নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের শুভেচ্ছা ও ব্লগে আমার আমি

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩







(১)

শুভ নববর্ষ

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা । নতুন বছর নতুন দিন সব কিছু ই নতুন । নতুন ভোর আসতে যাচ্ছে নতুন কিছু আশা নিয়ে । এই বছর অনেকের অনেক প্ল্যান ছিল কিন্তু সব কি পূরন হয়েছে । সবাই কি তাদের লক্ষ্য পৌছুতে পারেছে । অনেকেই পেরেছে অনেক কিছু পূরন করা বাকি ।

বেশি না অল্প কিছু সময় পর নতুন বছর আসতে যাচ্ছে । এই বছরের হিসেব শেষ । আবার নতুন ভাবে হিসেব হবে সব কিছুর । পাওয়া না পাওয়ার বেদনায় হয়ত কিছু সময় পার হবে । তবে নতুন দিনে নতুন ভোরে আশার আলো নতুন কিছু নিয়ে আসবে জীবনে । জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর । আবার নতুন করে শুরু হলো নিজের জীবনের নতুন বছর ।

এই নতুন বছর সবাই নতুন করে সব কিছু সাজাবে হয়ত গত বছর বা যা অতীতে ভুল গুলো ছিল তা শুধরে নতুন ভাবে সব কিছু শুরু হবে ।

(২)

এই বছর আমার ভাল খারাপ ই গিয়েছে । তবে সবচেয়ে বেশি ভাল হয়েছে ব্লগে নিয়মিত হওয়া । এরচেয়ে ভাল বিষয় হতেই পারে না । মনে হচ্ছে জীবন খুজে পেয়েছে অন্য এক জীবন । হয়ত এর খোজেই ছিলাম । হয়ত এটাই আমার নিয়তি । সত্যি বলতে ব্লগে আমি নিয়মিত হবো এটা আমারও ধারনা ছিল না ।

আমার লেখালেখি করা একটা শখের মধ্যে ছিল । সেটা তেমন গুরুত্বপূর্ন না । কারন আমি ভাল লিখি না । আমার কল্পনা শক্তি এত ভালো না । আমার যে এক্স ছিল সে আমার এই লেখালেখি তেমন পছন্দ করত না । তাকে বলেছি, আমার এই বাজে স্বভাব কোন দিন যাবে না । তারপর থেকে তার সাথে কথা হয় না ।

যাই হোক নতুন বছর পুরাতন কে ভুলে নতুন ভাবে শুরু করা যাক । বছরের পর বছর চলে যাচ্ছে একটা গার্লফ্রেন্ড জুটছে না । এটাই কষ্টের বিষয় । তবে শ্রদ্ধেও নিমচাঁদ ভাইয়ের কথা মনে পরছে । " আরে এখন তো একজন কে নিয়ে থাকা যাবে না, মনে অনেকে জায়গা দিতে হবে " ।

হ্যা তাই দিয়েছি ।

ব্লগ ডে তে যাদের সাথে দেখা হয়েছে । যারা সামুতে আমাকে আপন করে নিয়েছে তাদের জায়গা দিয়েছি । তারা আমার কাছে আমার ফ্যামিলি । আমার এই ফ্যামিলে আমি আমার মনের একদম গভীরে জায়গা দিয়েছি ।

কারন হয়ত আমি থাকব না । এই ফ্যামিলি থাকবে । হয়ত আমাকে তারা মনে করবে না । তবে আমার মনে তাদের জন্য জায়গা থাকবে । সামু কে অনেক ভালবাসি ।

(৩)

এই বছরের অন্যতম সেরা ঘটনা হচ্ছে ব্লগাদের কাছ থেকে ভালবাসা পাওয়া । এই জীবনে যেটা কম পেয়েছি । হারাতে চাই না । ব্লগে অনেকেই আছেন যাদের সাথে আমার মতের মিল হয় না । কারন কবি বলেছেন,

"দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়"

আসলে তেমন নয় । আমি ৬ দেখি আপনি ৯ দেখতেই পারেন । তবে আমার কথা হচ্ছে যাদের কষ্ট দিয়েছি । তার জন্য আমি সরি না । আপন লোকদের আমি সরি বলি না(এখানে হাসি হবে) । আর যদি একান্তই বলতে হয় তবে যারা ব্লগ ডে উপস্থিত হয়েছেন তাদের কাছে সরি । কারন আপনাদের তেমন ভাবে মেহমানদারী করতে পারিনি । তাই নিজ দায়িত্বে খেয়ে নেবেন ।

সবশেষে বলব,
এখানে যারা আছেন সবাই আমার মনের খুব কাছের । সবার কাছে আমি কৃতজ্ঞ । আশা করি লেখা আরো ভাল হবে আপনাদের থুক্কু আমার ।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।


(সবাই কে নববর্ষের শুভেচ্ছা আর অভিনন্দন । নিজ গুনে ক্ষমা করবেন । )

মন্তব্য ৮৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাকু হাসান বলেছেন:


আমারো সবাই কে খুব কাছের মনে হয় । জ্ঞানী ,মানী ব্লগারদের সাথে থাকতে পারে আমি গর্বিত ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমিও গর্বিত আপনি সহ জ্ঞানী মানী ব্লগারদের কাছে পেয়ে ।

সত্যি বলতে শিখেছি অনেক । জেনেছি অনেক ।

নতুন বছরের শুভেচ্ছা ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

হাবিব বলেছেন:



শুভ নববর্ষ অপু ভাই.......
বাজে স্বভাব শুনতেছি.......

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




শুভ নববর্ষ স্যার

আরে আপনার তো স্বভাব ভালো । এইটা না শোনাই ভালো ।

নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেসহ ব্লগের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আগত দিনগুলিতে আনন্দময় হোক সবার জীবন! শুভকামনা রইল!

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকে শুভেচ্ছা ।

নতুন বছরে আপনার যেন সুন্দর হয় ।

শুভ কামনা রইল

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

যোখার সারনায়েভ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

ভাল থাকবেন ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: ভালো বলেছো। শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ দাদা ।

নববর্ষের শুভেচ্ছা ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

তারেক ফাহিম বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




নববর্ষের শুভেচ্ছা ।

ভাল থাকবেন ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার

ভাল থাকুন আর বেশি বেশি ঘুরে বেড়ান ।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Happy New Year :)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রোগ্রামার শুভ নববর্ষ ।

কি অবস্থা ?

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Happy New Year :)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




নতুন বছরের প্ল্যান কি?

কোন দাওয়াত দিবেন নাকি ।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ


নববর্ষের শুভেচ্ছা ।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকে ভাবীকে এবং আমাদের ছোট পরী কে নববর্ষের শুভেচ্ছা ।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

আরোগ্য বলেছেন: শুভ নিউ ইয়ার।
ব্লগে মতান্তর হবেই তাই বলে মনান্তর চাই না।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমিও তাই চাই ।

নিউ ইয়ারের শুভেচ্ছা ।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:




নতুন বছরের শুভেচ্ছা

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
নতুন বছরের শুভকামনা রইলো

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ আপু ।

অনুপ্রেরনা দেয়ার জন্য ।

নিউ ইয়ারের শুভেচ্ছা রইল ।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

কালীদাস বলেছেন: হ্যাপি নিউইয়ার!!
নতুন বছরে আপনার চাওয়া কেবলই গার্লফ্রেন্ড!! কি বেশরিয়তি কথা! কালকেয়ামতের লক্ষণ :#)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:




না গার্ল ফ্রেন্ড দিয়া কি করব । তারচেয়ে আপনি লেখা দিন ।

অনেক দিন ঘুরে এসছি । ভাল লাগে না ।

নববর্ষের শুভেচ্ছা রইল ।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

কালীদাস বলেছেন: খাইছে আমারে!!!! আমার লেখা আপনার কাছে গার্লফ্রেন্ডের চেয়েও প্রেশাস?? কথা দিলাম, আগামী বছর যেমনে হোক ইনশাল্লাহ ব্লগে একটা হৈলেও পোস্ট দিমুই দিমু। নিয্যস দিমু B-))

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:






গার্ল ফ্রেন্ড তো ধোকা দিব । কিন্তু লেখা তো আর দিবে না ।

তার চেয়ে লেখা পড়েই আনন্দ নেয়া যাক ।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১৯ :)

শুভেচ্ছা অফুরান

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ।

ভালবাসা আর শ্রদ্ধা রইল ।

ভাল থাকবেন সব সময় ।



১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

শায়মা বলেছেন: শুভেচ্ছা!

তাড়াতাড়ি গার্ল ফ্রেন্ড পাও ভাইয়ু! :)

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




নতুন বছরের শুভেচ্ছা আপু

না না তা দরকার নেই । ঘাড়ের উপর বোঝা না থাকাই ভালো ।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার।।।
সত্যি সামহুয়ারইন ব্লগ পরিবার নিবিড় বন্ধনে অনন্য।।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





রোমান্টিক কবি আপনাকে শুভেচ্ছা ।

সামু আমাকে এখন জড়িয়ে নিয়েছে ।

এখন সামু তে আন আসলে কেমন জানি লাগে ।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

বলেছেন: Happy New Year The great!!!

Thanks

শায়মা বলেছেন: শুভেচ্ছা!

তাড়াতাড়ি গার্ল ফ্রেন্ড পাও ভাইয়ু! :)

হুম সেটা হোক খুব তাড়াতাড়ি।।।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রিয় ভাই

শুভেচ্ছা নিয়েন

আপাতত লেখালিখি করতে চাই ।

গার্ল ফ্রেন্ড লাগবে না

২২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাপী নিউয়ার ! 2019

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




হ্যাপি নিউ ইয়ার মামা ২০১৯ !!!!

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় অপু ভাই।
নববর্ষের শুভেচ্ছা। আসলে xyz কোন মাইয়া চায় না তার হাজবেন্ড/প্রেমিক দিনকে রাত আর রাতকে দিন করে লেখালেখি করুক!! এজন্য আমার xyz নেই। তবে তাদেরকে নিয়ে শপিংয়ে গেলে, দামী রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গেলে কিংবা প্রশংসা করে হাজার খানেক রুমান্টিক কবিতা লেখলে দারুণ খুশি!! আপনি লেখে যান; মাইয়া কোন বিষয়ই নয়। লেখকদের প্রেমিক পেতে তেমন বেগ পেতে হয় না!!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


ওহো গুরু,

আমার কাউকে দরকার নাই এখন । সামু আছে । বেশ আছি । আপনাদের কাছাকাছি থাকতে চাই । কথা বলতে চাই । শিখতে চাই । জানতে চাই ।

আপনার পাশে থাকুন এটাই চাওয়া ।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৩

অন্তরন্তর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




হ্যাপি নিউ ইয়ার

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার প্রিয় নজুস ভাই

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো ভালোই লিখেছেন। সঙ্গে চলুক খানাপিনা ,বর্ষবরণ ।

নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় অপুভাইকে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রিয় প্রিয় ভাই

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা রইল

ভাল থাকবেন

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১

নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ।
কাওসার চৌধুরী বলেছেন: আপনি লেখে যান; মাইয়া কোন বিষয়ই নয়। লেখকদের প্রেমিক পেতে তেমন বেগ পেতে হয় না!! গুরুজনের উপদেশ মাথায় তুলে রাখুন।
আপনার লেখা লেখি দিন দিন ভালোর দিকেই যাচ্ছে.......
সাথেই থাকব। ভালো থাকুন।
ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

আপনি আমাকে অনেক উৎসাহ দেন । যার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ ।

ভাল থাকবেন ।

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অপু ভাই আসলে ব্লগটা ভাললাগা থেকে এখন ভালবাসয় পরিণত হয়েছে।

দারুণ বলেছেন।

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমার মনে গভীরে সামুর জায়গা ।

ভালবাসা পেয়েছি অনেক ।

ধন্যবাদ পাশে থাকার জন্য ।

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: গত বছর আমি শুধু হারিয়েছি আর হারিয়েছি । তবে সব হারালেও অনুভূতিরা কখনো হারায় না এটাই শান্তি আবার এটাই কষ্ট, কি অদ্ভুত ।
তবে আপনার মত করেই বলতে হচ্ছে ভাইয়া, জীবন খুজে পেয়েছে অন্য জীবন সামুতে লেখালিখির মাধ্যমে আর তা ২০১৮ তেই । কখনো ভাবিনি ব্লগে লিখবো তবে আল্লাহ তার বান্দার জন্য কিছু কিছু না অবশ্যই রাখেন অবলম্বন স্বরূপ, সেই সূত্র ধরেই হয়তো ব্লগে আসা ।

ভাইয়াকে নতুন বছরের শুভেচ্ছা । এই বছরে ব্লগে আরও বেশী সময় দিন ও আমাদেরকে নতুন নতুন লেখা উপহার দিন এই কামনা ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

তবে ব্লগে আসার মজার একটা ঘটনাও আছে সেটা অন্য দিন বলব ।

আপাতত নতুন বছরের শুভেচ্ছা রইল ।

ভাল থাকবেন ।

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

মোস্তফা সোহেল বলেছেন: সামুর সাথেই থাকুন সব সময়।
অনেক শুভকামনা রইল আপনার জন্য।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:




আছি থাকব

সব সময়

ধন্যবাদ । হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ।

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নো প্ল্যান ম্যান B-))

দাওয়াত গ্রহণ করা হলো :P

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:





ওকে সময়মত জায়গা ও প্লেস জানিয়ে দেয়া হবে ।

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

অগ্নি সারথি বলেছেন: শুভকামনা ভ্রাতা!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ভাই

আবার একটা আয়োজন করবেন আশা করি ।

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,





নতুন বছরে রঙে রঙে নতুন একটি ফুল হয়ে ফুটুন.................



ব্লগীয় শুভেচ্ছা নতুন বছরের।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার ভাই


আর অনেক অনেক ধন্যবাদ এই ছবিটার জন্য । অনেক সুন্দর ও অসাধারন একটা ছবি ।

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

নতুন নকিব বলেছেন:



শুভকামনা।

সুন্দরে উদ্ভাসিত হোক আগামীর দিনগুলো।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

আপনার জন্য শুভেচ্ছা রইল

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: লেখালেখি কেউ অপছন্দ করে এই প্রথম শুনলাম!!!!

যাকগে, আপনার নিজেকে সামলানোর ক্ষমতা আছে।
এগিয়ে চলুন।

সতত শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




জ্বী করত । আমি নিজেও তার কথায় এক প্রকার ছেড়ে দিয়ে ছিলাম ।

তখন বুঝিনি ভুল করেছি । আজ বুঝলাম ।

সামলাতে পারি বলেই বেচে আছি বিজন দা ।

ধন্যবাদ

শুভেচ্ছা রইল

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার; নতুন বছর ভালো যাবে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:






স্যার

আপনার কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি । তার মানে তো ২০১৯ আমার ভালো যাবে । সেই রকমের ভালো ।

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: এক্সকে ছেড়ে ওয়াইকে ধরো অপু ;)
সময় গেলে সাধন হবে না :P

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





না এখন এক্স ওয়াই জেড বা এবিসি কিছুই ধরার ইচ্ছে নেই ।

লেখালিখি করার ইচ্ছেটাই বেশি ।

তবে আপনার মনে যে রং ধরেছে তা বুঝতে বাকি নেই ।

তাই সেই ভাগ্যবতী কে ? ;)

৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কেউ না ;)

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



এই কেউ না

পরে কেউ একজন হয়ে যাবে জানি তো

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

মুক্তা নীল বলেছেন: যার মন এতো ভালো, তিনি যেনো নতুন বছরে তিনার মতো নতুন কাউকে খুজে পান........ এই শুভ কামনা করছি। Happy New Year.

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপতত ভাঙ্গা হৃদয় নিয়ে থাকতে চাই

হ্যাপি নিউ ইয়ার

ভাল থাকবেন

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭

সোহানী বলেছেন: ব্লগার আড্ডায় ছবি না দেখলেতো বিশ্বাসই করতাম তুমি এতো পিচ্চি ;) ;)

তোমার লিকার হাত সত্যিই ভালো। আর এক্সতো এক্স সেটাকে আর টানাটানি না করে ওয়াই দিকে হাত বাড়াও.........।

নতুন বছরে নতুন ভাবে শুরু হোক সব কিছু। হ্যাপি নিউ ইয়ার..............

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



পিচ্চি থাকা ভালো

কারন পিচ্চিদের সবাই কিউট বলে ।

না এখন কোন ওয়াই টোয়াই নাই । সব লেখালিখি আর পড়াশুনা তে মনযোগ ।

হ্যাপি নিউ ইয়ার ।

ভাল থাকবেন আপু ।

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আজকালকার পিচ্চিরা বড়ই দুষ্ট ;)

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:




দুষ্ট তো হতেই হবে

সময়ের সাথে সাথে বড় হচ্ছি না তো

হাহাহাহাহা

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কিউট লিখা লিখতে লিখতে একটা কিউটি জুটেই যাবে B-))

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



সে যদি ব্লগার হয় তবে আরো ভালো হবে B-))

৪৩| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা! নববর্ষের পোস্ট হিসেবে এটা চমৎকার হয়েছে।
আপনার ব্লগ ডে পোস্টটাও পড়েছিলাম, মন্তব্যও করেছিলাম। সেটাও ভাল লেগেছিল।
কথার ফুলঝুরি! এর মন্তব্যটা (২৯ নং) একটু ব্যতিক্রমী, ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.