নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

আন্ধাধুনঃ চোখ থাকিতেও অন্ধ যে জন (মুভি রিভিউ)

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১




মানুষের অঙ্গের সবচেয়ে দরকারী অঙ্গ কোনটি প্রশ্ন আসতেই পারে । আপনি কি আসলে ভেবে দেখেছেন মানব দেহের সবচেয়ে দরকারী অঙ্গ কোনটি । হয়ত ভেবেছেন হয়ত না । তবে সব দিক বিবেচনা করে যেটা মনে হয় তা হলো চোখ । হ্যা, চোখ মানুষের অন্যান্য অঙ্গ থেকে একটু বেশি গুরুত্ব পাবে । ভেবে দেখুন তো আপনার চোখ না থাকলে কেমন লাগত । কিভাবে চলতেন । হাটতে চলতে সাহায্য লাগত । সব দিক থেকেই কিন্তু একটু অসুবিধা বেশি । আবার আমরা প্রবাদ হিসেবে বলে থাকি চোখ থাকিতে অন্ধ । আসলেই মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে যায় । আর এই অন্ধত্ব নিয়েই তৈরি হয়েছে মুভি “আন্ধাধুন”।




কাহিনীসূত্র

আকাশ একজন অন্ধ পিয়ানো বাদক । সে একাই থাকে এবং সাথে থাকে তার বিড়াল । সে পিয়ানো শিখিয়ে বেড়ায় । তার প্রতিবেশী একটা ছোট বাচ্চা আছে যে প্রতিদিন থাকে পরীক্ষা করে যে সে আসলেই অন্ধ কিনা । তবে আকাশের সেসব নিয়ে চিন্তা নেই । কারন পরীক্ষা করুক আর নাই করুক সে তো অন্ধ । তবে সে জন্মান্ধ নয় । ক্রিকেট খেলতে গিয়ে তার চোখে আঘাত লাগে এরপর থেকেই সে অন্ধ । সে পিয়ানো বাজিয়ে তার ইনকাম করে থাকে ।

প্রতিদিনের মত একদিন বের হয়েছে পিয়ানো শিখাতে রাস্তায় সে সোফিয়ার স্কুটারের সামনে পরে যায় । সোফিয়া অনেক কষ্ট পায় । তাই সে তার বাবার মিউজিক রেস্টুরেন্ট এ তাকে নিয়ে যায় । তার পিয়ানো বাজানোর মেধা তাকে মুগ্ধ করে । সে তাকে এখানে জব অফার করে । তারপর আকাশ এখানে পিয়ানো বাজায় । এরপর আস্তে আস্তে তারা অনেক বেশি ক্লোজ হয়ে যায় ।

সোফিয়াদের রেস্টুরেন্টে খেতে আসেন বিখ্যাত অভিনেতা প্রোমোদ সিনহা । আকাশের পিয়ানোর মেধা দেখে সে মুগ্ধ হয় । তাকে তার বাসায় পিয়ানো বাজানোর জন্য আমন্ত্রন জানায় । আকাশ সময় মতো প্রোমোদ সিনহা এর ফ্ল্যাটে চলে যায় । প্রোমোদ সিনহা এর প্রতিবেশি দেখতে পায় আকাশ ও সিমি(প্রোমোদ সিনহার স্ত্রী) কথা বলছে । সিমি আকাশ কে চলে যেতে বলে । প্রতিবেশী দেখা ফেলায় সে আকাশ কে ভেতরে আসতে বলে । আকাশ ভেতরে ঢুকে পিয়ানোর কাছে চলে যায় ।



তবে বাসায় প্রোমোদ সিনহা না থাকায় আকাশ বেশ অসুবিধার মধ্যে পরে যায় । কিন্তু আসল ঘটনা হচ্ছে প্রোমোদ সিনহা তখন মৃত । তিনি খুন হয়েছেন আরও আগে । আকাশ এসব জানত না । সে বুঝতেও পারেনি এসব ঘটনা ঘটছে তার চোখের সামনেই । অথচ সে পিয়ানো বাজিয়ে চলেছে । কারন তাকে লন্ডন যেতে হবে ।

এরপর সোফিয়ার সাথে তার সম্পর্ক ভেঙ্গে যায় । কারন আকাশ কে অন্য একটি মেয়ের সাথে বিছানায় দেখতে পায় । তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না । নিজ থেকেই সম্পর্ক ভেঙ্গে দেয় ।

অনেক চড়াই উৎরাই পেড়িয়ে আকাশ লন্ডন পৌছায় । এর মধ্যে সোফিয়ার সাথে তার আর যোগাযোগ হয়নি । সে লন্ডনের এক গিগে পিয়ানো বাজায় । তার চোখ আগের মত ই কালো চশমা থাকে । অন্ধদের হাতের লাঠিও । যদিও তখন সোফিয়া তাকে দেখছে । সোফিয়া তাকে জিজ্ঞেস করে সব ঘটনা । আকাশ বলে তার অন্ধত্ব আর জীবনের ঘটনা গুলো । তারপর সেখান থেকে চলে যায় ।
এভাবেই শেষ হয় আকাশ আর সোফিয়ার গল্প ।


আলোচনা

আমি এই মুভিটির ব্যাপারে এক ভাইয়ার কাছ থেকে জেনেছি । উনি রিভিউ দেয়ার পর আমি ভাল প্রিন্ট এর জন্য অপেক্ষা করেছি । তারপর দেখেছি ।

মুভিটি সত্যিকার অর্থেই এন্টারটেইনিং । এছাড়া কাহিনী ও পরিচালনাও অসাধারন হয়েছে । যদিও মুভিটি আপনাকে থ্রিল একটু কম দেবে । তবে কাহিনীড় জন্য উঠতে মন চাইবে না । কারন একের পর এক টুইষ্ট পাবেন । যখন ই মনে হবে এই শেষ, তখন আবার নতুন করে শুরু ।




মুভির টাইমিং একটু স্লো । ধীর গতির কারনে আপনি বিরক্ত বোধ করতে পারেন । তবে দেখতে থাকলে খারাপ লাগবে না । কারন মার্ডার মিস্ট্রি তাও এক নয় দুটো মার্ডার । তাহলেই ভাবুন কি হতে পারে । তারপর উপর একজন অন্ধ মানুষ এসবের মধ্যে দিয়ে যাচ্ছে । প্রতিটি ঘটনায় সে জড়িয়ে আছে । কেমন লাগবে । আমার কাছে সময়টা ভাল গিয়েছে । থ্রিল কম হলেও একেবারে খারাপ লাগেনি ।
এবার কথা বলি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে । মুভিটিতে অভিনয় করেছেন আয়ুস্মান খুরানা, আকাশের চরিত্রে । তার অভিনয় শৈলী নিয়ে আমার কোন ব্যক্তব নেই । কারন চরিত্র ফুটিয়ে তুলতে সে অসাধারন । একদম সত্যিকার মনে হয় । যেকোন চরিত্রে সে নিজেকে একদম জড়িয়ে নেয় ।

অপর দিকে টাবু হচ্ছে বলিউডের অন্যতম মেথড এক্ট্রেস । তার অভিনয় নিয়ে কিছু বলার নেই । এর আগে অজয়ের সাথে দৃশ্যম মুভিতে তার অভিনয় মুগ্ধ করেছে । এছাড়া টাবু অনেক দিন থেকে বলিউডের মুভিতে অভিনয় করে আসছে । নায়িকার চরিত্রে রাধিকা আপ্টে । যিনি নিজের প্রতিটি কাজে নিজেকে ছাড়িয়ে যান । যদিও এখানে তার চরিত্রটি তেমন গুরুত্বপূর্ন নয় । এছাড়া আরো কয়েকজন কলাকুশলী রয়েছেন যারা এই মুভিতে যথেষ্ট ভাল অভিনয় করেছেনে । এক ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন জাকির হুসেইন । মুভিটি পরিচালনায় ছিলেন শ্রীরাম রাঘবান ।

সবমিলিয়ে মুভিটি আপনাকে মার্ডার মিষ্ট্রি এর দারুন এক অনুভূতি দেবে । কারন শেষের টুইষ্টাই যথেষ্ট ।

আজই দেখে ফেলুন “আন্ধাধুন” ।


মুভি ডাউনলোড লিংকঃ Andhadhun

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: রিভিউটা পড়লাম....
ফার্স্ট ফরোয়ার্ড মারলেই দৌড়াবে B-))

দেখার চেষ্টা করা হবে B-)

পোস্টের জন্য ধন্যবাদ :)

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রোগ্রামারের উপর আমার ভরসা আছে । সে ফাস্ট ফরোয়ার্ড মারলেও ঠিক ই কাহিনী বুঝে যাবে । কারন এত জটিল জিনিশ মাথায় রাখে এটা তো মুভি ।

মুভি না দেখে প্রোগ্রামিং করেন । ইদানিং প্রেমের কবিতার উপর আপনার মন যাচ্ছে । বিষয়টা ঘোলাটে ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

ডার্ক ম্যান বলেছেন: দেখেছি, ভালই লেগেছে। ভারতে এখন চলছে কনটেন্ট নির্ভর মুভির সময়।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




তবে এসব মুভি লোকজন তেমন দেখার ইচ্ছে পোষন করছে না । কন্টেন নির্ভর মুভি গুলো শহরে বেশি চলে । তবে সেগুলো বাইরে তেমন প্রচার পায় না ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: দারুন গুছিয়ে লিখেছেন।
আমি এখনই দেখব।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

আমার মনে হয় মাঝে মাঝে আমি আপনার ঘুম নষ্ট করে দেই ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: এক কথায় অসাধারণ মুভি।
+।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনিও দেখেছেন দাদা ।

আমি অনেক লেট করে দেখেছি । আর রিভিউ দিতেও দেরি করেছি ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

ঝিগাতলা বলেছেন: Very good post

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ

৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০০

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর রিভিউ।
লেখায় ভালো লাগা।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৫

বলেছেন: দেখার ইচ্ছা জাগলো।

দারুণ রিভিউ তো ---

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ

দেখে ফেলুন । ভাল লাগবে ।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: রিভিউ টা ভালো হয়েছে। তবে আরো একবার পড়তে আসবো সময় নিয়ে। আগের কমেন্টটিও বাকি পরে আছে।। সবগুলো এসে একসঙ্গে শোধ দিয়ে যাব।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ প্রিয়,


আপনার ব্যস্ততা কমুক । আশা করি আপনার ব্যস্ততা দ্রুত কমে যাবে । আপনাকে আমরা ব্লগে আবার নিয়মিত চাই ।

কিছু ঋন থাকুক । এগুলো ভাল ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ!


এরম সুন্দর করে লেখলে তো যারা ফিল্ম দেখে না তাকেও ফিল্ম দেখতে হবে ;)

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

এত সুন্দরও হয়নি । আরো পড়তে হবে ।

ভাল থাকবেন ভাই ।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষের টুইস্টটাই যথেষ্ট !!

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি নিজেও শেষের টুইষ্টা আশা করিনি । তার মানে সে অন্ধ ছিল না ।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্পয়লার এলার্ট !!

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



পুরোটা তো আর দেই নাই ।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

নজসু বলেছেন:



টরেন্ট লিংক দেয়াতে ভালো হলো।
ডাউনলোড করে রাখবো।
সময় সুযোগমতো দেখবো।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



দেখে ফেলুন

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

নজসু বলেছেন:




লিংকটা কাজ করছে না কেন ভাই?

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




কাজ তো করছে

আমি ম্যাগনেট ডাউনলোড দিন । তাহলেই হবে । আমি চেক করে দেখেছি ।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

এম.এ.জি তালুকদার বলেছেন: দির্ঘদিন পর ব্লগে এসে আপনার লেখাটি পড়লাম। ভালোলাগার চিহ্ন রেখে গেলাম।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ভাই

কৃতজ্ঞতা রইল ।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

সোহানী বলেছেন: এটা কি একেবারেই নতুন মুভি? তাহলে ২/১ সপ্তাহ লাগবে আমার ভিডিও চ্যানেলে আসতে। তারপর দেখবো।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

এটা গত বছর অক্টোবরে রিলিজ পেয়েছিল ।

এই মুভির এক মাস আগে বাধাই হো রিলিজ পায় ।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: রিভিউটি আজ আবার পড়লাম।। খুব ভাল লিখেছেন। তবে আমার এতোক্ষণ ধরে মুভি দেখার ধৈর্য্য কুলায় না। আর শেষ কবে সিনেমা হলে গেছিলেন মনেই নেই। কাজেই দুধের স্বাদ ঘোলে মিটানোর মতই মুভি গুলি সময় পেলে আমার পড়তে বেশ ভালো লাগে।

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসার প্রিয় অপুভাইকে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রিয় প্রিয়

আবার এসেছেন দেখে ভাল লাগল । আমি মুভি আর বই দুটোই প্রচন্ড ভালবাসি । বই পড়তে খারাপ লাগলে মুভি দেখি । মুভি শেষ হলে বই পড়ি । এভাবে সারাজীবন কাটাতে পারলে মন্দ হতো না ।

আপনার নতুন কোন পর্ব আসছে না ।

তাড়াতাড়ি নতুন পর্ব দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.