নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
বাংলাদেশ দল হেরেছে । এটা কোন খবর নয় । বাস্তবতা!!! মানতে কষ্ট হয় । আমরা বাঙালিরা অনেক বেশি আবেগ প্রবণ এটা ঠিক । তার চেয়ে বড় কথা ক্রিকেট মিশে আছে আমাদের প্রানে । এই ক্রিকেট আমাদের নিয়ে আসে এক জায়গায় । হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ এক হয়ে যায় এই ক্রিকেটেই । তখন না কোন দল থাকে না বিরোধী দল । তখন সবাই বাংলাদেশ ।
হ্যা একটা সময় ছিল হারটা চোখের অশ্রু হয়ে পরত । রাত জেগে খেলা দেখতাম শুধু একটা জয় দেখব বলে । মা আমার ক্রিকেট ব্যাট পুরিয়ে দিয়েছিল ক্রিকেটের ভুত তাড়াবার জন্য । কিন্তু তার বদলে ভুত ঘাড়ে চেপেই রইল । সেই টেস্টে ৪০০ রানের ইতিহাস যেন এখন ও চোখ থেকে সরে না । হারতাম কাদতাম, কিন্তু পরের খেলায় আবার এক বুক আশা নিয়ে খেলা দেখতাম । আজ জয় পাব ই । এবার আর কেউ ঠেকাতে পারবে না ।
নাহ জয় যে লুকোচুরি খেলত আমাদের সাথে । পাকিস্তানের সাথে সেই ঐতিহাসিক জয়ের কথা মনে পরে । ছোট ছিলাম বলে হয়ত আনন্দের পরিমান বেশি ছিল । হাফ প্যান্ট ড্যান্স দিয়েছিলাম । তারপর স্কটল্যান্ড এর সাথে জয় । ধীরে ধীরে হাটা । কিন্তু টেস্টের জয় যে অধরা ছিল । তাও জয় করলাম । কিন্তু তারপর আবার হারলাম কানাডার সাথে । টানা তিন দিন ঘুমাতেই পারিনি । কানাডার সাথে হেরেছি এটাও বিশ্বাস করতে হবে ।
তারপর আবার ঘুরে দাড়ানোর পালা । ইন্ডিয়া আর দক্ষিন আফ্রিকা ভাল ভাবেই টের পেল । আমরা আর সেই ছোট্ট ব্যাঘ্র ছানা নই । এখন আমরা অনেক বেশি পরিনত । আমাদের উন্নতি যে আতে ঘা লাগার মত ফোস্কা পরে গেল । ব্যাস শুরু হয়ে গেল । তিন মোড়ল গঠনের । কিন্তু তাই বলে কি আটকে রাখা যাবে । যে জাতি ভাষার জন্য যুদ্ধ করে, যে জাতি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তাদের ঘুরে দাড়াতে সময় লাগে না । আবার ঘুরে দাঁড়ানো । এবার ইন্ডিয়ার সাথে পাকিস্তান । কিন্তু ফাইনাল হারলাম । তাও সেই পুরানো শত্রুদের কাছে । চোখ সেদিন বাধ মানেনি । সাকিব,তামিম,মুশিদের সাথে পুরো বাংলাদেশ কেদেছে । তারপর একে একে আরো । কাপ যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে ।
শেষ হচ্ছে ট্রাইনেশন কাপ দিয়ে । আমাদের শুরুটা ভালো ছিল । তিন ম্যাচের জয় । মাঝে একটা আবার শ্রীংলকার সাথে । কিন্তু শেষ দুটি ম্যাচ ভালো হলো না । ৮২ রানে অল আউট সিরিয়াসলি । মনে হচ্ছিল সেই ম্যাচ দেখছি যখন আমাদের প্রথম তিন চার জন ব্যাটসম্যান রান করেই ফিরে যেত প্যাভিলিয়ন । টেনেটুনে ১৫০ পার হতো আর শান্তি লাগত । কিন্তু এখন তো সেসব অতীত । আমরা তিনশ রান চেজ করেও জিতেছি । তবে এ আবার পুরোন অতীত কেন ফিরে আসবে । ভুতটা আবার ফিরে এলো নাতো ।
না ভুত আসেনি । দোষ আমাদের । আমাদের অতিরিক্ত আশা করা এবং ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞানহীনতা । শুধু একটা কারনে ইন্ডিয়ান টিম কে পছন্দ করি তাদের দায়িত্ব জ্ঞান হ্যা, এটাই । তিন উকেট শেষ তখন মনে হবে যেন টেস্ট ম্যাচ দেখছেন । মনে হবে এই খেলা দেখার কোন মানে নেই । কিন্তু বেশি না দশ ওভার পরে আবার দেখুন ম্যাচের চেহারা পালটে যাবে । আমরা যারা দর্শক আছি তারা কখন ও গঠনমূলক সমালোচনা করি না । ক্রিকেটারদের মানসিক দিকটা ভাবি না । আজ সাকিব তার হাত ভেঙেছে । কই দেখলাম না তো সেই লোক গুলো যারা তাকে বেয়াদব অসভ্য বলে গালি দিতে । বরং সেই গালি দেয়া ব্যক্তি এখন স্ট্যাটাস হাকায়, "" সাকিব্বাই গেট ওয়েল চুন "" । সবই ওয়েল মানে তেলের কারবার ।
যাই হোক অনেক কথা বললাম, আমি সাধারণ একজন মানুষ শুধু বাংলাদেশের ক্রিকেটে একটু প্রত্যাশা বেশি রাখি । সবার চেয়ে বেশি নাকি জানি না । কিন্তু বেশি প্রত্যাশা করি । আশা রাখি ক্রিকেটাদের দায়িত্বজ্ঞান একটু হলেও বাড়াবে ।
একজন বাংলাদেশী
ক্রিকেটপ্রেমী
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮
অপু দ্যা গ্রেট বলেছেন: অন্ধ নই ভাই । তবে খেলোয়ারদের আরো দায়িত্বশীল হতে হবে। দুটো ম্যাচ জেতা মানেই আমাই টুর্নামেন্ট জিতে ফেলেছি এমন নয়
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬
তারেক_মাহমুদ বলেছেন: ক্রিকেট এখন আর শুধু খেলা নয়, অনেক আবেগ, অনেক ভালববাসার নাম, আজ হেরেছেতো কি হয়েছে কাল জিতবে, এগিয়ে যাও বাংলাদেশ ।
ধন্যবাদ অপু ভাই সুন্দর লেখার জন্য।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
অপু দ্যা গ্রেট বলেছেন: গতকাল একজনের একটা স্ট্যাটাস ভালো লেগেছে । বাংলাদেশের উন্নতি অনেকটা ট্রেড মিলে দৌড়ানোর মত।
আশা রাখি সামনে কাপ খরা কাটিয়ে উঠব।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: খুব কষ্ট পেয়েছি।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
অপু দ্যা গ্রেট বলেছেন: আগে হলে সয়ে যেত । কিন্তু এখন কেন জানি মেনে নিতে পারিনি ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: খেলোয়ারদের আরও বেশি প্রফেশনাল হতে হবে।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
অপু দ্যা গ্রেট বলেছেন: কবে যে তারা তাদের দায়িত্বটা বুজবে । এজন্যই ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে আছে।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
জনৈক অচম ভুত বলেছেন: হেরেছে তাতে দুঃখ নেই। কেবল একটাই আফসোস, প্রতি ম্যাচেই আমাদের অধিকাংশ ব্যাটসম্যান প্রতিপক্ষকে উইকেট বিলিয়ে দিয়ে আসে।
২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন: এটাই তো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: হুম, লেখায় মনের ক্ষোপ প্রকাশ পেয়েছে।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
অপু দ্যা গ্রেট বলেছেন: দাদা ভালো আছেন ।
ক্ষোপ আরকি কষ্ট পাই অনেক ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: বাংলাদেশিরা সবকিছুতেই একটু অন্ধ।
এদের গোঁড়াতেই অনেক গলদ।
কি আর করা।