নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
ব্লগ ডে খুব কাছাকাছি চলে এসেছে । যত দূর জানি হঠাত করেই ব্লগ ডে পালন করা বন্ধ হয়ে যায় । যদি তখন আমি এত ব্লগে সময় দিতাম না । নিজের ই তো ঠিক ছিল না । আমি ব্লগে আছি ২০১২ থেকে । তখন শুধু পড়তাম । আইডিও করিনি । তবে ব্লগে লেখার উৎসাহ পেয়েছি আমার এক্স গার্লফ্রেন্ড থেকে । তিনি যদি আমাকে ছ্যাকা দিয়ে ব্যাকা না করিয়া দিতেন তবে মনে হয় ব্লগে আসতাম ই না । ইহার জন্য হইলেও তাহাকে আমি কিছুটা ধন্যবাদ জানাই ।
২০১৫ থেকে শুরু । তারপর অল্প অল্প করে যাত্রা করি । মাঝে মাঝে গেট টু গেদার এর ছবি দেখি । খারাপ লাগে । আমি যেতে পারিনা । কখন কোথায় হয় জানি না । কিভাবে যোগ দিব । আবার কাউকেই চিনি না । আমি আবার একটু লজ্জা পাই কিনা ।
তবে এবার আর মিস হবে না । ইয়েস । ব্লগার অগ্নি সারথি ভাইয়ের পোস্ট চোখে পরল । আর কি দেরি করা যায় । তাকে নক দিলাম । মেল করালাম । তিনিও সুন্দর ভাবে রিপ্লাই দিলেন । আমি শুধু অপেক্ষা করলাম । কবে ঢাক আসবে । এ যেন চাতক পাখির মত অপেক্ষা ।
ঢাক এলো এবং আজই এল । গত তিন দিন এমবিএ এর কনভোকেশন নিয়ে দৌড়ের উপর ছিলাম । তাই মেল চেক করিনি । তবে আজ অফিসে বসে ব্লগে ঢুকে বসে বসে চিন্তা করছি । তখন ফোন আসল ।
- হ্যালো
- আমি অগ্নি সারথি
- জ্বী । ভাইয়া বলুন ।
- আপনি তো রিপ্লাই দিলেন না ।
- চুপ
- আজ একবার আসতে পারবেন ।
- জ্বী । অবশ্যই ।
- আচ্ছা চলে আসুন ।
এরপর কি আর অফিসে বসে থাকা যায় । ব্যাগ গুছিয়ে দে ছুট । অফিসের সেকেন্ড বস আর আমার ইডিটর ইন চিফ হা করে তাকিয়ে কোথায় যাও । ভাইয়া আমি তো ১২ টার আগেই সব কাজ শেষ করে ফেলেছি । আর দাড়াই নাই । দৌড়ের উপর ছিলাম ।
তাও লেট করেই পৌছালাম । নিজের কাছেই অপরাধী হয়ে গেলাম । দেরি করে কোথাও যাওয়া আমার ধাতে নেই । তবে অবশেষে দেখা পেলাম তার । হাসি খুশি একটা মানুষ ।
একটা কথা তো বলাই হয়নি । আমরা বসে ছিলাম নীলসাধু ভাইয়ের "এক রঙ্গা এক ঘুড়ি" এর অফিসে । আমি একটু ভয়ে ভয়ে ছিলাম । কারন এত বড় বড় মানুষের সাথে দেখা করতে যাচ্ছি । এটাও ভাগ্যের ই বলতে হবে ।
তারা সবাই আমাকে সাদরে আপন করে নিলেন । আমি যে নতুন তাদের সামনে সেটা মনেও হচ্ছিল না । সবার সাথে আলাপ হলো । আমি জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে ।
আমাদের সবার প্রিয় ব্লগার কাল্পনিক_ভালবাসা এসে হাজির । আমি তো পারলে নাচি । তারপর ব্লগ ডে নিয়ে আলোচনা হলো ।
হ্যা !!!!
এবারের ব্লগ ডে হচ্ছে । আশা করি খুব সুন্দর ভাবে হবে । আপনাদের সবার সাথেই দেখা হবে । বিস্তারিত আসবে । আমি শুধু একটা টিজার দিলাম । খুব সুন্দর একটা প্ল্যান হয়েছে । সাধারন ভাবে বলতে গেলে এটা আসলে ব্লগারদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করার ছোট্ট প্রয়াস ।
কোথায় কিভাবে হবে সেটা আপনারা জানতে পারবেন । খুব শীঘ্র ই এটা নিয়ে পোস্ট আসছে ।
আশা রাখি সবার সাথে দেখা হবে ।
হ্যাপি ব্লগিং ।
আপডেট
ব্লগ ডে নিয়ে বিস্তারিত - ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮ - অগ্নি সারথি
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনি আসছেন তো ?
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে তো ডার্কওয়েবে আয়োজন করা লাগবে
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি রাজি । আপনি আয়োজন করেন ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাপি ব্লগিং ডে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনিও আসুন । আপনাকে চাই ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি দ্রুত আমায় একটি মেইল করুন।
[email protected]
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
মেইল করেছি ।
ধন্যবাদ ।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
ল বলেছেন: হ্যাপি ব্লগ ডে --- ছবি কোথায়?
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখন তো মাত্র কাজ শুরু হলো। ব্লগ ডে তো দেরি আছে।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭
নীলপরি বলেছেন: হ্যাপি ব্লগিং
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যাপি ব্লগিং
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
ওমেরা বলেছেন: তাহলে একটু নাচা নাচির ভিডিও দেন আমরা বসে বসে দেখি।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি তো নাচতে পারি না ।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: সমস্ত ব্লগাররা মিলেমিশে থাক এটাই চাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার ও এটাই চাওয়া ।
আপনি আসছেন তো?
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪
ওমেরা বলেছেন: খুশীতে না নাচতে চাইলেন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আচ্ছাএক দিন সময় করে নৃত্য দেখাবো নে ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ অপু! ২১ তারিখ হয়তোবা ব্লগারদের জন্য অন্য রকম বিশেষ একটা দিন হবে।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি আপনার কাছে কৃতজ্ঞ ।
এমন একটা আয়োজনে পাশে থাকতে পারছি ।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাপি ব্লগিং ডে,
সবার জন্য বয়ে আনুক শুভবার্তা ।
..........................................................................................
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যাপি ব্লগ ডে
আশা রাখি আপনি আসবেন ।
ধন্যবাদ ।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ...।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
ভালো কথা, ব্লগদিবসে ব্লগারদের একত্রিত হওয়া দরকার।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
স্যার আপনি থাকলে আরো ভাল হতো ।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন টিজার দিলেন!
জম্পেস ব্লগ ডের পূর্বাভাস পেলাম!!
দারুন আয়োজনে সফল ব্লগ ডে'রঅগ্রিম অভিনন্দন
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা ।
আশা রাখি আপনিও আমাদের সাথে থাকবেন ।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
হাবিব বলেছেন:
ব্লগ ডে'র আপডেট আপনার কাছ থেকে পাবো আশা করি।
ব্লগ ডেতে থাকার ইচ্ছা আছে ইনশাআল্লাহ
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
অবশ্যই ।
আমরাও আপনাকে পাবো আশা রাখছি ।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
আমি তুমি আমরা বলেছেন: ব্লগ ডে'র জন্য শুভকামনা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনাকেও
আশা রাখি আপনি উপস্থিত থাকবেন ।
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: ব্লগ জগতে নীল সাধুর তুলনা নাই। এই লোকটার জন্য অনেক ব্লগারের সাথে সরাসরি পরিচিত হতে পেরেছি।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনাকেও চাই এবার ।
আসতে হবে ।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: প্র বাসে র যা রা তা রা কি করবে ?
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনাদের জন্য শুভ কামনা রইল ।
তবে আপনারা প্রবাসী ব্লগারা নিজেদের মত আয়োজন করতে পারেন ।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাকু হাসান বলেছেন:
আপনার সাথে সাথে অনেকের স্বপ্ন পূরণ হবে । শুভকামনা রইলো । ভালো একটা গেট টুগেদার হোক । এটা খুব দরকার । এতগুলো ব্লগার এক ছাতার নিচে আছে ,একটু মিট করবে না এটা কোনো কথা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনি আসবেন তো ?
আপনাকে আমি ব্যক্তিগত ভাবে চাই । আসার অনুরোধ রইল ল।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
সাজিদ শুভ বলেছেন: আশা করি ব্লগ ডে ভালোভাবে পালিত হবে
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
আপনারও আমন্ত্রন রইল ।
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্লগ ডে মানেই আমার কাছে অন্য ধরনের অনুভুতি !!! এই ব্লগবাড়িকে আমি খুবই ভালবাসি !! ব্লগে অনিয়মিত হলেও নাড়ির টান সব সময় আছে এবং থাকবে
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
চলে আসুন । অনেক মজা হবে আশা রাখি ।
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
সুমন কর বলেছেন: টিজার ভালো লিখেছ.......... অনুভূতির দারুণ প্রকাশ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ দাদা ।
আপনাকে কিন্তু আসতেই হবে ।
https://www.somewhereinblog.net/blog/agnisarothi/30264367
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ ব্লগ দিবস....
X