![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
নতুন প্রজন্মের আগমন বার্তা আমাকে এক বিশ্বর্যকর অনুভূতির জন্ম দিয়েছে অনাগত প্রজন্ম আসবে বলে তুমি চলে গেলে এক আন্তরিক আবেগ ঘন মূহুতে নিজেকে নিয়ে আমাকে ছেরে নিরাপদ আশ্রয়ে। তোমার এই প্রত্যাবর্তন আমাকে অনেকটা কষ্ট দিলেও এক আশিক অনুভূতি আমার মাঝে খেলা করে । যাহা তোমাকে বলে বুঝাতে পারবনা কিন্তু তুমি যে চলে যাবে তাহা ভাবতেই পারছিনা তোমার চলে যাওয়ার পর থেকে নিজেকে অনেকটা একা লাগছে। তবুও মনে হয় তুমি যে এক অমূল্য ধন ধারন করে চলেছো তাহা এক মাত্র আল্লাহ্ তালার আর্শিবাদ ছারা আর কিছু না।
তোমাকে অনেক মনে পড়ে মনে হয় তুমি অনেক দিন হল চলে গেছো বুঝতে পারিনা কেন এমন হয় তোমাকে আজ অনেক বেশি মনে পরড়ছে নিজেকে অনেক বার বুঝাতে চেয়েছি যে তুমি অকারনে আমাকে ছেড়ে চলে যাও নি মনটা তবুও কিছুতেই বুঝতে চাইনা।
মনের মাঝে যন্ত করে রাখছ যারে আপন করে
আসবে সে তোমার ঘরে নতুন এক বার্ত নিয়ে
নতুন করে বাধব তাঁরে দুজন মিলে সুখের নীড়ে
স্বপ্ন গুলো সত্যি হবে আর মাত্র কদিন পড়ে
ধর্য্য ধরে কষ্ট আসবে সে তোমার ঘরে বিশ্ব সমাজ আলো করে।
সান্তসুলভ নিয়ম নীতি মানবে তুমি নিবীড় করে
কল্পনাতে আঁকব আমি বাস্তবতায় রাখবে তুমি স্বপ্ন ভরা আদরে।
মনের মাঝে খেলা করে আসবে সে আলো করে
আনন্দ ভরা মন নিয়ে থাকবে তুমি আপন নীড়ে
ভাবনা গুলো একলা করে আমি আছি অনেক দূরে
আসব বলে তোমার কাছে স্বপ্ন ভরা বার্তা নিয়ে ।
আর মাত্র কয়েটা দিন আসবে আমার স্বপ্ন
থাকব আমি তোমার পাশে রাখব আমি আপন করে
দেখব আমার স্বপ্ন টাকে নিদ্রা হারা দূনয়নে
আল্লাহ্ তালা সহায় থাকুক নিরাপদে তোমায় রাখুক। ০৫-০৪-২০১৪ইং
©somewhere in net ltd.