নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

শোক বার্তা ২২ মে

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

অনেকটা দিন পর আবার ফিরলাম আপনাদের কাছে এক শোক বার্তা নিয়ে । ২২ মে আমার বাবা হঠাৎ ষ্টোক করে মারা যায় তার পর থেকে আমি একটু অস্বাভাকিত হয়ে পরি কারন আমি আমার বাবা মার একমাত্র সন্তান নিজেকে স্বাভাবিক ভাবে ধরে রাখতে পারিনাই।



বাবা এভাবে আমাকে একা রেখে চয়ে যাবে যাহা আমি কখনো বুঝতেই পারি নাই বাবার সাথে আমার শেষ কথা হয় তার মৃতু্্র ৫ ঘন্টা আগে আমাকে শুধু একটা কথা বলে গিয়েছে আমি তোমাকে অনেক দেওয়া করি তুমি অনেক ভাল থাকবে তার কথার কোন কিছুই আমি বুঝতে পারি নাই।

আমার পৃথিবীতে এখন আর আপন বলতে মা ছাড়া আর কেউ নাই মনের মাঝে অনেক কষ্ট আমার কোন কিছু আর আগেম মতো করতে ইচ্ছা হয় না নিজেকে বড় একা লাগে সারাক্ষন বিসন্নতায় সময় কাটে বুঝতে পারিনা কি করা উচিৎ।



নিজেকে একটু স্বভাবিক রাখতে চাই কিন্তু পারিনা কারন আমি অভিমান করে বাবা মার কাছ থেকে ১০টা বছর দূরে ছিলাম একা একা আজ বুঝতে পারছি কেন আমি তাদের কাছে ছিলাম না অনেক মনে পড়ে বাবাকে আজ বাবা বলে ডাকার মতো আমার আর কেউ নাই প্রতি দিন বাবা মার সাথে ফোনে কথা হতো টাকার প্রয়োজন হলে শুধু বলতে সময় লাগতো কিন্তু দিতে সময় লাগতো না । বছরে হয়তো ঈদে দেখা হতো আবার কখনো হতো না বাবা শুধু বলতো আজ আমার সব শেষ হয়ে গেছে বলেই তুমি এমন কর কিন্তু বাবা বুঝতো না যে আমি এমন কেন করতাম।



তোমার সব শেষ হয়েগিয়েছে তাঁতে আমার কোন দুঃখ ছিল না কিন্তু আমার প্রতি ভালবাসাটা একটু বেশি ছিলো বলেই আমি এমন হয়েছিলাম কখনো সাশন করেন নাই যদি সাশন করতেন তাহলে হয়তো এমন হতাম না ।

বাবা যে নাফেরার দেশে চলে গেছে আর ফিরে আসবে না সামনে ঈদ আর বাবা বলবে না আমাকে বাবা তোমার কতো টাকা লাগবে মারকেট করতে হায়রে ভালবাসা যখন থাকে তখন আমরা বুঝতে পারিনা আর যখন হারায় তখন শুধু উপলব্ধি করি কিন্তু কিছুই করার থাকে না।



আপনারা আমার বাবার জন্য দোওয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করেন আমিন

আমি আজ অনেকটা অনুতপ্ত কোন সন্তান যেন বাবা মার অবাধ্য না হয় তাহলে শুধু তার একার ক্ষতি না উভয়ের ক্ষতি যাহা আজ আমি উপলব্ধি করতে পারছি কিন্তু কিছুই করার নাই আমার কারন বাবা যে আর ফিরে আসবে না।



অনেক দুষ্টমি অনেক পাগলামি করেছি কখনো কিছুই বলেন নাই শুধু বার বার একটা কথা বলেছেন বাবা তুমি যেখানেই থাক কখনো মানুষেন মনে কষ্ট দিবে না আর কখনো কোন খারাপ কাজ করবেনা পৃথিবীটা ক্ষনস্থায়ী একদিন আমরা চলে যাবো অনন্ত জীবনের ঠিকানাই আজ বাবা চলে গেছেন সেই খানে একদিন আমিও চলে যাব বাবার কাছে ।



অনেক স্মৃতি ------------আনন্দ----------হাঁসি----------ভালবাসা------- সব ছেড়ে আজ আমাকে একাই কাটাতে হবে -----বাবা তোমাকে ছাড়া আল্লাহ তোমার মঙ্গল করুন আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ঘাসফুল বলেছেন: পরম করুণাময় আপনার বাবাকে ভালো রাখুন... তাঁর জন্য দোয়া করুন, এতে আপনিও অন্তরে প্রশান্তি পাবেন...

২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




যেখানেই আছেন তিনি
যেন অনেক ভালো থাকেন ...
শান্তিতে থাকেন ...

আমীন ।

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

অর্কমানিক বলেছেন: অনেক অনেক শুভ কামনা তোমাকে তুমি ও অনেক সুখে থাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.