![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি পুলিশ পদক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর দম্ভোক্তিটি ছিলো যে, হারুন রশিদকে মেডেল দেওয়ার ক্ষেত্রে জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এ জাতীয় মন্তব্যের কারণে ভিন্নমতের অনেকেই আতংকিত হবেন তো বটেই, আম্লীগেরও বহু নিবেদিতপ্রাণ নেতাকর্মী বিব্রত হয়েছেন। কারণ তারা জানেন কোনোদিন কোনো শাসকের বিরোদ্ধে তাদের যদি দাড়াতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়-সেদিন যদি কোনো হারুন এভাবে তাদের উপর ইতরবৎ ঝাপিয়ে পড়ে-তা কি মানতে পারবেন তারা!! বাংলাদেশের কোনো সুস্থ্য মানুষ এই উক্তিকে সাধুবাদ জানাতে পারেন না। ঘৃণ্য প্রতিহিংসুক স্বৈরাচারী শাসক-যার পায়ের তলায় মাটি থাকেনা, কেবল সে-ই এরকম ভাবে একটি বাহিনীকে ব্যবহার করতে পারেন, এ ধরণের কার্যকলাপকে পুরষ্কৃত করতে পারেন।
প্রতিহিংসায় রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় সম্পত্তিকরণের লোভনীয় ইশারাঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর ঐ উক্তিতে পুলিশবাহিনীতে এরকম ম্যাসেজ যেতে পারে যে, সরকারের পক্ষ হয়ে যেকোনো অপরাধ করলে শাস্তিতো দূরের কথা, পুরষ্কার কনফার্ম। পুরষ্কারের লোভে বা ভালো পোস্টিংয়ের লোভে আগামী দিনে পুলিশ অধিকতর দূর্বিনীত হলেও অবাক হওয়ার কিছু থাকবেনা। ক্রোধোন্মাদ মন্ত্রীর ঐ উক্তিটি বিভিন্ন বাহিনীর প্রতি ইশারাপূর্ণ লোভনীয় নির্দেশ হিসাবে প্রতিভাত হওয়ার সুযোগ আছে। আগামী দিনে সমাজের যেকোনো পক্ষের ন্যায্য দাবীতে আন্দোলন সংগ্রামকে বুটের তলায় পিষ্ট করতে আম্লীগ সরকার পুলিশবাহিনীকে উৎসাহিত করলো, পদকের লোভ দেখালো। কিন্তু জনতার কাছে আম্লীগকে যেতে হবে, ব্যক্তিকেও যেতে হবে। পুলিশবাহিনীর ভিতর দায়িত্বশীল অফিসারদের ভাবতে হবে-যে খেলা আজ আম্লীগ শুরু করলো এর শেষটা কোথায় যাবে, কারা লাভবান হবেন এবং অনিবার্যভাবে কত সৎ অফিসার মিথ্যা রাজনৈতিক হয়রানির শিকার হবেন ভবিষ্যতে। সরকার পরিবর্তন হলে কত দেশপ্রেমিক অফিসারকে কতভাবে অপদস্ত হতে হবে!! সুবিধাবাদীরা চিরকালই সুবিধার মধ্যেই থাকবে, তখনো হয়তো কোনো রাষ্ট্রমন্ত্রী আগবাড়িয়ে ১টির বদলে ২টি পুরষ্কারের ব্যবস্থা করবেন!! পুলিশবাহিনী হয়ে যাবে আমাদের সরকার গুলোর দলদাস-গণতন্ত্রের পরিপন্থী। সর্বোপরি দরিদ্র এ দেশের পুলিশবাহিনীর পেছনে জনগণের যে ব্যয়-তার রিটার্নটি আসবে অশ্বডিম্ব হিসাবে। একদিন সকল নিয়মনীতি ভেঙ্গে সচিবালয় থেকে যিনি জনতার মঞ্চ তৈরী করেছিলেন, তিনিই আজ পুলিশকেও সেদিকে ধাবিত হওয়ার জন্য ইশারা করছেন, পুরষ্কারের লোভ দেখালেন। দলীয় আনুগত্য এবং সরকারের অভিপ্রায় বাস্তবায়নসহ আগামী নির্বাচনে এই হারুনরা দায়িত্ব পালন করলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা পাগলও বুঝে-কিন্তু শরম পায়না আম্লীগ!
দক্ষতা সংক্রান্ত প্রধানমন্ত্রীর ফতোয়া- পুলকিত দেশবাসীঃ
মেডেল পরাতে পারায় ধন্য প্রধানমন্ত্রী খুশিতে অকারণ মিথ্যাচার করলেন, বললেন পুলিশবাহিনী অনেক দক্ষ হয়েছে চার বছরে, দায়িত্বশীলও হয়েছে, এমনকি তার সরকার পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চায়না। দেশের প্রধানমন্ত্রীর দিন যদি মিথ্যা দিয়ে শুরু হয়, তাহলে সেদেশের জনগণের কাছে সততা আশা করা রীতিমতো অন্যায়। হারুনকে পদক দেওয়ায় নিলর্জ্জভাবে সরকার প্রমান করলো যে, সরকার কিভাবে পুলিশকে ভিন্নমত দমনের জন্য পুরষ্কৃত করছে। আম্লীগ সরকারের ক্ষমতাসীন হওয়ার পর থেকে কোথায় পুলিশ নির্যাতন চালায়নি? মির্জা আব্বাসের বেডরুম থেকে শুরু করে লিমনের পা পর্যন্ত এই সরকারের নির্যাতনের চিহৃ নিয়ে মানুষ বসে আছে গুম হওয়ার আতংকে। প্রধানমন্ত্রী যদি দলীয়বাহিনী হিসাবে, দাসোচিত সেবা পাওয়ার দিক থেকে পুলিশবাহিনীকে বিবেচনা করেন-তাহলে স্বীকার করতেই হচ্ছে যে, পুলিশ দলদাস হিসাবে সফল!! এমন নজির আমাদের সামনে আছে যে, আম্লীগের এমপি সামান্য ওসির হাতে নাজেহাল হয়ে বিচার না পেয়ে দলীয় পদ ছেড়ে দিয়েছেন, সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছেন। সেখানে বিরোধী দলের নেতাকর্মীরা কিভাবে বিগত চারটি বছর অতিক্রান্ত করেছে-সচেতন ব্লগার আন্দাজ করতে পারেন সহজেই। তারপরও বাকশালী মেশিন থেকে মিথ্যাচার শুনতে শুনতে দেশবাসী ক্লান্ত হতে বাধ্য হচ্ছেন!!
ক্লান্তিতে দেখুন কিছু ছবি-
কোহিনুর মিয়ার পথে আজকের পুরষ্কৃত হিরোরাঃ
গত বিএনপি সরকারের আমলের এসপি কোহিনুর মিয়াকে আজ পালিয়ে থাকতে হচ্ছে গ্রেফতারী পরোয়ানা নিয়ে-যা পত্রিকায় এসেছে। অথচ তার চেয়ে শতগুন বেশী অপরাধ করেও কেউ কেউ পুরষ্কার পাচ্ছে-এভাবে একটি বাহিনী দলীয় বিবেচনায় বিবেচিত হলে বাহিনীটির নৈতিক মনোবল হারিয়ে যায়। যারা জানেন, তারা নিশ্চয় স্বীকার করবেন কোহিনুর বাকশালীদের মতো কোনো ফারুকের উপর পশুবৎ আক্রমন করেননি। আজকে কোথাও কোথাও পুলিশ আর ছাত্রলীগ এক হয়ে কাধেঁ কাধঁ মিলিয়ে ভিন্নমত দলনে-দমনে ভূমিকা রাখছে-যা সাধারণ জনতাকে আতংকিত করে, সাবেক রক্ষীবাহিনীর আতংককে মনে করিয়ে দেয়। পুলিশের কার্যকলাপ ও জনসেবা সম্পর্কে এই পোস্টের ছবি গুলো কিঞ্চিত ধারণা দিবে, বাকীটা ভূক্তভোগী ছাড়া বনর্ণাতীত!! অথচ এই পুলিশের আন্ডারে ক্ষমতায় থেকে আম্লীগ জাতীয় নির্বাচন করার মতো আব্দার করে!! এই পুলিশের কাছে সরকার এমন বার্তাই দিলো যে, আগামীতে তারা যত বেশী অত্যাচার নির্যাতন চালাতে পারবে, ততবেশী পুরষ্কৃত হবে। কিন্তু ইতিহাস সাক্ষী রক্ষীবাহিনীও রক্ষা করতে পারেনি ক্ষমতার মসনদ-কিন্তু আমরা শিক্ষা নিইনা, কেবল শিক্ষা দিয়ে থাকি-এ নীতিতে আম্লীগ আজ উন্মাদ।
স্বরাষ্ট্রমন্ত্রীর হিংস্র দৃষ্টিতে দায়িত্বপালন এবং কোড অব কনডাক্টঃ
মখারা রাষ্ট্রীয় দায়িত্বপালনের গীত গেয়ে জাতিকে ঘুমাতে বলে এবং নিজেও ঘুমিয়ে যায়। পুলিশের উপর অর্পিত দায়িত্ব যে কায়দায় পালন করা হয়, এবং যে নির্লজ্জভাবে তাকে পুরষ্কৃত করা হলো-তাতে সাবেক এই আমলাকে জিজ্ঞাসা করা যায়, আপনি কোন প্রক্রিয়ায় জনতার মঞ্চ তৈরী করে রাষ্ট্রীয় দায়িত্বপালন করেছিলেন? কিভাবে কোড অব কনডাক্ট ভেঙ্গে রাজনৈতিক মঞ্চ তৈরী করেছিলেন? আপনার কাছ থেকে আইন, ন্যায়-নীতি, দায়িত্ববোধ শেখার মতো দুভার্গ্য আমাদের যেন না হয়। কাদের সিদ্দিকী জীবিতাবস্থায় ময়মনসিংহের রাজাকার রিক্রুটকারী পাকসরকারের সাবেক অফিসার/সেবাদাসের মুখে মুক্তিযুদ্ধের চেতনা শেখার মতো দুভার্গ্য এখনো হয়নি, আগামীতেও হবেনা। কতটা হিংস্র, জঘন্য মানসিকতার হলে এভাবে কাউকে পুরষ্কৃত করা যায়, আবার দম্ভোক্তিও করা যায়!! আম্লীগ ছাড়া এই দেশে দ্বিতীয় কারোর পক্ষে এমন নির্লজ্জতার প্রকাশ আশা করা যায়না!!
আমজনতার আতংকিত দিন-রাত, আজ কেউ নেই পাশেঃ
ব্রুটমেজরিটিতে ক্ষমতাসীন হয়ে চিরস্থায়ী বন্দোবস্ত নেওয়ার মানসিকতায় রাষ্ট্রের সংবিধানকে, গণতন্ত্রকে সরাসরি তছনছ করার মহড়ায় নামে গণতান্ত্রিক সরকার, মামলার দোহাই দিয়ে রায় আসার আগেই পরিবর্তন করে নির্বাচন পদ্ধতি, সকল এ্যামিকাস কিউরি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিলে অজানা কারণে রায় আসে বিপরীত-প্রথম বারের মতো আমরা রাষ্ট্রের এ্যাটর্নীকে মামলায় হেরে হাসতে দেখি, খুশীতে আত্মহারা হতে দেখি!! নির্যাতন শুরু হলো দলীয় থেকে সরকারী বাহিনী দিয়ে সারা দেশে, প্রতিটি সেক্টরে। সাংবাদিক থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিকনেতাসহ এমনকোনো শ্রেণী নেই-যেখানে বির্তকিত গুম বা হত্যাকান্ড নেই। অথচ এই গণতন্ত্র, এই দিনবদলের চেহারা মানুষ কল্পনাও করতে পারেনি বিগত ভোটের আগে। চার বছর পর আমজনতা হিসাবে আজ বড়ই আতংকিত- যেখানে দেশের বৃহত্তম দলের একজন ভদ্রসজ্জন মহাসচিব ময়লার গাড়িতে আগুন দেওয়ার মতো মিথ্যাচারী কল্পিত মামলায় জেলে আছেন, অবরুদ্ধ আছে সহ সম্পাদক, অবরুদ্ধ আছেন একজন সম্পাদক, নিউজ করার কারণে বৃটেনে পালিয়ে থাকতে হয় সাংবাদিককে-সেখানে ক্ষমতাসীনদের মুখে গণতন্ত্রের বুলি শুনলে বমি আসে। কার নিরাপত্তা ছিলো বিগত চার বছর- দর্জি বিশ্বজিত, নেতা ইলিয়াস, সানাউল্লাহ বাবু, চৌধুরী আলম, সাংবাদিক সাগর-রুনি? হুইপ ফারুকের মিছিল ঠেকাতে এতটা পশুবৎ দায়িত্বশীল হতে পারলে উক্ত হত্যাকান্ড গুলোতে কোথায় ছিলো আমাদের চৌকস পুলিশ? সেদিনই আম্লীগ সরকার রাষ্ট্রীয় বাহিনীর সকল নৈতিক শক্তিকে ধ্বংস করেছে, যেদিন পুলিশ প্রকাশ্যে আদালতে দাড়িয়ে সাগর-রুনির খুনীকে বের করতে অপারগতা প্রকাশ করেছে। সেদিন থেকেই পুলিশ কেবল দলীয় সম্পত্তি হিসাবে, দলীয় লাঠিয়াল হিসাবে বিরোধীদের দমনে নিবেদিতপ্রাণ, অথচ এই পুলিশ বাহিনীতে আছে বিসিএস পরীক্ষায় সবচেয়ে ভালো করা মেধাবী অফিসাররা। সাধারণ মানুষ কিংবা ভিন্নমতের উপস্থিতির সুযোগের ক্ষেত্রে সমকালীন যেকোনো স্বৈরাচারকেও হার মানিয়েছে এ সরকার। অস্বীকার করার সুযোগ নেই যে, সব সরকারই পুলিশকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার সুযোগ নেন। তাই বলে এভাবে, এত উলঙ্গভাবে, এত জঘণ্য কাজে পুরষ্কার দিয়ে!! দুঃখ হয় এমন পুলিশের লাত্থি খাওয়ার জন্য একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল, গলাটিপে বাকরুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিলো, গুম হওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিলো-এটা আজ বিশ্বাস করতে হচ্ছে।
সইতে সইতে সরতে সরতে পিঠে দেয়াল ঠেকায় উপলব্ধিতে আসছে আজ----
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী ধর্মভিত্তিক দল গুলোর ন্যায্য সমাবেশকে রক্তাক্ত করেছে, সেদিন আমি কিছুই বলিনি। কারণ আমি ধর্মভিক্তিক রাজনীতি চাইনি।
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী বিশ্ববিদ্যালয়-বুয়েটে নির্মমৃ নির্যাতন চালিয়েছিলো, সেদিনও আমি কিছুই বলিনি। কারণ আমি এখন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই।
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী শেয়ার মার্কেটের অসহায়দের উপর গরমপানি দিয়েছিলো, সেদিনও আমি কিছুই বলিনি। কারণ আমি শেয়ার ব্যবসা করতাম না।
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী মাল্টিলেভেল মার্কেটের ক্ষতিগ্রস্তদের দাবিকে উপহাস করেছে, সেদিনও আমি কিছুই বলিনি। কারণ এসব ব্যবসায় আমি ক্ষতিগ্রস্ত ছিলাম না।
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী তেল-গ্যাস-জ্বালানী নিয়ে আন্দোলনকারীদের উপর লাঠি তুলেছে, সেদিনও আমি কিছুই বলিনি। কারণ সেসব নিয়ে আমার ব্যক্তিগত লাভ ছিলোনা।
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী নিরীহ হরতালে সমাজতন্ত্রীদের নির্মমভাবে পিটিয়ে বুকে পা তুলেছে, সেদিনও আমি কিছু বলিনি। কারণ আমি সমাজতন্ত্রীদের সাথে ছিলাম না।
যেদিন ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় বাহিনী বিরোধীদলের শীর্ষ নেতৃত্বকে মিথ্যা মামলায় আটক করেছে, সেদিনও আমি কিছু বলিনি। কারণ আমি তাদের দলের কেউ ছিলাম না।
যেদিন ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুরষ্কৃত করিৎকর্মা রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত পুলিশের প্রযোজনায় বিশ্বজিতকে খুন করা হয়, সেদিন আমি প্রথম ভয় পাই। আজ যখন হিংস্রতা পুরষ্কার পায়, আমার বুকে সরকার দলীয় খুনীর চাপাতি ধরা কিংবা পুলিশের বুট আমার গলায় - তখন কেউ আমার পাশে নেই। না কথা বলার, না বাধাঁ দেওয়ার। নপুংশক বুদ্ধিজীবী, সুবিধাবাদী দলীয় মিডিয়া, পলায়নপর জনতা-যাদের জন্যই এই গণতন্ত্র আজ মৃতপ্রায়, ইতিহাস কলংকিত, হিংস্রতা সদাজাগ্রত, প্রতিহিংসা দূর্বিনীত-তাদের সর্বশেষ জবাবটির জন্য আরো একটি বছর কোনো মতে বাঁচতে চাই।
বি।দ্রঃ শ্রদ্ধেয় সাংবাদিক ব্লগার ধীবর ভাই-যিনি আমার মতো নগণ্য ব্লগারকে অন্যায্য জেনারেল করার প্রতিবাদে সেইফ করার দাবীতে পোস্ট দিয়েছিলেন। পোস্টটি তাকে উৎসর্গ করা হলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
স্বাধীকার বলেছেন:
টেরাকোটা ভাই,
আপনাকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা।
নিশ্চয় পড়ে মন্তব্য দিবেন।
ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
টয় বয় বলেছেন: মেয়েদেরকে কিভাবে পিটাচ্ছে, দেখেন| কই নারীবাদী সুশীল দালালরা? সব শালারা আওয়ামী বাকশালের সুবিদাবাদী|
আর আম্লীগের ধারনা, তারাই আজীবন দেশ শাসন করবে, কোন দিনই আর বিরোধী দলে যেতে হবে না|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
স্বাধীকার বলেছেন:
টয় ভাই,
কেউ কেউ মনে করেন, রাজনীতিতে আসা নারীরা নারী নয়, তাদের নারী অধিকারও থাকতে পারেনা। অথচ নারী অধিকার নিশ্চিত করতে হলে প্রথমটিই হলো রাজনীতিতে নারীর শক্ত অবস্থান। কিন্তু আমাদের সুশীলরা নারী নেত্রীরা এসব দেখেনা। সময়ে সময়ে জেগে উঠে নারী অধিকার নিয়ে দু চার কথা বলে-স্রেফ সুবিধা প্রাপ্তির দিকে তাকিয়ে।
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
মাজহারুল হুসাইন বলেছেন: ধন্যবাদ । এমন একটি পোস্টের জন্য ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
স্বাধীকার বলেছেন:
মাজহার ভাই,
আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন। শুভ কামনা।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
স্বরাষ্ট্রমন্ত্রীর হিংস্র স্বীকারোক্তি,
"হারুন রশিদকে মেডেল দেওয়ার ক্ষেত্রে জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে"
জঘন্য, পত্রিকায় খবরটি পড়ে নিন্দা জানানোর ভাষা খুজে পাইনি। আওয়ামীলীগ কে ডোবানো হচ্ছে এইসব বেকুব স্টুপিড লোকদের জন্য।
* স্বাধীকার ভাই এটা আমার দ্বিতীয় নিক, আগের নিক বিকল বা ব্যান হয়েছে।
হাসান।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
স্বাধীকার বলেছেন:
হাসান ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞা। কেমন আছেন?
আপনার মন্তব্যের সাথে একমত। স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথাটি বলতে পারেন না। তার কথায় মনে হতে পারে এটিই সরকারের স্ট্যান্ড। সেক্ষেত্রে জনগণ সরকারকে কোনো ভাবে ভাল চোখে দেখবেনা। এমনকি পুলিশের জন্য বিষয়টি বিব্রতকর হতে পারে।
দ্বিতীয় নিকটি যেন খোয়া না যায়, খেয়াল রাখবেন। প্রথম নিকটি আমাদের কাছে অতি পরিচিত ও প্রিয় ছিলো। আশা করবো আপনারা সরকারকে/স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো দায়িত্বশীল হতে বাধ্য করবেন।
ভালো থাকবেন।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
রামন বলেছেন:
সব সরকারের আমলে কর্তব্য পালন করতে গিয়ে পুলিশ তাদের দক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। আর এ জন্য পুলিশবাহিনীর উপর সরকারের প্রভাব অনেকাংশে দায়ী। সেদিনের ঘটনায় বি এন পি নেতার উপর পুলিশের চড়াও না হয়ে কোনো গতান্তর ছিল না। তবে তাকে পদক দেয়াটা সমর্থন করি না কারণ সে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছে মাত্র।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
স্বাধীকার বলেছেন:
রামন ভাই,
হারুনের এই আচরণ যদি দায়িত্ব পালনের নমুনা হয়, তাহলে হারুন-বিপ্লবরা বাদে আর কেউ তার উপর অর্পিত দায়িত্ব পালন করছেনা বলে ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে তাদের বিরোদ্ধে দায়িত্ব পালন না করার অভিযোগ আনা যায় এবং তাদের শাস্তির আওতায় আনুন। হাতে ব্যান্ডেজ নিরস্ত্র হুইপকে যে প্রক্রিয়া আক্রমন ও আধমরা করা হয়েছে-সে প্রক্রিয়ায় আগামীতেও সরকার বদলের পর অন্য হারুনরা দায়িত্বপালন শুরু করলে-বিষয়টি আতংকের ছাড়া আর কি? সেক্ষেত্রে আম্লীগের বহু নিবেদিতপ্রান নেতাকর্মীকে হুইপের চাইতেও বেশী আঘাত সইতে হবে-আমরা তা চাইনা। কিন্তু আপনি সুশীল এবং কীবোর্ড পর্যন্তই থাকবেন, আগামীতে আপনাকে কোনো হারুন পাবেনা, পাবে মাঠের কর্মীকে-যা আপনাকে পুলকিত করলেও করতে পারে। সচেতন দায়িত্বশীল যেকোনো নিরপেক্ষ ব্যক্তি এই জঘণ্য আক্রমনকে ঘৃণা জানায়, আর আপনি বলছেন দায়িত্বপালন হিসাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে আপনি এককাঠি বেশী। শেখ হাসিনার চেয়েও বড় আম্লীগার হিসাবে আপনার মন্তব্যটি এখানে প্রতিভাত হলো।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আওয়ামী-বাকশালীদের প্রকাশ্য রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাস প্রমাণ করে র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।
আগুন পোষ্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় স্বাধীকার ভাই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
স্বাধীকার বলেছেন:
বা. জি ভাই,
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
এই সরকারের অধীনে এই হারুনরা নির্বাচনে দায়িত্বপালন করলে কেমন নির্বাচন হবে-তা সহজেই অনুমান করা যায়। তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহনযোগ্য হবেনা। আম্লীগ আজ বুঝতে পারছেনা, হয়তো আগামীতে । ঠিকই বুঝবে তত্ত্বাবধায়ক কেন দরকার।
ভালো থাকবেন ভাই, শুভ কামনা।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
টয় বয় বলেছেন: রামন:
বিরোধী দলের চীপ হুইপের একটি হাত ভাংগা ছিল, গলায় ঝুলানো ছিল এক হাত| তার সাথে ছিল ১৫-২০ জন এমপি, এই ১৫-২০ হাই-প্রোফাইল নেতাদেরকে কি কারনে পিটিয়ে আধামরা করে ফেলা আপনার কাছে পুলিশের অর্পিত দায়িত্ব মনে হলো???
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
স্বাধীকার বলেছেন:
টয় ভাই,
আমি অবাক হয়েছি রামন ভাইয়ের দায়িত্বপালনের ধরণ দেখে। ব্লগার হিসাবে গণতন্ত্র, মানবাধিকার, নুন্যতম রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে তার ধারণা থাকা প্রত্যাশিত। কিন্তু তিনি এটাকে দায়িত্বপালন হিসাবে সীমাহীন অত্যাচারকে যায়েজ করতে চাচ্ছেন।
আবারো ধন্যবাদ আপনাকে।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বিএনপির সমর্থক হলেও এই ব্যপার টা নিয়ে বড় বেশি চিন্তা হয় , যদি বিএনপি ক্ষমতাই আসে এবং এই রকম পাঁচটা হারুনের জন্ম দেয় এটাই কি আমাদের দেশের ভবিষ্যৎ ? সৎ মানুষ গুলা কি সারা জীবন উপেক্ষিত থেকে যাবে ?
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৪
স্বাধীকার বলেছেন:
পলাতক ভাই,
আপনার আশংকার সাথে আমি একমত। আমি চাইবোনা মখার মতো কোনো ভন্ড সরকারী কর্মকর্তা উড়ে এসে জুড়ে বসে বিএনপির মতো দলে থেকে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হোক।
এটাও চাইবো না বিএনপির সময়ে কোনো হারুনের জন্ম হোক-স্রেফ ভিন্নমতকে দমনে উদ্দেশ্যে।
সৎদের রাজনীতিতে কিভাবে জায়গা হবে, কত কত অপরাধী থাকতেও মির্জা ফকরুলের মতো সজ্জন রাজনৈতিক নেতাকে জেলে রাখছে আম্লীগ একের পর এক মামলা দিয়ে।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
টয় বয় বলেছেন: @স্বাধীকার:
রামন দাদা ঐ পারের, এপারের মানুষের কস্ট তার বুঝার কথা না|
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
স্বাধীকার বলেছেন:
টয় ভাই,
বলেন কি? আশা করবো তিনি ভারতের অনিয়ম নিয়ম আইনী বেআইনী নিয়ে কথা বলবেন-আমরা শিখতে পারবো। আমরা কিরকম ভাবে এখানে আছি সেটা সত্যিই তার বুঝার কথা নয়।
আপনাকে আবারো ধণ্যবাদ।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: এটা খুবই সামান্য ব্যাপার এবং শুরু মাত্র। আপনারা কি বুঝতে পারছেন ক্ষমতায় থাকার জন্য কতখানি মরিয়া হলে এভাবে ঘোষনা দিয়ে কোন সন্ত্রাসী পুলিশকে পুরস্কার দেয়া যায়। সত্যি উপলদ্ধি করতে পারলে আশা করি বুঝতে পারবেন পরিস্থিতির ভয়াবহতা কত। ক্ষমতায় থাকার জন্য নিকট ভবিষ্যতে প্রয়োজনে আওয়ামীলিগ গনহত্যা চালাতেও কোন দ্বিধা করবে না। এক্ষেত্রে ভারতের অব্যাহত সহযোগিতা তারা পাবে। আমি অবাক হবো না যদি সীমান্ত খুলে দিয়ে বি এস এফ বা ভারতীয় আর্মিকে বাংলাদেশে আনা হয় আওয়ামীলিগের ক্ষমতা ধরে রাখার জন্য। গোপালগঞ্জের ৮০০০ জনকে পুলিশ বানানো হয়েছে। সামনে আরো কি দিন আসবে তা দেখুন। বি এন পি বসে বসে নিজের আঙ্গুল চুষুক এবং জামাত নামক সিন্দাবাদের ভূতটাকে বয়ে বেড়াক। আর বাংলাদেশ এগিয়ে যাক পুরোপুরি ধ্বংসের দিকে। বি এন পি যদি ব্যর্থ হয় আওয়ামীলিগ নামক এই দানবকে থামাতে তবে বাংলাদেশের ধ্বংস আর বেশি দূরে নয়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
স্বাধীকার বলেছেন:
টেউ ভাই,
আপনার আশংকা শুনে আমি আতংকিত। অথচ আম্লীগের মতো দল এভাবে ব্রুটমেজরিটি পেয়েও জনগণের মতামতকে চরমভাবে উপেক্ষা করছে, সীমাহীন নির্যাতন করছে ভিন্নমত দমনে।
এটা সত্যি ভারতের স্বার্থ বেশী সংরক্ষিত হবে আম্লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকলে। কিন্তু এদেশের জনগণের রায় নিয়েই,পছন্দ নিয়েই যেকোনো দলকে রাজনীতি করতে হবে। ভারতের উপস্থিতি বা ভারতপ্রীতি আমাদের কাম্য নয়। মমতার জলদান সম্পর্কে অবহিত আছি আমরা।
ধন্যবাদ আপনাকে, শুভ কামনা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
স্বাধীকার বলেছেন:
টেউ ভাই,
আপনার আশংকা শুনে আমি আতংকিত। অথচ আম্লীগের মতো দল এভাবে ব্রুটমেজরিটি পেয়েও জনগণের মতামতকে চরমভাবে উপেক্ষা করছে, সীমাহীন নির্যাতন করছে ভিন্নমত দমনে।
এটা সত্যি ভারতের স্বার্থ বেশী সংরক্ষিত হবে আম্লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকলে। কিন্তু এদেশের জনগণের রায় নিয়েই,পছন্দ নিয়েই যেকোনো দলকে রাজনীতি করতে হবে। ভারতের উপস্থিতি বা ভারতপ্রীতি আমাদের কাম্য নয়। মমতার জলদান সম্পর্কে অবহিত আছি আমরা।
ধন্যবাদ আপনাকে, শুভ কামনা।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
রামন বলেছেন: @টয় বয়
দায়িত্ব পালনে পুলিশ সেদিন কঠোর হয়েছিল তাতে সন্দেহ নেই, তবে পুলিশ কবে যে বেধড়ক মাইর দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবে সেটা আমাকে ভাবায়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
স্বাধীকার বলেছেন:
রামন দা,
যেখানে আপনি পুলিশের পশুবৎ ইতরামীকে দায়িত্বপালন হিসাবে দেখছেন, সেখানে সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশা করেন আবার কেমনে? আগে ঠিক করুন কি চান, কিভাবে চান, কেন চান-দৃষ্টিভঙ্গি নিজেরটা পরির্বতনের আগে পুলিশেরটা পরিবর্তনের দাবী অযৌক্তিক এবং অসাধুতার নামান্তর।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: রামন সাহেব খুব সম্ভবত এদেশে আসা ভারতীয় ক্রুসেডার বাহিনীর সদস্য। কমেন্ট দেখে তাই মনে হচ্ছে
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
স্বাধীকার বলেছেন:
ঢেউ ভাই,
সেরকম কিছু তিনি হোন-সেটা চাইনা।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯
টয় বয় বলেছেন:
৩২ হাজার পুলিশ নোয়োগ করা হয়েছে, তার মধ্যে
গোপাল গন্জ = ৮০০০
কিশোর গন্জ = ৭০০০
আর বাকীটা সারা বাংলাদেশের ছাত্রলীগের ক্যাডার|
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
স্বাধীকার বলেছেন:
টয় ভাই,
এ চিত্র সত্যিই ভয়াবহ। আগামী দিনে আম্লীগ ক্ষমতাকে পুলিশের মাধ্যমে চিরস্থায়ী লিজ নেওয়ার খায়েশে এমন নিয়োগ দিচ্ছে। কিন্তু বিশ্বাস করি ক্ষমতার মালিক জনতা, দরকার একটি নিরপেক্ষে নির্বাচন।
আবারো ধন্যবাদ।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২
নষ্ট ছেলে বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর উচিৎ নিজের চামড়া চেইঞ্জ কইরা গন্ডারের চামড়া লাগনো নাইলে নেক্সট সীজনে টিককা থাকতে পারবা না।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
স্বাধীকার বলেছেন:
নষ্ট ছেলে,
ভাই সেরকম কিছু জন্য মখাকে এরকম প্রস্তুত থাকতেই হবে। কারণ এটা বাংলাদেশ-যদিও আমরা চাইনা আগামীতে সরকার এরকম নির্লজ্জ আচরণ করুক।
ধন্যবাদ, ভালো থাকবেন।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
টয় বয় বলেছেন:
রামন:
এইটারে দায়িত্ব পালন বলে না, যেমন ডাকাতের ডাকাতিকে আমরা তার দায়িত্বপালন বলতে পারি না|
এই পোস্টের শুরুতে যে সব ছবি দেয়া আছে সেই খানের প্রতিটা ছবিতেই প্রমান, কিভাবে নিরস্র নারী-পুরুষের প্রতি হায়েনার মত ঝাপিয়ে পড়েছে|
পুলিশ দায়িত্ব পালন করে আমাদেরকে নিরাপদে রাখুক এইটা আমরা সবাই চাই, তবে এই টার্মের হাসিনার ফ্যসিস্ট পুলিশ রক্ষী বাহিনীকেও হার মানিয়েছে|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
স্বাধীকার বলেছেন:
রামন দা।
টয় ভাই,
শেষের দিকে গিয়ে রামন দা সর্বশেষ চেষ্টা করেছেন ফারুককে অপরাধী বানাতে, আর হারুনের কাজকে জাস্টিফায়েড করতে। প্রশ্নহলো ফারুক অপরাধ করে থাকলেও তার জন্য হারুনকে কে দায়িত্ব দিয়েছে বিচার করতে। ছাত্রলীগ পুলিশ আর রামন দা-দের আজ আর পার্থক্য করা যাচ্ছে না-এটা বড়ই অশনিসংকেত আমাদের জন্য। ভালো থাকবেন।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
নিষ্পাপ কয়েদি বলেছেন: পুলিশের এই আচরন তো বিএনপি আমলে শুরু হইসিলো। ভুলে গেসেন ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটের স্টুডেন্টদের উপর হামলা, ১৯৯৬ সালে জগন্নাথ হলে হামলা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
স্বাধীকার বলেছেন:
কয়েদী ভাই,
আপনি বলতে চাচ্ছেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে এভাবে পদক দিয়ে দম্ভোক্তি করেছিলো? আমি নিজেও তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিলাম, ভুলে যাওয়ার কারন নেই। তাই বলে আমি বলবোনা তখনকার একটি খারাপ কাজের জন্য আজও খারাপ কাজ চলতে থাকুক।
সে হিসাবে পেছনে ফিরতে চাইলে আমি বাকশালের শাসন ব্যবস্থায় ফিরে যাবো-তখনতো আর জবাব দিতে পারবেন না। তাই বর্তমানের খারাপটাকে খারাপ বলুন, অতীত দিয়ে জাস্টিফায়েড করতে চাইলে ভবিষ্যতেও এরকম দেখতে হবে-যা আমরা চাইনা।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
টয় বয় বলেছেন: কয়েদি:
স্বাধীন বাংলাদেশে পেটোয়া রক্ষী বাহিনী কে বানাইছিল? বিএনপি???
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
স্বাধীকার বলেছেন:
টয় ভাই,
রক্ষীবাহিনী মনে হয় খালেদা জিয়াই বানিয়েছিলো!! ইতিহাস আম্লীগের হাতে পড়লে এরকমই হয়ে যায়। শুনছি এখন আম্লীগের সাবেক এমপি, মুজিব সরকারের বাসস প্রধান আম্লীগের সমালোচনা করায় পাগল হিসাবে প্রতিভাত হয়েছে হায়ানিফদের হাতে-এই হলো আম্লীগের চরিত্র ও ভিন্নমতকে সহ্য করার নমুনা তথা গণতান্ত্রিক র্চচা।
ভালো থাকবেন।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
নাইট রিডার বলেছেন: একজন বিবেক সম্পন্ন, সুস্থ মানসিকতার, শিক্ষিত মানুষের অন্যতম বৈশিষ্ট্য হল নিজের ( বা নিজের মত, পথ বা দলের) ভুলগুলো স্বীকার করে তা থেকে বের হয়ে আসা, নিজের দোষ গোপন বা অস্বীকার করা না। কিন্তু ব্লগার রামনের মন্তব্যে মনে হয়েছে তিনি উপরোক্ত (বিবেক সম্পন্ন, সুস্থ মানসিকতার, শিক্ষিত) বৈশিষ্ট্য গুলো থেকে বঞ্চিত। কিন্তু তা তো হওয়ার কথা নয়।এখানে যারা লিখেন তারা সবাই অবৈতনিক। তাই লিখাগুলো যে স্রেফ বিবেকের তাড়নায় সেটা বলাই বাহুল্য।@রামন নিজের বিবেক দিয়ে যাচাই করুন যা বলেছেন তা কি নিজের বিবেক থেকে বলছেন নাকি বলছেন নিজের পছন্দের দলের প্রতি অন্ধ সমর্থন থেকে। আজ রাজনীতিকরা (সবাই নয়) মনে করে যে কোন অন্যায় করে তারা পার পেয়ে যাবে। এই বিশ্বাস রাখে শুধুমাত্র আপনার মত কিছু অন্ধ সমর্থনকারীর জন্য।কারন এরা জানে যে কোন পরিস্থিতিতেই তাদের পাশে আপনারা থাকবেন।
@স্বাধিকার পোষ্টে প্লাস আর দুঃখিত আপনার পোষ্টে এসে অন্যকে উদ্দেশ্য করে লিখতে হল বলে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
স্বাধীকার বলেছেন:
নাইট ভাই,
আপনার উপলব্ধিকে শ্রদ্ধা জানাই। একজন স্বাধীন ব্লগাদের দৃষ্টিভঙ্গি হবে সার্বজনীন। তার কাছে দলমত থাকলেও সত্যটা তিনি স্বীকার করবেন, আড়াল করতে চাইবেন না। ভুল থেকেই আমরা শিখি। ভুল যিনি স্বীকার করতে চাননা,তিনি কোনোদিনই শিখতে পারবেন না। সরকার ভুল করছে-এটা বলা সচেতন নাগরিক হিসাবে প্রতিটি ব্লগারের দায়িত্ব। সেখানে রামন দা-র মন্তব্যটি চরম হতাশাজনক।
সব সব পোস্টে এসে আলোচনা চালাবেন-সেটাই তো ব্লগিং। সেখান থেকে আমরা শিখতে পারবো,দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও সেটা কমার সুযোগ থাকবে। সব সময় স্বাগতম। ভালো থাকবেন, শুভ কামনা।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
ম.র.নি বলেছেন: @নিষ্পাপ কয়েদি::দয়িত্বশীল কথা বলা জানতে হয়।পুলিসী অত্যাচার কোন আমলে শুরু হয়েছে তা বলা কি একজন সচেতন ব্লগারের মত কমেন্ট হল?এমনভাবে যিনি একজনকে পেটাল তাকে কিভাবে এমন একটা পুরস্কার দেয়া হয়!!! তা আবার স্বরাস্ট্রমন্ত্রী বলেও দেন এর জন্য দেয়া হয়েছে।স্কিডরো'র লিরিক্স কি এমন 'কট্রর'রতা শেখায়?এই মন্ত্রীই কিন্তু বলেছিল বি এস এফ আত্মরক্ষায় গুলি করে।ক দিন পরে হয়ত বি এস এফ ও স্বাধীনতা বা ২১ শে পুরস্কার পাবে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
স্বাধীকার বলেছেন:
@নিষ্পাপ কয়েদি: আশা করছি জবাব দিবেন ম।র।নি ভাইয়ের প্রশ্নের জবাবে।
ম।র।নি ভাই,
বিএসএফকে পুরষ্কার দিতে পারলে তারা নিজেদের গর্বিতই ভাবতো, পারছেনা কেবল বাংলাদেশের মানুষের সীমাহীন দেশপ্রেমের কারনে। হয়তো এজন্য তাদের মানসিক দৈন্যতাও কাজ করছে।
ভালো থাকবেন, শুভ কামনা।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ন হতাশাজনক।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
স্বাধীকার বলেছেন:
চেয়ারম্যান ভাই,
সালাম নিবেন। বিশ্বাস করুন স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য বহু নিবেদিতপ্রান আম্লীগারকে বিব্রত করেছে, হতাশ করেছে। এখানে হাসান কালবৈশাখী ভাইয়ের মন্তব্যটি দেখবেন-তিনিও বিব্রত হয়েছেন।
রাষ্ট্রের মন্ত্রী যখন ভুলে যায় তিনি কোনো দলী্য় মন্ত্রী নন, তিনি সবার মন্ত্রী তখন আমরা হতাশ হই। আর মখার মতো জনতার মঞ্চখ্যাত ব্যক্তিত্ব যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তখন অনাগত সময়ের জন্য দেশকে কাঁদতে হয় বৈকি।
ভালো থাকবেন, শুভ কামনা।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
অনিকেত প্রান্তর বলেছেন: এখন মনে হয় মখার থেকে আগের স্বরাষ্টমন্ত্রী ভালো ছিল।
এই বখাটে, ক্যাডার ছাত্রলীগের চেয়ে আগের জঙ্গি, রাজাকার ভাল ছিল। দেশকে দেউলিয়া্র পথে নিয়ে যাওয়া আবুল, দরবেশদের থেকে দুনীতিবাজ মামুন, তারেক, কোকো ভাল ছিল। আগামীতে দেশের অবস্থা কি হতে পারে ভেবে শিউরে উঠি। হয়ত এমন কেউ আসবে যার থেকে এখন ভাল আছি। এই একটা জায়গাতেই আমাদের সরকার গুলো ধারাবাহিক।
আমার মনে হয় বাংলাদেশকে কর্পোরেট ঘোষনা করে কোন সংস্থার
কাছে ছেড়ে দেয়া উচিত। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশকে লুট করলে ও আমাদের সমাজে, মূল্যবোধে প্রবেশ করতে পারেনি।
সাহেব বলে তাদের দূরেই রেখে দিয়েছি। কিন্তু দেশীয় প্রভুদের অপশাসন, সেঞ্চুরিয়ানকে পুরষ্কার, হিংস্র পুলিশকে মেডেল প্রদান
দলীয় অনুগতদের আইনের উপর অবস্থান ইত্যাদি আমাদের মূল্যবোধ, ন্যায় অন্যায়ের ধারণা সুচক, সহনশীলতা, সহমর্মিতা সব ধ্বংসের
দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
স্বাধীকার বলেছেন:
প্রান্তর ভাই,
‘‘দেশীয় প্রভুদের অপশাসন, সেঞ্চুরিয়ানকে পুরষ্কার, হিংস্র পুলিশকে মেডেল প্রদান দলীয় অনুগতদের আইনের উপর অবস্থান ইত্যাদি আমাদের মূল্যবোধ, ন্যায় অন্যায়ের ধারণা সুচক, সহনশীলতা, সহমর্মিতা সব ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে’’ আপনার কথার সাথে একমত হওয়া ছাড়া উপায় নেই।
সীমাহীন লুটপাটের পরও তার দৈনিক জিয়া পরিবারকে টার্গেট করে গালাগালি করছে, স্বয়ং প্রধানমন্ত্রীও সেখানে আছে। অথচ আইনকে নিজের পথে চলতে দিলে এতগুলো মামলা তারা প্রত্যাহার করতেন না। আবার মুখে বড় বড় কথা। আগামী নির্বাচনে হারুনরা সরকারকে জয়লাভে সাহা্য্য করবে-এমন ভাবনায় জঘন্য কাজকে তারা পুরষ্কৃত করলো-এই নজির আগামীতে আমাদের অনেক বিব্রতকর অবস্থায় ফেলবে।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: একটা ছোট্ট শিশু যা পারে আমরা বড়রাও সেটা পারি না । চিন্তা করে দেখুন কথাটা শতভাগ সত্যি । একটা শিশু সাদাকে সাদা ও কালোকে কালো বলতে পারে । আমরা কি তা পারি ! চোখের দলীয় রাজনীতির চশমা এটে অনেকেই সত্য থেকে চলে যায় অনেক দূরে ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
স্বাধীকার বলেছেন:
খালিদ ভাই,
আপনার কথাকে মেনে নিতেই হলো। আমার বিশ্বাস ব্লগাররা এমন কখনো হবেন না। সচেতন ব্লগাররাই আজ বাংলাদেশের জাগ্রত বিবেক। তারাই কথা বলছেন অন্যায়ের বিরোদ্ধে, ধর্ষন নির্যাতনের বিরোদ্ধে। ব্লগাররা সত্যটা বলতে না পারলে আমাদের গনতন্ত্রের ভবিষ্যত খুবই ভয়াবহ হবে। কিন্তু আমরা অনেকেই সত্যটা উপলব্ধি করেও স্রেফ দলীয় বিবেচনায় তা বলছিনা কিংবা কখনো কখনো সরকারের এমন অগনতান্ত্রিক আচরণকে কোনো না কোনো দোহাই দিয়ে জাস্টিফায়েড করতে চাচ্ছি-এটা হতাশাজনক এবং দেশের জন্য দুর্ভাগ্যজনকও বটে।
ভালো থাকবেন, শুভ কামনা আপনার জন্য।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬
কামরুল হাসান শািহ বলেছেন: কাদের সিদ্দিকী জীবিতাবস্থায় ময়মনসিংহের রাজাকার রিক্রুটকারী পাকসরকারের সাবেক অফিসার/সেবাদাসের মুখে মুক্তিযুদ্ধের চেতনা শেখার মতো দুভার্গ্য এখনো হয়নি, আগামীতেও হবেনা।
একমত
জয়নাল আবেদিন ফারুককে নির্যাতন করা হারুন মিয়া বিশ্বজিৎ হত্যাকান্ডের সময় নীরব দর্শক ছিলো। তখন তার দেশপ্রেম ও দায়িত্ব মনে হয় মখা মিয়ার মত হঠাৎ ঘুমিয়ে পড়েছিলো।
গাড়ী ভাংচুর করতে পারে ভেবে যদি জয়নাল আবেদিন ফারুককে এভাবে পেটানো জায়েজ হয় তবে পদ্মাসেতুর স্বপ্ন ভেঙ্গে দেওয়া ও দেশর টাকা লুটে খাওয়া আবুলদের এতদিনে হাত পা ভেঙ্গে দেওয়ার কথা। হারুন মিয়া দেশপ্রেম ও দায়িত্ব তখন মখার মত ঘুমায়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
স্বাধীকার বলেছেন:
শাহী ভাই,
গাড়ী ভাংচুর করতে পারে ভেবে যদি জয়নাল আবেদিন ফারুককে এভাবে পেটানো জায়েজ হয় তবে পদ্মাসেতুর স্বপ্ন ভেঙ্গে দেওয়া ও দেশর টাকা লুটে খাওয়া আবুলদের এতদিনে হাত পা ভেঙ্গে দেওয়ার কথা।-একমত। কিন্তু আমরা দেখলাম ব্যান্ডেল পরা অসুস্থ্য হুইপকে কিভাবে আক্রমন হলো। এই প্রাকটিস চলতে থাকলে আমাদের রাজনীতিতে প্রতিহিংসা জাতীয়করণের মর্যাদা পাবে এবং কোনো রাজনীতিবিদ বাদ থাকবেন এরকম অসন্মানের হাত থেকে। কিন্তু আমরা চাইনা। বিশ্বজিতকে হত্যা করার সময় দায়িত্বে থাকা সকল পুলিশের বিরোদ্ধে যেখানে শাস্তি পাওয়ার কথা, সেখানে সোনার মেডেল!!আমরা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি সরকার আসলে পুলিশকে কিভাবে মূল্যায়ন করছে, কতটা দলীয়করণে বিশ্বাসী। কিন্তু এটাই শেষ নয়, রাষ্ট্র চিরস্থায়ী, কিন্তু কোনো শাসক চিরস্থায়ী নয়-মাঘও এক বারই আসেনা।
যেকোনো বিবেকবান মানুষকে বিশ্বজিতের মৃত্যুটি কষ্ট দিয়েছে, চোখে পানি এনেছে, আতংকিত করেছে। তবুও সরকার তা উপলব্ধি করতে পারলো না কেবল প্রতিহিংসা থেকে। সরকারের বোধোদয় হলে গণতন্ত্রের জন্য মঙ্গলজনক হয়।
কেমন আছেন, অনেক দিন আপনদের মিস করেছি, চারমাস আমি কোনো পোস্ট দিইনি বা দিতে পারিনি। আপনাদের দেখে ভালো লাগছে। ভালো থাকবেন, শুভ কামনা।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
খেয়া ঘাট বলেছেন: Harun knows that if BNP comes to the power he will be kicked out, and he is doing all of these because he has U.S green card. BTW his wife is U.S citizen.
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
স্বাধীকার বলেছেন:
খেয়াঘাট ভাই,
হ্যা আপনার বক্তব্য ঠিক। সে বিএনপি ক্ষমতায় আসলে দেশ ছেড়ে যাবে-সন্দেহ নেই। কিন্তু রাষ্ট্র চাইলে তাকে বহুভাবে নাজেহাল করতে পারবে। আমরা চাইনা নেক্সটবার বিএনপি ক্ষমতায় এসে এমন প্রতিহিংসার চর্চা করুক।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ কামনা।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
রামন বলেছেন:
এখানে আমাকে নিয়ে কিছু ব্লগারের মন্তব্য সত্যই হতাশাজনক। তারা ভাবছেন আমি আ: লীগার এবং চিপ হুইপকে পেটানো সমর্থন করছি। আমি স্পষ্টকরে তাদের বলতে চাই, আমি রাজনীতি করি কিন্তু কোনো দলের হয়ে নয় এবং মানুষের গায়ে হাত তোলার সম্পূর্ণ বিরুদ্ধে। আমি চাই বাংলাদেশে মিটিং মিছিলের উপর যে পেটানোর ধারা চলে আসছে সেটা বন্ধ হোক। কিন্তু এটি কেবল পুলিশের একক পদক্ষেপে বন্ধ হবে না, আমাদের জনগণকেও সহনশীল, সংযমী হতে হবে। অনেক সময় দেখা যায় পুলিশ সংযমী ভুমিকা পালন করতে গেলে উল্টা মার খায়। আর সেকারণেই মার খাওয়ার আগে পুলিশ মারমুখী হয়ে উঠে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
স্বাধীকার বলেছেন:
রামন দা,
পুলিশ প্রশিক্ষিত একটি বাহিনী যাদের রয়েছে পরিস্থিতি মোকাবিলা করার মতো জ্ঞান ও ধৈর্য্য। তারা মহিলাদের মিছিলেও লাঠি চালায়, নিরীহ মানব বন্ধনেও লাঠি চালায়, শিক্ষকদের আন্দোলনেও লাঠি চালায়-এসব ক্ষেত্রে পুলিশের অতি উৎসাহী হওয়ার কারণটি নিশ্চয় আপনি জানেন। আর আপনার বক্তব্যের প্রেক্ষিতে সবাই বলছে কারণ হলো একজন বিবেকবান ব্লগারের কাছ থেকে আমরা সব সময় ন্যায্যতা আশা করি। যে প্রক্রিয়ায়, বিনা কারণে সেদিন হুইপকে আক্রমন করা হয়েছে-সেটাকে আপনি দায়িত্বপালন হিসাবে দেখেছেন-যা কেবল অন্যায়েই নয়, রীতিমতো অশ্লীলতার পর্যায়ে পড়ে। দায়িত্বপালনের যে নমুনা সেদিন আমরা দেখেছি-তা ইতিপূর্বে বাংলাদেশে দেখা যায়নি। সেটাতে আপনার সমর্থন আমাদের হতাশ করেছে অবাক করেছে। এখানে আমাদের সহব্লগার হাসান কালবৈশাখীর মন্তব্যটি আপনি দেখবেন, তিনি কি বলেছেন-তিনি কোনো মতে সেটা নিশ্চয় নতুন করে বলার দরকার পড়েনা। পুলিশ কোনো দলের হয়ে গেলে মানুষ হয়ে পড়ে অসহায়-কারণ এখনো আমাদের সর্বশেষ আশ্রয়ের ক্ষেত্রটি পুলিশের কাছেই রাখা আছে। তাই পুলিশ জনগণের সেবক হবে-সেটাই প্রত্যাশিত।
আবারো ধন্যবাদ আপনাকে।
২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯
বাতাসের রূপকথা বলেছেন: এক মন্ত্রী বলে চোখ তুলে ফেলবে, অন্য মন্ত্রী বলে বিরোধী দলীয় চিফ হুইপকে পেটানোর জন্য পুরস্কার, আরেক বুইড়া বাম মাসে একবার করে প্রফেসর ইউনুসের গাত্রদাহ করে। কতগুলা ষন্ডা আর বুইড়া পাগল নিয়ে হাসিনার সংসার। একটা দেশের মন্ত্রীসভায় এতগুলা খারাপ মানুষ থাকতে পারে জানা ছিল না। আশা করি আরেকটা নতুন সরকার না আসা পর্যন্ত এগুলা সুস্থ্য থাকবে, যাতে পরে বুঝতে পারে ক্ষমতা তাদের অন্ধ করে দিয়েছিল।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
স্বাধীকার বলেছেন:
রূপকথা ভাই,
আপনার বক্তব্য বিবেচনায় নিয়ে প্রকৃত আম্লীগারদের দায়িত্ব হবে জনবিরোধী এসব অথর্বদের মন্ত্রী সভা থেকে ঝেটিয়ে বিদায় করা। তা না হলে এরা আম্লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে চূড়ান্তভাবে। অথচ আমরা গত নির্বাচনের আগে কতটা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছি, দিন বদলের স্বপ্ন দেখেছি-যা আজ দুঃস্বপ্নমাত্র। ক্ষমতার মোহে আজ যারা এমন আচরণ করছেন-তাদের আগামী দিনগুলো খুবই করুন ভাবে যেতে পারে-সেটা তাদের মাথায় রাখা উচিত হবে।
ভালো থাকবেন, শুভ কামনা আপনার জন্য।
২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯
নয়ামুখ বলেছেন: পুলিশ কর্মকর্তা হারুন, জয়নাল আবেদিন ফারুককে পেঠানোর জন্য মোটেই পদক পান নি। স্বরাস্ট্রমন্ত্রী দাদাদের না চটানোর জন্যইএখানে জয়নাল আবেদিন ফারুককে টেনে এনেছেন।
হারুনের ২০১২ সালের সব চেয়ে বড় কৃতিত্ব বিশ্বজিৎকে হত্যায় ছাত্রলীগকে সাহায্য করা। মূলত এই অসামান্য কৃতিত্বের জন্যই হারুন রাস্ট্রপতি পদক পেয়েছেন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
স্বাধীকার বলেছেন:
নয়ামুখ,
বিশ্বজিতের বাচাঁর জন্য করুন আকুতিঁ, পালানোর চেষ্টা এবং রক্তাক্ত হওয়ার দৃশ্য আমাদের চোখে জল এনেছে-পাশে দাড়িয়ে থাকা এই হারুনরা সেদিন সেই দৃশ্য উপভোগ করেছে-যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পশুবৎ এই পুলিশ বাংলাদেশের পুলিশের কলংক, বহুদিন পুলিশবাহিনীকে এমন কলংকের দায় বহন করতে হবে। যেখানে দায়িত্বহীনতার জন্য এই দলদাসকে শাস্তির আওতায় আনা উচিত ছিলো, সেখানে তাকে মেডেল দেওয়া হলো-এমন নজির ভবিষ্যত আম্লীগকে বহু বিব্রকর জবাবদিহিতার মধ্যে ফেলবে। বাংলাদেশ একদিন বিশ্বজিতের হত্যার বিচার করবে, তার পরিবারকে সুবিচার উপহার দিবেই দিবে।
ভালো থাকবেন।
২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২১
অচিন.... বলেছেন: আমি হতবাক হয়ে গেছিলাম মখা আলমগিরের কথাটা শুনে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
স্বাধীকার বলেছেন:
অচিন ভাই,
যার বিবেক আছে, মূল্যায়ন করার ক্ষমতা আছে, সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান আছে, নুন্যতম দায়িত্ববোধ আছে-তিনি আপনার মতোই হতবাক হয়ে যাবেন। আপনার বিবেক এখনো জাগ্রত আছে বলেই এমন হয়েছেন।
আপনাকে ধন্যবাদ, শুভ কামনা।
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
দিশার বলেছেন: আর কতটা নিচে নামলে বল
তলানি পাওয়া যাবে?
আর কত বোন ধর্ষিত হলে
আত্মসম্মান যাবে?
আর কত বিশ্বজিত মরলে পরে তুমি
বলবে বড় , লাঞ্চিত মাতৃভূমি .
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
স্বাধীকার বলেছেন:
দিশার ভাই,
আর কত বিশ্বজিত মরলে পরে তুমি বলবে, বড় লাঞ্চিত মাতৃভূমি------------++++দিলাম। আপনার মতো করে বলতে পারিনা। কেবল উপলব্ধি করি, চিৎকার করে বলতে ইচ্ছা করে আপনার কবিতার লাইন গুলো।
আপনাকে ধন্যবাদ, শুভ কামনা।
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
উমাইর চৌধুরী বলেছেন: বাতাসের রূপকথা বলেছেন: এক মন্ত্রী বলে চোখ তুলে ফেলবে, অন্য মন্ত্রী বলে বিরোধী দলীয় চিফ হুইপকে পেটানোর জন্য পুরস্কার, আরেক বুইড়া বাম মাসে একবার করে প্রফেসর ইউনুসের গাত্রদাহ করে। কতগুলা ষন্ডা আর বুইড়া পাগল নিয়ে হাসিনার সংসার। একটা দেশের মন্ত্রীসভায় এতগুলা খারাপ মানুষ থাকতে পারে জানা ছিল না। আশা করি আরেকটা নতুন সরকার না আসা পর্যন্ত এগুলা সুস্থ্য থাকবে, যাতে পরে বুঝতে পারে ক্ষমতা তাদের অন্ধ করে দিয়েছিল।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
স্বাধীকার বলেছেন:
উমাইর ভাই,
আপনার বক্তব্য বিবেচনায় নিয়ে প্রকৃত আম্লীগারদের দায়িত্ব হবে জনবিরোধী এসব অথর্বদের মন্ত্রী সভা থেকে ঝেটিয়ে বিদায় করা। তা না হলে এরা আম্লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে চূড়ান্তভাবে। অথচ আমরা গত নির্বাচনের আগে কতটা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছি, দিন বদলের স্বপ্ন দেখেছি-যা আজ দুঃস্বপ্নমাত্র। ক্ষমতার মোহে আজ যারা এমন আচরণ করছেন-তাদের আগামী দিনগুলো খুবই করুন ভাবে যেতে পারে-সেটা তাদের মাথায় রাখা উচিত হবে।
ভালো থাকবেন, শুভ কামনা আপনার জন্য।
৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
শরৎমেঘ বলেছেন: বিএনপি'র সময় ও পুলিশ নাসিম কে পিটাইছিল। তখন উপর মহলের কর্তা ব্যক্তিরা মনে মনে খুশি হলেও অন্তত মুখে প্রকাশ করেনি।
কিন্তু আওয়ামীলিগের দ্বায়ীত্বশীল পর্যায়ে এমনই নির্লজ্জরা যুক্ত আছে তাদের এসব অপকর্মের শুধু সমর্থনই নই রীতিমত বাহবা দিয়ে যাচ্ছে। পুরা জাতীর মাথা আজ হেট হয়ে গ্যাছে মখা আলমগীরের এই পদক্ষেপে।
আওয়ামীলিগে কী কোন ভালো মানুষ নেই!
যদি থাকে তারা কেন এসব দায়ীত্বে আসেনা!
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
স্বাধীকার বলেছেন:
শরৎমেঘ ভাই,
অবশ্যই আম্লীগে ভালো মানুষ আছেন। তানা হলে এত বছর একটি দল এত বড় হিসাবে টিকে থাকতে পারতোনা। কিন্তু যাদের জন্য দলটি টিকে আছে, যাদের দিকে তাকিয়ে সাধারন আম্লীগাররা সব সময় দলের জন্য ভালোটা করেছেন-তারা আজ উপেক্ষিত। আর উড়ে এসে জুড়ে বসা মখারা আম্লীগকে ডুবানোর কাজটি করছেন।
আপনার সাথে আমরা দাবী করছি ভালোদের এসব দায়িত্বে নিয়ে আসা দরকার।
ভালো থাকবেন, শুভ কামনা।
৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
সামী ..... বলেছেন: ভালো লিখেছেন +++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
স্বাধীকার বলেছেন:
সামী ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাথে থাকবেন, ভুল হলে ধরিয়ে দিবেন।
আপনার জন্য শুভ কামনা।
৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আপনার কাছ থেকে আইন, ন্যায়-নীতি, দায়িত্ববোধ শেখার মতো দুভার্গ্য আমাদের যেন না হয়। কাদের সিদ্দিকী জীবিতাবস্থায় ময়মনসিংহের রাজাকার রিক্রুটকারী পাকসরকারের সাবেক অফিসার/সেবাদাসের মুখে মুক্তিযুদ্ধের চেতনা শেখার মতো দুভার্গ্য এখনো হয়নি, আগামীতেও হবেনা। কতটা হিংস্র, জঘন্য মানসিকতার হলে এভাবে কাউকে পুরষ্কৃত করা যায়, আবার দম্ভোক্তিও করা যায়!! আম্লীগ ছাড়া এই দেশে দ্বিতীয় কারোর পক্ষে এমন নির্লজ্জতার প্রকাশ আশা করা যায়না!!............একমত @ লেখক।
জয়নাল আবেদিন ফারুককে নির্যাতন করা হারুন মিয়া বিশ্বজিৎ হত্যাকান্ডের সময় নীরব দর্শক ছিলো। তখন তার দেশপ্রেম ও দায়িত্ব মনে হয় মখা মিয়ার মত হঠাৎ ঘুমিয়ে পড়েছিলো।
গাড়ী ভাংচুর করতে পারে ভেবে যদি জয়নাল আবেদিন ফারুককে এভাবে পেটানো জায়েজ হয় তবে পদ্মাসেতুর স্বপ্ন ভেঙ্গে দেওয়া ও দেশর টাকা লুটে খাওয়া আবুলদের এতদিনে হাত পা ভেঙ্গে দেওয়ার কথা। হারুন মিয়া দেশপ্রেম ও দায়িত্ব তখন মখার মত ঘুমায়।
.................একমত @ কামরুল হাসান শািহ।
পোষ্ট টি
ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................ষ্টিকি করা হোক.....................
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
স্বাধীকার বলেছেন:
নাজমুল ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি এতেই খুশী আছি যে এখানে মন্তব্য করা আপনারা সচেতন প্রতিটি ব্লগার আমাকে স্বীকৃতি দিয়েছেন, স্টিকির স্বীকৃতি আশা করিনা। আমি সে মানের লেখকও নই। তবে পোস্টটি নির্বাচিত পাতাতে আসাতেই আমি সামু মডারেশনকে কৃতজ্ঞতা জানাই।
পাঠকের মন্তব্য ও আলোচনাই আমার কাছে সবচেয়ে বড় স্বীকৃতি। সহব্লগারদের উপস্থিতিই আমার সব সময়ের কাম্য। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা।
৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাই একটা সময় দেশের মানুষরে বুঝানো যাইত, সরকার এই কাজটা ভালো করছে এইটা খারাপ করছে। কিন্তু এখন আর সেইটা হয় না। আম্লীগের ঠাপ খাইয়া জাতির মেরুদণ্ডই গায়েব হইয়া গেল নাকি বুঝতাসি না!! কোন জাতির বিবেকও যে এর বিরুদ্ধে গলা উঁচু করব, তাও তো দেখি না। উনারা তো আবার ধর্ম নিরপেক্ষতা, সংখ্যালঘু নির্যাতন এইসব উচ্চমার্গীয় বিষয়াদি ছাড়া মুখই খুলেন না।
শালার আওয়ামী লীগ, বিএনপি ঠিক হওয়ার আগে এদেশের পাবলিকের আগে সংশোধন হওয়া প্রয়োজন।
অট. ভাই, ফেসবুকে একটু নক দিয়েন; জরুরী কথা আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
স্বাধীকার বলেছেন:
চাঁপাডাঙ্গা ভাই,
অবিশ্বাস্য ভাবে লক্ষ্য করছি মানুষ সীমাহীন সহ্য ক্ষমতা অর্জন করেছে-দেখে। সত্যিটা হলো মানুষ এতটাই আতংকিত যে, বেচেঁ থাকার জন্য গর্ততে লুকানোকেই নিরাপদ মনে করছে। কিন্তু আমি বিশ্বাস করি মানুষ যখন সুযোগ পাবে তখন ঠিকই জবাব দিবে। সেটা হবে একটি নিরপেক্ষ নির্বাচনে, আগামী নির্বাচনে। জাতির বিবেক হিসাবে যারা নিজেদের দাবী করার মতো করে ভাবেন-তারা সুবিধা দেখেই কথা বলে, লাভালাভের ভাবনাটাই তাদের কাছে বড়। মানবাধিকার, দেশপ্রেম এসব তাদের সুবিধাপ্রাপ্তির উপকরণমাত্র।
মানুষের উপর এখনো বিশ্বাস রাখতেই হবে, শেষবিচারে তাদের রায়টি দেখতে চাই। অনেকদিন পর ব্লগে আপনাদের সরব উপস্থিতি আমাকে সাহস যুগিয়েছে, আশাবাদী করেছে। ভালো থাকবেন। শুভ কামনা।
অট/ অকে আমি রাতে নক দিবো।
৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী মাৎসানায় চলছে!
স্তব্ধ মানুষ!
সোচ্চার সুবিধাবাদী আর দালাল গং!
বিপন্ন স্ব-দেশ!!
==
যেদিন ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুরষ্কৃত করিৎকর্মা রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত পুলিশের প্রযোজনায় বিশ্বজিতকে খুন করা হয়, সেদিন আমি প্রথম ভয় পাই। আজ যখন হিংস্রতা পুরষ্কার পায়, আমার বুকে সরকার দলীয় খুনীর চাপাতি ধরা কিংবা পুলিশের বুট আমার গলায় - তখন কেউ আমার পাশে নেই। না কথা বলার, না বাধাঁ দেওয়ার। নপুংশক বুদ্ধিজীবী, সুবিধাবাদী দলীয় মিডিয়া, পলায়নপর জনতা-যাদের জন্যই এই গণতন্ত্র আজ মৃতপ্রায়, ইতিহাস কলংকিত, হিংস্রতা সদাজাগ্রত, প্রতিহিংসা দূর্বিনীত-তাদের সর্বশেষ জবাবটির জন্য আরো একটি বছর কোনো মতে বাঁচতে চাই।
+++ প্রিয়তে।
তুই শ্লা মানুষ না , তুই আম্লীগ!!!!! গালিটাই কি যথাযথ!!!???
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
স্বাধীকার বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আওয়ামী মাৎসানায় চলছে!
স্তব্ধ মানুষ!
সোচ্চার সুবিধাবাদী আর দালাল গং!
বিপন্ন স্ব-দেশ!!
---------এর সাতে দ্বিমত করার সুযোগ নেই। সর্বত্র যেনো ত্রাসের রাজস্ব কায়েম হয়েছে, প্রতিদিন কোথাও না কোথাও মিলছে বেওয়ারিশ লাশ-এটাকে গণতন্ত্র বা সুশাসন হিসাবে দেখলে আমি নেহায়েতই বেহায়া ছাড়া আর কিছু নই।
আপনাকে ধন্যবাদ, শুভ কামনা। চারমাস পর ব্লগে এসে আপনাদের দেখে অনেক ভালো লাগছে। ভালো থাকবেন।
৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
ধৈঞ্চা বলেছেন: মখা আমলা থেকে রাজনীতিবিদ হয়েছে এবং দীর্ঘদিন ধরে হয়ত এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল । কখন মন্ত্রী হবে, কিভাবে পুলিশ দিয়া নিজের পছন্দর কজগুলো করিয়ে নেবে।
সাহারা পুলিশ দিয়ে এমন অনেক বিতর্কিত কাজ করে সমালোচিত হয়েছিল ফলশ্রুতিতে সাহারাকে মন্ত্রণালয় থেকে ট্রান্সফার করা হয়েছ। সেই সাহারাকে মখা শ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীবলে আখ্যায়িত করেছে।
বিগত বিএনপি সরকার ভাল লাগেনাই বলে মখা সরকারী চাকরীর নিয়ম ভঙ্গ করে বিদ্রোহ করেছিল, তৈরী করছিল জনতার মঞ্চ, কিন্তু ৭১-রে পাক সরকাররে অনুগত ছিল ১৫ই ডিসেম্বর পর্যন্ত তখন পার সরকারের চাকরী ছেড়ে বিদ্রোহ করার মত দেশপ্রেম দেখায়নি। কাদের সিদ্দকী হয়ত আরো ভাল জানবেন। পাক সরকারকে সহযোগীতা করার জন্য মানবতাবিরোধী অপরাধে ট্র্যাইবুনালে তার বিচার হওয়া উচিৎ। আর বিগত সকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের বর্তমান অবস্থাটাও উনার ভাবা উচিৎ।
ছাত্রলাগের এই ব্যাপরোয়া, লাগামহীন তাণ্ডবের জন্য সরাসরি মখা দায়ী, পাপা বাপকেও ছাড়ে না আর ক্ষমতা সবার সারা জীবন থাকে না।
Click This Link
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
স্বাধীকার বলেছেন:
ধৈঞ্চা ভাই,
মখা আল-মগীর ৭১ সালে পাকহানাদার সরকারের বিরোদ্ধে বিদ্রোহ করে মহান মুক্তিযুদ্ধে যোগ দিতে পারেননি-সেই হীনমন্যতা থেকে গণতান্ত্রিক বিএনপি সরকারের পতনের লক্ষ্যে আম্লীগকে খুশী করতে তিনি সচিবালয় ছেড়ে বিদ্রোহকরে রাষ্ট্রের আচরণবিধি লংঘন করে জনতার মঞ্চে যোগ দিয়েছিলেন-এটাই তার দেশপ্রেমের নমুনা। তার মুখে মুক্তিযুদ্ধে কথা, দেশপ্রেমের কথা শুনলে বমি আসে।
জঘণ্য মানসিকতার এমন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে দেশের রাজনীতি কোনোদিনই ভালো হবেনা।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
নেক্সাস বলেছেন: সুন্দর পোষ্ট। একদিন সব জুলুমের অবসান হবে। সেদিন জুলুম কারীরা কি করবে জানা নাই
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
স্বাধীকার বলেছেন:
নেক্সাস ভাই,
আপনি বলেছেন, একদিন সব জুলুমের অবসান হবে-সেই দিনটি পর্যন্ত আমি কোনোমতে বাঁচতে চাই। আপনাদের দেখে চারমাস পরও ব্লগে ভাল লাগছে।
ভালো থাকবেন, কৃতজ্ঞতা রইলো। শুভ কামনা।
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
রনীমামুন বলেছেন: vary sad for our country
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
স্বাধীকার বলেছেন:
রনী ভাই,
স্যাড কাকে বলে-এটাও অনেকেই বুঝতে পারছে না। সময় বদলা, কিন্তু আমরা সব সময়ই ভালোটা চাইবো। আগামীতে কোনো সরকারের কোনো পুলিশ এমন আচরণ করুক-আমরা তা চাইনা।
ভালো থাকবেন, শুভ কামনা।
৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
সংকেত মাহমুদ বলেছেন: সরকারী পুলিশ মাঠে নামছিল বিরোধীদলের অধিকার হরণ করতে, আবার বিরোধীদল মাঠে নামছিল পাবলিকের চলাচলের/ব্যবসা বানিজ্য-রুটি রুজির অধিকার হরণ করতে !!!!!!!!! ফলাফল কুত্তায় কুত্তায় মারামারি , পাবলিকের রুটি রুজি বন্ধ
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
স্বাধীকার বলেছেন:
সংকেত ভাই,
বিরোধীদল কি কোনো ব্যবসায় হামলা চালিয়েছিলো, কোনো সাধারণ নাগরিককে আম্লীগের মতো ল্যাংটা করেছিলো? অধিকার আদায়ের জন্য পৃথিবীর কোনো দেশের মানুষ রাস্তায় না নেমে অধিকার পেয়েছিলো? আন্দোলন সংগ্রামকে আপনি কুকুরের কাজ বলছেন কোন বিবেচনায়? এসি রুমে বসে কীবোর্ড চালাতে জানলেই জনগণের পালস জানা যায়না, এটা আপনার মন্তব্য দেখে বুঝলাম। জনগণের রুটি রুজি বন্ধ বলতে আপনি কি বুজাতে চাইলেন? হরতালে গাড়ী ভাঙ্গাহোক কিংবা জনসম্পত্তি ক্ষতি হোক-এটা কারো কাম্য নয়। তাই বলে আপনি ন্যায্য আন্দোলনকে কুকুরের কাজ হিসাবে দেখতে পারেন কি? পাড়ায় নালায় লাশ ভাসলে বুঝা যায়, বিপ্লব কত কঠিন, এটা আপনার মাথায় আসবেনা, কারণ গান গেয়ে গীত গেয়ে আপনার দিন কেটে যায়।
৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
নুসরাতসুলতানা বলেছেন: পড়লাম আপনার লেখাটা।নরসিংদির মেয়র সরকার দলীয় হলেও বিচার পেয়েছিল কি?
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
স্বাধীকার বলেছেন:
নুসরাত আপা,
নরসিংদির জনপ্রিয় মেয়ার লোকমানকে কারা মেরেছে-এটা সবাই জানে, সরকার জানে। কিন্তু সরকার দলীয় সন্ত্রাসীদের আগামী নির্বাচনে কাজে লাগাবে-তাই তাদের ধরছে না। আজ লোকমানের পরিবার জানে আম্লীগের জন্য তারা কতটা হারালো। অথচ একটি সরকারের কাজ হলো ন্যায় বিচার নিশ্চিত করা। কিন্তু সরকার এতটাই উন্মাদ যে, নিজ দলের খুন হওয়া জনপ্রিয় নেতার খুনীকেও ধরছেনা। ধ্বিক্কার জানাই এই রাষ্ট্রর ক্ষমতাসীনদেরকে।
ভালো থাকবেন, শুভ কামনা।
৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
ঘুড্ডির পাইলট বলেছেন: জয়নাল আবেদিন ফারুকের ঘটনা টিভিতে দেখেছি । সেটা ছিলো অত্যান্ত দু:খজনক এবং রোহমর্শক ঘটনা। সব সরকারের আমলেই পুলিশ বাহিনি সরকারকে খুশি করতে বিরোধী দলের উপ্রে কিছু আক্রমন অত্যাচার চালায় । পুলিশ বাহিনিকে সংস্কার করতে হবে । আর সংস্কারের প্রথম শর্ত হলো রাজনৈতিক ভাবে পুলিশকে প্রভাবিত না করা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
স্বাধীকার বলেছেন:
ঘুড্ডির পাইলট ভাই,
এটা ঠিক সব সরকারই কমবেশী পুলিশকে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু এভাবে কলংকিত কাজের জন্য পুরষ্কৃত করা এবং অন্যদের সিগনাল দেওয়া যে, বিরোধীদলকে আক্রমন করলে মেডেল পাওয়া যাবে-সেটা কোনো সুস্থ্য মানুষ কামনা করতে পারেনা। পুলিশ একটি বাহিনী, তারা রাষ্ট্রের, আম্লীগের ছাত্রলীগের চেয়ে বেশী বেহায়া হতে পারেনা। এটা মানা যাযনা।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।, শুভ কামনা।
৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
কলির কৃষ্ণ বলেছেন: বর্তমান জামানায় ভন্ডদের জয় সর্বত্রই-যা থেকে সামুও মুক্ত নয়।শুঞ্ছি- বর্তমানে সামুর মডারেশন প্যানেলে দুই জন ব্লগার আছেন-যাদের যোগ্যতা তারা দুজনে একসময় বহুল আলোচিত ব্লগার জিশান শাহ ইকরামের "রক্ষিতা" ছিলেন (অবশ্য শোনা কথায় কান দিতে নাই)।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
স্বাধীকার বলেছেন:
কৃষ্ণ দা,
আমরা শোনা কথায় কান দিচ্ছিনা। তাছাড়া কারো সাথে কারো ভাল সম্পর্ক থাকলেই সেটাকে রক্ষিতায় রূপান্তর করা যায়না। আমরা কাউকে অপমান অপদস্ত করলে পারলে ভীষণ গর্বিত হই, কখনো কখনো বিকৃত আনন্দও লাভ করি-যা ব্লগারদের মানায় না। আমি জানিনা আপনি কাদের কথা বলছেন। সামুর মডারেশন প্যানেল নিয়ে আমাদের অনেক আপত্তি আছে, কিন্তু সেখানের কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কথা বলা ঠিক নয়, এমনকি সেটা এখানের পোস্ট সংশ্লিষ্টও নয়। তাই পোস্ট সংশ্লিষ্ট মন্তব্যই প্রত্যাশা করছি।
ভালো থাকবেন।
৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
স্বাধীকার বলেছেন:
সকল মন্তব্যকারী সহব্লগারঃ
একটু ফ্রি হয়েই আপনাদের মূল্যবান মন্তব্যগুলোর জবাব দেবো প্লিজ।
৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
হাছুইন্যা বলেছেন: ++
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
স্বাধীকার বলেছেন:
হাছুইন্যা ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি সাথে থাকবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। ন্যায্য কথাটা সব সময় যেকোনোস্থানেই বলবেন-এটাই প্রত্যাশা আপনার কাছে।
ভালো থাকবেন, শুভ কামনা আপনার জন্য।
৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
২০১৩ বলেছেন: এটা একটা সিগনাল, আম্লিক জাতীকে জানিয়ে দিল আমরা পশু হয়ে গেছি মানুষের সাধারন বিবেক আমাদের কাছে পরিত্যাক্ত একটা বিষয়। আপনি সামনে আসলে নিজ দ্বায়িত্বে আসবেন, আমাদের কুত্তারা কামড়াতেই পারে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
স্বাধীকার বলেছেন:
২০১৩ ভাই,
আপনার আশংকা সত্যি হলে আমরা ভয়াবহ পরিনতির দিকে যাচ্ছি। এতটা দলীয়পনা অতীতের কোনো সরকার করেনি। আম্লীগ ভাবছে দেশে আর নির্বাচন হবেনা, তাদের আর জনগণের কাছে যেতে হবেনা-কিন্তু বাংলাদেশের মানুষ সময়ে উচিত জবাবটি দিবেই দিবে। সেদিন আম্লীগ পালানোর পথও পাবেনা, কারণ তারা পালানোর পথ গুলোকে কেটে ফেলছে।
ভালো থাকবেন, শুভ কামনা আপনার জন্য।
৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বাংলাদেশী পোলা বলেছেন: আগুন পোষ্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় স্বাধীকার ভাই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
স্বাধীকার বলেছেন:
বা।পো-
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। কেমন আছেন। চারমাস পর ব্লগে এসে আপনাদের দেখে খুব ভালো লাগছে।
শুভ কামনা সব সময়, ভালো থাকবেন।
৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
বাংলাদেশী পোলা বলেছেন: @ কলির কৃষ্ণ আপনি অনেক ঝুকি নিয়ে সত্য কথা বলেছেন-সেজন্য ধন্যবাদ এবং আপনার আগাম কুলখানিতে শরিক হইলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
স্বাধীকার বলেছেন:
কৃষ্ণ কলি।
৪৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
নিঃসংগ যোদ্ধা বলেছেন: জানোয়ার মঘা আলমগীরের বক্তব্য পূলিশী সন্ত্রাসকে স্রেফ রাস্ট্রীয় স্বীকৃতি দেওয়ার নামান্তর।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
স্বাধীকার বলেছেন:
যোদ্ধা ভাই,
আপনার পর্যবেক্ষনের সাথে একমত। পুলিশ রাষ্ট্রীয়ভাবে অত্যাচার নির্যাতন করার সরকারী অনুমোদন লাভকরলো পুরষ্কারসহ। এই সংস্কৃতি একদিন আম্লীগ অনেক ভুগাতে পারে।
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
৪৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
স্পেলবাইন্ডার বলেছেন: দেশটার অবস্থা ভয়াবহ!
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
স্বাধীকার বলেছেন:
স্পেলবাইন্ডার ভাই,
শুধু এটা বললেই হবে, নাকি চোখে আঙ্গুল দিয়ে জনগণকে দেখাতে হবে। আগামী দিনে বাংলাদেশকে আম্লীগ কোথায় নিয়ে যাবে, কিভাবে একদলীয় শাসন কায়েম করবে-তার নমুনা গুলো খেয়াল করুন। কথা বলুন, লিখতে থাকুন। দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের দায়িত্ব যেকোনো অপশাসনের বিরোদ্ধে কথা বলা, প্রতিবাদ করা।
ভালো থাকুন। শুভ কামনা।
৫০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্রিয়তে নিলাম। আরাম করে পড়ব।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
স্বাধীকার বলেছেন:
ওবায়দুর ভাই,
আপনাকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করছি পড়ে পরে মন্তব্য দিবেন।
ভালো থাকবেন। শুভ কামনা।
৫১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
সংকেত মাহমুদ বলেছেন: লেখক ভাই,
আম লীগ আর বিম্পি যখন হরতাল দেয় তখন যেসব বাস টেম্পুতে আগুন দেয় ওগুলা কার ??সরকারের না পাবলিকের ?? এইতো সেদিনই চোখের সামনে দেখেছি গরিব সবজী বিক্রেতার সবজীর ভ্যান উল্টায়ে দিয়ে হরতালকারীদের উল্লাস করতে ।আপনেরা বিম্পি- আওয়ামী লীগ কামড়া কামড়ি করেন আর দূর্ভোগ পোয়াতে হয় পাবলিকের ।হরতালকারীরা ঘোষণা দেক যে চলাচলরত পাবলিকের কোন গাড়িতে ইটপাটকেল ছোড়া হবে না, অগ্নি সংযোগ করা হবে না ।জনগণের চলাচলের অধিকার হরণ করা হবে না ।তাইলেই টের পাবেন পাবলিক হরতালের দিন রাস্তায় চলাচলের জন্য বের হয় কিনা ??
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
স্বাধীকার বলেছেন:
সংকেত ভাই,
আপনি যা বলেছেন, তা যে হরতালে হয়না-এমন দাবী আমি করিনা। এসবকে সমর্থনও করিনা। জ্বালাও পোড়াও এদেশের রাজনীতির সংস্কৃতিতে স্থায়ী আসন গেড়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। খেয়াল করুন এবার বিরোধী দল বিগত চার বছরে কয়টি হরতাল করেছে বড় জোর ২০টি। কিন্তু এই আম্লীগ ১৭৩ দিন হরতাল করেও ভোটেই ক্ষমতায় এসেছে-তাহলে আপনি কি বলবেন সাধারন ভোটরা হরতালকে না বলেছে? সত্যিটা হলো আন্দোলন সংগ্রাম কেবল রাজনীতি হবে, তা নয়। যেকোনো বিক্ষুদ্ধ পক্ষ যেকোনো দাবীতে আন্দোলন করতে পারে-তাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু সেখানে পুলিশের হায়না হওয়ার দরকার পড়েনা। দেখেছেন কিছুদিন আগে শিক্ষকদের নীরিহ আন্দোলনে সরকার কিভাবে বল প্রয়োগ করেছে, তাদের পিটিয়েছে, একজন শিক্ষক মারাও গিয়েছে। শ্রমিক, ছাত্র-ছাত্রী বা যেকোনো গোষ্ঠিই ন্যায্য আন্দোলন করতে গেলেই কি সরকার লাঠি পেটা করতে পারে। এটাতো স্বীকার করবেন আন্দোলন ছাড়া কোনো বড় কিছু অর্জন করা সম্ভব নয়।
পাবলিকের সম্পত্তি নাশের মতো আন্দোলন সংগ্রামকে আমরা সব সময় নেতিবাচক হিসাবে দেখি। কিন্তু সরকারকে এসব থেকে বিমুখ থাকলে বাধ্য করা হয় আন্দোলনের মাধ্যমে। তাই কোনো ন্যায্য দাবীতে আন্দোলনকারীদের কুকুর বলা যায়না। এটা শাসকের ভাষাও হতে পারেনা, ব্লগারতো দূরের কথা। যেকোনো আন্দোলনের সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, জনমত গঠন করতে পারেন, প্রচারণাও চালাতে পারেন, কিন্তু তাদের কুকুর বলা যায়না। তাদের দিক থেকে দেখুন ঠিকিই বুঝতে পারবেন। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, দেশবিরোধী সিদ্ধান্ত, অসম চুক্তি, গ্যাস তেল ইজারা দেওয়া এসব নিয়ে জনগন কথা না বললে সরকার স্বৈরাচারী হয়ে যাবে, নিজেদের আখের গোছাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে কার্পণ্য করবেনা। মানুষকে প্রতিবাদ করতেই হবে, রাজপথে নামতেই হবে।
ভালো থাকবেন, ধন্যবাদ।
৫২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
নিষ্পাপ কয়েদি বলেছেন: ফারুক ঐদিন কিছু বিগতযৌবনা মহিলা কর্মির সামনে বেটাগিরি দেখাইতে চাইসিলো, কিন্ত বেরসিক পুলিশ সেটা হতে দেয়নি। পরে ফারুক অর্ধনগ্ন হয়ে দৌড় দিলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
স্বাধীকার বলেছেন: কয়েদি ভাই,
আপনাদের দৃষ্টিভঙ্গিটাই হলো সব নিজেদের পক্ষে আসতে হবে-তানাহলে সব খারাপ!! এমন দৃষ্টিভঙ্গি পাড়ারমোড়ের উঠতি যুবকদের মানায়। কিন্তু ব্লগারদের যৌক্তিক কথা বলাটা প্রত্যাশিত। কিন্তু আম্লীগ ও তাদের সমর্থকরা তাদের কলুষিত চরিত্র থেকে কখনোই বের হতে পারবেনা। কারণ তারা তা চায়না। এখানে ‘‘বিগত যৌবনা, বেটাগিরি-কোনো বিষয় আপনার না আনলেও চলতো। তার মানে হচ্ছে এখানেও আপনি হারুনদের মতো, কিংবা হারুনরা আপনার মতো। পার্থক্য খুবই কঠিন। আম্লীগের দৃষ্টিভঙ্গি কোনো কালেই গণতান্ত্রিক ছিলোনা, বাকশালী চরিত্র থেকে এরা কখনোই বের হতে পারবেনা। খারাপকে কখনোই খারাপ বলতে পারবেনা।
আমরা জনগণের হাতেই ছেড়ে দিই, তারাই সিদ্ধান্ত নিবেন-আগামী দিনগুলোতে। আবারো ধন্যবাদ।
৫৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
সংকেত মাহমুদ বলেছেন: আচ্ছা ভাই আপনেরা দুদলেই হরতালের আগের দিন গাড়িতে আগুন দেন ক্যান ?? যাতে করে পরেরদিন পাবলিকে রাস্তায় ভয়ে গাড়ি না বের করে সেজন্য ???????
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
স্বাধীকার বলেছেন:
সংকেত ভাই,
আপনারা বলবেন না। বলতে পারেন বিরোধী দলগুলো হরতালের আগের রাতে গাড়ীতে আগুন দেয়, ত্রাস সৃষ্টি করতে, যাতে গাড়ী হরতালে না বের হয়ে-সেটাকে নিশ্চিত করতে-এ বিষয়ে সন্দেহ নাই। এ ধরণের কার্যকলাপকে সমর্থন করা যায়না। কিন্তু মানববন্ধনেও আমরা পুলিশকে লাঠি প্রয়োগকরতে দেখেছি-সে বিষয়ে বলার থাকলে বলুন। আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের দাবী গণতান্ত্রিক মৌলিক অধিকার হলেও কারো সম্পত্তি নাশ কখনোই কাম্য নয়।
৫৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আওয়ামীলিগার মানে কি জিনিস তা রামন এবং নিষ্পাপ কয়েদি নামক দুইজন ব্লগারের মন্তব্যেই প্রতীয়মান। এই দুইজনের কমেন্ট দেখে বুঝতে কষ্ট হয় না এরাই রাস্তায় মানুষ কুপিয়ে মারতে বা ধর্ষন করতে কোন দ্বিধা করবে না। এবং এদের মত আওয়ামীলিগাররাই মানুষ কুপিয়ে মারে, ধর্ষন করে। কথা হচ্ছে একজন শীর্ষস্থানীয় রাজনীতিকের উপর ন্যাক্কারজনক হামলা নিয়ে, সেখানে রামন এই হামলা সমর্থন করলেন এবং নিষ্পাপ কয়েদি এসে স্বভাবসুলভ ভাবে নারীদের প্রতি আওয়ামীলিগারদের চিরায়ত বিকৃত কামনা উগরে দিলো।
বি এন পি কবে জাগবে? কবে? সময় কিন্তু শেষ হয়ে আসছে। বি এন পি জাগতে না পারলে এই রামন, নিষ্পাপ কয়েদিরা এই দেশকে শেষ করে দেবে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
স্বাধীকার বলেছেন:
ঢেউ ভাই,
আপনার সাথে একমত। কি আর বলবো। তাদের কথা লেখা আচরণ বাক্য মন্তব্য গুলো খেয়াল করলে যেকেউ বুঝতে পারবে তারা কতটা উগ্র। সত্য মিথ্যা যাচাই ক্ষমতা তাদের নেই। অণ্ধদলপ্রীতি তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে তারপরও তাদের মিথ্যাচার থামেনা। তারা কখনোই গণতন্ত্রের চর্চা করতে পারেনা, ধৈয্য সহনশীলতা আম্লীগের চরিত্রে নেই, যার চূড়ান্ত পরিনতি হলো বাকশাল কায়েম। যেখানে ভিন্নমত, ভিন্নপথকে সহ্য করার নুন্যতম সুযোগ তারা রাখতে রাজী নয়। তারাই আবার বড় গলায় গণতন্ত্রের মানস কন্যার শ্লোগান দেয়। গণতন্ত্র আর আম্লীগ বিপরীতভাবে সম্পর্কিত এবং তা সব সময়।
আবারো ধন্যবাদ।
৫৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
রামন বলেছেন:
@লেখক,
সেদিনের ঘটনা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখেছেন বলেই জয়নালকে বানিয়েছেন দেবতা আর রাবন হয়েছে পুলিশ কর্মকতা। আমি বিশ্বাস করি ঘটনাবলী সেদিন যারা দেখেছে নিরপক্ষ দৃষ্টিতে তারা কেউ আপনার লেখার সাথে সহমত পোষণ করবে না। সেদিন যদি জয়নালের নেতৃত্বে মিছিলকারীরা যানবাহন ভাঙ্গাচুরা সহ জ্বালাও পোড়াও করত তাহলে দায়িত্ব অবহেলার জন্য অবশ্যই কর্মকর্তাকে কৈফিয়ৎ দিতে হতো, এমনকি তার চাকুরী হুমকির সমুক্ষিন হত। কিন্তু তাই বলে এ্যাকশন এর নামে বেধড়ক পিটুনি সমর্থন করি না এবং এটাও সত্য পুলিশ কিছুটা হলেও সীমা লঙ্ঘন করেছে সেদিন।
যাইহোক সেদিনের ঘটনাটি যারা দেখেননি তাদের জ্ঞাতার্থে ভিডিও ক্লিপটি পোস্টে যুক্ত করলাম।
পুলিশ: যদি কোনো গাড়িতে হাত দেন তাহলে এ্যাকশনে যাব কিন্তু।( জয়নালকে উদ্দেশ্য করে )
জয়নাল : ধুর থো তোর্ এ্যাকশন!
পুলিশ: থাপড়াইয়া তোমার দাত ফালাইয়া দেব।
জয়নাল: দাত ফালাবি, কুকুরের বাচ্চা কোথাকার, কি মনে করছোস।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
স্বাধীকার বলেছেন:
রামন দা,
আপনি যে একজন নিন্মমানের আওয়ামী সমর্থক সেটা বুঝলাম আপনার এই মন্তব্যে। এতক্ষন আপনাকে আম্লীগপ্রেমী হিসাবে বিবেচনা করেছি। আপনি এখানে যে ভিডিও লিংক দিয়েছেন সেটা কি আমাদের কাছে ডাউনলোড করা নেই? প্রমান ছাড়া হারুন কে ক্যামনে ধরা হবে, বলুন তো? আপনার বানী হলো .........।সেদিন .........যদি- যদির উপর ভিত্তি করে গাড়ী ভাঙচুর ছাড়াই পুলিশ যে এ্যাকশন নিয়েছে-সেটা আপনি যদির উপর ভিত্তি করে জাস্টিফায়েড করতে চাচ্ছেন। আপনি তো বিবেকবর্জিত বাক্য গুলো ব্যবহার করে নিজেকে চিনিয়ে দিলেন। সেখানে যারা ছিলেন তারা সবাই এমপি। তাদের রাষ্ট্রীয় মর্যাদা আছে। তারা কোনোদিন গাড়ী ভেঙ্গেছেন বা জ্বালাও পোড়াও করেছেন-এমন একটি নজিরও নেই। তারা কয়েকজন পুরুষ এবং মহিলা ছিলেন মাত্র। তাদের তুলনায় সেখানে পুলিশ ছিলো কমপক্ষে দশগুন। তারপরও আপনি কথা বলছেন জ্বালাও পোড়ায়ের। উলংগ মিন্টুর চেহারা দেখছি আপনার মধ্যে। আপনি আসলে বিক্রিত এবং বিকৃত হয়ে গিয়েছেন যে, কোনো কারণ ছাড়াই আক্রমন করাকেও আপনি দায়িত্ববোধ হিসাবে কাউন্ট করছেন। অথচ পাশেই পুলিশ থাকাবস্থায় আপনারা বিশ্বজিতকে খুন করলেন তখন পুলিশ দায়িত্ববোধের তাড়না উপলব্ধি করেনি।-তাহলে কি আমরা ধরে নিবো ছাত্রলীগ আর পুলিশলীগের মধ্যে কোনো পার্থক্য নেই-একটি সরকারী অন্যটি বেসরকারী। আর আপনি পুলিশের মুখের ভাষাটিই দেখুন একজন হুইপকে কিভাবে সন্মোধন করছে। সেঞ্চুরীয়ানদের কাছে অবশ্য এর চেয়ে বেশী ভালোটা থাকার কথাও নয়। সময় হলে ঠিকই বুঝবেন যখন এই পুলিশই আপনার মতো কোনো লীগারকে এভাবে অপমান অপদস্ত করবে। ধণ্যবাদ।
৫৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: অনলাইন ক্রুসেডার বাহিনীর ভারতীয় সদস্য রামন আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে হারুনকে সেফ করতে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
স্বাধীকার বলেছেন:
ঢেউ ভাই,
শেষ পর্যন্ত তিনি তার আওয়ামী বাকশালী চরিত্রটি প্রকাশ করেছেন। তিনি চাচ্ছেন যেকোনো মূল্যেই হারুনকে ক্লিন রাখতে, ফারুককে অপরাধী বানাতে। ফারুক অপরাধী হলেও এই বিচারের দায়িত্ব যে হারুনের না সেটাও ভুলে গিয়েছেন। গণতন্ত্রের সাথে বাকশালী মতবাদের সরাসরি বিপরীত সম্পর্ক বিদ্যমান। তারা সহনশীলতা, আলোচনা, ভিন্নমত-এসব সহ্য করতে রাজী নন। অথচ ব্লগার হিসাবে তার ন্যায্য কথাটা বলা উচিত ছিলো, তিনি তার পারলেন না, কেবল দলীয় বিবেচনায় সত্যকে ধারণ করতে পারলেন না। এটা অনাকাংখিত। ক্ষমতার পট পরির্বতনে কোনো হারুন যদি জন্ম নেয়, তার হাতে অপদস্ত হওয়া ছাড়া আম্লীগের কাউকে বুঝানো যাচ্ছেনা যে, এভাবে বলপ্রয়োগ হিংস্রতা, কখনোই সুশাসন নয়। সময়ই কেবল তাদের বুঝাতে পারবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।
আবারো ধন্যবাদ, ভালো থাকবেন।
৫৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০
প্রজন্ম৮৬ বলেছেন: অসাধারন পোস্ট স্বাধীকার ভাই।
+++++++++++++++++++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
স্বাধীকার বলেছেন:
প্রজন্ম ভাই,
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ নিবেন।
শুভ কামনা আপনার জন্য সব সময়।
৫৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০১
নিষ্পাপ কয়েদি বলেছেন: ভাই আপনে কি ফারুকের কাছ থেকে টাকা পাইসেন এই পোষ্টের জন্য? হালায় তো পুলিশের কাপান খায়া নাস্তিকদের দেশ আমেরিকায় যায়া পলায়সিলো।
ফারুকের লেংটা দৌড় আপনের খুব ভালো লাগসে বুঝা যায়।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
স্বাধীকার বলেছেন:
কয়েদী ভাই,
আপনার মন্তব্যের জবাবে আমার বলার কিছুই নেই-কেবল হাসলাম। তবুও আমি আপনার সুস্থ্যতা কামনা কামনা করছি।
ভালো থাকবেন। ধন্যবাদ।
৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১১
কামরুল হাসান শািহ বলেছেন: @রামন হইতে পারে ভেবে হারুণ মিয়া তড়িৎকর্মা হইয়া ফারুকরে পিঠাই ফালাইলো, কিন্তু বিশ্বজিৎ হত্যাকান্ড হইতেছে দেখেও কেন সে নীরব ছিলো? তখন আপনারে নাকি তার দায়িত্বকে লাগাইতে ছিলো? এই হারুন মিয়াই তো সেখানে দায়িত্বে ছিলো তাইনা?
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
স্বাধীকার বলেছেন:
শাহী ভাই,
যদি গাড়ী ভাঙচুর করতো.............
যদি জ্বালাও পোড়াও করতো..................
......................................এ ধরণের যদির উপর ভিত্তি করে হারুনরা আক্রমন চালাতে পারে, হুইপকে রক্তাক্ত করতে পারে। কিন্তু পাশেই দাড়িয়ে থেকে বিশ্বজিত খুন হওয়ার সময় দায়িত্বপালনের সময় গাঞ্জা খাইতে ছিলো। একজন ব্লগারের এমন দৃষ্টিভঙ্গি অনাকাংখিত এবং পরিত্যাজ্য। তাদের বোধোদয় তখনই হবে, যখন কোনো হারুন এভাবে তাদের নাজেহাল করবে।
শাহী ভাইকে আবারো ধন্যবাদ।
৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫
বাকাট্টা বলেছেন: নিষ্পাপ কয়েদি @ খাপো তোর মত সবাইরে পাইলি? ব্লগে ডিউটি দিয়া কতো পাও? আরেকবার দেখমু এই ব্লগে উল্টা পাল্টা বকছো তো তোর ব্লগে গিয়া তোরে াপামো
সরি স্বাধীকার ভাই বাজে মন্তব্য করার জন্য
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
স্বাধীকার বলেছেন:
বাকাট্টা ভাই,
কিছুই বলার নেই, কয়েদির সুস্থ্য কামনা করেছি তবুও।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা সব সময়।
৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
সিরাজ সাঁই বলেছেন: যা বলার, তা পোস্টে আর কমেন্টে বলে দিয়েছেন, তাই নতুন কিছু বলার নেই, স্বাধিকার ভাই। পোস্টে আর প্রচেষ্টায় প্লাস।
অবাক লাগে, এই সরকার ক্ষমতায় আসার পর পর মন্ত্রিত্বহীন অবস্থায় এই ভদ্রলোকটি কত যে নীতিকথা বলতেন, টকশোতে কত যে প্রতিবাদী আর উচিৎ কথা বলতেন ! আর এখন প্রকৃত অ্যাজেন্ডা নিয়ে প্রকৃত চেহারায় নাজেল হয়েছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
স্বাধীকার বলেছেন:
সিরাজ সাঁই,
সত্যিই অবাক লাগে ভাই, যখন দেখি একজন শিক্ষিত বদমাস দায়িত্বশীল পদে থেকে এমন দম্ভোক্তি করতে পারে, আবার অপরাধীকে পুরষ্কৃত করে দেখাতে পারে। এই সেই মখা আল-মগীর যিনি পাকবাহিনীর সরকারের বিরোদ্ধে বিদ্রোহ করতে পারেনি, মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিবর্তে পাক সরকারের হয়ে রাজাকার রিক্রুট করেছে। কিন্ত গণতান্ত্রিক সরকারের বিরোদ্ধে ষড়যন্ত্রের বিদ্রোহ করে সচিবালয় থেকে বেরিয়ে বাকশালীদের জনতার মঞ্চে যোগ দিয়েছিলেন। চাকুরী কোড অব কন্ডাক্ট, রাষ্ট্রীয় বিধি বিধান সব কিছুকে ভেঙ্গেচুরে রাজনীতির ময়দানে নেমেছেন। এই অপরাধের কারণে তার চরম শাস্তি হওয়ার কথা। কিন্তু ক্ষমতা প্রিয় আম্লীগের কোলে গিয়ে ঠাই পায় একজন দেশবিরোধী-ইনিই আবার আমাদের মুক্তিযুদ্ধে সবক দিতে আসে-তার কথা শুনলে বমি আসে। সময় বদলায়, মাঘও এক বার আসেনা। সময় সব কিছুর জবাব দিবে। আমরা জাস্ট সে পর্যন্ত অপেক্ষা করতে থাকি।
ভাই কেমন আছেন? অনেক দিন আপনার সাথে আমার কথা হচ্ছে। আমি জেনারেল হওয়ার পর থেকে চারমাস আমি কোনো পোস্ট দিইনি। আপনার পোস্টেই আপনার সাথে কথা হয়েছে। আসতেছি আপনার ব্লগে। ভালো থাকবেন। ছেলেকে ভালবাসা দিলাম। শুভ কামনা সব সময়।
৬২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
নিষ্পাপ কয়েদি বলেছেন: আপনে কি ফারুককে বিশেষ কোনো সেবা দেন?
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
স্বাধীকার বলেছেন:
কয়েদি ভাই,
আপনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। সহব্লগার হিসাবে আপনার কাছ থেকে নুন্যতম নৈতিকতা আশা করা কি অন্যায়?
৬৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫
ধীবর বলেছেন: পোস্ট নিইয়ে আলাদা করে লেখার কিছুই নেই। কারণ স্বাধিকার মানেই শক্তিশালি বলিস্ট এবং বাস্তববাদি লেখা।
কৌতুহল শুধু কিছু ব্লগারের মন্তব্যে। সরকার বদল হলে, আওয়ামিদের ধরে ধরে এভাবে পিটিয়ে কোন পুলিশ যদি পদকপ্রাপ্ত হয়, তাহলে এই ব্লগাররা কি সেটা সমর্থন করবেন?
আর রামন ভাই, ভিডিওটি দেখুন ঠিক করে। কে কাকে গালি দিয়েছে?
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
স্বাধীকার বলেছেন:
ধীবর ভাই,
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাকে পোস্টটি উৎসর্গ করা হয়েছে, তার উপস্থিতি পোস্টকে মর্যাদাবান করেছে বলে বিশ্বাস করছি।
সত্যিই সরকার বদলে বিএনপি ক্ষমতাসীন হলে আজ যারা পুলিশের কর্মকান্ডকে বাহাবা দিচ্ছেন-তাদের নির্মম ভাবে আক্রমন করলে, আপনি আমি সেদিনও পুলিশেরএ ধরণের কর্মকান্ডকে ঘৃনাই করবো। আমরা সব সময় মানুষের পাশে আছি, মানুষের পাশে দাড়াবো।
রামন ভাইকে বলার মতো কিছু নেই, তিনি এখন বুঝতে পারছেন না, হয়তো একদিন বুঝবেন।
ভালো থাকবেন, শুভ কামনা।
৬৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
ধীবর বলেছেন: নিস্পাপ কয়েদি, আপনাকে কিন্ত প্রায় সময়েই অশ্লিল আক্রমনাত্মক মন্তব্য করতে দেখি। এধরণের আচরণ কতদিন সামু সহ্য করবে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
স্বাধীকার বলেছেন:
ধীবর ভাই,
আমরা দেখে যাচ্ছি, সামুর মডারেশন দেখে কিনা সেটাও আমরা দেখতেছি। আমরা সব সময় সামুর ভালোটা চাই, চাইবো। কিন্তু ন্যায্যটাও আমরা আশা করি।
আমরাও অপেক্ষায় থাকলাম, সামুর গৃহীত ব্যবস্থা দেখার আশায়।
৬৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
আসফি আজাদ বলেছেন: খুবই দুঃখ এবং কষ্ট পাই যখন দেখি ক্ষমতার দম্ভে এবং লোভে এই সব গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিবর্গ এই ধরণের অসুস্থ্য কথা বলেন। একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে বছরের পর বছর, দশকের পর দশক তিলে তিলে চেষ্টা করতে হয়। এত কষ্টের এই সমস্ত প্রতিষ্ঠান কি অবলীলায় মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলে হয় এই অযাচিত কথামালার দ্বারা! অবশ্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজে প্রতিষ্ঠান ধ্বংসের একজন অগ্রণী সৈনিক। আওয়ামী লীগ সরকার তাকে তার প্রতিষ্ঠান ধ্বংসের মেধা এবং ক্ষমতার জন্য পুরষ্কৃত করেছিল। কাজেই তিনিও যে তার এই অসুস্থ্য কার্যকলাপ অব্যাহত রাখবেন তাতে খুব একটা অবাক হবার কিছু নেই। তবে এর সমস্ত ফলাফলই আজ হোক কাল হোক তাদের বহন করতে হবে। সেটা মনে হয় না সুখকর কিছু হবে। কিন্তু এই সমস্ত অপকর্মের জন্য জন্য দেশ এবং জনগণ যে মূল্যটা দেবে সেটা কখনই পূরণ হবার নয়।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
স্বাধীকার বলেছেন:
আসফি আজাদ,
ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সরকারের দায়িত্বপালন করে এদেশে মুক্তিযোদ্ধাদের শায়েস্তা করতে, খুন করতে রাজাকার নিয়োগ দিয়েছেন, তিনিই আবার আমাদের মুক্তিযুদ্ধের ফতোয়া শুনান, চেতনার বানী দেন!!
জিয়ারা পাক ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করতে পারলে, মতিউররা পাকিস্তান থেকে পালাতে পারলেও দেশে থেকে ইনি তা পারেননি। বরং পাক সরকারের হয়ে দীর্ঘ নয় মাস একান্ত বাধ্যগত হয়ে সেবা দিয়ে গিয়েছেন। সময় বুঝে সেই হীনমন্যতাকে ঢাকতে, আম্লীগকে খুশী করতে নিয়মশৃংখলা ভেঙ্গে, কোড অব কন্ডাক্টকে পায়ে পিষে সচিবালয় থেকে বেরিয়ে এসেছেন, একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সচিব হয়ে। এই পাপের যেখানে কঠিন শাস্তি হওয়ার কথা, সেখানে ক্ষমতালোভী আম্লীগ তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় আসীন করে। মখা আল-মগীর কোনো দিন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন সুবিধাবাদী আম্লা, জীবনভর প্রশাসনে ষড়যন্ত্র যার ছিলো একমাত্র কাজ। তিনি আজ রাষ্ট্রমন্ত্রী হয়েও তার সুবিধাবাদীতা বজাল রেখেছেন। কোনো রাজনীতিবিদ এই সাবেক সুবিদাবাদী আম্লার কাছ থেকে সন্মান আশা করতে পারেন না। নিশ্চয় আম্লীগের কোনো রাজনীতিবিদ আজ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে এমন হিংস্র মন্তব্য করতে পারতেন না, নুন্যতম শরম পেতেন। কিন্তু আমাদের দুভার্গ্য এমন একজনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে-যার কয়েকটি কথামালা আর হিংস্রতা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে দেওয়ার কিছু নেই। তিনি আর যা পারেন তা হলো ষড়যন্ত্র-সেটাও হয়তো সময় মতো দেখা যেতে পারে।
পুলিশের মতো একটি মাঠ পর্যায়ের বাহিনী-যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত-সেই বাহিনীর সকল নৈতিকতাকে ধ্বংস করে দিয়ে দলদাস বানানোর মিশনে তিনি পুরষ্কার প্রথার চালু করছেন-যার মূল্য বাংলাদেশের মানুষকে দিতে হবে।
ভালো থাকবেন, শুভ কামনা আপনার জন্য।
৬৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
শার্লক বলেছেন: উপরে পড়লাম একজন বললো গাড়ি ভাংচুর করলে নাকি ফুলিশকে জবাবদিহিতা করতে হবে। একটু হেসে নেই আগে। হা হা হা। জীবনেও শুনি ফুলিশরা বলে জবাবদিহিতা করছে। তাইলে তো এই চার বছরে জবাবদিহি করতে করতে শেষ হইয়া যাইতো। যাহোক তা গতকাল যে এত গাড়ি ভাংচুর হইলো ঠিকমত তার জবাব দিতে পারছে তো? সরকারী কামলার আবার জবাবদিহিতা কোন দুনিয়ায় যে এরা বাস করে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
স্বাধীকার বলেছেন:
শার্লক ভাই,
ব্লগার রামন দা-ঐ পাড় থেকে পুলিশের এমন হিংস্র কর্মকান্ডকে সাপোর্ট করতে গিয়ে পুলিশের গাড়ী রক্ষার দায়িত্বের কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন পুলিশ তার দায়িত্বে খাতিরে হুইপকে মেরেছেন-যা ঠিকই আছে টাইপের কিছু। যদি তাই হয়, তাহলে হারুন বাদে অন্যরা দায়িত্বপালন করেনি-তাই তাদের শাস্তি হওয়া উচিত ছিলো বৈকি। সচেতন ব্লগাররা দলবাজ হলে এমন হয়ে যায়, অন্যায়কে আর অন্যায় মনে হয়না নিজের দল যখন করে।
সরকারী পুলিশের গত দুই দিনের গাড়ী পুড়ানোর জন্য মনে হয় ঢাকার সব পুলিশের বদলী বা চাকুরী চলে যাওয়ার অবস্থা হয়েছে-যা নিয়ে রামন দা চিন্তিত হবেন। হাস্যকর কথাবার্তা আর কি। সত্যিটা হলো পুলিশের সেদিনের আচরণ এতটা হিংস্র ছিলো যেকোনো সুস্থ্য মানুষ সেটাকে মানতে পারেন না। কিন্তু রামন দা-নিজেকে অসুস্থ্য হিসাবে দেখাতে চাননি, তাই কায়দা করে পুলিশের দায়িত্বে কথা বলেছেন। মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার কিংবা হুইপের রাজনৈতিক অধিকারের কথা তিনি ভুলে গিয়েছেন, ঠিক আমাদের দেশের কানকাটা অন্ধদলজীবী বুদ্ধিজীবীদের মতোই!!
ভালো থাকবেন, আপনার জন্য শুভ কামনা।
৬৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: দলীয় সার্থে রাষ্ট্রীয় বাহিনীর এমন যথেচ্ছা ব্যবহার এবং তার পরবর্তীতে পুরষ্কার প্রদানের ফল কারো জন্যই কখনও সুখকর হয়নি এবং ভবিষ্যতেও সুখকর হবেনা। সত্যি বলতে কি, আমরা যতটা দলপ্রীতি দেখাই তার সামান্যাংশ দেশপ্রীতি দেখালে এই দেশের চেহারা পাল্টাতে সময় লাগবেনা। কিন্তু আমরা এখন দলের বাইরে এসে দেশের কল্যাণের কথা ভাবতেই পারিনা। যে দেশের মানুষের কাছে দেশের চাইতে দল বড় হয় সে দেশের ভবিষ্যৎ সহজেই অনুমেয়। সময় হয়েছে নতুন করে গান কবিতা লেখার। যেমন, এমন দলটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি, সকল দলের সেরা সে যে আমার অমুক দল!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
স্বাধীকার বলেছেন:
কুনোব্যাঙ,
ভাই, আপনার এই লাইনটা ‘‘আমরা যতটা দলপ্রীতি দেখাই তার সামান্যাংশ দেশপ্রীতি দেখালে এই দেশের চেহারা পাল্টাতে সময় লাগবেনা।’’ এর পর আর কিছু বলার থাকেনা, দরকারও পড়েনা।
এটা যদি আমাদের চেতনাধারীরা বুঝতো তাহলে বেশী ভালো হতো। এভাবে পুলিশকে ব্যবহার করে, সেই পুলিশকে পুরষ্কৃত করে-সেটা আবার মিডিয়ার সামনে দম্ভ করে বলার মতো জঘন্য ব্যক্তিত্ব সত্যিকার রাজনীতিতে থাকার কথা নয়। এটা কেবল সম্ভব হয়েছে জীবনভর সুবিধালোভী অসৎ ষড়যন্ত্রকারী একজন সাবেক দুষিত আম্লার পক্ষেই। দুর্বিনীত পুলিশকে যে ন্যাক্কারজনক কাজের জন্য পুরষ্কৃত করা হলো, তাতে এই বাহিনীর কাছে এরকম ম্যাসেজই যাবে যে, ভিন্নমতকে বিশ্বজিতের মতো কুপিয়ে কুপিয়ে খুন করলেও পুরষ্কার পাওয়া যাবে। সরকার চাচ্ছে গদি রক্ষায় পুলিশকে অনৈতিক কাজের মাধ্যমেও পুরষ্কৃত করতে। কিন্তু পুলিশ কোনো দলীয় বাহিনী নয়, রাষ্ট্রীয় বাহিনী। একজন হুইপকে এভাবে নির্যাতন করার পর পুরষ্কার পাওয়া গেলে আপনার আমার মতো সাধারনকে মেরে ফেলেও পুরষ্কার পাওয়া যাবে-অন্তত আম্লীগ আমাদের সেটাই দেখালো। কিন্তু সময় বদলায়, সেদিনের জন্য সবাইকেই প্রস্তুত থাকতে হবে বৈকি।
আপনাকে ধন্যবাদ, শুভ কামনা।
৬৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
শের শায়রী বলেছেন: ভাই কিছু নোংরা মন্তব্য আপনার পোষ্টের ঔজ্জ্বলতাকে আরো বিকিরিত করেছে, আপানার লেখনি যেন সব সময় এভাবেই ন্যায়ের পথে থাকে। ভালো থাকুন
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
স্বাধীকার বলেছেন:
শের শায়রী,
ভাই আপনাকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা। চেষ্টা করবো সব সময় সত্যটা বলতে ও লিখতে এবং সেটা যদি আমার বিরোদ্ধেও যায়, তবুও সত্যের পথটাতেই হাটার চেষ্টা করবো। নোংরা মন্তব্য গুলোর মাধ্যমেই ঐ নোংরা মানুষ গুলোকেই আমাদের চিনিয়ে দিয়েছে, তা নাহলে আমরা এই ভার্চুয়াল জগতে তাদের কোনোভাবেই চিনতে পারতাম না।
আপনি কিন্তু লিখে যাবেন, আমরা থাকবো আপনার সাথে। তাছাড়া আপনি যেসব বিষয়ে লিখেন সেসব বিষয় সম্পর্কে সামুর ব্লগারদের সব সময়ই ক্ষুধা আছে। এই ক্ষুধা যিনি আমাদের তৈরী করে দিয়েছিলেন তিনি শ্রদ্ধেয় ব্লগার ইমন যুবায়ের। তার অনুপস্থিতিতে আমরা চাইবো এরকম লেখা বেশী বেশী আসুক। তাছাড়া আপনার পোস্টের বিষয় গুলোতে লিখতে গেলে প্রচুর পড়তে হয়, জানতে হয়-এত সময় পাইনা। তাই আপনাদের পোস্ট গুলোতে গেলে অনেক লাভ হয় আমাদের।
আবারো আপনার জন্য শুভ কামনা, ভালো থাকবেন।
৬৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
পথহারা সৈকত বলেছেন: শের শায়রী বলেছেন: ভাই কিছু নোংরা মন্তব্য আপনার পোষ্টের ঔজ্জ্বলতাকে আরো বিকিরিত করেছে, আপানার লেখনি যেন সব সময় এভাবেই ন্যায়ের পথে থাকে। ভালো থাকুন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
স্বাধীকার বলেছেন:
সৈকত ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাথে থাকবেন। আশা করি সব সময়ই সত্য ও ন্যায়ের পথেই থাকবো। ন্যায্য কথা বলা বা লিখতে যেন কখনো পিছপা না হই।
ভালো থাকবেন, শুভ কামনা।
৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
রাসেল মেটামোরফোজ বলেছেন: স্বাধীকার গুরু, একেবারে ফাটাই দিছেন! অসাধারণ হইছে। +++++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
স্বাধীকার বলেছেন:
রাসেল ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিন্তু এত পরে আসলেন আমার ব্লগে? আপনি আমাকে ভুলে গিয়েছেন-এটা কি ঠিক?
এসব পোস্ট পড়েও যদি সরকারের বোধে আসে যে, গণতান্ত্রিক সরকারকে সব সময় সহনশীল আচরণ করতে হয়। ক্ষমতা চিরস্থায়ী নয়, তারাও চিরস্থায়ী সরকার নয়, ব্যক্তি হিসাবেও কেউ অমর নয়।
আপনার জন্য শুভ কামনা, ভালো থাকবেন।
৭১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ক্ষুধিত পাষাণ বলেছেন: মঘা নামক কোনো জানোয়ারের কাছে মানুষের আচরণ প্রত্যাশা করা বৃথা! +
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
স্বাধীকার বলেছেন:
ক্ষুধিত পাষাণঃ
ভাই আপনার সাথে এ বিষয়ে একমত না হয়ে পারছিনা। জানোয়ারদের যখন রাষ্ট্রীয় ক্ষমতায় দেখা যায়, তখন মানুষ হিসাবে আমরা লজ্জা পাই। আদর্শহীন ষড়যন্ত্রকারী দলবাজ আম্লাকে আম্লীগ যে প্রকিয়া ব্যবহার করেছে ও করছে-তার মূল্য আম্লীগকে আগামীতে দিতে হতে পারে।
ভালো থাকবেন। শুভ কামনা।
৭২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
রাসেল মেটামোরফোজ বলেছেন: লেখক বলেছেন:
রাসেল ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিন্তু এত পরে আসলেন আমার ব্লগে? আপনি আমাকে ভুলে গিয়েছেন-এটা কি ঠিক?
এসব পোস্ট পড়েও যদি সরকারের বোধে আসে যে, গণতান্ত্রিক সরকারকে সব সময় সহনশীল আচরণ করতে হয়। ক্ষমতা চিরস্থায়ী নয়, তারাও চিরস্থায়ী সরকার নয়, ব্যক্তি হিসাবেও কেউ অমর নয়।
আপনার জন্য শুভ কামনা, ভালো থাকবেন।
না ভাই কি যে বলেন না, ভুলে যাব কেন!! আপনাকে আমি সব সময় অনুসরণ করি। তবে ব্লগে ইদানীং কম আসা হয়। ভাল থাকবেন, শুভ কামনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
স্বাধীকার বলেছেন:
রাসেল ভাই,
আবারো ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। সত্যিই আপনি আমার সাথে আছেন, আমিও আপনার সাথেই রইলাম।
ভাল থাকবেন। আপনার জন্যও শুভ কামনা সব সময়।
৭৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
বিপদেআছি বলেছেন: পুলিশ শেষ, প্রসাশন শেষ, বিচার বিভাগ শেষ , এদেশে কোন প্রতিষ্ঠান নাই , দুই পরিবার পালা করে শুধু লুটে ব্যস্ত।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
স্বাধীকার বলেছেন:
বিপদে আছিঃ
ভাই আপনার নিকটিই বলে দেয় আমরা কতটা বিপদে আছি। অথচ মাঠ পর্যায়ে আমাদের সর্বশেষ আশ্রয়ের জায়গা ছিলো পুলিশ, কিন্তু আমাদের কলুষিত রাজনীতি সেটাকে এতটাই বিতর্কিত ও অতিব্যবহার করেছে যে, এখন আর পুলিশকে বলে দিতে হয়না যে, নিজ দলের টা ধরবেনা, অন্যটা ধরবে। বরং পুলিশকে এখন ধরে আনতে বললে বেধেঁ নিয়ে আসে-স্রেফ ভালো পোস্টিং আর সরকারের নেক নজরের আশায়।
আপনার মন্তব্যের সাথে দ্বিমত করার সুযোগ নেই। আমরা অজানা গন্তব্যের দিকে যাচ্ছি-জানিনা শেষ প্রান্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
৭৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
রাসেল মেটামোরফোজ বলেছেন: স্বাধীকার ভাই, সামু ব্লগের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। কথা নাই বার্তা নাই, যখন তখন যাকে তাকে ছাগু ট্যাগ করা হচ্ছে। ৩ নং মন্তব্যটা দেখেন!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
স্বাধীকার বলেছেন:
রাসেল ভাই,
নজরে থাকলো। ঐটা কোনো পুরানো নিক। কোনো কারণে ক্ষুদ্ধ হয়ে এমন করেছে। তাছাড়া এখন কিছু কিছু ব্লগার না বুঝেই বইমেলা থেকে ফেরার পথে শাহবাগ হয়ে আসলেই নিজেকে মুক্তিযোদ্ধা ভাবছে। কিন্তু সত্যিকার আন্দোলন যারা চালিয়ে যাচ্ছে তারাই জানে তাদের কতটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে, বহুমত বহুপথকে এক সাথে রেখে একটি দাবানলের মতো আন্দোলনকে চালিয়ে যাওয়াটা অনেক কঠিন। কিন্তু আমাদের ব্লগিয় চেতনাধারীরা মনে করছে সেটা তাদের আন্দোলন এবং তারা মুক্তিযোদ্ধার সোল এজেন্ট-যাকে তাকে কোনো প্রমানহীন ট্যাগ করতে পারলেই নিজের অন্ধত্ব ও মূর্খতা ঢাকা পড়ে আর কি!! ফাউলদের ব্লগে কমেন্টস দিবেন না, যারা যুক্তির চাইতে নিজের মুর্খতাকে বেশী গুরুত্ব দেয়।
আপনার সাথে একমত দিন পরিবেশ নস্ট হচ্ছে, এক ব্লগারের প্রতি আরেক ব্লগারের শ্রদ্ধা ও বিশ্বাস নস্ট হচ্ছে, অস্থিরতা বাড়ছে, সবাই যেন দৌড়ে সামনে যাওয়ার চেষ্টা করছে, যাওয়ার পথে কাউকে কাউকে ল্যাং মেরে ফেলে যাচ্ছে-এ এক অসুস্থ্য দায়িত্বহীন স্বার্থবাদী প্রতিযোগিতা। রাসেল ভাই মন খারাপ করবেন না, ঐ নিকের বয়স ও মুর্খতা বিবেচনায় তাকে ক্ষমা করে দিন প্লিজ, ওয়াচে থাকলো। আমরা আছি তো আপনার সাথে, এরকম দায় দায়িত্বহীনদের কথায় কষ্ট নিবেন না প্লিজ।
ভালো থাকবেন, শুভ কামনা।
৭৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
ফেরারিআমি বলেছেন: সরকার বদল হলে, আওয়ামিদের ধরে ধরে এভাবে পিটিয়ে কোন পুলিশ যদি পদকপ্রাপ্ত হয়, তাহলে এই ব্লগাররা কি সেটা সমর্থন করবেন? ....
এমনটি হলে তখন কি হবে তা এবার বলছি.........
তখন বুদধীজিবিকারা আসবে মায়াকান্না কান্তে.........ভাড়াখাটা শমপা রেজা আর বাড়াচাটা সুবণনা মোসতফারা আসবে দেশ গেল দেশ গেল বলে চিল্লাতে......
জেই খানকিগুলোরে সারা বছর পাওয়া যায়না কোন জাতীয় ইস্যুতে, তারা মানবধিকার নিয়ে অভিনয় শুরু করবে......
এই মাগীগুলো কিন্ত লিমন বা বিশসজিতের সময় কোনো টু শব্দ করেনি......
স্বাধীকার ভাই......আর চুপ থাকতে পারলাম না......সরি ভাই
৭৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১১
ফেরারিআমি বলেছেন: সরকার বদল হলে, আওয়ামিদের ধরে ধরে এভাবে পিটিয়ে কোন পুলিশ যদি পদকপ্রাপ্ত হয়, তাহলে এই ব্লগাররা কি সেটা সমর্থন করবেন? ....
এমনটি হলে তখন কি হবে তা এবার বলছি.........
তখন বুদধীজিবিকারা আসবে মায়াকান্না কান্তে.........ভাড়াখাটা শমপা রেজা আর বাড়াচাটা সুবণনা মোসতফারা আসবে দেশ গেল দেশ গেল বলে চিল্লাতে......
জেই খানকিগুলোরে সারা বছর পাওয়া যায়না কোন জাতীয় ইস্যুতে, তারা মানবধিকার নিয়ে অভিনয় শুরু করবে......
এই মাগীগুলো কিন্ত লিমন বা বিশসজিতের সময় কোনো টু শব্দ করেনি......
স্বাধীকার ভাই......আর চুপ থাকতে পারলাম না......সরি ভাই
৭৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
ফেরারিআমি বলেছেন: সরকার বদল হলে, আওয়ামিদের ধরে ধরে এভাবে পিটিয়ে কোন পুলিশ যদি পদকপ্রাপ্ত হয়, তাহলে এই ব্লগাররা কি সেটা সমর্থন করবেন? ....
এমনটি হলে তখন কি হবে তা এবার বলছি.........
তখন বুদধীজিবিকারা আসবে মায়াকান্না কান্তে.........ভাড়াখাটা শমপা রেজা আর বাড়াচাটা সুবণনা মোসতফারা আসবে দেশ গেল দেশ গেল বলে চিল্লাতে......
জেই খানকিগুলোরে সারা বছর পাওয়া যায়না কোন জাতীয় ইস্যুতে, তারা মানবধিকার নিয়ে অভিনয় শুরু করবে......
এই মাগীগুলো কিন্ত লিমন বা বিশসজিতের সময় কোনো টু শব্দ করেনি......
স্বাধীকার ভাই......আর চুপ থাকতে পারলাম না......সরি ভাই
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০১
স্বাধীকার বলেছেন:
ফেরারী ভাই,
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার অনুমানটি সত্য এবং তা ঐতিহাসিক সত্যকেই তুলে ধরে। সিজনাল মানবতাবাদী সাংস্কৃতিক কর্মীরা বিএনপি ক্ষমতায় থাকাকালে পুলিশের আচরণের কারণে রাজপথে বিলাপ করে। এখন তারা হাইবারনেশনে আছেন তারা। আবার পাচঁ বছর পরে মাঠে নামবেন যখন আম্লীগ বিরোধী দলে থাকবে।
তবে এখন মিডিয়া এতটাই মানুষের কাছে অবস্থান করছে যে, এদের আগামীতে যেকোনো ধরণের মায়াকান্নাকে উলংগ করে দেখাবে। আজ যে মিডিয়া সরকারের নির্লজ্জ দালালীতে সওয়াব কামাচ্ছে বলে সুখ পাচ্ছে, আগামীতে তাদের মুখে চুনকালি দিবে এদেশের মানুষ। যেখানে পাওয়া যাবে, সেখানেই তাদের কাছে মিথ্যাচার আর সরকারের দালালীর কফিয়ত দিবে হবে। দিতে হবে তথাকথিত মানবতাবাদী যেসব ভন্ডদের নাম বললেন তাদেরও।
পুলিশ অপরাধী হওয়ার জন্য পুরুষ্কারের লোভ দেখায় যে মন্ত্রী, তার উপর আঘাত হেনে যদি কোনো পুলিশ পুরষ্কারের স্বপ্ন দেখে-তাকে কি খুব বেশী দোষ দিতে পারবেন মাননীয় মন্ত্রী? সময় সব প্রশ্নের জবাব দিবে।
ভালো থাকবেন, শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
টেরাকোটা বলেছেন: প্রিয়তে নিলাম। আরাম করে পড়ব।