![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
হা-মীম এ্যাপারেল লিঃ হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠান আমাদের জেনারেল ম্যানেজার স্যারকে বিদায় জানালাম। অনেক কষ্ট হচ্ছে যে স্যারের সাথে দীর্ঘ অনেক দিন কাজ করেছি তাহার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যাহা আমাকে আমার জীবনের জন্য অনেকটা সাহস তৈরী করেছে কাজের ক্ষেত্রে তাহার সানিধ্য নিজেকে যেন তৈরি করতে পারি একজন দক্ষ টেকনিশিয়ান হিসাবে ।
স্যার এর কথা আমাদের সবার সারা জীবন মনে থাকবে ।
আন্তরিকতার সাথে কাজ করে স্যার এর কাছ থেকে যাহা শিখতে পেরেছি তাহা আমার জীবনের আর্শিবাদ হয়ে থাকবে।
বিদায় ২০১৪
©somewhere in net ltd.