নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

এক ঝাক তারার মেলায় সামুর ১০ম ব্লগ ডে উদযাপন এবং বিস্তারিত - ছবি ব্লগ

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০





হ্যালো ব্লগার্স

কেমন আছেন সবাই? ভাল আছেন বলে আশা রাখি । সবার আন্তরিকতায় এবং ভালবাসায় পালিত হয়ে গেল দশম বাংলা ব্লগ ডে । যারা জন্য অনেকেই হয়ত অধীর আগ্রহে ছিলেন । অনেকের সাথে পরিচয় ছিল শুধু ব্লগে । আজ অনেকের সাথে পরিচয় হলো । অনেকের অজানা ও ব্লগে মজার অভিজ্ঞতাও জানা হলো ।

অনেক পুরাতন সিনিয়র ব্লগাররাও ছিলেন । এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরনার । তারা হয়ত সময়ের অভাবে আজ ব্লগে সেভাবে আসতে পারেন না । সময় দিতে পারেন না । তারা এখানে সময় বের করে এসেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞ । তো চলুন ব্লগ ডের কিছু ছবি দেখা যাক ।




ব্লগারদের যে সময় দেয়া হয়েছিল । তারা ঠিক সেই সময়ে উপস্থিত হয়েছে । ছোট একটা আড্ডাও শুরু হয়ে গিয়েছে । আর আমি ক্যামেরার পিছনে আছি ।



অগ্নি সারথি ভাই সবার মাঝে তার মুল্যবান জ্ঞান প্রদান করছেন । ওপাশে লিলিয়ান আপু মনযোগ দিয়ে শুনছেন । ভাই তার পরবর্তিতে এলিয়েন এবং পৃথিবী নিয়ে যে গবেষনা হবে তার ব্যাপারে সবাইকে বলছেন । আশা করি এটা তার যুগান্তকারী এক রিসার্চ হবে ।



অনুষ্ঠানের শুরুতেই অগ্নি সারথি ভাই তার মুল্যবান বক্তব্য প্রদান করেন ।



আমাদের সবার প্রিয় জাদিদ ভাই আনুষ্ঠানিক ভাবে ব্লগ ডে এর উদ্বোধন করেন । বাংলা ব্লগ নিয়ে ছোট একটা উপস্থাপনা করেন । যার মাধ্যমে সামু ও বাংলা ব্লগ নিয়ে উঠে আসে এর শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া অনেক কিছু ।



ইনি আমাদের সবার প্রিয় একজন মানুষ । তবে তার সমালোচনা অনেকেই নিতে পারেন না । তবে গঠনমুলক সমালোচনা বা কমেন্ট এ তার জুড়ি মেলা ভার । আমাদের আহমেদ জী এস



বক্তব্য রাখছেন দৈনিক সংবাদ এর বার্তা সম্পাদক ।



ইনি হলেন আমাদের কবিদের মধ্যে অন্যতম কবি । যার কবিতায় রোমান্টিকতা ছুয়ে যাবে হৃদয়ে । যদিও আমার জন্য ভালবাসা বাসি খারাপ । যাই হোক ইনি হচ্ছেন রেজওয়ান তানিম ভাই



ইনি হচ্ছেন রসায়ন । কথা কম বলেন । তবে বিক্রিয়া বেশি ঘটান ।



ইনি কে সেটা বলব না । তবে এনার কবিতায় শুধু রোমান্স ঝরে ঝরে পরে । রোমান্টিকতা তার রক্তে মিশে আছে । তার কবিতা পড়লেই বুঝতেন পারবেন ক্যামন । বলতে হবে ইনি কে?



আমাদের প্রবীন ব্লগার । ইনি অসুস্থতা নিয়েও আমাদের সাথে যোগ দিয়েছেন । তার জন্য তাকে স্যালুট এবং ধন্যবাদ যোগ দেয়ার জন্য । তার প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ আমি । আপাতত নাম মনে পরছে না বলে দুঃখিত । সম্ভবত ইসমাইল এস বা এস ইসমাইল ।



ইনি চৌধুরী পরিবারের সন্তান । না না বাংলা ছবির চৌধুরী পরিবার নয় । বাংলাদেশের সন্তান । এনার কথা আর দেশ ভক্তি আমাকে মুগ্ধ করেছে । সত্যি বলতে প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশ কে এক প্রকার ভুলেই যান । আর উনি দেশের টানে চলে এসেছেন । স্যালুট ভাই । আমার এবং আমাদের প্রিয় কাওসার চৌধুরী



আমাদের ছোট্ট ব্লগার । কিন্তু আমার চেয়ে বড় ব্লগার । সে কবিতা লেখে । তার কবিতা আপনার সবাই পড়েন । তার মত কবিতা লিখতে পারলে ভাল হতো । ইনি হচ্ছেন মৌরি হক দোলা



এনাকে তো সবাই চেনেই । এনাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই । এনার ব্যাপারে বলার সাধ্য আমার নেই । এই ব্লগের প্রিয় মুখ লিলিয়ান আপু



আমাদের সবার প্রিয় মনিরা সুলতানা আপু । উনি সবার জন্য বই এনেছিলেন । আমি আমার ভাগের টা পাই নাই । তাতে দুঃখ নাই । উনি আমাকে চিনেছেন এটাই বড় বিষয় ।



এই ব্লগার কুমিল্লা থেকে এসেছেন । ভাবতেই ভাল লাগে যে ব্লগের প্রতি ভালবাসাটা কত বেশি । ধন্যবাদ ভাই অব্যক্ত কাব্য



আপনার যদি ট্রাভেল এর উপর কোন টিপস লাগে এনার কাছ থেকে নিতে পারেন । ট্রাভেল আর দর্শনে তার লেখা দারুন । শরাফত রাজ ভাই



হাসিখুশি এই মানুষটা মুশফিক ভাই । তার ব্যাপারে আমার কোন কথা নাই । ভাইয়ের হাসিটা সুন্দর ।



মজার মানুষ হচ্ছেন নিমচাঁদ ভাই । তার কথা গুলো প্রচন্ড ভাল লেগেছে । ভাই আপনার উপদেশ আমি মনে রাখব । এখন আমি মুক্ত ।



কবিতা পাঠে ব্যস্ত আমাদের প্রামানিক ভাই । যার ছড়া আমদের আনন্দ দেয় । আজও এর ব্যতিক্রম হয়নি । তবে এবার বেশি সময় দিতে পারেননি । আশা রাখি পরের বার তাকে পাবো ।



ব্লগাদের নিয়ে আলোচনা চলছে । কি কি করলে আমাদের সামু আরো ভাল হয় । কিভাবে ব্লগাদের মধ্যে ভাতৃত্ব বোধ আরো তৈরি করা যায় এসব বিষয়ে আলোচনা । তাছাড়া সামাজিক কিছু কার্যক্রম অচিরেই শুরু হবে । ব্লগে চোখ রাখুন ।



বুট মুড়ির ছবিটা তোলা হয়নি । তাই চায়ের ছবি দিলাম ।



ছোট একটা গ্রুপ ফটো ।

এবার কিছু কথা,
খুব শর্ট নোটিশে এই আয়োজনটা হয়েছে । যারা যারা এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ । আর কৃতজ্ঞ জাদিদ ভাইয়ের কাছে এই আয়োজনে সাথে থাকার জন্য । সবচেয়ে বেশি কৃতজ্ঞ অগ্নি সারথি ভাইয়ের কাছে যিনি এই উদ্যোগটা নেন । যার ফল শ্রুতিতে আজ আমরা একটা সুন্দর ব্লগ ডে পালন করতে পেরেছি ।

অনেক দুরের ব্লগার এসেছেন । যেমন সত্যপথিক শাইয়্যান ভাই এসেছেন সিলেট থেকে, কুমিল্লা থেকে অব্যক্ত কাব্য ভাই । তো এটাই তো ব্লগের প্রতি ভালবাসা । প্রতি মানূষ এসেছে নিজ নিজ জায়গা থেকে তাদের ভালবাসা থেকে । এর জন্য সবাই কে আমার পক্ষ থেকে অভিনন্দন আর ভালবাসা রইল ।

সবার থাকে পরিচিত হতে পেরে আমার নিজের ও অনেক ভাল লেগেছে । আশা করি আবার সবাই এক সাথে হতে পারব । তবে জাদিদ ভাই কাচ্চি খাওয়ায় নাই (কান্নার ইমো হবে) । অগ্নি সারথি ভাইয়ের কাছে ফালুদা পাওনা রইল(যদি বইয়ের কপি দেন তাইলে ফালুদা বাদ) ।

সবার সাথে থাকতে পেরে নিজেকেও ভাগ্যবানদের একজন মনে হচ্ছে ।



আপাতত চিপস খান ।

সবাই ভাল থাকবেন । সুস্থ থাকবেন । আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।

শুভ রাত্রি ।


(বিঃদ্রঃ যাদের ছবি দিতে পারিনি তাদের জন্য । আমি দুঃখিত, আমার মোবাইলে এত ভাল ছবি আসেনি তাই সেই ছবি গুলো দেইনি । আমাকে ক্ষমা করবেন । ধন্যবাদ ।)



চট্টগ্রামে ব্লগ ডে উৎযাপিত হলো

মন্তব্য ১০৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন এবং অনুষ্ঠানের বিভিন্ন আঙ্গিকের উপর আলোকপাত করেছেন। অশেষ ধন্যবাদ, অপু দ্যা গ্রেট!
কিছু ছবি একটু যুম করে তুললে বোধহয় আরেকটু ভাল হতো, তবে যেটুকু দিয়েছেন, তৃপ্ত হবার জন্য সেটুকুই যথেষ্টো।
কেউ কি অনুষ্ঠানটির কোন ভিডিওচিত্র ধারণ করেন নাই??
পোস্টে প্লাস + +

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ স্যার

যুম করলে আরো খারাপ হতো । আসলে মোবাইল যে এতটুকু সাপোর্ট করবে সেটা ভাবিনি ।

না কোন ভিডিও করা হয়নি ।

প্লাসের জন্য ধন্যবাদ

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার পোস্ট

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকে মিস করেছি ।

আপনার কথাও আলোচনা করেছি আমরা ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: দারুণ উপস্থাপণ করেছেন । পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ।

চেষ্টা করেছি বিশদ ভাবে ও সুন্দর করে তুলে ধরার ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: অনুষ্ঠানে যোগদান করা ব্লগারদের ছবি এবং চমৎকার বর্ননা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:






আপনাকেও ধন্যবাদ ভাই

আপনি নিজের অসুস্থতা নিয়েও এসেছেন এবং মজার ছড়া শুনিয়েছেন ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

অগ্নি সারথি বলেছেন: অসাধারন হয়েছে অপু! ঠিক যেভাবে পোস্টটা আশা করেছিলাম, রিয়েলি ইউ আর গ্রেট। আপনি চাইলে নয়ন এর ছবিগুলো নিতে পারেন। আর হ্যাঁ আমার ব্যাক্তিগত ছবি দ্রুত ইমেল করেন। একটা ভাব নেয়ার বিষয় আছে না! :p :p

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ভাই ।

পুরোটা কৃত্তত্ব আপনার, জাদিদ ভাই ও নীলদা এর । আপনার আয়োজন না করলে এটা সম্ভব হতো না । ছবি গুলো ড্রাইভে দিয়ে লিংকটা দিলে আমি এড করে দিতাম ।

ছবি মেইল করেছি । পেয়েছন?

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: অপু ভাইয়া তুসসি গ্রেট হো :| ছবিগুলো দেখতে কি যে ভালো লাগছে। খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্ত বিশেষ কারনে যাওয়া হলোনা :( পরেরবার যাই হোক যেখানে হোক আমি সবার আগে গিয়ে বসে থাকবো :#)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

সমস্যা নেই । আশা রাখি পরের বার আসতে পারবেন । তবে এর আগে হয়ত আমরা আবারো এক হতে পারি ।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

নীল আকাশ বলেছেন: আমরা চট্টগ্রামে একই অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তবে এখানে ছবি দেখে কম লোকজন মনে হল। উপস্থিতির সংখ্যা খুব কম। জাদিদ ভাই কে ধন্যবাদ এত চমৎকার আয়োজন করার জন্য।
* মনিরা আপু, আপনার বই কিন্তু আমিও মিস করেছি.... :((
সবাই কে শুভ কামনা রইল!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধীরে ধীরে বাড়বে । আসলে ব্লগ নিয়ে আমাদের প্রচারনাটা একটু কম । আর সবাই এই বিষয়টা তেমন বোঝেও না ।

আপনাদের জন্য শুভ কামনা আর ভালবাসা রইল ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই নীল আকাশ।

ব্লগারদের আজ বিপুল সমাগম ঘটেছিল। সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আড্ডাই চলেছে।

ধন্যবাদ অগ্নি সারথি, অপু , জাদিদ ভাই সহ সবাইকে

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





আপনাকেও ধন্যবাদ ভাই । এত কষ্ট করে আসার জন্য ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে। এমন একটা মজার অনুষ্ঠান মিস করলাম। পোস্টের জন্য ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই

আশা রাখি পরে আর মিস হবে না ।

শুভ কামনা রইল ।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। ব্লগারদের নেক্সট গেট টুগেদার পুরানো ঢাকায়। সেখানে খাসির কাচ্চির বন্দোবস্ত করা হইবে।
অপু অনেক কষ্ট করলেন। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





ভাই তুমি করে বলেন । আপনি তে পর পর লাগে ।

আমার তো এখন ই খিধা পাইছে ।

আর ভাই কিযে বলেন কষ্ট । কষ্ট যা করার আপনারা করেছেন । আমি শুধু সাথে থেকেছি ।

ধন্যবাদ আমাকে এটার একটা অংশ করার জন্য ।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: এক কথা সবাই দারুণ লাগছে সবাইকে আর পরিচিতিটাও দারুণ।
এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানবেন অপু ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভালবাসা নেবেন ।

চেষ্টা করেছি সবার পরিচিতি তুলে ধরার । কতটুকু পেরেছি জানিনা ।

ধন্যবাদ ।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাথে বর্ণনায় আর পুরো অনুষ্ঠানের সার সংক্ষেপে দারুন পোষ্ট!

একটা জরুরী খবর মিস হয়ে গ্যাছে- জানা আপু সেই সুদূর থেকেও মোবাইলে কল করে ব্লগদিবসে সকল ব্লগারদের শুভেচ্ছা জানিয়েছেণ অনুষ্ঠানের শুরুতেই। তথ্যাটা গুরুত্বপূর্ন।

আপনার সাথে কাট্টি! আমার ছবি নাইক্যা :(( :P হা হাহা
ব্যপাারস না। আমার মোবাইলেও দেখি অনেক ছবি কেঁপে গিয়ে ঘোলা হয়ে গ্যাছে।
আফসোস লাগছে। যে গুলো ভাল আছে তাই নিয়ে পোষ্টানোর ইচ্ছা রইল

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



:( :(



দাদা এরপর দেখা হলে স্টেবল করে ছবি তুলব । তবে এটাও আমার কাছে খারাপ লেগেছে । কেন যে ভাল ছবি এলো না । মোবাইল চেঞ্জ করার সময় হয়েছে ।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

নাহিদ০৯ বলেছেন: এই নেন বুট মুড়ির ছবি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



না না এইখানে দিলে হবে না

[email protected]

মেইল করে দিন ।

প্লিজ । একটা সেন্ট্রার ফ্রুট খাওয়াবো ।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার। ইশ আমি যদি উপস্থিত থাকতে পারতাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনি কি ঢাকার বাইরে থাকেন?

যদি না থাকেন তবে পরবর্তিতে হয়ত ছোট পরিসরে দেখা হয়েও যেতে পারে ।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

অব্যক্ত কাব্য বলেছেন: দারুন!
অপু দ্যা গ্রেট!
রিয়েলি ইউ আর গ্রেট।
ক্যাপশন সহ চমৎকার ছবি ব্লগের জন্য ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




চেষ্টা করেছি ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত দূর থেকে আসার জন্য ।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিস হয়েই গেল এত সুন্দর অনুষ্ঠান!!!
অন্য বার হয়তো আমিও আপনাদের মাঝে থাকব।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




পরের বার পাবো আপনাকে ।

আর ছোট পরিসরে যদি কিছু হয় আসবেন তো?

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই ,

খুব সুন্দর লাগলো আপনার বর্ণনার সঙ্গে সঙ্গে পরিচয় পর্বটি । দারুন একটা মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরে আপনি যেমন উচ্ছ্বসিত , আমরাও তেমনি একজন ব্লগার হিসেবে আপনার দেয়া ছবিগুলো দেখেও আপ্লুত। পোস্ট লাইক এ প্লাস+++++


উপস্থিত সকলকে আমার হার্দিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রিয় প্রিয়,

আপনাকে মিস করেছি । সত্যি কাওসার ভাইয়ের সাথে এটা নিয়ে কথাও হয়েছে । আপনাকে পেলে আমাদের আরও ভাল লাগত । আশা রাখি পরের টায় আপনাকে পাবো । ।

আপনার জন্য শুভকামনা আর ভালবাসা রইল ।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: খাসির মাংস আমার খুব প্রিয় । কাভা ভাইয়ের খাসির মাংসের কথা শুনে এখনই তো মনে হচ্ছে কবে পরবর্তী ডেটটা আসবে .....

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমারও ।

আশা রাখি পরের বার সব কিছুর আয়োজন থাকবে । জম্পেশ আড্ডা আর শাহী খানপিনার ব্যবস্থা থাকবে ।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

রসায়ন বলেছেন: সবমিলিয়ে অনুষ্ঠানটি দারুণ ছিল । :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:




ব্লগ ডে তে আসার জন্য ধন্যবাদ ।

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এমন হুট করে আর ও নিয়মিত আড্ডা হতে পারে তাহলে ব্লগ পরিবারের সম্পর্ক এবং কার্যক্রম ভাল চলবে ।
সবাইকে খুব ভাল লেগেছে । ব্লগের সবার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালবাসা । ব্লগ অনেক দূর এগিয়ে যাক ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ আপু ।

আপনার বাসা চিনি না । তাহলে হুট করেই লাঞ্চে হাজির হয়ে যেতাম ।

ভালবাসা আর শ্রদ্ধা দুটোই আপনার জন্য ।

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

রাজীব নুর বলেছেন: দারুন---
সবাই একসাথে!!

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকে মিস করেছি ।

আপনার ক্যামেরা মিস করেছি ।

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
কয় জনে ছিলেন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





৩৫ জনের মত ছিলাম ।

আপনিও আসতেন ।

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: আপনাদের অভিবাদন যারা যারা অংশগ্রহণ করেছেন ,আফসোস লাগছে মিস করেছি বলে।। ছবিগুলো অনেক ব্লগারের সাথে পরিচয় করিয়ে দিলো। কৃতজ্ঞতা----------

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমরা আপনার উপস্থিতিও আশা করেছিলাম ।

আশা রাখি পরের বার বা ছোট খাটো গেট টু গেদারে আপনাকে পাবো ।

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথাও আলোচনা করেছি আমরা
আমাকে নিয়ে কি আলোচনা হলো বলা যাবে????

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



জানতে হলে কাচ্চি খাওয়াতে হবে ।

শুধু তথ্য দেই না ।

তবে মেইল করতে পারেন । B-) ;)


[email protected]

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০

রেজওয়ান তানিম বলেছেন: পরিচিত হয়ে ভাল লাগল।

আরেকটা কথা আমার নাম রেজওয়ান তানিম, রেজোয়ান নয়। একটু ঠিক করে নেবেন

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি দুঃখিত ভাই ।

এখন ই ঠিক করে দিচ্ছি ।

আচ্ছা আপনার কি একটা প্রজেক্ট এর কথা বলেছিলেন । এটার বিষয়ে কি জানা যাবে ।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাবিব বলেছেন: সবাইকে একসাথে দেখে আমার কান্না পাচ্ছে .....
আমি থাকতে পারিনি.....

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার আপনি কেন আসলেন না ।

আপনার কবিতা শোনা যেতো । ব্লগ নিয়ে মজার অভিজ্ঞতাও জানা যেতো ।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মেইল নাই :(
ব্লগই সম্বল :((

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





আপনার সাজেশন নিয়ে কাজ করছে সামু । আমরা যেই সমস্যা গুলো তুলে ধরা হয়েছিল সেগুলো গুরত্বের সাথে নেয়া হয়েছে । আশা করি সামু খুব দ্রুত নতুন ভাবে সাজবে ।

আপনাকে ধন্যবাদ । বিষয় গুলো তুলে ধরার জন্য ।

এবার কাচ্চি কবে খাওয়াবেন ? B-) B-) B-)

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

গরল বলেছেন: চমৎকার পোষ্ট, খুব ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বিস্তারিত কন :-B

এই লন বিলিয়ানী B-))

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:





ছবিতে হবে না ।

ধানমন্ডিতে আসেন । স্টার কাবাব ।

আপনার পোষ্ট সামু গুরুত্ব সহকারে নিয়েছে । সামুর প্রবলেম গুলো নিয়ে কাজ হচ্ছে । তবে কিছু ইন্টারনাল বিষয় রয়েছে সেটার জন্য সম্ভব হচ্ছে না ।

তবে কাজ হচ্ছে হবে ।

আপনাকে ধন্যবাদ ।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি কই? ক্যামেরার পেছনে থাকলে এই এক সমস্যা!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি ক্যামেরার পিছনের মানুষ । ক্যামেরার পিছনে থাকতেই ভালোবাসি ।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ মিস্টার গ্রেট।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্বাগতম মিস্টার বেস্ট

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আসবো ;) আগে UFO ভাড়া করি B-))

ইন্টারনাল বিষয়গুলো মানে B:-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:





সেটা তো সামু জানে ।

আপাতত আমার কাচ্চি আমারে ফেরত দেন ।

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

হাবিব বলেছেন: কত প্ল্যান করেছিলাম যে মজার একটা ঘটান শেয়ার করবো কিন্তু হলো না...... :( :(

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:


পরের বার এর জন্য থাকল

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

হাবিব বলেছেন: গ্রেট ভাইয়াকেও দেখা হলো না... :|

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমার তো আপনাকে দেখার ইচ্ছে ছিল

পরের বার কিন্তু কোন ছাড় হবে না ।

বাসায় যেয়ে নিয়ে আসব ।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিগুলি দেখে খুব ভাল লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি মনে করেছিলাম আপনিও আসবেন ।

আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল ।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

জোকস বলেছেন: খাসির কাচ্চির অপক্ষায় থাকলাম।





পোস্টে পুস্টি আছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমিও অপেক্ষায় আছি ।

পরের বার জোকস নিয়ে হাজির হয়ে যাবেন আশা রাখি ।

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মৌরি হক দোলা বলেছেন: আমাদের ছোট্ট ব্লগার। কিন্তু আমার চেয়ে বড় ব্লগার। সে কবিতা লেখে :P

ভাইয়া আপুদের এত স্নেহ রাখব কোথায় :) কিন্তু ভাই, লিখি তো গল্প। দুইটা কবিতা দিয়েই কবিতায় চলে গেলাম??? B:-)



চমৎকার এক বিকেল ছিল :) আশা রাখি, সামনে এমন মুহূর্ত আরো আসবে!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি তো কবিতাই পড়েছি । আশা রাখি সামনে আরো কিছু পড়বো ।

তখন পরিবর্তন করে দেবো ।

তোমাকে ধন্যবাদ আসার জন্য ।

ভাল থেকো ।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: গ্রেট !!! সবাইকে দেখে ভালো লাগল।


* কিছু বলার দরকার নাই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




দাদা আপনি আসেনি ।

আপনার সাথে আড়ি ।

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

ভুয়া মফিজ বলেছেন: দেশকে, ঢাকাকে মিস করি প্রতি মূহুর্তে; এখন আরো বেশী করছি!! :(
দেশে থাকলে এই মিলনমেলা মিস করতাম না, নিশ্চিত। যাকগে, কি আর করা, ভবিষ্যতে নিশ্চয়ই সুযোগ আসবে, কি বলেন?

দারুন একটা পোষ্টে দারুন ভালো লাগা।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




আশা রাখি পরের বার আপনাকে পাবো ।

প্রবাসে যারা আছেন তাদের আমরা প্রতি মুহূর্তে মিস করি ।

সুস্থ থাকবেন । ভাল থাকবেন ।

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন ভালো লাগা।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনিও ভাল থাকবেন ।

আর চট্টগ্রামের ব্লগারদের জন্য শুভ কামনা রইল ।

৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

অন্তরন্তর বলেছেন: আপনিসহ সকল ব্লগারদের অভিনন্দন ও শুভেচ্ছা। এভাবে সামুকে প্রানবন্ত করে রাখবেন সবসময়।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ।

৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: অপু ভাই, ভালো আছেন?
সুন্দর পোষ্ট

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী ভালো আছি ।

আপনি কেমন আছেন ?

ব্লগ ডে তে আসলেন না কেন?

৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

নজসু বলেছেন:



ব্লগের প্রিয় ভাই বোন বন্ধুদের দেখে মনটা ভরে গেলো।
আপনার ছবি অন্য একটা পোষ্টে দেখেছি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:





জ্বী আমার ছবি আছে ।

তবে ভেবে ছিলাম না দিলেই ভাল হতো ।

আপনারা থাকলে আরো ভাল লাগত ।

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগ ডে তে আসলেন না কেন?
ভাইয়া দুঃখিত, সামনে কখনো দেখা হবে নিশ্চয়ই

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




মানুষের তিন নাম্বার হাত দেখাইয়া দিলেন

আপনার কাছেও নান আর কাবাব পাওনা রইল ।

৪৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

ঢাবিয়ান বলেছেন: আরো কিছু নিয়মিত ব্লগারদের দেখতে পাব আশা করেছিলাম যেমন পদ্মপুকুর, খায়রুল হাসান, সনেট কবি, বিজন রায়, রাকু হাসান, পাঠকের প্রতিক্রিয়া, রাজীব নুর, আরোগ্য ইত্যাদি। নারী ব্লগারদের উপস্থিতিও খুব কম। ভাল লাগল সবাইকে দেখে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




বলা যায় এটা একটা শর্ট নোটিশে সবাইকে জড়ো করা হয়েছে । যারা পেরেছেন তারাই চলে এসছেন ।

হ্যা আপনার মত আমিও তাদের আশা করেছি ।

তবে পরে আমরা বড়সরো আকারে করব তখন ফরমাল ওয়েতে দাওয়াত দেয়ার চেষ্টা করব ।

৪৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আমি তুমি আমরা বলেছেন: ছবি ব্লগের জন্য ধন্যবাদ। অনেক ব্লগারের ছবি প্রথমবারের মত দেখার সুযোগ হল।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





ব্লগ ডে তে আসলে সরাসরি দেখতে পারতেন ।

৪৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

টুনটুনি০৪ বলেছেন: চমৎকার পোষ্ট।
আমাদের ষড় ঋতু

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

৪৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,



ব্লগারদের পুণর্মিলনীতে উৎসর্গের এই কবিতাখানি দিয়েই শুরু করি এক ঝাঁক তারার মেলায় বিজয় অভিযান ----

তোমাকে দেখবো বলে,
হে পৌষের সোনাঝরা বিকেলের দিন!
চালসে পড়া চোখে মেখেছি সুরমা স্মৃতির।

কতোটি বছর ধরে যে বেড়ে ওঠা তরতর
তাতে ধরেছে ক’টা ফুল চৈতালীর,
তাকে দেখবো বলে ক্ষয়ে ক্ষয়ে আসা মাংস-হাড়
জড়ো করে মেলেছি তোমার উঠোনে তার
অমৃত সম্ভার।

মিলেছে তারে আনন্দ ঝংকারে
বিকেলের রোদে হেটে আসা যতো মুখ
অপার নিঃস্বর্গের হাসি ধরে
জোছনা ফুটিয়ে গেছে সংস্কৃতি বিকাশ চত্বরে!

হে একুশের সোনাঝরা বিকেলের দিন!
তোমাকে দেখবো বলে
চালসে পড়া চোখে আবার মাখাবো সুরমা স্মৃতির।

শুরু থেকে অনুষ্ঠানের ধারাবাহিকতা অনেকটাই ধরে রেখেছেন আপনার পোস্টের ছবির ক্রম তালিকায়। তবে চনমনে মনের, ছটফটে নবীন তরুন অপুর ছবিখানা থাকলে তা আরও পূর্ণতা পেতো। এই ঘাটতিটা গ্রেট হয়নি!
পূর্ণতা পেতো, হাসিমুখের বিদ্রোহী ভৃগু, বলিষ্ঠ ব্লগার হামিদ আহসান, বিয়ের ভয়ে কাতর সৈয়দ তাজুল ইসলাম, ব্লগ অন্তপ্রান সৌম্য দর্শন সত্যপথিক শাইয়্যান, চৌকস চেহারা আর কথার মাহতাব সমুদ্র, এমনি আরো অনেকের ছবি থাকলে।

অনুষ্ঠানের আগে পিছের ফাঁকে ফাঁকে চকিতে যাদের সাথে হঠাৎ কিছু কথা হয়েছে, যাদের মুখ সৌষ্ঠবে এই আনন্দমেলা কি আলো জ্বেলে দিয়ে গেছে তার কিছুটা না বললে আপনার এই “গ্রেট” পোষ্টটির আকুতির প্রতি অবিচার করা হবে।

কায়সার চৌধুরী - মনে হয় নিভৃতচারী এক মানুষ। এসেছেন সেই সুদূর সিলেট থেকে বাংলায় সেরা ব্লগ সামুর টানে । টানটা তার বাংলা ভাষার প্রতিও অদম্য। বাংলা যে কেন শিক্ষার একমাত্র বাহন হয়না, আক্ষেপ তা নিয়েও। নিজের ভাষনে বলেছেন তাও। নিজেকে লুকিয়ে রাখার চেষ্টায় রত এই মানুষটির প্রতি আকর্ষণ বাড়লো বটে।

বিদ্রোহী ভৃগু - যতো দাঁত ভাঙা সব জটিল শব্দের সমাহার ঘটিয়ে যিনি কবিতা সাজান, সে মানুষটির হাসি কিন্তু মোটেও জটিল নয়, ঝকঝকে আস্ত দাঁতে মিষ্টি হাসির জোছনা ছড়িয়ে দেয়া এক মানুষ। দেখে মনে হলোনা বিদ্রোহ করতে জানেন, একদম বিপরীত মানুষ প্রেমে ও পুজায়।

সেলিম আনোয়ার - সরল অতি সরল একটি মাটির মানুষ। পাথুরে মাটি খুঁড়ে খুঁড়ে যে মানুষটি কঠিন শিলা তুলে আনেন, সে মানুষটি যে পলিমাটির মতো এতো নমনীয় হবেন বুঝতে পারিনি। সহজ-সরল-শিশুর মতো অপাপবিদ্ধ তার চোখ, কথা বলার ধরন। ভালো লাগলো-খুব ভালো লাগলো এমন আবেগী মানুষটিকে।

প্রামানিক - ভাঙা হাত, লোহা-লক্কর, বল্টু লাগানো শরীর নিয়ে এখানে এসে প্রমান করলেন - ভালোবাসি....ভালোবাসি....ব্লগটাকে ভালোবাসি। আমার নাম বলতেই এ্যায়সা জোড়ে বুকে জড়িয়ে ধরলেন যে মনে হলো, তার মতো না আমাকেও বুকের খাঁচায় নাট-বল্টু লাগাতে হয়!
আগাপাস-তলা রসিক একজন।

নিমচাঁদ - মনের তারুন্যে ভরপুর একজন। রসিকতা করছিলেন সবার সাথেই। তবে তার নিকটি যে ধার করা সে বয়ান শুনিয়েই বুঝিয়ে দিলেন, নিমপাতার মতো তেঁতো নন তিনি। অনুষ্ঠান অনেকটা তিনিই জমিয়ে রেখেছিলেন ।

রসায়ন - এতোটুকু এক তরুন যে কবিতায় গা না ভাসিয়ে বিজ্ঞান নিয়ে লেখেন , বোঝার উপায় নেই। তার লেখা পড়ে আমার তো মনে হতো তিনি মধ্যবয়েসী কেউ। ভুলটা ভাঙলো কথা বলে। স্বল্পভাষী মনে হলো। অমায়িক একজন।

সাইনবোর্ড - রাজনীতির মতো উথাল-পাতাল বিষয় নিয়ে যিনি লেখেন, তিনি মোটেও উথাল-পাতাল-জটিল কিছু নন। হাসি হাসি মুখে লজ্জা ছড়ানো শান্ত-স্নিগ্ধ এক মানুষ। কথা বলতে গিয়েও যেন ভেঙে পড়ছিলেন লজ্জায়!

এস এস ইসমাইল - ভেবেছিলুম কে এলেন! কিন্তু যিনি এলেন তিনি অনুষ্ঠাটিকে যেন অন্য আমেজে ভরিয়ে দিয়ে গেলেন। পড়ন্ত বেলার একজন। না, তাঁর সাথে সরাসরি কথা হয়নি। বলিনি, মনে হয় তিনি অনেকটা অসুস্থ্য ছিলেন এবং কথা বলতে তাঁর কষ্ট হচ্ছিল বলে। সেটাকে বাড়াতে চাইনি। তাঁর উপস্থিতিতে একটা সুরই মনে এলো - “যখন পড়বে না মোর পায়ের চিহ্ণ এই বাটে......”। উনি যেন এই চির সত্যটাকে আবারও উসকে দিয়ে গেলেন।

অগ্নি সারথী - ধংশের সারথী নয়, সৃষ্টির সারথী হয়ে আসা যে জন! ব্লগটাকে অনেকের আরো কাছে এনে সৌহার্দ্য সৃষ্টি করে গেছেন বাঁধা পেড়িয়েও। একেবারে শুরুর দিকে আঙুল গোনা যে পাঁচ সাতজন ছিলুম আমরা তাদের উষ্ণতায় বরণ করে নিলেও সেই থেকে তাঁর মুখে একটি আশংকা-উৎকন্ঠা আর অতৃপ্তির ছায়া লেপ্টে থাকতে দেখেছি। “বোধ হয় জমলোনা, তবে কি এই ক’জন মানুষ নিয়েই হবে মিলন মেলা!” এমন একটা গুমোট ভাব ছিলো চোখে মুখে । সময় বাড়তেই যখন আরো আরো মানুষের দেখা মিললো, সে মুখের গুমোট ভাব কাটলো বটে অনেকটা কিন্তু পরিতৃপ্তির দেখা অধরাই রয়ে গেলো।
“ব্লগতরী”টিকে তবুও শেষতক ভালোবাসার ঠিকঠাক ঘাটে এনে লাগানোর এই মানুষটিকে তাই “ব্লগ সারথী” বলা ছাড়া আর উপায় থাকেনা।

নুরুন নাহার লিলিয়ান - পরিচয় করতে গিয়ে তাঁকে একটি ধাঁধাঁর উত্তর জিজ্ঞেস করতেই আমার নামটি বলে দিলেন। আনন্দ-হাসি খুঁজে পেতে খুব উৎসাহী মনে হলো, সবার সাথে তার কথা ও ছবি তোলার বহর দেখে। সহজ, প্রানবন্ত একজন মানবী মনে হলো।

মৌরী হক দোলা - এতোটুকুন একটি মেয়ে। প্রথম দেখাতেই আমি যখন বললুম, “এই পিচ্চি মেয়েটি আবার কে?”, তাঁর সপ্রতিভ উত্তর-মৌরী হক দোলা। দোলাই দিয়ে গেলো মনে। চোখে মুখে দারুন প্রত্যাশা নিয়ে এসেছেন মা’কে সঙ্গে করে। ব্লগিংয়ের প্রতি কতোখানি প্রানের টান থাকলে এমনটা হয়! যে বয়সে সোস্যাল মিডিয়ার নষ্ট স্রোতে তাঁর ভেসে যাবার কথা, সেই বয়সে সেই স্রোতের বিপরীতে সৃজনশীলতার তরী বেয়ে যাবার প্রত্যয় তার চোখে। এতোগুলো পরিনত মানুষের ভীড়ের মাঝেও ঘাবড়ে যায়নি এতোটুকু।

মনিরা সুলতানা - চোখে মুখে অনেকটা দুষ্টু হাসির ঝিলিক। কবিতার প্রতি যেমন জোড়ালো আস্থায় তার অবস্থান তেমনি নিজের উপরেও দেখলুম তার আস্থার জায়গাটি। উপস্থাপক ও উৎসাহীদের বারবার ধরিয়ে দিতে চাওয়া মাইক্রোফোন অবলীলায় ঠেলে সরিয়ে, চোখের চকিত চাহনী হেনে দৃপ্ত গলায় বলে গেলেন নিজের কথা। এ পর্যন্ত তাঁর সাথে পরিচিত হইনি। শেষে উপস্থিত প্রায় সবার হাতেই দেখি এক একখানা বই। বিলিয়েছেন নাকি সেই একজনা। কাছে গিয়ে বই চাইতেই আবাক তাকিয়ে রইলেন মুখের দিকে। বললুম , আমি জী এস... আহমেদ জী এস। বিস্ময়ে ফেটে পড়ে কপাল চাপড়ে বলে উঠলেন-- ও মাই......জী এস ভাই আপনি!
চোখে মুখে হাসির ঝিলিক ঝলসে উঠলো আরো একবার। ঐটুকুই ।

কাল্পনিক_ভালোবাসা - আন্ডারস্কোর দিয়ে যার নিক, তার পানে না চাইতেও চোখে যে পড়তেই হয়! কি অক্লেশে সবার কথা ধীর-শান্ত হয়ে উপস্থাপন করে গেলেন আমাদের। বর্ষীয়ান ব্লগার এস এস ইসমাইলকে তুলে ধরলেন পরম মমতায়। শোনালেন নিজের কথাও নিজের স্বভাবজাত চপলতায়। প্রশ্নের জবাব দিয়ে গেলেন একটুও না থেমে হাসি ঠাট্টা আর গাম্ভীর্যতা মিশিয়ে। মডারেটের এমন না হলে হয়না। সবাই-ই মডারেটর হতে পারেনা। মডারেটর হো তো এ্যায়সা- কাভা য্যায়সা..

আর...... আর .....আর শেষে -

অপু দ্য গ্রেট - গিয়ে যখন উঠেছি আসমা হলের ছাদে তখন আঙুল গোনা পাঁচ-সাতজন। কাভা আমার নাম ধরে লাফিয়ে উঠতেই টগবগে তারুন্যের শুভ্রতা মাখা আরো একটি ছটছটে- মুখ এগিয়ে এলো সামনে -“ আমি অপু।" স্নেহমাখা ধমকের সুরে বললুম’ অপু আবার কি ? অপু দ্য গ্রেট , তাইনা ?” স্মিত হাসি ছড়িয়ে গেলো আপনার সারাটি মুখে। সে হাসি, মনে হলো, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বিশ্বজয় করে ফেলতে পারে। পেরেছেনও তাই। আসমা হলের ছাদে জড়ো হওয়া সেদিনের সবার মন জয় করতে পেরেছেন আপনি অনায়াসে। ভাঙা হৃদয়ের শোকও যে অবলীলায় জয় করে ব্লগ জয়ে বের হয়েছেন আপনি, বললেন অকপটে তাও। জীবনের সেই ক্রান্তিকালটাকে সামাল দিয়েই আপনি সত্যি সত্যিই “গ্রেট” বনে গেলেন মনে হয়!

ব্লগের সবার স্মৃতি নিয়ে ভরে থাকা পোস্টটিকে প্রিয়তে নিয়ে রাখছি।
সবাইকে ব্লগ দিবস শেষের শুভেচ্ছা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করি । অবশ্য আপনাকে ধন্যবাদ দিতে গেলে অনেক ছোট করা হবে যার সামর্থ্য আমার নেই । আমি সত্যি বলতে অভিভূত যে আপনি সহ ছোট আকারে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন । এত শর্ট একটা নোটিশে আপনি এবং আপনার মত ব্লগারদের সাড়া পাবো বুঝতে পারিনি ।

হ্যা আমি জানি অনেকের ছবি বাদ পড়েছে । তবে ছবি ডাউনলোড করে রেখেছি । আমার মোবাইলটি পরিবর্তন করা দরকার । আসলে এটাতে আর হচ্ছে না । যদিও গত চার বছর ধরে আমাকে অনেক সাপোর্ট করে আসছে ।

আপনার সুচিন্তিত মতামত আমাকে সব সময় মুগ্ধ করে। আপনাকে একটা সত্যি বলি। যেখানে আপনার মন্তব্য থাকে সেই লেখাটা আমি অনেক ভাল ভাবে পড়ি । কারন আপনার মতামত প্রদান করতে সচরাচর কেউ পারে না । তাই আপনাকে আমি সব সময় কমেন্টে ফলো করি ।

আপনার চির তরুন মনটা অনেক ভাল লেগেছে । সত্যি বলতে বাংলা ব্লগে আপনার মন ও মন্তব্য অনেক জরুরী । আমাদের আপনার মত কমেন্ট কারী দরকার যারা আমাদের জুনিওয়র ও নতুন ব্লগাদের অনুপ্রেরনা দেবেন সুচিন্তিত মতামতের মাধ্যমে ।

ভাঙ্গা হৃদয়ের কথা বলতে ভয় কিসের । সমুদ্রে নেমে কি আমার ভয় পেলে চলে । ব্লগে এসেছি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্নে । আপনাদের পাশে পেলে সেটা করতে পারব ।

ভালবাসা ও সশ্রদ্ধ সালাম নেবেন ।

৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

রেজওয়ান তানিম বলেছেন: আমার কাজগুলো নিয়ে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে নিলে কাজগুলো দেখে আনন্দ পাবেন। তখন বুঝতেও পারবেন লেখকদের কাছে সম্পাদক হিসেবে কেমন প্রত্যাশা করছি।

আমার আইডি-- rezwan tanim

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী অবশ্যই ।

ধন্যবাদ ।

৫০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এর মন্তব্যটা (৪৮ নং) এ পোস্টের সেরা অলঙ্কার। অবশ্য ওনার মন্তব্যের ঔজ্জ্বল্য সবার পোস্টকেই কম বেশী আলোকিত করে রাখে। কবিতাটি সহ, অল্প কথা দিয়ে উনি যেভাবে সবার পরিচয় তুলে ধরেছেন, তা অনবদ্য ও অসাধারণ। +

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




অবশ্যই স্যার

আমি ব্লগে যত জনের কমেন্ট পড়ি উনি তাদের একজন ।

কমেন্ট থেকেও যে শেখা যায় সেটা ওনার কাছ থেকেই জেনেছি ।

ধন্যবাদ পুনরায় কমেন্ট করার জন্য ।

৫১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

মোস্তফা সোহেল বলেছেন: এমন একটা আয়োজনে না থাকতে পারায় খারাপ লাগছে।
আশা করি সামনের কোন আয়োজনে থাকতে পারব।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:




অবশ্যই থাকবেন ।

সামনে আরো ছোট ছোট আয়োজন হবে । তখন থাকবেন ।

হ্যাপি ব্লগিং ।

৫২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: হ্যালো মিঃ গ্রেট অপু !!
তুমি সত্যি সত্যি ই গ্রেট সেদিন প্রমাণ করেছ। তোমার উজ্জ্বল উপস্থিতি সেদিনের অনুষ্ঠানের প্রাণ! যেভাবে সবার সুযোগ সুবিধার দিকে খেয়াল করেছ , বেশির ভাগ সময় দাড়িয়ে থেকে; আমি মুগ্ধ !! মুগ্ধ তোমার আচরণ , তোমার বক্তব্য তোমার ব্যক্তিত্বে।
আর বই তো আমার নিজের লেখা বই না , আমাদের একজন ব্লগার " দিশেহারা রাজপুত্রের" কবিতার বই। শেষের দিকে এত সময় স্বল্পতা ছিল যে বেশ কয়েকজন কে বই দেয়া হয় নি। কা-ভা কে ও দেয়া হয় নি :(
তোমার বই কুরিয়ারে ও পাঠাতে পারি তুমি চাইলে।
চমৎকার লেখা এবং পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। পরেরবার দেশে এলে আনঅফিসিয়াল ভাবে হলে ও চেষ্টা করব এমন আড্ডার।

অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:






ধন্যবাদ আপুমনি

আরে আমি তো এমনি মজা করে বলেছি ।

বই সংগ্রহ করে পড়া যাবে । সমস্যা নেই । আশা করি আবার এক হতে পারব ।

দেশে আসলে অবশ্যই দেখা হবে । যেভাবেই হোক আমি দেখা করব ।

ধন্যবাদ আপুমনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.