নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

হেরে গেলেও পাশে থাকা চাই!!!!

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪

আমি ক্রিকেট বিশষজ্ঞ নই । তাই বিশ্লেষণ ও করতে চাই না । তবে আমরা খারাপ খেলিনি । হ্যা বোলিং এ আজ আমাদের খারাপ দিন গিয়েছে । আমাদের বোলাররা আজ সুইচ করতে পারেনি । অন্য দিকে পাকিস্তান ব্যাটিং ভাল করেছে ।
ক্রিকেটে এমন হতেই পারে । কেউ ভাল করবে কেউ খারাপ । হ্যা পাগলা সাপোর্টার হিসেবে আমি চাই আমার দল জিতুক । আজ হেরেছে তো কি হয়েছে । কাল জিতবে । তার জন্য তো আমি কারো অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারি না । কারো ব্যাটিং নিয়ে কথা বলতে পারি না । বোলিং নিয়ে সন্দেহ করতে পারি না ।
.
তামিম যখন খারাপ খেলছিল তখন আমারা কাছের এক বন্ধু বলছিল ওকে বাদ দেয়া উচিত । আমি বললাম নেগেটিভ না ভেবে পজিটিভ বল । ও বলল এইভাবে নাকি প্লেয়ারদের মোটিভেশন হয় । আমি ভাবি কিভাবে । আমারা ভুলে গেছি এই তামিম আমাদের ওয়ানডে তে সব চেয়ে বেশি রান তাড়া করে জিতিয়েছে ।
এবার আসি সাকিব এর কথায় । তার দিন খারাপ যাচ্ছে । একটা প্লেয়ার এর সময় খারাপ যেতেই পারে তাতে দোষের কি আছে । সে একই সাথে তিন ফরম্যাটে এক নাম্বার । সে আমাদের তার অল রাউন্ড পারফরমেন্স দিয়ে কত ম্যাচ জিতিয়েছে তার হিসেব কি আছে ।
মুশি আসলে ওকে নিয়ে বলার মত কিছু নেই । এই একজন আছে যাকে দেখলে আমার আর একজন এর কথা মনে পরে । কিন্তু মুশিকে কি নামে ডাকব তাই ভাবি ডিপেন্ডেবল নাকি মিষ্টার কনসিসটেন্স । খালেদ মাসুদের পর উকেটের পিছনে সেই সফল । যদিও সেও রান পাচ্ছে না তবে আশাবাদী আমি সে খুব তাড়াতাড়ি রানে ফিরবে ।
সৌম্য সরকার এর কথা যদি বলি সে আসলে নিজেকে খুজে পাচ্ছে না । নিজের ন্যাচেরাল খেলাটা আনতে একটু দিক হারিয়ে ফেলেছে । তবে চেষ্টার ত্রুটি হচ্ছে না । আশা করি অতি শীগ্রহী সে নিজেকে খুজে পাবে ।
তাসকিন কে নিয়ে বলার আছে । ওর বোলিং এ একটা জিনিস কমন তা হল ব্যাটসম্যান ওকে খুব সহজেই পড়ে ফেলে । যেমন এই বলের পর এই বলটা আসবে । ওর ভেরিয়েশন গুলোতে আরো কাজ করতে হবে ।
আল-আমিন কে নিয়ে বলার নাই রুবেল এর পর এই ছেলেকে আমার ভাল লাগছে । বোলিং ভাল। স্পিড আছে ।
সবশেষে ম্যাশ । মাই হিরো । তার মত অধিনায়ক আর আসবে না । সে চলে গেলে কে অধিনায়কত্ব নেবে ভেবেই ভয় হয় । কারন দলকে কিভাবে সামলে রাখতে হয় । মাঠে মনবল কিভাবে বাড়েতে হয় । কিভাব সবাইকে উতসাহ দিতে হয় । সে সেটা ভাল করেই জানে । টিম স্পিরিট কিভাবে কাজে লাগাতে হয় এই মানুষ টাকে দেখে শেখা উচিত ।
.
যাই হোক । আমি সাধারণ মানুষ । তবুও বলি যারা মাঠে খেলছে । আমাদের চেয়ে তারা ভাল বোঝে । তাদের ভিতর ও কাজ করে যে আমাদের জিততে হবে । তাদের অনেক চাপ সামাল দিতে হয় । তারা অনেক কিছু মাথায় নিয়ে খেলেতে নামে । তারাও চায় নিজেদের সেরাটা দিতে । দেশের জন্য, দেশের মানুষের জন্য জয়ী হতে চায় । তাই আমাদের উচিত হেরে গেলেও তাদের উতসাহীত করা । তাদের সাহস বাড়ানো । তাদের সম্মান করা ।


#respect_All_BD_Cricketers

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: হারলেও বাংলাদেশ , জিতলেও বাংলাদেশ ,

২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: হারলেও বাংলাদেশ , জিতলেও বাংলাদেশ ,

তো আবার আবার কি?

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো খেলতে তো সবাই চায়। কিন্তু খেলা জিনিষটাই এমন যে সব সময় ভালো খেলা সম্ভব না। সৌম্য, মুশফিকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রেখে বলছি যে, পূর্ণ কর্মোদ্যম ফিরে পাওয়ার জন্য যেমন বিশ্রাম ও ঘুমের দরকার হয়, তেমনি খেলাতেও বিশ্রাম ও ঘুমের প্রয়োজন আছে। যতি চিহ্ন না থাকলে বাক্য এলোমেলো হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.