নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

নতুন ভোর ২০১৩

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

নতুন সকাল নতুন দিন নতুন মাস নতুন বছর ২০১৩ সবাই নতুন শুধু আমিই একমাত্র পুরাতন নতুনের মাঝে । নীরবিচ্ছিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবনা নতুনের মাঝে আমি শুধু উপলব্ধি করতে পারলাম যে সময়ের সাথে সাথে মানুষের এতোটা পরিবর্তন । জীবনের এই ক্ষনস্থায়ী সময়ের মাঝে আমিই শুধু একা যানিনা কেন ?



দেখতে দেখতে পারি হয়ে গেছে অনেকটা সময় এই সময়ের ব্যবধানে আজ আমি এতোটাই ক্লান্ত যে নিজেকে আর বহন কয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে তাইতো এই নতুন ক্ষণে নিজেকে হারালাম একাকৃত্বতার মাঝে।

নতুন আগমনের এই বার্তা আজ এতোটাই বিকাশিত করেছে যে মনে হচ্ছে আজকের দিনটাই মতো যদি প্রতিটা দিন হতো সবার তাহলে হয়তো থাকতো না কোন কষ্ট দুঃখ বেদনা হতাশা ক্লান্তি নিযতিন এই খেলায় আমরা খেলয়ার জানিনা কখন কার জীবনে বিপর্যয় ধরা দেয় সেটাও সময়ের নিয়ন্ত্রনে।

সময় যে আপন গতীতে বয়ে চলে তাহা আমরা উপলব্ধি করতে পারি আনন্দ আর কষ্টের মাঝে যাহা সবার ক্ষেত্রে প্রযেয্য হয়তো আমি তোমাদের মতো হতে পারলাম, না কারন তোমাদের প্রতিপত্তি আভিযাত্য আর অহংকার আমাকে এতোটাই কুলশিত করেছে যে আমি এই পৃথিবীর মাঝে মানুষ হিসাবে সবচেয়ে নিকৃষ্ট অথচ সৃষ্টি কর্তা আমাদের সর্বশ্রেষ্ট মানব হিসাবে এই পৃথিবীকত পাঠিযেছেন যাহা তেমরা মানতে রাজি না।

একবার একান্ত ভাবে নীরবে ভেবে দেখ যে তুমি যখন এই পৃথিবীতে এসেছো যে পথে আমিও এসেছি সেই পথেই ব্যবধানটা তৈরী করেছি আমরা মানুষরাই। ধনী গরীবের ব্যবধান আমি মানিনা আমরা সবাই মানুষ এটাই সত্য হয়তো আমাকে নিয়ে তোমাদের অন্য রকম চিন্তা ভাবনা জাগতে পারে মনে কিন্তু আমি আমার সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ন বিশ্বাস রেখে বলছি মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই আমরা সবাই মানুষ।



সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যানিনা এই কথাটা আপনারা সবাই বিশ্বস করেন কিনা আমি করি।

নতুন সময়ে পথে আজ আমি একাই পথ চলছি অজানা পথে জানিনা এই পথের ঠিকানা কোথায গিয়ে শেষ হয় । নতুন করে আর কিছুকি হারানোর বা পাবার আছে যাহা কিনা সুখ অথবা দুঃখ দেবে আমাকে সে যাই হোক না কেন আমি হাটিতেছি পৃথিবীর পথে একা একা সময়ের সাথে ।



যদি কখনো মনে পরে আমাকে তাহলে খুজে নিয় সুবিধা বনচিত মানুষের ভিড়ে আমি নিজেকে বিসর্জন দিয়েছি তাহাদের কল্যানের জন্য আর কখনো হবেনা ফেরা তোমাদের আভিজাত্যর সংসারে তোমারা সুখের স্বর্গ নিয়ে বেঁচে থাক ক্ষনস্থায়ী জীবনে ।



আমি আছি বনচিত মানুষের কল্যানে আমাকে পাবে ক্ষুদার্ত মানুষের মাঝে যদি কখনো ভালবাসতে ইচ্ছা হয় তাহলে এই বনচিত মানুষ কে ভালবাস তাহলেই আমাকে উপলব্ধি করতে পারবে আমি তাদের মাঝেই বাঁচতে চাই।



আসুন সমাজ থেকে ক্ষুদা আর দারিদ্য কে র্নিরমূল করি সুন্দর একটা দেশ গড়ি নতুন বছরের শুরুতেই যদি একজন মানুষের কল্যানে নিজেকে বিকাশিত করতে পারি তাহলেই ক্ষনস্থায়ি জীবনটা স্বার্থক হবে।

শুভ কামনা পৃথিবীর সকল মানব এর জন্য আমরাই পারি একে অন্যর সহযোগিতা করতে তাহলেই জীবন পূর্ন হবে এটাই আমার বিশ্বাস। আসুন প্রতিটি মানুষের মৈলিক অধিকার নিশ্চিত করি আমরাই পারব বনচিত মানুষের কল্যানে নিজেকে বিসর্জন দিতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.