নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

তরুণ প্রজন্ম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

আ আ এই পতাকার বুবে যতোক্ষণ রবে সেই ক্ষতেরি দাগ উত্তাল রবে এই প্রজন্ম চত্বর সাহবাগ । রাজপথ ছাড়িনি ছাববোনা তো কেউ থামবে না কিছুতেই এই গণ জোয়ারের ঢেউ । সব নরকের কিট পৃথিবীর বুকে শ্বাস নিবে যতো কাল ফাঁসির দাবিতে ক্ষুব্ধ জনতা রইবে উন্মাতাল এই আমার মাটিতে বিষের ফসল আর নয় চাষাবাদ তার শিকড় উপরে ফেলা অগ্নি চলবেই প্রতিবাদ।

দেখো মন মিশারী শাড়িতে মিসেছে এক সন্তান হারা মা দাউ দাউ করে চোখের ভিতর জ্বলছে তাঁর ঘৃনা এক বিচার দেখতে এতোটা বছর তাঁর বেঁচে থাকা । কিছু নর পিচাসের মৃতু্য স্বপ্ন দুই চোখে আঁকা। এসেছে পিতা হারা সন্তান আর সবহারা মন আজো জেগে ওঠে দূঃস্বপ্নে সেই সির্যাতন এই বুক বছরের জমানো ব্যথার এলো সময় হিসাব মিটানোর আজ অতন্ত প্রহরীর মতো পুরো জাতি সজাগ ।



আমাদের সংগ্রাম চলবেই এসো আমরা এগিয়ে যাই আগামীর প্রজন্মরে জন্য একটি সুস্থ স্বভাবিক সমাজ প্রতিষ্টার জন্য আমরাই পারি নতুন একটা সকাল উপহার দিতে জাতিকে । কাধে কাধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবুজের বুকে লাল পতাকাটা সারা জীবন উরানো জন্য কেউ যেন সে পতাকাটা নষ্ট করতে না পারে এসো নতুন এসো তরুণ সময় এসেছে সামনের দিকে এগিয়ে যেতে চলো এগিয়ে যাই।

*বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ *

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বোকামন বলেছেন: জয় বাংলা

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বাংলার হোসেন বলেছেন: SOMOI ESECHE MOD JUA NARI mukto jibon gorar

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.