![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
অনেক দিন পর জানতে পারলাম যে, যে খানে আমার শৈশব, কৈশর, যৌবন কাটিয়েছি সেখানে আজ এক জন অতিথী এসেছিলো আমার রাত্রী যাগা ভোরের ঠিকানায়। আচমকা এক আত্রনাত আমাকে আকড়ে ধরে বলে তুমি আজ কোথায়। তোমাকে দেখতে ইচ্ছা করছে কিন্তু নিয়তির যে কি তাহা বলার অপেক্ষা নাই। যাহাকে আমি নতুন করে সাজিয়ে ছিলাম আজ তাহার আগমনে মনের মাঝে এক নতুন অভিযাত্রা তৈরি হয়েছে জানতে পারলাম নতুন সঙ্গীকে নিয়ে সে এসেছিলো আমার নানা বাড়ী।
সেখানে সবাই এক সাথে আনন্দ উল্লাসে কাটিয়েছে শুধু আমি নাই তোমাদের মাঝে ভাল থাক এই কামনাই করি সারাটি জীবন।
০৬-০২-২০১৪ HAL
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
ইয়াসিন খান দিপু বলেছেন: hmm.