নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

আনন্দ আর শোক মে ২০১৪ বাবা নেই বাবা আসছে!

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২

আনন্দ আর শোক শিরো নামে যে লেখাটা লিখছি তার ব্যাখ্য আমি কি ভাবে উপস্থাপন করব তাহা আমার জানা নেই । বাবা নেই বাবা আসছে ! কথাটার অর্থ অনেক তাৎপর্য্য পূর্ন ভাবতেই পারিনা জীবনটার পরিবর্তন এমন এক বিস্ময় কর । অজানা রহস্য গুলো আমার সাথেই খেলা করে ? আমি এক পথ হারা মানুষ যানিনা আমার গন্তব্য কোথায় গিয়ে শেষ হয় বাবা তুমি নেই তাই আমার অনেক সমস্যা তৈরী করেছে সবাই। তোমার রুপান্তরিত হবার পর আমার সাথে সবাই একের পর এক সমস্যা তৈরী করছে। আমি কি ভাবে মোকাবেলা করব তাহা আমার জানা নাই তবুও স্বাভাবিক ভাবে সব সমস্যা সমাধানের চেষ্টা করছি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু তোমার জন্য তোমার অস্তিত্বটুকু যেন আমি ধরে রাখতে পারি এই কামনাই আমিন। তুমি চলে যাওয়ার ১ বছর এর মাথায় আমার উত্তরশরী আসছে তোমার ঘরে বাবা শুধু তুমি নেই কিন্তু তোমার অস্তিত্বকে ধারন করে চলেছি আমি আমি যেন তোমার স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারি তোমার দ্বিতীয় প্রজন্মের মাঝে যাহা আমি করতে পারিনি তোমার জন্য।

আমার প্রজন্মকে তোমার আদর্শে মানুষ করতে চাই এটা আমার জীবনের একটা কঠিন পরীক্ষা আমাকে ধের্য্য ও সাহসের সাথে সকল কাজ পরিচালনা করার জন্য আপ্রান চেষ্টা করব আমি যেন অন্তত একটা মানুষ তৈরী করতে পারি তোমার মতো তা নাহলে আমার জীবনটাই বিথা হয়ে যাবে। আমি যেন তোমর স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারি ক্ষমাশীল হিসাবে।



অনেক আশার মাঝে এখন তুমি আমার এক নতুন স্বপ্ন তোমাকে নিয়ে আমার অনেক ইচ্ছা তুমি আমাকে এক অকল্পনিয় অবিনস্বর আর্শিবাদ হয়ে আসবে আমার জীবনে। ভালবাসার সবটুকু ঊস্মতা তোমার জন্য যত্ন করে রেখে দিয়েছি ! তোমার অপেক্ষায় আমার সকল ভালবাসা তোমাকে উৎসর্গ করলাম তুমি আসবে আমাদের মাঝে এক নব সুখের বার্তা নিয়ে ।

অজানা অনেক প্রশ্ন মনের মাঝে দোলা দেয় আর যে অপেক্ষা করতে পারছিনা তুমি আসবে জানি তবুও মনে হয় এখনো অনেকটা দিন আর যে ধোর্য্য ধরতে পারছিনা । ফিরে এসো তুমি আমাদের মাঝে সুন্দর ভাবে এই কামনাই করি আল্লাহর কাছে।



জীবনাকে পরিপূর্ন করতে তুমি আসবে আমার কাছে এর থেকে বেশি আর কি চাওয়া তুমি ভাল থাকবে সুন্দর থাকবে এই প্রত্যাশায় থাকবে তোমার প্রতি , তোমার যেন কোন অপূর্নতা না থাকে তার জন্য আমি সব ত্যাগ সিকার করতে সদা প্রস্তুত। তুমি আমার ভালবাসার একমাত্র ফসল আগামীর উত্তরশরী তোমার আগমন আমার ভিতরে এক নতুন শিহরন যাগাই তুমি আমার একমাত্র অবলম্বন আগামী দিন গুলো হয় যেন সুখের এক স্বপ্ন নীড়?



প্রত্যাশার উপহার গ্রহন করব সকল বাধা বিপত্তি উপেক্ষা করে তুমি আসবে আমার মাঝে এক ভালবাসার সেতু বন্ধন হয়ে।



কেন ভালোবাসি, কেন কষ্ট পাই... তুমিও যেমন জানো... আমিও তো তাই! তবু ভালোবাসি, তবু ভেজে চোঁখ......। এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক!! শোক আর আগমন বার্তা আমাকে দুটাই ঘ্রাস করছে একই মাসে আলো আর আধারের এই খেলাই আমাকে জয়ী হতে হবে আমি নিজেকে জয়ী দেখতে চাই ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

আমিনুর রহমান বলেছেন:




সুন্দরভাবে অনুভুতিগুলো প্রকাশ করেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

অর্কমানিক বলেছেন: সুন্দর হোক আমাদের সকলের জীবন এই কামনাই করি বিধাতার কাছে। ধন্যবাদ

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি খুব-খুব অবাক হয়ে গেলাম !!

"বাবা নেই, বাবা আসছে"...!

এই শিরোনামে আমি একটা পোস্ট দিতে চেয়েছিলাম !

যাহোক, অনেক শুভকামনা আর একাত্মতাবোধ জানাচ্ছি...!

সাহসী হোন, ধৈর্য ধরূন, ভালো থাকুন ।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

অর্কমানিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.