নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের ঈদ আর এবারের ঈদ

০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:০১

ঈদের সপ্তাহ খানেক আগে ১৩ নভেম্বর মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন মুস্তাফিজ আর মেজর তাহের গুরুতর আহত হলেন।
১৪ তারিখ সকালে ক্যাপ্টেন মুস্তাফিজের ভাই মতিউর রহমান প্রধানমন্ত্রীর অফিসে প্রতিদিনের মত এপয়েন্টমেন্ট চেক করতে গিয়ে ডেস্ক ক্যালেন্ডারের পাতায় ভাইয়ের নাম দেখে জিজ্ঞেস করলেন -
-স্যার একটা কথা জিজ্ঞেস করতাম
-বলুন
-আপনার ডেস্ক ক্যালেন্ডারে ক্যাপ্টেন মুস্তাফিজের নাম লেখা, আমি বুঝতে পারছিনা কেন এই নাম লেখা?
-আগে বলুন আপনিই বা কেন মুস্তাফিজ সম্পর্কে জিজ্ঞেস করতে চাইছেন?
-স্যার, মুস্তাফিজ আমার আপন ছোট ভাই
এই কথা শুনতেই তাজউদ্দীন আহমদের মুখটা কালো হয়ে গেলো, জবাব দিলেন "১৩ তারিখ যুদ্ধ করতে গিয়ে মুস্তাফিজ আর তাহের আহত হয়েছে, কৃষ্ণনগর হাসপাতালে আছে। আমি ২০ তারিখ ঈদের দিন দেখতে যাবো, পরেরদিন সব খবর জানতে পারবেন।
ঈদের দিন নিজ পরিবারের সাথে এক মুহুর্ত না কাটিয়ে তাজউদ্দীন আহমদ ছুটে গেলেন আহত মুক্তিযোদ্ধাদের দেখতে, সারাদিন কাটালেন তাদের সাথে। ফিরে এসে জানালেন "মুস্তাফিজ ভালো আছে, ওর কোমরে যে বেল্ট ছিল, গুলি সেখান দিয়ে পেটে লেগেছে, ভাইটাল কোন অর্গান ক্ষতি হয়নি"।
ঈদের দিন তাজউদ্দীনের পরিবার নতুন কোন কাপড় কিনেনি, ডাল ভাত আর আলু ভর্তা ছিল দুপুরের খাবার, সকল মুক্তিযোদ্ধাদেরও একই অবস্থা ছিল। এই ঈদের দিনেও ব্রাক্ষনবাড়িয়ায় পাকিরা সিরু মিয়া ও তার ছেলেকে গুলি করে হত্যা করে।

#একাত্তরের_ঈদ

কার্টেসী - আরাফাত তানিম ভাইয়া

উপরেরটি ১৯৭১ এর ঘটনা ।

০১/০৭/২০১৬ গুলশান হোর্লি আর্টিজান রেস্টুরেন্ট

জংগি হামলায় নিহত ২২ । আজ তাদের ঘরে কি ঈদ হচ্ছে? হতে পারে সবাই তো বিদেশী । কয়েকজন মাত্র দেশী আর দুই জন পুলিশ । যারা বিদেশী তাদের কথা বাদ দেই । কিন্তু ভেবে দেখুন তো তাদের পরিবার এর কথা । হয়ত কয়েক দিন আগে ছেলের বায়নাতে নতুন শার্ট কিনে দিয়েছিলেন লোকটি । হয়ত মেয়ের পছন্দের জামা কিনেছিলেন মার্কেট থেকে স্ত্রীর জন্য নতুন শাড়ি । কিন্তু কি হবে এখন এসবের । যে পরিবারের এখন একক আনন্দ মুখর পরিবেশে থাকার কথা আজ তারা শোকের সাগর এ ডুবে আছে । হয়ত সমবেদন ছাড়া কিছু ই জানতে পারছি না । তবুও পাশে আছি ।

এইবারে ঈদ শোকস্তব্দ ঈদ ।

সবাই সাবধানে থাকুন । নিরাপদে থাকুন ।

সবাইকে ইদের শুভেচ্ছা ।

ঈদ মোবারক ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৩০

সুমন কর বলেছেন: এইবারে ঈদ শোকস্তব্দ ঈদ ।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন: হ্যা দাদা

এবারের ঈদ শোকস্তব্দ ঈদ....

২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

বিজন রয় বলেছেন: তবু..... ইদ মোবারক।

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

অপু দ্যা গ্রেট বলেছেন: আপনাকে ও

ঈদ মোবারক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.