নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের নামের ব্যবচ্ছেদ.....!!!!! ((১ম পর্ব))

৩১ শে জুলাই, ২০১৬ রাত ১:১০

ব্লগারদের নামের ব্যবচ্ছেদ করলাম । বিজ্ঞানের ছাত্র তো তাই ।

আগেই ক্ষমা প্রার্থী..


সুমন করঃ ইনি হচ্ছেন সেই যে কিনা সামুর কর খেলাপি এর তালিকায় প্রথম অবস্থান করছেন । আরে মানে কমেন্ট এর কর আরকি । কিন্তু তিনি তারপর ও কর দেন না । তাই সামু তার নামের সাথে কর লাগিয়ে দিয়েছে । যদিও এই তথ্য আমাদের ভুয়া সাংবাদিক এর দ্বারা প্রাপ্ত তবুও সত্য বলিয়া আমরা ধরে নিতে পারি ।

বিদ্রোহী ভৃগুঃ ভৃগু শব্দের অর্থ না জানার দরুন তার নামের সাথে স্যারেরা ভৃগু যুক্ত করে দেয় । আমাদের বুলবুলি আফা খবর নিয়া বলছেন যে তারপর তিনি নাকি বিদ্রোহ করে বসেন । এমন কি সামু এর নতুন নিয়মেও তার এলার্জি হইছে । ইহার জন্য ডাঃ হাতুরি এর পরামর্শ নিচ্ছেন । তাই তার এই বিদ্রোহী মনোভাব থেকে নাম হয়েছে বিদ্রোহী ভৃগু ।

শায়মাঃ সামুর খাদ্যবিদ ।
"" আমার সাধ না মিটিল,
আশা না ফুরিল,
সকল ই রান্না খায় মা
তাই রান্না করেন শায়মা ""
কিন্তু গোপন সংবাদ এই যে তিনি তার মায়ের বাধ্যগত । সব কিছু তেই শায় দেন । তাই নাম হয়েছে শায়মা ।

শশ্মান ঠাকুরঃ ইনি ঠাকুর বংশে জন্ম নেন । কিন্তু ছোট থেকেই এর শশ্মান এর প্রতি আলাদা টান আছে । ইহার জন্য তার কোন প্রেমিকাই ঠিকে নাই ।কারণ ডেটিং এর জন্য ইনি শশ্মান ছাড়া কোথাও যেতেন না । শশ্মানের প্রতি ভালবাসার জন্য তিনি সামুতে শশ্মান ঠাকুর নামে পরিচিতি পান ।

টোকন ঠাকুরঃ শশ্মান এর জাতি ভাই । কিন্তু মাথায় চুল নাই । সবাই টাক ঠাকুর বলত আর টোকা দিত টাকে । এই টাক থেকেই এসেছে টোকন

নতুনঃ এনার সম্পর্কে তেমন কিছু জানা যায় না । কারণ ইনি সব সময় নতুন । তবে ইনি পুরান জিনিস বেশি ব্যবহার করে থাকেন । তারপর ও সামুতে নতুন নাম নিয়েছেন ।

রেজা ঘটকঃ এনার সম্পর্কে অনেক সংবাদ আছে । তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের কারো বিয়ের সমস্যা থাকলে এনার সাথে যোগাযোগ করুন । কারণ ইনি এক সময় নামকরা ঘটক ছিলেন । আসলে তার নাম ছিল রেজাউল । কিন্তু নামটা বড় তাই ঘটকালী এর সাথে যুক্ত থাকার কারনে রেজা ঘটক বলেই লোক চিনত । পেশা ছাড়লেও নামটা ঠিক ই রয়ে গেছে । সামুর অন্যতম ব্লগার দের একজন ।

সাদা মনের মানুষঃ এনার কথা কি বলব । ইনি সার্ফ এক্সেল এ ধোয়া কাপড়ের মত ই সাদা । ইনি আকাশের মত বিশাল মত আর বকের মত ধবধবে সাদা মনের অধিকারী । কেউ কিছু চাইলে না করতে পারেন না । তাই কারো যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে জাগে তবে এনাকে নিয়ে যেকোন সমস্যা চলে যান । বিল দেয়ার আর চিন্তা করতে হবে না । ইনি সব বিল দিয়ে দেবেন ।

মনিরা সুলতানাঃ ইনি সামুর সিনিয়ারদের একজন । আপুর সুলতানা নামের সাথে আমার একটা আলাদা টান আছে সেটা বাদ । ইনি এক সময় মনির খানের বড় ভক্ত ছিলেন বলে জানা যায় । মনির খানের স্মৃতি ধরে রাখতেই তিনি তার নামের আগে মনিরা লাগিয়েছে । তখন থেকেই তিনি মনিরা সুলতানা ।

প্রামাণিকঃ ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি সব কাজে প্রমান খোজেন । ডাল লবন কম কেন হলো এর জন্য তিনি একবার শার্লক হোমস কে ডেকেছিলেন প্রমাণ যোগাড় করার জন্য জানা যায় । এনার কাজ ই হচ্ছে সব কিছুতেই প্রমান খুজে বের করা । স্কুলে যদি কেউ ০ পেতে কেন পেয়েছে সে বিষয়ে ইনি প্রমাণ খুজে বেরাতেন । তাই সামু তার নাম প্রামাণিক ছাড়া আর কোন কিছু দেয় নাই ।

কল্লোল পথিকঃ ইনি ছোট বেলা থেকে হাটতে পচ্ছন্দ করেন । রেকড আছে ইনি নাকি সব জায়গায় হেটে যাওয়ার চেষ্টা করেন । আসলে এর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে টাকা বাচানো । ইনি কিপ্টে টাইপের মানুষ । তাই এনার কোন হেলদোল নাই । তিনি কিপ্টেমিতে বাংলাদেশের রেকর্ড ভেংগেছে । ভবিষ্যৎ এ গিনেজ বুক কিপ্টেমিতে নাম তোলার ইচ্ছে আছে । তাই ইনি হাটার উপরেই আছেন । পথ এ পথে হাটে সেখান থেকে পথিক আর অরজিনাল নাম কল্লোল এর সাথে কল্লোল পথিক ।

সামু পাগলা০০৭ঃ ইনি একজন জেমস বন্ড ভক্ত । তবে গোপন সংবাদ এই যে ইনি পাবনার পাগলা গারদে ছিলেন পৌনে দুই দিন । তারপর তাকে ছেড়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ কিন্তু এখনো মাঝে মাঝে সমস্যা দেখা দেয় ।

চাঁদগাজীঃ ইনি সামুর সেই ব্লগার যিনি শহীদ হতে চেয়েছেন কিন্তু পারেন নি । মানে বিয়ে করে মানুষ শহীদ হয় এনিও চেয়েছেন কিন্তু পারেন নি । তারপর চাদে যাওয়ার প্রজেক্ট হাতে নেন কিন্তু সেখানেও ফেল মারেন । তাই সবাই তাকে চাঁদগাজী বলে ডাকতে থাকে । নামটা যাতে হারিয়ে না যায় তাই সামুতে ইনি চাঁদগাজী নাম নেন ।


আবারো ক্ষমা প্রার্থী যদি দুঃসাহস দেখাই । নিরমল আনন্দ দান শুধু উদ্দেশ্য । ভাল থাকবেন সবাই ।
((চলবে))

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১:২৮

কানিজ রিনা বলেছেন: হা হা খুব হাসলাম।

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:

প্রান খুলে হাসুন.....

২| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ইয়া মাবুদ হাহাহাহাহা
দিস পোস্ট মেইড মাই ডে থুক্কু.....

প্লিজ লাগে খান সাহেবের কুনো গান সাজেস্ট করেন না হয় ব কলমে ধরা খামু :-B

তবে যত যাই বলেন পৃথিবী কিন্তু আমার স্বপ্নের দিকেই এগুচ্ছে বাংলাদেশ, জার্মান,ইউ কে, এর পর হিলারীর ইউ এস।
সমগ্র দুনিয়া সুলতানাদের পদানত ;;)

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:

সরি ফর লেট

৩৬/৫ বা চিঠি লিখেছে শুনতে পারেন

৩| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: আমাকে নিয়ে কিঞ্চিত ভুল তথ্য আছে। আমি পৌনে দুদিন না দের দিনের মতো পাগলাগারদে ছিলাম। তারপরে পালিয়ে এসে ব্লগের অলিতেগলিতে পাগলামি করে বেড়াচ্ছি। ;)

সিরিয়াসলি বলি মজার একটা টপিক কিন্তু। পরের পর্বগুলো আরো গুছিয়ে হিউমার এবং বাস্তবতার সংমিশ্রনে লিখেল আরো মজা করে পাঠক পড়বেন।

লেখা ভালো হয়েছে।
ভালো থাকুন, পরের পর্বের অপেক্ষায়...

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

আবার যদি যান আমাকে নিয়েন

৪| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৯

সুমন কর বলেছেন: "" আমার সাধ না মিটিল,
আশা না ফুরিল,
সকল ই রান্না খায় মা
তাই রান্না করেন শায়মা ""
--- =p~ =p~

তবে প্রথমেই আমার নাম দেখে কিন্তু ডরাইয়্যা গেছিলাম !!! কি না কি, ব্যবচ্ছেদ কইরা ফালান.......তয় একডা হাছা কথা কই, কেউ কিন্তু অহন পর্যন্ত আমারে ২০১৬ সালের কর দেয়ন্যাইকা..... ;)

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:
আপাতত বিরিয়ানি খাওয়ান

কর দিতে হবে না

৫| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ২:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে । ভালো লেগেছে পোস্ট । !:#P

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:

ধন্যবাদ

৬| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ২:২১

জেন রসি বলেছেন: হা হা হা

মজার পোস্ট। :)

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:
হা হা হা হা

আপনার টা ও আসবে

৭| ৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬

নয়ন বিন বাহার বলেছেন: বর্ননাগুলো অসাধারন লাগল। ভাল লিখেছেন। পড়তে পড়তে খুব হাসলাম। আরও হাসার প্রস্তুতি নিয়ে রাখলাম।
ভাল থাকবেন নিরন্তর..........

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:

আপনি ও ভাল থাকবেন

৮| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৫

সভ্য বলেছেন: চলুক, কেউ মাইন্ড করলে তাকে ফাইন করবেন।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

ফাইন হিসেবে বিরিয়ানি হবে

৯| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা! ব্যাপক বিনোদন। ;)

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:
আরো আসবে

ওয়েট করুন

১০| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১:০৫

গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী ভাইকে আশা করছি!! :)


পোস্টু ভালা হইসে!!

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:
তাহাকে আমি ও আশা করছি

আপনার টা আসতেছে

১১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ২:০৭

চন্দ্রভুক বলেছেন: অসাধারন আইডিয়া ..........। সুপার ন্যাচারাল ইমাজিনেশন
অনেক মজার একটা পোস্ট কিন্তু নিজের নামের ব্যবচ্ছেদ করলে আরও সুন্দর হত -

অপু দ্যা গ্রেট
কাউকে করেনা হেট
গ্রেট গ্রেট লেখা লিখে
বদলাবে নিজের ফেট ।
আলেকজান্ডার দ্যা গ্রেটের ছোট এক ভাই জন্ম নিয়েছে বাংলাদেশে । সে ও তার মত মহাবীর । নাম তার অপু দ্যা গ্রেট । তবে আলেকজান্ডার এর মত সে সাম্রাজ্য বিস্তার করতে চায় না , তার স্বপ্ন সামুর সকল ব্লগার ও কোটি বাঙ্গালির মনে তার সাম্রাজ্য বিস্তার । তাই সে অস্ত্র নয় কাগজ কলম আর সৃজনশীলতা নিয়ে মাঠে নেমেছে । সে সফল হবেই হবে ...............।


০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

নিজের টা পরে করব ভাবছি

১২| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর পোস্ট ভালো লাগল ।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ

১৩| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



ফানি ফানি কথাবার্তা
বাকি ব্লগারদের নিকের উপর আপনার দক্ষতা দেখান!

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:

মিস করছিলাম

সময় পেলেই বসে যাব দক্ষতা দেখাতে

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩

নীলপরি বলেছেন: দারুন লাগলো । চলতে থাকুক ............:)

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:

আপনার নামটাও মাথায় থাকল

ধন্যবাদ

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-))

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনার পালা চলে এসেছে ।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আয়াম ওয়েঠিং :D

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




দু এক দিন ওয়েট করেন ।

পরের পর্বের কাজ প্রায় শেষ । আপনাকেও নিয়ে নিচ্ছি ।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগারদের নামের ব্যবচ্ছেদ বেশ মজার হয়েছে। চন্দ্রভুক এর মন্তব্যটা ভাল লেগেছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ স্যার ।

আশা করছি পরের পর্ব আজকের মধ্যেই দিতে পারব ।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

শায়মা বলেছেন: চন্দ্রভুক ভাইয়া স্যালুট!!
আমিও ভাবছিলাম সবার নামের ব্যবচ্ছেদ হলো ভাইয়ার নিজের নাম কই!!!

হাহা হা হা হা তার নামের ব্যবচ্ছেদে আমি মুগ্ধ!!!!!!!!
(আলেকজান্ডার দ্যা গ্রেটের ছোট এক ভাই জন্ম নিয়েছে বাংলাদেশে । সে ও তার মত মহাবীর । নাম তার অপু দ্যা গ্রেট । তবে আলেকজান্ডার এর মত সে সাম্রাজ্য বিস্তার করতে চায় না , তার স্বপ্ন সামুর সকল ব্লগার ও কোটি বাঙ্গালির মনে তার সাম্রাজ্য বিস্তার । তাই সে অস্ত্র নয় কাগজ কলম আর সৃজনশীলতা নিয়ে মাঠে নেমেছে । সে সফল হবেই হবে ...............। )

তবে তাহার একজন মেজভাইও আছেন অশোকা দ্যা গ্রেট.... :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





আপু নিজের নামের ব্যবচ্ছেদ করার ইচ্ছে আছে । সেটা নিয়ে কাজ করছি ।

আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে ।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আর চাদগাজীরটা বেশি ভালো হয়েছে!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ।

ভাল লাগলে এবং আনন্দ পেলে সেটাই সার্থকতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.