নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ক্যানভাস

০৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:২৩

তুমি এলে সাথী তোমাকে দেব আমার অসীম আকাশ অনন্ত নীলিমা খুব কাছে এনে দেব দূরের নদী সূদুর সমুদ্র শ্রবনের মেঘমালাই তোমাকে নিয়ে যাব ঝলমললে অপরুপ বিকেলের কাছে। গোধুলীর মায়াবী আলোয় তিলোত্তমাই তোমাকে দেখব অপলক নিবিড় নিভূতে দিন শেষে রাত হবে তোমার হাতে তুলে দিব রাশি রাশি সন্ধাতাঁরা তুমি সাজাবে বাসর চাঁদনী রাতে।



মনের সাথে পাল্লা দিয়ে তোমার কুরারীত্ব এখনো কি ঠিক আছে ? নাকি যৌবনের স্রেতে ভেসেছো আপন খেয়ালে । তোমার অপলক চাহনী বার বার তাড়া করে বেড়ায় ভুলতে পারিনা তোমাকে কে তুমি ? স্বপ্ন রানী।

কে তুমি মেয়ে অমন পলক হীন চোখে তাকিয়ে থাক কি তুমি হারিয়েছো স্বপ্ন পুরুষের মাঝে? মায়ার বাধনে যদি বাধতেই না পার তাহলে এমন লুকোচুরীর মানে কি! স্বপ্ন হারা দিন গুলোতে যদি তুমি পাশে থাকতে তাহলে খুজে পেতাম জীবনের স্বর্থকতা। এখানো মনের মাঝে স্বপ্ন খেলা করে কিন্তু মনয়ে পেলোনা তাঁর সাথীকে তাইতো সে এখনো একা ?.........................

এভাবেই পারি করছে দিন থেকে রাত মনের রং এ আঁকতে পারেনি ক্যানভাস তাইতো রংখুজে লাভ কি ? রং এ রং মিশালে যদি রং এর ব্যবধান খুজে না পাই তাহলে কি তৈরী করা যাবে স্বপ্নের ক্যানভাস।



যে ছবি মনের মাঝে একেঁছিলাম একান্ত আপন করে নিজের অজান্তে !..........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.