![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
আজ ০৬-০৬-২০১৪ তোমার বিবাহ এক বছর র্পূর্তি হল ! তুমি কি আজ ভুলেই গেছো তোমার সেই হারানো দিন । নতুন বছর কে আবার ও নতুন করে গ্রহন করে নিও নতুন সাথীকে নিয়ে সুখের সংসার কর এই কামনাই করি তুমি সুখে থাক।
তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু অনেকটা পথ পারিদিয়ে তোমার অনেকটা কাছে গিয়ে ফিরে এসেছি অনেকটা হতাশা নিয়ে ।কারন তুমি একবার ও আমাকে স্মরন করনি আমিও আজ তোমার থেকে অনেক দূরে অন্য এক মানুষ আমার ও সংসার আছে একটা ফুটফুটে পুত্র সন্তান দান করেছেন আল্লাহ্।
তোমার বিবাহ বার্ষিকিতে আমার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল তুমি সুখী হও এই কামনাই করি সারাটা জীবন।
...............................................০৬-০-৬-২০১৩.....................................
...............................................০৬-০-৬-২০১৪.....................................
আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল তোমার প্রতি নব বসন্তের মতো বার বার ফিরে আসুক তোমার জীবনে প্রথম প্রহরের সুখের সময় গুলো সারাটি জীবন .........................
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭
অর্কমানিক বলেছেন: আন্তরিক অভিনন্দন .............................................।
২| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো নিরন্তর ।
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৮
অর্কমানিক বলেছেন: আন্তরিক অভিনন্দন .............................................।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা রইল ।