নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

মোটিভেশন এবং আমি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

চাকরিতে দুদিন হয়ে গেল আজ । একটা ভয় ছিল পারব তো । এটা আমার সব সময় হয় । তাই নিজেকে একটা স্পেশাল ট্রিট দেই । সেটা যাই হোক, যদিও এটা ছোট একটা জব । কল সেন্টার এর । অনেকেই শুনে হেসেছে । তাদের কাছে কৃতজ্ঞ আমি । কারণ তাদের হাসিটা আমাকে ভিতর থেকে জাগিয়ে তুলেছে ।

আচ্ছা বাদ দেই তাদের কথা । আমরা মোটিভেশন খুজে বেড়াই সব সময় । যখন চারদিক থেকে বিষণ্ণতা আর হতাশা ঘিরে ধরে তখন ই দরকার হয় পাশ থেকে অথবা পিছন থেকে বলা এগিয়ে যাও । উৎসাহ দেয়া । যাতে সে নিজেকে নতুন ভাবে নতুন উদ্যমে কাজ করার সাহস পায় । কিন্তু কয় জন দেই এই মোটিভেশন ।

একটা উদাহরণ দেই,
আমি যখন এই জবটার ট্রেনিং এ ছিলাম । তখন একজন ছিল সেই ট্রেনিং এ । যদিও সে এখন নেই কারন তার অন্য কোথাও জব হয়ে গেছে । আমি এমবিএ করছি তাকে বলেছি । তখন সে আমাকে বলেছে আপনার অনেক সমস্যা হবে । এটা সেটা, এই ওই আরো অনেক কিছু । তখন তাকে আমি কিছু বলিনি কারণ যেহেতু ট্রেনিং হচ্ছে তারপর পরীক্ষা সেখানে যেকোন কিছু ই হতে পারে । কিন্তু দুই দিন আমি খুব মন কষ্টে ছিলাম । তাকে আমি আমার সমস্যা বলে ভুল করেছি । তারপর নিজেই নিজেকে মোটিভেট করলাম । তাকে ভুল প্রমাণ করতে হবে । আত্মবিশ্বাস বাড়ালাম আজ শিখছিলাম সেগুলো ই বার বার দেখছিলাম । পরীক্ষা দিলাম টিকে গেলাম । জয়েন করলাম । এখন সেখানেই আছি ।

এখান থেকে যে শিক্ষা নিয়েছি তা হলো নিজের সমস্যা তাকেই বলা উচিত যে আপনাকে বুঝবে । আপনার সমস্যাটিকে দূরে করে দিয়ে আপনাকে মোটিভেট করবে । আপনাকে যে বলবে আরে এসব কিছুই না, এগিয়ে যাও । তুমি পারবে, ভয় কেন পায় ।

তবে সত্যি যদি বলি এই কথা বলার মানুষ গুলো সংখ্যায় অনেক কম । তাই মানুষ এর পাশে থেকে তাকে মোটিভেট করার চেষ্টা করুন । সে যে পারবে না আপনি কি করে জানেন । হয়ত আপনার মোটিভেশন তাকে সঠিক পথে যেতে সাহায্য করবে ।

আশা করি সবাই মোটিভেশন করবেন ।

ভাল থাকুন । সুস্থ থাকুন । আর আপনার চারপাশ পরিস্কার রাখুন ।

বিঃদ্রঃ কিছু মানুষ এর কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

ক্লে ডল বলেছেন: মানুষের জীবনে অনুপ্রেরণার প্রয়োজন অনস্বীকার্য। খুব ভাল লাগল লেখাটি।

আপনাকে অভিনন্দন নতুন চাকরির জন্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ ।

আসলে যেটা বুঝেছি মানুষ কে সব সময় মোটিভেট করা উচিত । কেউ ভেংগে পরলে তাকে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা উচিত । কিন্তু এই কাজ টি খুব কম মানুষ ই করে থাকে ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: ভাল থাকুন । সুস্থ থাকুন । আর আপনার চারপাশ পরিস্কার রাখুন । -- ভালো বলেছেন।
আজকাল কিছু মানুষ চারপাশ নোংরা রাখতেই ব্যস্ত থাকে।

কেমন আছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ দাদা

ভাল আছি । তবে অনেক দিন পর ফিরতে পেরে ভাল লাগছে ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: নিজের সমস্যা তাকেই বলা উচিত যে আপনাকে বুঝবে । আপনার সমস্যাটিকে দূরে করে দিয়ে আপনাকে মোটিভেট করবে । আপনাকে যে বলবে আরে এসব কিছুই না, এগিয়ে যাও । তুমি পারবে, ভয় কেন পায় ।

সহমত ।।
অভিনন্দন আপনাকে নিজেকে মোটিভেট করে এগিয়ে নিয়ে যাবার জন্য , শুভ কামনা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন: ধনযবাদ :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


কাজে সবাইকে উৎসাহ দেয়ার দরকার; উৎসাহ দু:সময়ে সাহস যোগায় ও ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহাযয় করে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ ভাই
উৎসাহ গুলো আপনাদের কাছ থেকেই বেশি পাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.