![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
আগমন বার্তা আমার কানে আসল এক নতুন অতিথীর আসবে আমাদের মাঝে অধির আগ্রহে তাহার পথ চেয়ে আজও বসে আছি। একটু একটু করে স্বপ্নের জাল বুনছে আমাদের মাঝে কাক্ষিত চাওয়ার মাঝে এযে এক অবিস্বাশ্য অমূল্য পাওয়া যানিনা কখন আমাদের মাঝে ধনা দেবে সেই অতিথী তাহার জন্য আমাদের সব আয়োজন বন্ধ হয়ে গেছে । যে যায় সে আর আসেনা আর যে আসে সে অনেক দেরিতে আসে এ্টাই ব্যবধান সময়ের মাঝে ।
যাকে হারিয়েছি তাকে আর পাব না আর যে আসছে তাঁর জন্য আর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। অচেনা অতিথী আসছে আমাদের জীনটাকে ধন্য করতে চাওয়া পাওয়ার ব্যবধান আর স্বপ্ন পুরনেরে ইচ্ছা সারাক্ষন আমাকে তাড়িয়ে বেড়ায়।
আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন সব সমস্যা মোকাবেলা করতে পারি জীবনের অনেকটা সময় অনিশ্চিত ভাবেই কাটিয়েছি তোমার মেহের বাণী নিয়ে আজও যেন সেই সমস্যা মোকারেলা করেত পারি নিজেকে যেন সঠিক পথে ধরে রাখতে পারি আমিন।
তুমি আসবে আমাদের মাঝে এক আলোর বার্তা নিয়ে ভালবাসার সব উপহার তোমার জন্য তুমি আসবে বলে আজও অপেক্ষায় আছি। ভাল থেকো অচেনা অথিতী তোমার অপেক্ষায় আজও আমি রাত্রী যেগে থাকি কখন তুমি আসবে আমাদের ঘরে সেই অপেক্ষায় ।
অচেনা অতিথী তোমার জন্য সকাল দুপুর রাত্রী আমার আনা গোনা কখন তুমি আসবে। আগমন ২০১৪ইং অপেক্ষায় থাকব তোমার জন্য।
©somewhere in net ltd.