![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
অবাগ লাগা কিছু ভালবাসা যাহা নিজেকে নিয়ে যায় আগামীর পথে আমি সেই পথ ধরে হেটে চলেছি নতুন প্রজন্মের জন্য। আপনাদের সকলের দোওয়া ও আর্শিবাদ কামনা করছি। আপনারা আমাদের সন্তানকে দোওয়া করবেন সে যেন এক জন সত আদর্শবান মানুষ হিসাবে তৈরী করতে পারি এটাই আমার একমাত্র প্রত্যাশা ।
ভালবাসা আর বিশ্বাস একজন মানুষ কে তৈরী করতে পারে------------
সাহস, সততা আর অক্লান্তিক পরিশ্রম একজন ভালমনের মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করিতে পারে আমি যেন সেই ভাবে আমান সন্তানকে তৈরী করতে পারি মানুষের সঙ্গল এর জন্য নিজেকে উৎসর্গ করতেও কখনো পিছুপা হবেনা সততা আর আদর্শ হবে তাঁর একমাত্র অবলম্বন সকলের কাছে এই কামনাই করি।
আমিন----------------------------------------------------?
©somewhere in net ltd.