নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০১৯ । আমি সাধারনত প্রতি বছর ই এক বার যাওয়ার চেষ্টা করি । তবে এবার একটু তাড়াতাড়ি চলে গেলাম । কেন গেলাম সেটাও বলব । তবে চলুন ঘুরে আসি ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০১৯ থেকে ।
বসেন বসেন, বইস্যা যান । আর এখানে হবে , আসেন আসেন, আইস্যা যান , টিকেট লইয়া যান ।
আমি প্রথম একা এসেছি তখন ১৫ টাকা দিয়ে ঢুকে ছিলাম । তারপর ২০ টাকা । আজ একে বারে ৩০ টাকা । আগামী বার মনে হয় ১০০ টাকায় চলে যাবে ।
আগে বানিজ্য মেলার গেট এত সুন্দর হতো যা বলার বাইরে । এবারের গেট দেখে মনে হচ্ছে কিছু একটা হলেই হয় ।
ঢোকার পর হাতের বামেই দেখবেন সিঙ্গার ভাইবেন না এখানে সিংগাড়া পাওয়া যায় ।
এই বিশাল ঘর দেইখা ভয় পাইছি । তাই ভিতরে যাই নাই ।
কিচেন সামগ্রী বিক্রি হচ্ছে । বন্ধু বলল কিনবি নাকি । আমি বললাম আমার কি বিয়ে হয়েছে । আর মহাপুরুষেরা সন্ন্যাসী হয় । তাদের এসব লাগে না ।
এত বড় তাওয়া তে কি ভাজবে তাই ভাবছি । বাংলাদেশে তো তিমি মাছ পাওয়া যায় না ।
এইটা সম্ভবত পাকি গলি । পাকিস্তানি দোকান বেশি ।
"পানি নিয়ে ভাবনা আর না, আর না
পেড্রোলো পাম্প আছে আর নয় ভাবনা "
বিজ্ঞাপন টা মনে পরে গেল ।
পাকি গলির এক সাইড ।
পাকি গলির অন্য সাইড ।
আসে পাশে অনেক ব্লেজার ও কটি বিক্রি করছে । দাম ও কম মনে হচ্ছে । তবে কেন জানি বাতিল জিনিশ নিয়ে এসেছে এখানে । যদি কপচানো যায় আরকি ।
চাঁদর, কুশন আর বালিশ বিক্রি হচ্ছে । তবে এসব ব্যাচেলারদের জন্য না । আমার মনে হচ্ছে এটা সংকেত । বিপদ সংকেত । সবাই আমাকে মিলে বিয়ে দেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে ।
এইটা ভাল লাগছে । তবে দাম এত বেশি কেন ?
ড্রাগন দেখতাম টিভিতে । তারপর শুনলাম থাইল্যান্ডে । এবার দেখলাম ঢাকায় । এখন আর কষ্ট করে থ্যাইল্যান্ড যেতে হবে না । থাইল্যান্ড চলে এসছে আপনার কাছে ।
অনেক দোকানের এখনো কাজ ই শেষ হয় নাই ।
এখানে লাইভ শুটিং চলছে । এক মোটা মত মহিলা আর এক বাচ্চা কে দিয়ে শুটিং হচ্ছে । লোকজন দাঁড়িয়ে দেখছে । আমি বিষয়বস্তু কিছুই বুঝি নাই ।
বেস্ট বাই । এবার প্রাণ আরএফএল গ্রুপ পুরোটা দখল করে ফেলেছে । ভবিষ্যতে কি আছে কে জানে ।
বন্ধু বলব অল টাইম খাই । আমিও বললাম আমি জানি আমি অল টাইম খাই । এতে বলার কি আছে ।
বিশাল জুসের শো রুম । এত বড় শো রুমে জুস রেখে কি হবে সেটাই বুঝলাম না ।
পক্ষির বাসায় কাউকেই দেখলাম না ।
এই ছবি তোলার আগে মোবাইল হাত থেকে পরে যায় । মানে হলো নতুন একটা মোবাইল কিনতে হবে ।
দেশি বিদেশী পাশাপাশি ।
গরমে চা খাওয়া গেলে, শীতে আইসক্রিম খাওয়া যায় ।
দেশি পন্য । তবে বাইরে ভিতরে সব কিছুই বিদেশ থেকে আসা ।
কেকা আন্টির প্রিয় শো-রুম । ওনার কথা মাথায় রেখেই এই শো-রুম দেয়া হয়েছে ।
স্পিড খেলে গাড়ির মত স্পিড আসবে কিনা জানি না । তবে এইটা আসল গাড়ি নাকি নকল সেটা নিয়ে মানুষ গবেষনা করছে ।
ওয়াল্টন আমাদের পন্য ।
বাইকার তো, তাই বাইক দেখলে মাথা ঠিক থাকে না ।
ছোট থাকতে অনেক খেয়েছি মিল্ক ভিটা ।
স্কুল ও কলেজে অনেক সাইকেল দাপিয়ে বেড়িয়েছি । আজ সেই কথা মনে পরল । আহা কি দিন ছিল ।
ইসলামী ব্যাংক এর প্রদর্শনী ।
চত্ত্বর ।
খড় দিয়ে বানানো ঘর ।
গাছ দেখে ভাল লাগল । মেলায় গাছ থাক জরুরী ।
যে পথ দিয়ে ঢুকেছি । সেখান দিয়েই বের হলাম ।
এবার যেই কাজে গিয়েছিলাম সেটার কথা বলি । নতুন একটা মোটরসাইকেল নিয়ে এসছে রোড মাস্টার । সেটা দেখতেই বস পাঠালেন । বললেন যাও বানিজ্য মেলায় নতুন বাইক আসছে । গিয়ে দেখি নতুন আরও দুটো বাইক আসবে । সব গুলোর ছবি তুলে নিয়ে আসলাম । আরকি বস খুশি হয়ে গেলেন । তবে অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারলাম না । তারপরও ভাল লাগল । ধীরে ধীরে দায়িত্ব নিতে শিখে গিয়েছি । বসদের ছাড়া এখন অনেক জায়গায় যেতে পারি ।
তবে এসব ঘুরাঘুরির চেয়ে বই পড়া ভাল ।
ভাল থাকুন । সুস্থ থাকুন । বই পড়ুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
ইশশ কালকে গেলে তো আপনার সাথে দেখা হয়ে যেতো
২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর ছবি ব্লগ ; সঙ্গে দারুণ ক্যাপশন। পোস্টে লাইক ++++
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় অপুভাইকে।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
প্রিয় প্রিয়
ধন্যবাদ ভাই । আসলে এবার হয়ত যাওয়া হতো না । বসে কারনে রথ দেখা আর কলা বেচা দুটো ই হলো ।
আপনার জন্য ভালবাসা নিরন্তর ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: বানিজ্য মেলা নিয়ে দারুন ছবি ব্লগ দিয়েছেন।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই
তবে পরীকে নিয়ে ঘুরতে যেতে বলতাম যদি ধুলাবালি না থাকত ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার মেলার ছবি
আমার ভয় ছিলো এবার হয়তো
মেলা হবেনা, যেমন হয়নি বিশ্ব ইজতেমা।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ
আমিও তাই ভেবেছি । তবে ভাল লাগল যে হয়েছে । ভাগ্য ক্রমে আমিও যেতে পেরেছি ।
এবার না যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল । আর বসের কারনে শুরুতেই দেখা ও ঘোরা হয়ে গেল ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বেচ বেচ
এক্স এর ভূত নামছে????
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক আগেই নামছে ।
এখন সাধনা চলছে ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ভুলে যাওয়ার সাধনা
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
মহাপুরুষের সাধনা । কঠিন সাধনা বৎস তুমি বুঝবে না ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,
বাহ... বেশ রসিয়ে ক্যাপশান দিয়েছেন! তবে "সিঙ্গার" এ সিঙ্গারা না পাওয়া গেলেও ঘাতক (গায়ক) নিশ্চয়ই পাওয়া যায়...
আর অতোবড় তাওয়ায় আপনার বিয়ের বাদ্যি ভাজবে, বাজবে না।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
মনটা খারাপ ছিল । তাই এই ব্লগ লিখতে বসছিলাম । সেদিন ই বলেছি আমি কিছু লিখলে সেটা কমেডি হয়ে যায় ।
তবে আপনাকে অনেক মিস করেছি ।
আপনার কমেন্ট মিস করেছি ।
কেন জানি মনে হচ্ছে আপনি অসুস্থ ? আসলেই কি অসুস্থ?
ভাল থাকবেন ।
তবে আপাতত মহাপুরুষ হবার সম্ভাবনা আছে । বিয়ে টীয়ে কপালে নেই । ললনারা পছন্দ করে না ।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৫
রাকু হাসান বলেছেন:
হুম অবশ্যই বই পড়া বেস্ট। মেলা এবার জমছে কেমন ?
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখনো জমেনি ।
তবে মনে হয় না জমবে । কারন কেমন জানি একটা ছাড়া ছাড়া ভাব আছে ।
যা বুঝলাম । করা দরকার তাই করেছে । অথচ আগে এই বানিজ্য মেলা কত ধুমধাম হতো । ছুটির দিন ছাড়াও লোকে সমাগম থাকত ।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: শেষ কবে মেলায় গেছি মনে ও নাই।
তবে প্রতিবার যত ধরনের হেনস্থার গল্প শুনি ! জনগণ যে পরিমাণ বিরক্ত হয়ে স্ট্যাটাস দেয়; তাতে দুঃখ কিছু টা ঘোচে।
ছবি আর ক্যাপশনে +++
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলেই আপুমনি সেই মেলা আর নেই । এখন যা হচ্ছে তা মেলা না । কোথাও করা দারকার । তাই করে রাখছে । কোন রাখ ঢাক নেই ।
অথচ আগে একটা উৎসব উৎসব ভাব থাকত ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১
কবীর হুমায়ূন বলেছেন: ছবি দেখে যতটা ভালো লাগলো, তারচে বেশি ক্যাপশন পাঠে। শুভ কামনা।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে এসব ঘুরাঘুরির চেয়ে বই পড়া ভাল ।
...................................................................
দুটোরই ভালো দিক আছে,
তবে এখনও অনেক ষ্টল চালু হয় নাই
মেলার পূর্ন আমেজ আসে নাই ।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
একি এই মাত্র আপনার ব্লগ ঘুরে আসলাম ।
নতুন পোস্ট নাই কেন ?
হ্যা তা তো আছেই । তবে ঘুরাঘুরি করতে করতেও বই পড়া যায় ।
আমার কাছে কেন জানি এবারের মেলাটা মেলা মনে হচ্ছে না । তড়িঘড়ি করে বসানো কোন একটা ঘর মনে হচ্ছে ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,
না মোটেও অসুস্থ্য নই, আছি টগবগে সুস্থ্যতা নিয়েই।
ভালো লাগলো আমার জন্যে আপনার উৎকন্ঠা।
মন খারাপ করে বসে থাকবেন না। হাত-পা ঝাড়া মানুষ মনে হয়, তাই মনে রস থাকবে আর তাতেই লেখায় রস ঝরবেই।
আরও বয়স হোক, তখন লেখায় চপলতা এমনিতেই কমে গিয়ে সিরিয়াসনেস চলে আসবে।
শুভেচ্ছান্তে।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
সুস্থ আছেন যেনে ভাল লাগল ।
নাহ এখন ভাল হয়ে গিয়েছে । আপনারা আছেন তো । মন খারাপ থাকবে কিভাবে । তবে আপনার বিচরন কমে গিয়েছে । আবার নিয়মিত চাই ।
থাক সিরিয়ানেস এর চেয়ে আমি রস বোধ টাকে বেশি ইঞ্জয় করছি ।
ভাল থাকবেন ভাই ।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
দেশবাংলা বলেছেন: ব্লগে বসে মেলা দেখা হলো আপনার সৌজন্যে!
ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। কোন্ ক্যামেরায় তোলা এই ছবিগুলো?
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
যাক তাও ভালো ঘরে বসে বসে মেলা ঘুরতে পেরেছেন ।
নাহ কোন ক্যামেরা না ।
মোবাইল এর ক্যামেরা । HTC Desire 826
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
ভুয়া মফিজ বলেছেন: আপনার রসালো বর্ণনা আর ছবি ভালো হয়েছে। মনে হচ্ছে রসে ভেজা কথাগুলো চেটে-পুটে খেলাম!
বানিজ্য মেলায় তো ঘোরা হয়ে গেল, তাই ভাবছি এবার আর দেশে আসবো না।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
খাইছেন এখন টেকা দেন । বিনে পয়সায় কিছু দেই না ।
হেহহেহেহেহ
দেশে এসে কি করবেন । বানিজ্য করেন ওই দেশে ।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখক বলেছেন: একি এই মাত্র আপনার ব্লগ ঘুরে আসলাম ।
.........................................................................................
কাজের চাপে লেখার প্লট মাথায় এলেও পারিনা ।
মাসে ৪টার বেশী পোষ্ট দেবার কোন তাগিদ নাই ।
তবে কাগজ কলম নিয়ে বসলে, লেখারা উঁকি ঝুঁকি দেয় ।
..........................................................................................
ধন্যবাদ আমার ব্লগে ঘুরে আসার জন্য ।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
তবে আমি সময় পেলেই লিখি । চেষ্টা করি । আসলে যদি একবার গ্যাপে চলে যাই তবে উঠে দাড়াতে পারব না । অনেক কষ্টে ফিরে এসেছি ।
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৯
ল বলেছেন: দারুণ
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই
১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
হাবিব বলেছেন: আপনার সাথে সাথে মনে হলো আমিও ঘুরে এলাম......
++++++
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ হাবিব ভাই
তবে যদি পারেন এক বার ঘুরে আসুন ।
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২১
রাফা বলেছেন: মেলায় যাইরে ,মেলায় যাইরে।
বাসন্তি রং শাড়ি পরে ......।
অনেক বেশি মিস করি মেলায় যাও্য়াটা।
পাশাপাশি বই মেলাটাও।
আপনার চোখ দিয়ে কিছুটা দেখে নিলাম ।
ধন্যবাদ,অ.দ্যা.গ্রেট।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ওই মেলা আর এই মেলা এক না ভাই । হেহেহেহে ।
যদিও আগে আমার কাছে সব মেলাই একটা আকর্ষন ছিল । কেন জানি এবারের বানিজ্য মেলা সেটা তৈরি করতে পারেনি ।
ধন্যবাদ ।
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হাবিব স্যার বলেছেন: আপনার সাথে সাথে মনে হলো আমিও ঘুরে এলাম......
দারুণ ছবি ব্লগ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৮
সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকু থ্যাংকু থ্যাংকু! আমার যে কি ভীষন প্রিয় এই মেলাটা! দেশে থাকিনা বলে বহুদিন যাওয়া হয়না! আপনার সৌজন্যে ঘুরে আসা গেল। ছবিগুলো আরেকটু কাছ থেকে, দোকানগুলোর ভেতর থেকে তুললে আরো বেশি ছুঁতে পারতাম মেলার আমেজকে!
যাই হোক, পোস্টে প্লাস!
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখন আর আগের মত নাই । আগে কয়েক বার যেতাম । এবার এক বার গিয়েই মন উঠে গেছে । কেমন জানি ছাড়া ছাড়া ভাব । তবে এটা আমার কাছে । অন্যদের কাছে কেমন লেগেছে জানি না ।
দোকানের ভিতর ছবি তুলে দিলে এই ব্লগ আর লেখা লাগত না । মেলাতেই অক্কা পেতাম । হেহেহেহে ।
ধন্যবাদ ।
আমি আসতেছি । এই দেশে আর থাকব না ।
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অপু ভাই,
আপনি কি ভেতরে গিয়ে পাত্তা লাগাইছিলেন যে, ভেতরে তিমি মাছ পাওয়া যায় কিনা!
বাংলাদেশ সম্পর্কে আপনার ধারণা অনেক ছোট! জানেন, বাংলাদেশের বর্তমান খাদকের সংখ্যা কত ?
ছবিব্লগ শুধু ছবি ব্লগ না! একই সাথে ফান ব্লগ হয়ে গেছে।
অনেক অনেক ধন্যবাদ!
পোস্টে কিছু পুলিশি দায়িত্ব পালন করতে পারতেন
কোন দিকে গেলে পুলিশ পাওয়া যাবে, আর কোন দিকে র্যাব আর সুন্দরি.... (জানেনই তো, ব্যাচলরদের কেউ নেই ব্যচলর ছাড়া)
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ইয়ে মানে ধন্যবাদ ।
আসলে পুলিশ তো সামনেই ছিল । আর র্যাবের দেখা পাইনি ।
আর সুন্দরিদের কথা নাই বলি । লজ্জা লাগে তো ।
আর জোড়া শালিকের কথা নাই বা বললাম ।
শুভ সকাল ।
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
ভালো চাকুরী
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
মাঝে মাঝে মন হয় ছেড়ে দেই । আবার এই সব দেখে মনে হয় আসলেই ভাল চাকরি ।
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০
নজসু বলেছেন:
ক্যাপনশগুলো মজাদার হয়েছে।
সুন্দর ছবি।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ প্রিয় নজুস ভাই
আসলে কমেডি করতে করতে এখন সব কমেডি হয়ে গিয়েছে ।
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
মহাপুরুষরা খালি পকেটে ঘুরে। ছবি তোলেনা। স্মৃতিতে সব জিইয়ে রাখে। আপনি তার ব্যতিক্রম। তাই আপনি আপাতত মহাপুরুষের ক্যাটেগরিতে পড়তেছেন না। ______ তাই আবার মেলায় গিয়ে ডিস্কাউন্ট দেওয়া কিচেন সামগ্রী কিনে পেলেন। শীঘ্রই শুভ কাজ সেরে পেলেন____ দাওয়াত দিতে ভুলবেন না।____
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপাতত সব ডিজিটাল হইছে । তাইলে মহাপুরুষেরা ডিজিটাল হবে না কেন ।
বিয়ে মানেই অনেক বড় ঝামেলা । বন্ধুদের সাথে আড্ডা দেয়া যায় না । তাড়াতাড়ি বাসায় যাও । আলু পেয়াজ আর তরকারি । ঘুরতে গেলেও সমস্যা ।
তবে মুনি ঋষীরা একবার বিয়ে করেন । আমি ও করব ।
হেহেহেহে
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঢাকায় মেলায় যাওয়া হবেনা।
চট্টগ্রামে হবে দুমাস পর তখন অবশ্যই যাব।
+++++
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
চট্টগ্রামের খবর জানি না ।
তবে ঢাকার চেয়ে ভাল হবে সেটাই আশা রাখি ।
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫
অগ্নি সারথি বলেছেন: সুন্দর! ভীর কেমুন? কয়টার দিকে গিয়েছিলেন?
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
না ভাই ভীড় নাই । প্রথম দিক বলে হয়ত এমন হচ্ছে ।
তবে আগের বানিজ্য মেলায় যে একটা উৎসব থাকত সেটা মিস করেছি ।
আমি দুপুরের দিকে গিয়েছি । যখন ভীড় কম থাকে ।
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: অপু দ্যা গ্রেট,সব ছবি গুলোই গ্রেট!
ইচ্ছে থাকা সত্তেও কখনও যাওয়া হয়নি।আপনার ছবি দেখে কিছুটা হলেই দুধের স্বাদ ঘোলে মিটল।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
না যাওয়াটাই ভালো ।
আগের মজা আর নেই ।
২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যাবাদ ভাই ।
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: আমি গত ৬ বছর বানিজ্য মেলায় যাই না এবারও যাওয়ার ইচ্ছে নেই, আমার ছবিতে মেলা দেখে নিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
এবারের টায় না যাওয়াই ভালো ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০
বাংলার মেলা বলেছেন: পাকি গলিতে ভিড় ভাট্টা অনেক কম। সব মানুষ মনে হয় মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে উদ্বুদ্ধ হয়ে উঠেছে। 'প্রাণ' কোম্পানি কি তার প্রত্যেক প্রোডাক্টের জন্য আলাদা স্টল খুলেছে? যে বাইকের ছবি তুলতে গেলেন, সেইটা কই?
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
যেই বাইকের ছবি তুলেছি সেটা Click This Link
হ্যা প্রান প্রতিটা প্রোডাক্টের জন্য স্টল নিয়েছে ।
আবার অনেক কোম্পানি স্টল ই পায় নাই ।
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
মাহবুবুর রহমান টুনু বলেছেন: ক্যাপশন গুলো সব চমৎকার ছিল। যাইনি এখনো, যাব তো অবশ্যই। শুভকামনা অপু আপনার জন্য।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
ঘুরতে যেতে পারেন । তবে খেতে নয় ।
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
আরোগ্য বলেছেন: বানিজ্য মেলা নাম শুনলেই মেজাজ খারাপ হয়। গতবার এতো বাজে অভিজ্ঞতা হয়েছে যে আর যাবো না ঠিক করেছি। পাকি আর হিন্দুস্তানি দোকানে সব গুলিস্তান আর ইসলামপুরের জিনিস। খালি টার্কিশ আর থাই দোকানটা ভালো লেগেছে। এবারতো টার্কিশ দোকান দেখলাম না ছবিতে। মেলা এখন আগের মত ডেকোরেট করে না। আসার সময় তিনজন তিনটা কোন আইসক্রিম খেয়েছিলাম , শুয়ে ঐটুকুই ভালো লেগেছে।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
না ভাই ।
আগে অনেক ভাল ছিল । কেমন জানি একটা উৎসবের মত মনে হতো । আমি অনেক আগ্রহ নিয়েই যেতাম । তবে এবার সেটা নেই । আর প্রতিটা কোম্পানি একটা প্রোডাক্টের জন্য একটা পুরো স্টল নিয়েছে । অনেক কোম্পানি জায়গাই পায় নাই ।
অনেক ফাকা জায়গা রয়ে গেছে ।
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কয়বার যে বানিজ্য মেলার সামনে দিয়ে গেলাম আর এলাম কিন্তু বানিজ্য মেলায় যাওয়া হল না । সামনে যাব । যদি সময় পাই । আপনার ছবি ক্যাপশন সব ভাল হয়েছে ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপু আগের মত সেই একটা উত্তজনা আর নেই । কেম্ন জানি খাপ ছাড়া একটা মেলা হচ্ছে ।
তবে দেখার জন্য যেতে পারেন ।
৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
ফয়সাল রকি বলেছেন: হামা ভাইকে জিজ্ঞেস করেন বিজ্ঞান বাক্সের দাম বেশি কেনো!
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
তাকে পাইনি ।
পেলে ভাল হতো ।
৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
সুমন কর বলেছেন: এতো ফাঁকা ফাঁকা কেন? প্রতি বছরই যাওয়া হয়.........যাব একদিন ঘুরতে। এ পোস্ট থেকে আগেই ঘুরে নিলাম।
+।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
প্রথম দিকে তাই হয়ত ফাকা
তবে আগের মত আর সেই বানিজ্য মেলা নেই ।
ধন্যবাদ দাদা
৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
ইসিয়াক বলেছেন: অসাধারণ ছবি ব্লগ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই
৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: দেশের বাইরে বইসাও বানিজ্য মেলা দেখার পুরা ফিল টা দিলেন ভাই। ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনাকেও ধন্যবাদ
৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
জুন বলেছেন: আমি সেই প্রথম থেকেই প্রতিবছরই যেতাম এই প্রিয় মেলায় অপু দ্য গ্রেট । খুব ভালোলাগার একটা জায়গা ছিল । কিন্ত যতদিন যাচ্ছে ততই যেন প্রিয় মেলা তার জৌলুস হারাচ্ছে । নিউ মার্কেটের পেছনের দোকান আর চাদনী চকের দোকানগুলো এসে জায়গা নিয়েছে । পাকিস্তান আর ভারতের কাছে আমরা হোলাম তাদের রদ্দি মাল বেচার এক বড় কাস্টমার । তাই গত তিন চার বছর আর যাই না।
তারপর ও একটা সুক্ষ টান রয়ে গেছে বানিজ্য মেলার প্রতি । আপনার চোখে আবার দেখে নিলাম পুরোটাই ।
+
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলেই সত্যি বলেছেন । নিউমার্কেটের হাড়ি পাতিল দিয়ে মেলা ভরে ফেলেছে । এখন আর আগের জৌলস নেই । আছে শুধু গাদা গাদা বস্তা পচা জিনিশ ।
কয়েক বছর আগেই মেলা ছিল ভীষন জমজমাট । এখন এসব ভাবলে খারাপ লাগে ।
৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২
কালীদাস বলেছেন: পোস্ট ভাল লেগেছে, আপনার ছোট ছোট বর্ণনাগুলো উপভোগ্য ছিল বেশ দেশি কয়েকটা ব্রান্ডের স্টল দেখতে ভালই লাগল। ব্যাংকের স্টল কেন মেলায় সেটা বুঝলাম না; এটা তো পণ্যের মেলা বলেই জানতাম সারা জীবন।
ওভারঅল বাণিজ্য মেলায় বিদেশি স্টল কিরকম মনে হল আপনার কাছে? কোয়ালিটি এবং কোয়ান্টিটি? আমি ছোট থাকতে যখন যেতাম, এই মেলায় প্রায় ৭৫ভাগ স্টল/প্যাভিলিয়নই থাকত বাইরের। লাস্ট যেবার গেলাম (২০০৯/১০ হবে), মনে হচ্ছিল নিউমার্কেট/গাউসিয়ার লোকজন এসেছে ছাপার গামছা আর কলসি বেঁচতে।
২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ওভারঅল বানিজ্য মেলা আর সেই মেলা নাই । এখন আছে শুধু হাড়ি পাতিল আর প্রান আরএফএল । যা বুঝলাম ভবিষ্যতে বানিজ্য আর হবে না । হাড়ি পাতিল নিয়ে বসে যাবে সবাই ।
৪০| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২
MSSD বলেছেন: Earlier, when I used to go to this fair, it seemed like an annual festival, but nowadays that atmosphere has been lost. I cannot say why it is lost. Maybe this is the real reality over time. Trying again to go.
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ লাগল ঘুরতে আমিও কালকে গেছিলাম।