নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি (প্রিয় গানের লিরিক্স)

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩






সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়
বৃন্দাবনের বংশিধারী ঠাকুরও কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?

কালো কালো করিসনা লো ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি করব কী?
এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়
আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল
সর্প হয়ে কালো বাশি রাধাকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল
মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি
দুই এক খানা ঝাড়া দিয়া বিষ করিব পানি

আমারও অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিব তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল
ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল
গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল
কদম তলায় থাইক্কা কানাই ফিইক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো
পরেরও রমণী দেখে জালায় জলে মরো
বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো
আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেধে যমুনাতে যাও

কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি

গীতিকারঃ রাধা রমন

(আমরা বন্ধুরা আড্ডায় বসলে অনেক গান হয়, মজা হয়, জোকস হয় । নিজের প্রিয় কিছু গান আছে । লিরিক্স মনে থাকে না মাঝে মাঝে । গিটারের তার ছেড়া তাই অনেক খানি ভুলে গেছি । এখন থেকে প্রিয় গানের লিরিক্স গুলো আপনারদের সাথে শেয়ার করব ।)


তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি - ব্যান্ডঃসরলপুর

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় অপু ভাই। এটা আমার খুব পছন্দের একটি গান। আমি রাধাঁ রমনের গানের খুব ভক্ত। উনার বিরহের গানগুলো সত্যি সত্যি মনে দাগ কাঁটে। ধামাইল গানের প্রভক্তা এই গুণী গীতিকার বাংলা বাউল ও ফোক গানকে সমৃদ্ধ করেছেন।

অপু ভাই; গানের নীচে গীতিকারের নামটি সংযুক্ত করে দিলে ভাল হবে। (শুভ রাত্রি)

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ প্রিয় কাওসার ভাই

এত রাতেও আপনি ব্লগে আছেন দেখে ভাল লাগল । ব্লগের প্রতি ভালবাসাটা আরো বেড়ে যায় আপনাদের দেখলে ।

গীতিকারের নাম সংযুক্ত করে দিচ্ছি ।

শুভ রাত্রি ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

মা.হাসান বলেছেন: Gaan call laglo. Nijeder gaoa gaan debar request thaklo.

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





অবশ্য ই ভাই । সময় পেলেই আমি লিরিক্স শেয়ার করব ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫

মা.হাসান বলেছেন: gaan Valo laglo.

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১

গেম চেঞ্জার বলেছেন: হুম - মন্দ নয়, বাংলা গান ইদানিং শুনা হয়না, এটা মন দিয়ে শুনলাম। খুব ভাল লেগেছে! তবে যখন রাজনিতির মাঠটা সেইরকম গরম - তখন এমন ভাবনা আসলে কিমতে? ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



মাঠ যখন গরম । তখন হোক কিছু নরম ।

হাহাহাহাহা

কাল এক্সাম আছে । মাথা কাজ করছে না । তাই গান দিয়ে ভাবলাম মাথা কাজ করে কি না ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:০৯

বলেছেন: খুউব খুউব ভাল লেগেছে!

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ প্রিয় ভাই

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


ঢাকা নাকি এখন বৃন্দাবন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার আপনি এখনও জানে না

ঢাকা তো বৃন্দাবনের চেয়ে অনেক বেশি কিছু হয়ে গিয়েছে ।

তার উপর আবার এখন ছুটি মানেই ভ্যালেন্টাইন্স ডে ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

মুক্তা নীল বলেছেন: এই গানটা আমি আগেও শুনেছি, আপনার দেওয়ার এখন আবার অনেক দিন পর শুনলাম। রাধা রমনের গুলো কালজয়ী হয়ে থাকবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি ফোক গান বেশি শুনি ।

কেমন জানি একটা মায়া আছে ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১১

টারজান০০০০৭ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


ঢাকা নাকি এখন বৃন্দাবন? =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




বন নাই

এখন সব ভাসমান হয়ে গেছে

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: এখনই আরেকবার শুনলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই


আশা করি ভাল লেগেছে ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চুনলাম B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনি তো শুনবেন ই

আপনার তো সেই যাচ্ছে দিন কাল

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

বরুন মালাকার বলেছেন: বৃন্দাবন? না সব তো ভাসমান।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:




একদম ঠিক ভাসমান এবং খোলামেলা

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধুর মিয়া... দিনকাল আগের মতোই ;)

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



চোখ টিপ মারলে লাভ নাই

সব কথা ফাস কইরা দিমু

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

অগ্নি সারথি বলেছেন: অনেক পছন্দের গান! লিরিক্স দেখে কখনো শুনি নাই। আজকে আপনার লিরিক্স দেখে দেখে শুনলাম। অনেক ভূল ছিল, ঠিক করে নিলাম। ধন্যবাদ অপু।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভাই কেমন আছেন ?

কি অবস্থা আপনার ?

ধন্যবাদ ।

তবে ব্লগে বিচরন কমে গিয়েছে নাকি ?

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সব কথা ফাস কইরা দিমু
=p~ =p~ =p~
খিকজ B-))

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




হাইসো নাই

সব খবর আছে আমার কাছে

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

বিপ্লব০০৭ বলেছেন: প্রিয়তে!

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: রাঁধা একজন শক্তিশালী দেবী তিনি কস্মিনকালেও কলংকিনী নাম পাবেন এটি মানুষের প্রতি অবস্যই অভিষাপে রুপান্তরিত হবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



হতে আর বেশি দেরি নাই

মনে হচ্ছে সময় হয়ে গিয়েছে ।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কি খপর দেহি B-))

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:




সময় হইলেই থলের বিড়াল বের হবে

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে B-))

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধুল চাই X( কালি বলগার অপু দা গ্রেটের চংগে বলগার অপু তানভীররে গুলায় পেলচি B-))

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





হেহেহেহেহেহেহ

তুমি তো তাইলে সব কিচুতেই পেলেই

তাইলে এখন ভাল ভাবে পলা লেখা কলো

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আত্তা B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.