়াল রাখা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন । আমীন ।

ধন্যবাদ ।

২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩

আরজু পনি বলেছেন:

যারা রেপ হওয়ার পর চিল্লান তাদের বলছি কোন দিন কি মেয়েটাকে দেখতে গেছেন?? কোন দিন কি মেয়েটাকে বিয়ের কথা ভেবেছেন?? বা পরিবারের কারো সাথে বিয়ে দেয়ার কথা?? ভাবেননি জানি । আরে আমি নিজেই ভাবিনি ।...এই অংশটা বেশ দরকারী।

শুভেচ্ছা রইল, অপু।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

একলা ফড়িং বলেছেন: আপনি বলছেন 'রেপ হওয়ার পরে ছেলেটার দোষটাই সবার চোখে পরে।' কিন্তু আমি অন্যরকম দেখি। রেপ হওয়ার পরে একটা বড় অংশের মানুষ মেয়েদের চাল চলন, পোশাক ইত্যাদিকে দায়ী করে! আজকে বাংলাদেশের সব মেয়েরাও যদি ভদ্র শালীন পোশাকে ঘুরতে শুরু করে তবু কিন্তু রেপ বন্ধ হবে না! কারণ টিভি চলচ্চিত্র ইত্যাদি মিডিয়ায়, ইন্টারনেটে অশালীন ন্যুড উস্কানিমূলক ছবি ভিডিওর সহজলভ্যতা। বোরকা বা অন্যান্য শালীন পোশাক পরা মেয়েরাও ইভটিজিং এর শিকার হয়! তারাও রেপড হয়! মূল সমস্যা মন মানসিকতায়, শিক্ষায়, ধর্মীয় সামাজিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবে। এগুলো ঠিক রাখতে পারলে ছেলে মেয়ে সবাই ঠিক থাকবে।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

জ্যামিতিক লাভ বলেছেন: বিডিফোরামের কোথায় যেন আপনাকে দেখেছিলাম। আপনি সেই অপু সাহেব তো???

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন: বলতে পারব না ভাই । আমি কোন ফোরাম এ নেই ।

৫| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

নতুন বলেছেন: আপনারা বলেন ছেলেদের সব দোষ মানে রেপিস্ট এর দোষ আরকি । আমিও বলি রেপিস্ট এর দোষ । আচ্ছা আপনারা বলেন ছেলেদের নজর সংযত করতে । আমিও আপনাদের বললাম ছেলেরা নিজেদের নজর সংযত করে নিবে । তারপর কি বিকিনি পরে বের হবেন । তারপর কি আপনার মা বোন কে জিন্স, টপস এগুলো পরে বের হতে দিবেন?? কারন ছেলেরা তো নিজেদের সামলে নিয়েছে । তখন তো আপনি নিরাপদ ।

আপনি মনে হয় ধষ`ন কেন করে সেই বিষয়ে ভেবে দেখেন নাই।

সুস্হ যৌনঅনুভুতির সাথে কখনোই ধষ`ন জিনিসটা আসেনা। জোর করে পাওয়া, ছিনিয়ে নেওয়া, ডাকাতি, ছিন্তাই, হত্যা, মারধোর করার মতন আরেকটা কাজ এই ধষ`ন।

মানুষ যৌন অনুভুতির কারনেই কখনো ধষ`ন করে না। নারীর পোষাকে যারা দোষ খুজে পান তাদের প্রতি একটা অনুরোধ আরো একটু খুজে দেখের জন্য।



এটা স্রেফ দূবলের নারীকে একলা পেয়ে তার উপরে নিযা`তন.... ধষ`নের সাজা হত্যার মতনই হওয়া উচিত...

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন: রেপ কেন হয় সে বিষয় অনেক আগেই ভেবে দেখেছি । আর আমি পোশাকে দোষ দেখি না । রেপ হচ্ছে নিজের বিকৃত মানসিকতা।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.