নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

এক্সের জন্মদিনঃ এ বার্থ ডে ট্রিট (মহাপুরুষ সিরিজ)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০






- কিরে বন্ধু কি খবর? তোর অবস্থা এমন কেন?

বন্ধুর প্রশ্নে হাসব না কাদব বুঝতে পারছি না । তাই বললাম আরে না ভাল অবস্থা । কোন টেনশন নাই । চিন্তা নাই । মহাপুরুষদের আবার চিন্তা কিসের ।

- তারপর ও মনে হচ্ছে কিছু ভাবছিস। আমাকে বলতে পারিস।

- সারা জীবন তুই আমার কাছে সাহায্য নিলি । তোর সাড়ে ১৩ নাম্বার গার্লফ্রেন্ডের লগে ব্রেক আপের সময় যে কোলবালিশ ভিজাইলি তোরে নিয়া যে ওর বাসায় গেলাম । তুই যে ওরে জানলা দিয়া ফ্লাইং কিক দিলি । এই বুদ্ধি কার কাছ থেকে নিছিলি ।
ফ্লাইং কিক না । কিস দিছি। আমি ওরে সত্য ভালবাসতাম । ও আমার ট্রু লাভ ছিল ।

- হ তুই তোর পৌনে উনিশ নাম্বারের সময়ও এইটাই বলছিলি। যে ওর তোর ট্রু লাভ। আবার ওর জন্য ড্রেনেও পরছেন । মনে নাই ।
আচ্ছা বাদ দে দোস্ত । তারপর তোর জনের কি খবর।

- ছিঃ ছিঃ কি বলিস । মহাপুরুষদের গার্লফ্রেন্ড থাকে না। ভক্ত থাকে । বুঝলি ।

- বুঝলাম তা তার কি খবর। কোন খোজ রাখছিস।

আমার ব্যাকগ্রাউন্ডে গান বাজচ্ছে । আলো আলো তুমি কখনও আমার হলে না । না মহাপুরুষদের মনে দুঃখ থাকতে নেই ।
কিরে চুপ হয়ে গেলি কেন?

- আরে না । আজ তার জন্ম দিন । এই দিনটা ছিল আমার জন্য উতসব ছিল এক সময়। আহা কত কত গিফট দিয়েছি ।

- শালা!!! আমরা ট্রীট চাইলেই টাকা নাই । আর গার্লফ্রেন্ডরে গিফট দেয়ার সময় টাকা আসে কই থিকা।

- এসব উপরের লেভেলের ব্যাপার স্যাপার । তোর মাথায় যাবে না। এখন বল আজকের দিন সেলিব্রেট করা যায় কিভাবে ।
দোস্ত চল ওর বাসায় যাই । সারপ্রাইজ দেই । কি বলিস ।

- আমার সাথে থাকতে থাকতে তোর ও বুদ্ধি খুলছে। এই জন্য ই বলি মহাপুরুষদের সঙ্গে বেশি বেশি থাকবি।

যেই বলা সেই কাজ । বন্ধুকে নিয়ে চললাম এক্সের বাসায় । আজকে অনেক দিনের শোধ তুলব । দেখা যাক । সাথে আরও দুই তিন জন থাকলে ভাল হতো । মনে মনে গান চলছে চার বোতল ভদকা । নাহ ভদকা এখন পাওয়া যাবে না । এসব ভাবতে ভাবতে চলে এলাম এক্সের বাসার সামনে । সন্ধ্যায় সময় । তাই ওনার হাজবেন্ডের বাসায় আছে কিনা কেন জানে ।

ধুরর থাকলে ই কি । আমাদের কাজ খাওয়া । তারপর চলে যাওয়া । তিন তলায় উঠলাম । কলিং বেল চাপ দিলাম । বডি বিল্ডার টাইপ একজন দরজা খুলে দিল । তাকে দেখে তো আমার আর বন্ধুর দুজেনের অবস্থা ছিপতে আটকানো বোতল টাইপ । ইনি দেখতে অনেকটা আলিফ লায়লার তাক জ্বীন তবাক জ্বীনের মত । আর আমরা দুজন ই তালপাতার সেপাই । ফু দিলে একদম ঝড়া পাতার মত ই উড়ে যাব । বোধ করি ইনি ই সেই । যাক হ্যান্ডসাম পাত্র । বিয়ে করে সুখেই আছে ।

- কি চাই? গুরু গম্ভীর ভাবে জিজ্ঞেস করলেন ।

জ্বীনের মত কন্ঠ । এর প্রতিদিন দুই বেলা করে করল্লার জুস ও নিমপাতার রস খেয়ে ছাদে রেওয়াজ করা উচিত । তাতেও ঠিক হবে না । মনে মনে বললাম বেটা আমি আমার এক্সের কাছে এসেছি । তুমি জিজ্ঞেস করার কে । বললাম আমি আপনার স্ত্রী লাবন্যর কাছে এসেছি ।

মনে হল কেউ যেন ঘুমন্ত আগ্নেয়োগিরির জ্বালিয়ে দিয়েছে । এখন ই ফেটে পরবে ।

- তাকে কেন চাই, সে কি হয় , আপনাকে তো আগে দেখিনি, বডিবিল্ডার বলল ।

মনে মনে কলা খাওয়ার মত মনে মনে বললাম, চিনলে কবেই ডিভোর্স দিয়া দিতা । তখন আমি বগল বাজাইতাম । আর মুড়ি চানাচুর খাইতাম । সেটা তো বলতে পারি না । বললাম উনার সাথে আমার অনেক আগে পরিচয় ছিল । অনেক দিন খোজ নাই তাই খোজ নিতে আসলাম ।

- আচ্ছা, তা কেমন পরিচয় ছিল, আপনি তাকে কিভাবে চিনতেন, প্রশ্ন করেই চুপ ।

আমি পরলাম মহাফ্যাসাদে । বন্ধু কে খাওয়াব বলে নিয়ে আসছি । এখন পরেছি জ্বীনের খপ্পরে । এত এত প্রশ্ন যেন আমাকে উনাদের বাড়ির জামাই করবেন । বললাম উনাকে ঢাক দিন । আর বাইরে বসে কি কথা বলব ভিতরে বসি । বলে ওনার বডি বিল্ডার বডিকে তোয়াকা না করে চিপা দিয়ে আমার তাল পাতার বডি ঢুকিয়ে সোজা ড্রইং রুমে গেলাম । সোফা আরাম করে বসে উনাকে বললাম, ভাই এসিটা একটু ছেড়ে দিন । বাইরে অনেক গরম ।

উনি মনে হচ্ছে ভূত দেখছেন । আমার কর্মকান্ড তার ভাল সুবিধা লাগছে না । পুলিশে খবর দিলে আমিও শেষ হতে পারি । গত দুই বার ওসি ছেড়ে দিয়েছে । তবে এবার ডিম থেরাপি না দিলেও বাশ ডলা থেরাপি দিতে পারে । সম্ভাবনা আছে । তবুও পরাজয়ে ডরে না বীর ।

বন্ধুর মুখ চোখ শুকিয়ে পুরা লইট্যা মাছ শুটকি হয়ে গেছে ।

এদিকে সামনের সোফায় বসে উনি আমাকে ভাল ভাবে লক্ষ্য করছেন ।

- আমি বললাম ভাই, আমি ছেলে । মেয়ে না । আর ও টাইপের ও না । তাই এভাবে না তাকিয়ে । কিছু নিয়ে আসুন খাই । আজ তো আপনার বউর জন্ম দিন ।

ওনার চেহারা দেখার মত হলো । ওনার ওয়াইফ এর জন্ম দিন সেটা আমার জানার কথা না । মনে হচ্ছে উনি কিম জং উন কে দেখছেন । এখন উনি ডোনাল্ড ট্রাম্প । আমার বন্ধু বারাক ওবামা ।

দেখেন অনেক ক্ষুধা লাগছে । কেক এনেছেন । নিয়ে আসুন । গন্ধতে বোঝা যাচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে । যান নিয়ে আসুন ।

নিজেকে আমার অনেক ক্ষমতাধর মনে হচ্ছে । আহা পাশে দু চার জন বডি গার্ড থাকলে ভাল হতো । উনি ভিতরে গেলেন । খাবার সাজিয়ে ওনার স্ত্রী কাছ থেকে নিয়ে আসলেন ।

আমি আর আমার বন্ধু ঝাপিয়ে পরে খাওয়া শুরু করলাম । মনে হচ্ছে এই মাত্র আমরা আমাজন থেকে মুক্তি পেয়ে এসেছি ।
সব শেষ করে । বললাম ওনাকে একটু ঢাকুন । কথা বলে যাই ।

- উনি ঢাকলেন কই গো শুনছ । তোমার শুভাঙ্গক্ষীরা এসেছে । দেখে যাও ।
ওনার স্ত্রী আসার পর । আমি আর বন্ধু দুজনেই শকড হয়ে গেলাম । এ মা এ কে!!! ওনি আমার এক্স গার্লফ্রেন্ড না । তাহলে কোন বাসায় এলাম । আল্লাহ এবার বুঝি বাপের দেয়া প্রান নিয়ে বাড়ি ফিরতে পারব না । কি বলব বুঝতেছি না । এইবারের মত বাচতে হবে ।

- বললাম ইয়ে আংকেল । আজ আমরা উঠি । হ্যা, অন্য দিন । আসব । আচ্ছা আন্টি আসি । ভাল থাকবেন । আর গুল্টু মল্টু কে আদর দিয়েন ।

বলে আর দেরি না পরি মরি করে দরজা খুলে ফ্ল্যাশের গতিতে নিচে নেমে পিছেনে আর তাকালাম না । দৌড়ে পাড়ায় চলে আসলাম ।

- শালা!!!! তোর সাথে আর কোথাও যাব । কোন দিন আবার কার বাসায় নিয়ে যাস । ওইটা তোর এক্স । চল্লিশ বছরের আন্টি তোর এক্স হয় ক্যামেন ।

- আরে পাগলা!!!! মেয়েদের বিয়ে হলে আন্টি হয়ে যায় ।

মনে মনে বললাম । ও তাহলে বাসা চেঞ্জ করে ফেলেছে । যাই হোক খানাটা ভাল ছিল । আন্টির হাতের রান্না চমতকার ।

- ওই শালা!!! মুনাজাত ধর । আর শপথ কর । আর কখনও এক্সের বাড়ি যাবি না । আর এক্সের কথা ভাববি ও না ।
- বন্ধু বলল, বন্ধু হেলে কি মোরা নতুন কইরা প্রেম হরমু ।

আমি বললাম, প্রেম ভালবাসা বিয়ে এই তিনের উর্ধ্বে আমি । বুঝলি । মহাপুরুষরা পৃথিবীর চিন্তা করে । মানব জাতির চিন্তা করে । এখন ই এক্সের ফোন আসল । আপাতত এক্সের চিন্তা বাদ দিয়ে দুজনেই আইস্ক্রিম খেয়ে বাসায় চলে আসলাম ।


এই সিরিজের আগের গল্প গুলোঃ

গল্পঃ বিয়ে কারাগার (মহাপুরুষ সিরিজ)

ব্যাচেলর্স সমিতিঃ এক ভাঙ্গা সমিতির গল্প (মহাপুরুষ সিরিজ)

সমুদ্র বিলাসঃ জার্নি বাই বাস (মহাপুরুষ সিরিজ)

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

বলেছেন: আহা ---ব্যতিক্রম ----


অস্থির সময়ের গল্প।


বেশ ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ

আশা করি পরের পর্ব গুলোও ভাল লাগবে ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা এক্স ক্যানো B:-)
ওয়াই নাই ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





একটাই তো ।

আমার এক্স তো একজন ই । তারপর ই তো মহাপুরুষ হবার সাধনা করছি ।

ওয়াই খুজে পাই নাই । ;) ;) ;)

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মেয়েদের বিয়ে হলে আন্টি হয়ে যায়
:D :D :D

সাড়ে উনিশ =p~

খিকজ B-)) B-)) B-))

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





বাস্তবে আছে কিন্তু । ঘটনা গুলো অনেকটাই বাস্তবতা থেকে নেয়া । :D :D :D

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,





বেশ রসিয়ে রসিয়ে লিখেছেন। মহাপুরুষ হওয়া ভালো তবে মহাপ্রেমিক হওয়া ভালো নয়। মহাপুরুষ হলে বেহেশত লাভ নিশ্চিত আর সাথে সত্তরজন হুরপরী। ;) যে হুরপরীর একজনের ধারে কাছেও ঘেসতে পারবেনা হাযারখানেক "এক্স"। তাহলে দাঁড়াচ্ছে ১০০০ ইনটু ৭০ = ৭০০০০ এর মতো "এক্স লাবণ্য"।

কিন্তু "ডাক" শব্দটি সম্পর্কিত শব্দগুলো যে "ঢাক" হয়ে গেছে সে খেয়াল আছে ?

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





অপেক্ষায় ছিলাম । আপনার মন্তব্যের ।

আমি তো মহা প্রেমিক হবো না । মহাপুরুষ ই হবো । চেষ্টায় আছি । দেখা যাক কি হয় ।

না না এতো দরকার নেই । আমার একটা মনের মতো হলেই হবে ।
এতো হলে তখন চাপে পরে যাবো । সামলানো কষ্ট । একজন চালাতেই পকেট ফাকা । তার চেয়ে একা আছি ভালো আছি ।

টাইপো গুলো ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা! মজা লাগলো =p~ আন্টি তো তবু খেতে দিয়েছে' সত্যি সত্যিই এক্স এর বাসা হলে আর খাবার খাওয়া লাগতো না' ধাওয়া খাওয়া লাগতো =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





ভাগ্য আমার ভালোই বলতে হবে । না হলে খবর ছিল ।

আর এক্সের বাসায় যাবো নাকি ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: হিমুর মহাপুরুষ এর কথা মনে পড়ে গেল। ভালো লিখেছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





হতে পারে । তবে এটা আলাদা ।

ধন্যবাদ ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

প্রামানিক বলেছেন: মন্দ নয়, প্রায় মার খাওয়ার যোগার হয়েছিল। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:





ওই দিন উসাইন বোল্ট ও হেরে যেতো ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

নজসু বলেছেন:



শুভ সকাল প্রিয় অপু ভাই।
লিংকের ২য় টা পড়েছি আমার মনে আছে।
অন্যগুলো মিস করেছি।
ওগুলো আগে ঘুরে আসতে হবে ভাই।
নয়তো বুঝে উঠতে পারবো না।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:





পড়া আসুন ।
আর পড়ার জন্য ধন্যবাদ ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: পঁচিশে ডিসেম্বর এলো

সবাই মুক্তির বারতা পেলো !

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:




অনেক দিন আগেই মুক্তি পেয়েছি ।

ধন্যবাদ । ভাই । বড় দিনের শুভেচ্ছা ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

কালীদাস বলেছেন: হা হা হা, ভালই হয়েছে হিউমার =p~ আগেরগুলোও পড়ার ইচ্ছা থাকল :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:






ভাই আপনাকে আজ কাল লিখাতে পাওয়া যায় না ।

আপনার লিখা অনেক মিস করি।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

জুন বলেছেন: শন দ্যা শিপ এর জন্মদিনের ছবি ভালোলাগলো অপু দ্য গ্রেট ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

শন দ্যা শিপ এক সময় পছন্দের কার্টুন ছিল ।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড ভ্যারিগুড পোস্ট। ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.