নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

বিরিয়ানি লাভারঃ অনুগল্প (রম্য)

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১০




: এই একটু নিচে নামো তো ।

: কেন?

: আরে আসোই না । সারপ্রাইজ আছে ।

: আসতেছি, ওয়েট ।

নিচে নামার পর,

: তুমি এখানে কি করতেছো?

: তুমি না বললে যে তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে । তাই তোমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এলাম ।

: তুমি আমাকে এতো ভালবাস ।

: এখন উপরে যাও । আর খাও, আমি আসি ।

: আচ্ছা ।

আমি চিকেন বিরিয়ানি নিয়ে উপরে এলাম । আহা কি সুগন্ধ । টিফিন বক্সের মুখ খুলেই একটু পোলাও মুখি দিলাম । কিন্তু স্বাধ পেলাম না । ঘটনা কি এমন তো হওয়ার কথা না । দেখি তো মুরগির রান ট্রাই করে । কামড় দিলাম । কিন্তু এত পানসে আর গোশত ছিড়ে না কেন । রান তো আর ছিড়ে না । ঘটনা তো বিশেষ ভাল না ।

এই পর্যায়ে আম্মা আমাকে ঘুম থেকে ডেকে উঠালেন । কিরে অপু কি হয়েছে । তুই তুলা খাচ্ছিস কেন!!! আর কোলবালিশ মুখে দিয়ে টানাটানি করছিস কেন!!!!

আমি এই পর্যায়ে চোখ খুললাম । হায় হায় কই আমার বিরিয়ানি । কই সেই রান । আর কই সেই গার্লফ্রেন্ড ।

স্বপ্ন সব ই স্বপ্ন ।

অনুগল্পঃ বিরিয়ানি লাভার

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! আপনে দেখি আমার গল্পের মতন স্বপ্নে ভাসছেন। :D

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:

কিছু করার নেই । বিরিয়ানি ছাড়া এখন কিছুই ভাবতে পারছি না ।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

ওমেরা বলেছেন: ঘুম থেকে জাগেন স্বপ্ন দেখা ছারেন।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:
কি বলেন ভাই । স্বপ্ন দেখা ছাড়লে তো সমস্যা । এট লিস্ট স্বপ্নে বিরিয়ানি পাওয়া যাচ্ছে ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:

আপনি নিজে পড়ার জন্যই লিখেছেন? এটাকে রম্য বলা সম্ভব?

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ স্যার ।

আপনার কমেন্ট পাওয়াটা আমার সৌভাগ্য ।

আসলে আমি একটা হাসির গল্প লিখতে চাচ্ছিলাম । যেটা বেশি বড় হবে না আবার ছোট হলেও মানুষ মজা পাবে । রম্য বলতে আমি শুধু হাসিটাকেই বুঝিয়েছি ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এই স্বপ্ন পূরণ করা কিন্তু সহজ। করেছিলেন তো?

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী !!

এই লেখার আগে আমি বিরিয়ানি খেয়েছিলাম ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: হাহাহাহাহা............... !:#P

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

হাহাহাহাহাহাহা ;) B-) B-) :D B-)

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খারাপ না...

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ!!!!!

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ !!!!

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প তা পরিস্কার বুঝতে পারছি।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেকটাই বাস্তব ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে বেচারা ! বিরিয়ানি খাওয়ার জন্য ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে হচ্ছে। তবে মুরগীর রানটা কিন্তু বেশ টেস্টি ছিল। হা হা হা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:
সেটা আর বলতে হয় । বিরিয়ানির স্বাধ এখনো মুখে লেগে আছে ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

আরজু পনি বলেছেন: হাহাহাহা
মজা পেয়েছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.