![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
জানিনা আমার গন্তব্য কোথায় কোথায় ছিলাম কোথায এলাম আবার কোথায় চলে যাব তাহা আমি জানিনা শুধু এটুকুই জানি এসেছি থাকব আবার চলে যাব। প্রকৃতির এই বৈচিত্র ময় মায়ার জ্বালে আজ আমি বন্ধি। এই বন্ধিদসা থেকে নিজেকে মুক্ত করতে চাই ! অজানা রহস্য উদঘাটর করা যায় কিন্তু মানব মনের রহস্য উদঘাটন করা যায়না কেন মনের সাথে যুদ্ধ করে বার বার আমি হেরে গেছি কিন্তু বুঝতে পারিনাই অন্যকে কেন এমন হয় তাহাও জানিনা। অবাগলাগা কিছু বিষয় ওখনো আমাকে ডাকে কিন্তু যেতে পারিনা কেন তাহাও জানিনা । মনের মাঝে একটা প্রশ্ন বার বার দোলাদেয় তাহা হলো আমি কোথায় যাব সেখানে আমার জন্য কি অপেক্ষা করেছ। কেমন হবে সেই জাযগা অনেক প্রশ্ন উত্তর খুজে পাইনা । অন্ধকার জগতে একাই থাকতে হবে আমাকে তাহলে এই পৃথিবীর মাঝে এতো মায়া জ্বাল তৈরী করে কি লাভ তার চেয়ে একাই থাকা ভাল। আত্মার অস্কিত্ব খোজার চেষ্টা করে বার বার হেরে গেছি শুধু উপলব্দি করতে পারি এক দিন আমি থাকবনা এটাই সত্য হয়তো সেই সময় কখন হবো তাহার জানতে পারবনা নিয়তির কি পরিহাস বিধাতার কি নিয়ম। তাহলে এতো আয়োজন কিসের জন্য তাহাও জানিনা কি প্রয়োজনে আমাকে এখানে পাঠানো হল তাঁর উত্তর গুলো আমার কাছে এখনো আলো আধারের মতো লুকোচুরী করে। হয়তো একদিন আমি আমার গন্তব্য অন্ধকার কবরে চলে যাব কিন্তু আমার আত্মা কোথায় থাকবে তাহাও জানিনা মনের মাঝে এমন অনেক প্রশ্ন যাগে যাহা ভাবলে মনে হয় আমি কে। কোথায় ছিলাম আবার কোথায় চলে যাব কিন্তু বাস্তবতা আমরা মানতে চাইনা কেন বিলাসিতা আর অহংকার আমাদের যদি পুজি হয় তাহলে আমরাদের অবস্থান কোথায় হবে। অজানা থেকে জানার আগ্রহ সৃষ্টি হয় আমার মাঝে কিন্তু অনুধাবন করতে পারিনা কেন?
গন্তব্যর আশায় আমি এখনো অপেক্ষা করি আমি ফিরে যেতে চাই আগের ঠিকানায় যেখানে আমার রুহুর অবস্থান ছিল এই পৃথিবীর মাঝে এক বিন্তু আত্মতৃপ্তি পাইনি আমি আর পাওয়ার আশাও করিনা কখনো।
অজান্তেই অনেক কিছু করেছি যাহা বুঝতে পারিনাই। তাই চলে যেতে ইচ্ছা হয় অন্ধকার কবরে।
ধ্রুব............
©somewhere in net ltd.